পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ९ ; २७ - > © ; २० । ] ইতিমধ্যে যোয়াব অন্মোন-সন্তানদের রকবা নগরের প্রতিকূলে যুদ্ধ করিয়ী রাজনগর হস্তগত করিলেন। ২৭ তখন যোয়াব দায়ুদের নিকটে দূতগণকে প্রেরণ করিয়৷ কহিলেন, আমি রববার বিরুদ্ধে যুদ্ধ করিয়৷ জলনগর ২৮ হস্তগত করিয়াছি । এখন আপনি অবশিষ্ট লোকদিগকে একত্র করিয়া নগরের কাছে শিবির স্থাপন করুন, তাহ হস্তগত করুন, নতুবা কি জানি, আমি ঐ নগর হস্তগত করিলে তাহার উপরে আমারই নাম ২৯ কীৰ্ত্তিত হইবে। তখন দায়ুদ সমস্ত লোককে একত্র করিলেন, ও রববাতে গিয়া তাহার বিরুদ্ধে যুদ্ধ করিয়৷ ৩০ তাহ হস্তগত করিলেন। আর তিনি তথাকার রাজার সন্তক হইতে তাহার মুকুট লইলেন ; তাহাতে এক তালন্ত পরিমাণ স্বর্ণ ও মণি ছিল ; আর তাহ দায়ুদের মস্তকে অপিত হইল ; এবং তিনি ঐ নগর হইতে ৩১ অতি প্রচুর লুটদ্রব্য বাহির করিয়া আনিলেন। আর দায়ুদ তথাকার লোকদিগকে বাহির করিয়া আনিয়া করাতের, লৌহের মহর ও লৌহের কুড়ালির মুখে রাখিলেন, এবং ইটের পাজার মধ্য দিয়া গমন করাইলেন । তিনি অন্মোন-সন্তানদের সমস্ত নগরের প্রতি এইরূপ করিলেন। পরে দ্বায়ুদ ও সমস্ত লোক বিরূশালেমে ফিরিয়া গেলেন । অমোনের ঘৃণাৰ্ছ কাণ্ড ও তাহার ফল । S○ ." এই ঘটনা হইল ; দায়ুদের পুত্র অবশীলোমের তামর নামে সুন্দরী এক সহোদর ছিল ; দায়ুদের পুত্র অস্নোন তাহাকে ভালবাসিল । ২ অম্লোন এমন আকুল হইল যে, আপন ভগিনী তামরের জন্য পীড়িত হইয় গড়িল, কেননা সে কুমারী ছিল, এবং অস্নোন তাহার প্রতি কিছু করা দুঃসাধ্য বোধ ৩ করিল। কিন্তু দায়ুদের ভ্রাতা শিমিয়ের পুত্র যোনাদব নামে অম্নোনের এক বন্ধু ছিল ; সেই যোনাদব অতি৪ শয় চতুর ছিল। সে অস্নোনকে কহিল, রাজপুত্ৰ । তুমি দিন দিন এমন কৃশ হইতেছ কেন ? আমাকে কি বলিবে না ? অম্লোন তাহকে কহিল, আমি আপন ভ্রাতা অবশালোমের সহোদরী তামরকে ভালও বাসি। যোনাদব কহিল, তুমি আপন খট্টার উপরে শয়ন করিয়া পীড়ার ভাণ কর ; পরে তোমার পিতা তোমাকে দেখিতে আসিলে তাহাকে বলিও, অনুগ্রহ করিয়া আমার ভগিনী তামরকে আমার নিকটে আসিতে আজ্ঞা করুন, সে আমাকে কুটী খাইতে দিউক, এবং আমি দেখিয়া যেন তাহার হস্তে ভোজন করি, এই জন্ত আমার সাক্ষাতেই খাদ্য পাক করুক। ৬ পরে অন্নোন পীড়ার ভাণ করিয়া পড়িয়া রহিল ; তাহাতে রাজী তাঁহাকে দেখিতে অসিলে অমোন রাজাকে কহিল, বিনয় করি, আমার ভগিনী তামর আসিয়া আমার সাক্ষাতে খান দুই পিষ্টক প্রস্তুত করিয়া দিউক, আমি তাহার হস্তে ভোজন করিল। о. т. 18 ] 及地 ২ শমুয়েল । २ १ ॐ) ৭ তখন দায়ুদ তামরের গৃহে