পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ ৭ ই জন্ত পুত্র প্রসব করিল। কিন্তু দায়ুদের কৃত এই কৰ্ম্ম সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ হইল। Sર পরে সাপ্রভু দায়ুদের নিকটে নাখনকে প্রেরণ করিলেন । তার তিনি তাহার নিকটে আসিয়া তাহাকে কহিলেন,—এক নগরে দুইটী লোক ছিল : তাহাঁদের মধ্যে এক জন ধনবান, তার এক জন ২ দরিদ্র । ধনবানের অতি বিস্তর মেযদি পাল ও ৩ গোপাল ছিল। কিন্তু সেই দরিদ্রের আর কিছুই ছিল না, কেবল একটী ক্ষুদ্র মেষবৎস ছিল, সে তাহাকে কিনিয়া পুষিতেছিল ; আর সেটা তাহার সঙ্গে ও তাহার সন্তানদের সঙ্গে থাকিয়৷ বাড়িয় উঠতেছিল - সে তাহারই খাদ্য খাইত, ও তাঁহারই পাত্রে পান করিত, আর তাহার বক্ষঃস্থলে শয়ন করিত, ও তাহার কস্তার মত ছিল। পরে ঐ ধনবানের গৃহে এক জন পখিক আসিল, তাহাতে বাটীতে আগত অতিথির জন্ত পাক কারণাথে সে তাপন মেষাদি পল ও গোপাল হইতে কিছু লইতে কাতর হইল, কিন্তু সেই দরিদ্রের মেষবৎসটা লইয়া, যে অতিথি আসিয়াছিল, তাহার ও জন্ত তাঁহাই পাক করিল। তাহাতে দায়ুদ সেই ধন বানের প্রতি আতিশয় ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিলেন ; তিনি নাথনকে কহিলেন, জীবন্ত সদাপ্রভুর 3 দিব্য, যে ব্যক্তি সেই কৰ্ম্ম করিয়াছে, সে মৃত্যুর সন্তান , । ও সে কিছু দয়া না করিয়া এ কৰ্ম্ম করিয়াuছ, এহু জg সেই মেষবৎসার চতুগুণ ফিরাইয়া দিবে। তখন নাথন দরূদকে কহিলেন, আপনিই সেই ৷ ব্যক্তি। ইস্রায়েলর ঈশ্বর, সদাপ্রভু এই কথা কহন, আমি তোমাকে হস্রায়েলের উপরে রাজপদে তাভি মুক্ত করিয়াছি, এবং শোলের হস্ত হুইতে উদ্ধার করিয়ছি : ৮ আর তোমার প্রভুর বাট তোমাকে দিয়াছি, ও তোমার প্রভুর স্ত্রীগণকে তোমার বক্ষঃস্থলে দিয়াছি, এবং ইস্রা য়েলের ও যিহদার কুল তোমাকে দিয়াছি ; আর তাহ যদি অল্প হইত, তবে তোমাকে আরও অমুক অমুক ৯ বস্তু দিতাম। তুমি কেন সদাপ্রভুর বাক্য তুচ্ছ করিয়া, তাহার দৃষ্টিতে যাই মন্দ, তাহাই ক৷রয়ছ ? তুমি হিত্ত য় উ রয়কে খড়গ দ্বারা আঘাত করাইয়াছ ও তাহার স্ত্রীকে লইয়। আপনার স্ত্রী করিয়াছ, তাম্মোন । সন্তানদের খড়গ দ্বার। উরিয়কে মারিয়া ফেলিয়াছ । ১০ অতএব খড়গ কখনও তোমার কুলকে ছাড়িয়া যাইবে না; কেননা তুমি আমাকে তুচ্ছ করিয়৷ হিৰ্ত্তীয় উরিয়ের স্ত্রীকে লইয়। আপনার স্ত্রী করিয়াছ। সদাপ্রভু এই কথা কহন, দেখ, আমি তোমার কুল হইতেই তোমার বিরুদ্ধে অমঙ্গল উৎপন্ন করিব, এবং তোমার সাক্ষাত তোমার স্ত্রীগণকে লইয়া তোমার আত্ম য়কে দিব ; তাহাতে সে এই স্থয্যের সাক্ষাতে তোমার স্ত্রীগণের ১২ সহিত শয়ন করবে। বস্তুতঃ তু ম গোপনে এই কৰ্ম্ম করিয়াছ, কিন্তু আমি সমস্ত