পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ ; ミセー? や 3 ১৮ । ] পুত্র যোনাথন, তোমাদের এই দুই পুত্র তোমাদের ২৮ সহিত যাউক । দেখ, যাবৎ তোমাদের নিকট হইতে আমার কাছে ঠিক সমাচার না আইসে, তাবৎ তামি ২৯ প্রান্তরের পারঘাটায় থাকিয়া বিলম্ব করিব । অতএব সাদোক ও অবিয়াথর ঈশ্বরের সিন্দুক পুনরায় যিরূশালেমে লইয়া গিয়া সেই স্থানে রহিলেন । পরে দায়ুদ জৈতুন পৰ্ব্বতের উৰ্দ্ধগামী পথ দিয়া উঠিলেন; তিনি উঠিবার সময়ে ক্ৰন্দন করিতে করিতে চলিলেন ; তাহার মুখ আচ্ছাদিত ও পদ অনাবৃত ছিল, এবং তাহার সঙ্গী লোকেরা প্রত্যেকে আপন আপন মুখ আচ্ছাদন করিয়াছিল, এবং উঠিবার সময়ে ৩১ রোদন করিতে করিতে চলিল। পরে কেহ দায়ুদকে কহিল, অবশীলোমের সঙ্গে চক্রান্তকারীদের মধ্যে অহীথোফলও আছে ; তখন দায়ুদ কহিলেন, হে সদাপ্রভু, অনুগ্রহ করিয়া অহীথোফলের মন্ত্রণাকে মুর্থতায় পরিণত কর । পরে যে স্থানে লোকের ঈশ্বরের উদ্দেশে প্ৰণিপাত করিত, দায়ুদ পৰ্ব্বতের সেই শিখরে উপস্থিত হইলে দেখ, অকায় হশয় ছেড়া আঙ্গরাখা পরিয়া মাথায় মুত্তিক দিয়া দাযুদের সহিত সাক্ষাৎ করিতে আসি৩৩ লেন। দায়ুদ তাহাকে কহিলেন, তুমি যদি আমার সহিত অগ্রসর হও, তবে আমাকে ভারগ্রস্ত করিবে । ৩৪ কিন্তু যদি নগরে ফিরিয়া গিয়া অবশালোমকে বল, হে রাজন, আমি আপনকার দাস হইব, ইতিপূৰ্ব্বে যেমন আপনকার পিতার দাস ছিলাম, তেমনি এখন আপনকার দাস হইব, তাহা হইলে তুমি আমার জন্ত ৩৫ অহীথোফলের মন্ত্রণ ব্যর্থ করিতে পারবে। সে স্থানে সাদোক ও অবিয়াথর, এই দুই যাজক কি তোমার সহিত থাকিবেন না ? অতএব তুমি রাজবাটীর যে কোন কথা শুনিবে, তাহ সাদেক ও অবিয়াথর ৩৬ যাজককে বলিবে । দেখ, সে স্থানে তাহদের সহিত তাহাদের দুই পুত্র, সাদোকের পুত্ৰ অইমস ও অবিয়াথরের পুত্র যোনাথন, আছে ; তোমরা যে কোন কথা শুনিবে, তাহদের দ্বারা আমার নিকটে তাহার সমা৩৭ চার পাঠাইয়া দিবে। অতএব দায়ুদের মিত্র হ্রশয় নগরে গেলেন ; আর অবশালোম যিরশালেমে প্রবেশ করিলেন । SV 。"" পৰ্ব্বত-শিখর পশ্চাৎ ফেলিয়া কিঞ্চিৎ অগ্রসর হইলে দেখ, মফৗবোশতের দাস সীবঃ সজ্জীন্বিত দুই গর্দভ সঙ্গে করিয়ার্তাহার সহিত মিলিল। সেই গৰ্দ্দভদের পৃষ্ঠে দুই শত রুট ও এক শত থলুয়৷ শুষ্ক দ্রাক্ষফল ও এক শত চাপ গ্রীষ্মকালের ফল ও ২ এক কুপ দ্রাক্ষারস ছিল। রাজা সীবঃকে কহিলেন, তোমার এ সকলের অভিপ্রায় কি? সাবঃকহিল, এই দুই গর্দভ রাজপরিজনের বাহন হইবে, আর এই রুট ও ফল যুবকদের আহারীয় এবং দ্রীক্ষারস প্রান্তরে ক্লান্ত ৩ লোকদের পানীয় হইবে। পরে রাজা কহিলেন, তোমার কৰ্ত্তার পুত্র কোথায় ? সবঃ রাজাকে কহিল, দেখুন, Nలిe ৩২ ২ শমুয়েল । তিনি ফিরশালেমে অবস্থিতি করিতেছেন, কেনন। তিনি বলিলেন, ইস্রায়েলের কুল অদ্য আমার পৈতৃক রাজ্য ৪ আমাকে ফিরাইয়া দিবে। রাজা সীবঃকে কহিলেন, দেখ, মফীবোশতের সর্বস্ব তোমার। সীবঃ কহিল, হে আমার প্রভু মহারাজ, প্ৰণিপাত করি ; বিনয় করি, যেন আমি আপনকার দৃষ্টিতে অনুগ্রহ পাই। ও পরে দায়ুদ রাজা বহুরীমে উপস্থিত হইলে দেখ, শোলকুলের গোষ্ঠীভুক্ত গেরার পুত্র শিমিয়ি নামে এক ব্যক্তি তথা হইতে বাহির হইয়া আসিতে আসিতে ৬ শাপ দিল। আর সে দায়ুদের ও দায়ুদ রাজার সমস্ত দাসদের দিকে প্রস্তর নিক্ষেপ করিল ; তখন সমস্ত লোক ও সমস্ত বীর তাহার দক্ষিণে ও বামে ছিল । ৭ শিমিয়ি শাপ দিতে দিতে এই কথা কহিল, যা, যা, ৮ তুই রক্তপাতী, তুই পাষণ্ড । তুই যাহার পদে রাজত্ব করিয়াছিল, সেই শৌলের কুলের সমস্ত রক্তপাতের প্রতিফল সদাপ্রভু তোরে দিতেছেন, এবং সদাপ্রভু তোর পুত্র অবশালোমের হস্তে রাজ্য সমর্পণ করিয়াছেন ; দেখ, তুই নিজ দুষ্টতায় আটকা পড়িয়াছিস, ৯ কেননা তুই রক্তপাতী। তখন সরূয়ার পুত্র অবাশয় রাজাকে কহিলেন, ঐ মৃত কুকুর কেন আমার প্রভু মহারাজকে শাপ দেয় ? আপনি অনুমতি করিলে আমি পার হইয়া গিয়া উহার মাথ। কাটিয়া ফেলি । ১• কিন্তু রাজ কহিলেন, হে সরূয়ার পুত্ৰগণ, তোমাদের সহিত আমার বিষয় কি ? ও যখন শাপ দেয়, এবং সদাপ্রভু যখন উহাকে বলিয়া দেন, দাযুদকে শাপ দেও, তখন কে বলিবে, এমন কৰ্ম্ম কেন করিতেছ ? ১১ দায়ুদ অবশয়কে ও আপনার সমস্ত দাসকে আরও কহিলেন, দেখ, আমার ঔরসজাত পুত্র আমার প্রাণনাশের চেষ্টা করিতেছে, তবে ঐ বিস্তামীনীয় কি ন৷ করিবে ? উহাকে থাকিতে দেও ; ও শাপ দিউক, ১২ কেননা সদাপ্রভু উহাকে অনুমতি দিয়াছেন। হয় ত সদাপ্রভু আমার উপরে কৃত অদ্যায়ের প্রতি দৃষ্টিপাত কfরবেন, এবং অদ্য আমাকে দত্ত শাপের পরিবর্তে ১৩ সদাপ্রভু আমার মঙ্গল করবেন। এইরূপে দায়ুদ ও তাহার লোকের পথ দিয়া যাইতে লাগিলেন, আর শিমিয়ি তাহার আড়পারে পর্বতের পাশ্ব দিয়া চলিতে চলিতে শাপ দিতে লাগিল, এবং আড়পার হইতে প্রস্তর ১৪ নিক্ষেপ করিল ও ধূলা ছড়াইয়া দিল । পরে রাজা ও তাহার সঙ্গীরা সকলে তায়েফীমে [ শ্রান্তদের স্থানে ] আসিলেন, আর তিনি সেই স্থানে বিশ্রাম করিলেন । ১৫ আর অবশালোম ও ইস্রায়েলের সমস্ত লোক ফিরাশালেমে প্রবেশ করিল, তাহীথোফলও তাহার সঙ্গে ১৬ আসিল। তখন দায়ুদের মিত্র অকায় হ্রশয় অবশালোমের নিকটে আসিলেন। হ্রশয় অবশালোমকে কহিলেন, মহারাজ চিরজীবী হউন, মহারাজ চিরজীবী ১৭ হউন । অবশালোম হ্রশয়কে কহিল, এই কি মিত্রের প্রতি তোমার দয়া ? তুমি আপন মিত্রের সহিত কেন ১৮ গমন করিলে না ? হ্রশয় অবশালোমকে কহিলেন, 277