লোক পঠাইয়া কহিলেন, তুমি এক বার তোমার ভ্রাতা অন্নোনের গৃহে গিয়া ৮ তাহীকে কিছু খাদ্য প্রস্তুত করিয়া দেও। অতএব তামর আপন ভ্রাতা অম্নোনের গৃহে গেল ; তখন সে শুইয়াছিল। পরে তামর স্বজী লইয়া ছানিয়া তাহার ৯ সাক্ষাতে পিষ্টক প্রস্তুত করিয়া পাক করিল ; আর তাওয়া লইয়া গিয়া তাহার সম্মুখে ঢালিয়া দিল, কিন্তু সে ভোজনে অসন্মত হইল। অস্নোন কহিল, আমার নিকট হইতে সকল লোক বাহিরে যাউক । তাহাতে সকলে তাহার নিকট হইতে বাহিরে গেল । ১০ তখন অস্নোন তামরকে কহিল, খাদ্য সামগ্রী এই কুঠরীর মধ্যে আন ; আমি তোমার হস্তে ভোজন করিব। তাহাতে তামর আপনার কৃত ঐ পিষ্টক লইয়া কুঠরীর মধ্যে আপন ভ্রাতা অম্নোনের কাছে ১১ গেল। পরে সে তাহীকে ভোজন করাইতে তাহার নিকটে তাঁহা আনিলে অম্নোন তাহাকে ধরিয়া কহিল, হে আমার ভগিনি, আইস, আমার সহিত শয়ন কর । ১২ সে উত্তর করিল, হে আমার ভ্রাতঃ, না, ন, আমাকে মানভ্রষ্ট করিও না, ইস্রায়েলের মধ্যে এমন কাৰ্য্য করা ১৩ কৰ্ত্তব্য নয় ; তুমি এ মূঢ়তার কৰ্ম্ম করিও না। আমি কোথায় আমার কলঙ্ক বহন করিব ? আর তুমিও ইস্রায়েলের মধ্যে এক জন মূঢ়ের সমান হইবে। অতএব বিনয় করি, বরং রাজার কাছে বল, তিনি তোমার হাতে আমাকে দিতে অসন্মত হইবেন না। ১৪ কিন্তু অম্নোন তাহার কথা শুনিতে চাহিল না; আপনি তাহা অপেক্ষ বলবান হওয়াতে তাহাকে মানভ্রষ্ট ১৫ করিল, তাহার সহিত শয়ন করিল। পরে অম্নোন তাহাকে অতিশয় ঘৃণা করিতে লাগিল ; বস্তুতঃ সে তাহাকে যেরূপ প্রেম করিয়াছিল, তদপেক্ষা অধিক ঘৃণা করিতে লাগিল ; আর অম্লোন তাহাকে কহিল, ১৬ গা তুল, চলিয়া যাও। সে তাঁহাকে কহিল, তাহা করিও না, কেননা আমার সঙ্গে কৃত তোমার প্রথম দোষ অপেক্ষ আমাকে বাহির করিয়া দেওয়া, এই মহাদোষ আরও মন্দ। কিন্তু অম্নোন তাহার কথা শুনিতে চাহিল ১৭ না । সে আপন পরিচারক যুবককে ডাকিয় কহিল, ইহাকে আমার নিকট হইতে বাহির করিয়া দেও, ১৮ পরে দুয়ারে হুড়ক লাগাইরা দেও ! সেই কন্যার গায়ে লম্ব। কাপড় ছিল, কেননা অনুঢ়ী রাজকুমারীর ঐ প্রকার বস্ত্র পরিধান করিত। অস্নোনের পরিচারক তাহাকে বাহির করিয়া দিয়া পরে দ্বারে হুড়ক লাগা১৯ ইয়া দিল । তখন তামর আপন মস্তকে ভস্ম দিল, এবং আপনার গায়ের ঐ লম্বী কাপড় চিরিয়া মাথায় ২০ হাত দিয়া ক্ৰন্দন করিতে করিতে চলিয়া গেল। আর তাহার সহোদর অবশালোম তাহাকে জিজ্ঞাসিল, তোমার ভ্রাতা অস্নোন কি তোমার সহিত সংসর্গ কারয়াছে ? কিন্তু এখন হে আমার ভগিনি, চুপ থাক, সে তোমার ভ্রাত ; তুমি এ বিষয়ে বিমন হইও না। তদবধি তামর বিষন্ন ভাবে আপন সহোদর অবশালো 273