হস্রায়েলর সাক্ষাতে ও হুর্য্যের সাক্ষাতে এই কায্য করব । তখন দাৰুদ নাথনকে কহলেন, আমি সদাপ্রভুর > 3. అ ২ শমুয়েল [ • ९ ; > - २¢ । বিরুদ্ধে পাপ করিয়াছি। নাথন দায়ুদকে কহিলেন, সদাপ্রভুও আপনকার পাপ দূর করিলেন, আপনি ১৪ মরিবেন না। কিন্তু এই কৰ্ম্ম দ্বার আপনি সদাপ্রভুর শক্রগণকে নিন্দ করিবার বড় সুযোগ দিয়াছেন, এই এ জন্ত আপনকার নবজাত পুত্ৰটী অবস্থ মরিবে। পরে নাখন আপন গৃহে প্রস্থান করলেন। তার সদাপ্রভু উরিয়ের স্ত্রীর গর্ভজাত দায়ুদের পুত্রটীকে আঘাত করিলে সে অতিশয় পীড়িত হইল । ৬ পরে দরূদ বলকটার জন্ত ঈশ্বরের কাছে বিনতি করিলেন ; আর দরুদ উপবাস করিলেন, ভিতরে প্রবেশ করিয়া সমস্ত রাত্রি ভূমিতে পড়িয়া রহিলেন । ১৭ তখন তাহার বাটার প্রাচীনের উঠিয় তাহাকে ভূমি হইতে তুলিবার জন্ত তাহার নিকটে গিয় দাড়াইলেন, কিন্তু তিনি সন্মত হইলেন না, এবং তাহদের সহিত ১৮ ভোজনও করিলেন না। পরে সপ্তম দিবসে বালকটী মরিল ; তাহাতে বালকট মরিয়াছে, এই কথা দায়ুদকে বলিতে তাহার দাসগণ ভয় করিল, কেননা তাহার কহিল,দেখ, বালকট জীবৎ থাকিতে আমরা তাহাকে বলিলেও তিনি আমাদের বাক্যে কর্ণপাত করেন নাই ; এখন বলকটা মরিয়াছে, এ কথা কেমন করিয়া তাহাকে বলিব ? বলিলে তিনি আপনার অনিষ্ট কfর১৯ বেন । কিন্তু দাসের কণাকণি করিতেছে দেখিয়৷ দায়ুদ বুঝিলেন, বলকটা মরিয়া গিয়াছে ; দায়দ আপন দাসগণকে জিজ্ঞাসিলেন, বালকট কি মরি২০ য়াছে ? তাহার কহিল, মরিয়াছে । তখন দারুদ ভূমি হইতে উঠয়। স্নান, তৈলমূৰ্দ্দন ও বস্ত্র পরিবর্তন করেলেন, এবং সদাপ্রভুর গৃহে প্রবেশ করিয়া প্ৰণিপাত করিলেন ; পরে আপন গৃহে আসিয়া আজ্ঞা করিলে তাহার। তাহার সম্মুখ খাদ্য দ্রব্য রাখিল ; আর তিনি = ১ ভোজন করিলেন । তখন তাহার দসগণ তাহাকে কহিল, আপনি এ কেমন কাজ করলেন ? বালকট, জীবৎ থাকিতে আপনি তাহার জন্ত উপবাস ও রোদন করিতেছিলেন, কিন্তু বালকট মরিয়া গেলেই ২২ উঠয়। ভোজন করিলেন। তিনি কহলন, বলকটা জীবৎ থাকিতে আমি উপবাস ও রোদন করিতেছিলাম ; কারণ ভাবিয়ছিলাম, কি জানি, সদাপ্রভু আমার প্রতি কৃপা করিল বালকট বাচিতে পারে। ৩ কিন্তু এখন সে মরিয়া গিয়াছ, তবে আমি কি জন্তু উপবাস করিব ? আমি কি তাহাকে ফিরহয়; আনিতে পারি ? আমি তাহার কাছে যাহব, কিন্তু সে তামার কাছে ফিরিয়া আসিবে না। ২৪ পরে দায়ুদ আপন স্ত্রী বংশেবাকে সান্তন করিলেন, ও তাঁহার কাছে গমন করিয়া তাহার সহিত শয়ন করিলেন ; এবং সে পুত্র প্রসব করল দায়ুদ তাহার নাম শলোমন রাগিলেন ; আর সদ।প্রভু তাহাক প্রেম ২৫ করিলেন । আর তিনি নাথন ভাব দীকে প্রেরণ করলেন, আর তিন সদও ভুর জন্ত তাহার নাম যিদদয় । সদ।প্রভুর প্রয় ] রাখলেন । 272