২ 8 ; ২৯ - ৬০ | | ২৯ লোকদিগকে এই সকল কথা জানাইলেন। আর রিবিকার এক ভ্রাতা ছিলেন, তাহার নাম লাবন ; সেই লাবন বাহিরে ঐ ব্যক্তির উদ্দেশে কুপের নিকটে দৌড়িয়া ৩০ গেলেন। নর্থ ও ভগিনীর হাতে বালা দেখিয়া, এবং “সেই ব্যক্তি আমাকে এই এই কথা কছিলেন, আপন ভগিনী রিবিকার মুখে ইহা শুনিয়া, তিনি সেই পুরুষের নিকটে গেলেন, আর দেখ, তিনি কুপের নিকটে উষ্ট্রদের কাছে ৩১ দাড়াইয়া ছিলেন ; আর লাবন কহিলেন, হে সদাপ্রভুর আশীৰ্ব্বাদপত্র, আইয়ন, কেন বাহিরে দাড়াইয়া আছেন? আমি ত ঘর এবং উদ্ভদের জন্যও স্থান প্রস্তুত ৩২ করিয়াছি । তখন ঐ ব্যক্তি বাটীতে প্রবেশ করিয়া উষ্ট্রদের সজ্জা খুলিলে তিনি উষ্ট্রদের জন্য পোয়াল ও কলাই দিলেন, এবং তাহার ও তৎসঙ্গী লোকদের পা ৩৩ ধুইবার জল দিলেন। পরে তাহার সম্মুখে আহারীয় দ্রব্য স্থাপন করা হইল, কিন্তু তিনি কহিলেন, বক্তব্য কথা না বলিয়া আমি আহার করিব না । লাবন কহিলেন, বলুন । ৩৪ তখন তিনি বলিতে লাগিলেন, আমি অব্রাহামের ৩৫ দাস ; সদাপ্রভু আমার কৰ্ত্তাকে বিলক্ষণ আশীৰ্ব্বাদ করিয়াছেন, আর তিনি বড় মানুষ হইয়াছেন, এবং [সদাপ্রভু] তাহাকে মেষ ও গবাদি পাল এবং রৌপ্য ও স্বর্ণ এবং দাস ও দাসী এবং উঃ ও গর্দভ দিয়াছেন । ৩৬ আর আমার কৰ্ত্তার ভাৰ্য্য। সারা বৃদ্ধকালে তাহার জন্য এক পুত্র প্রসব করিয়াছেন, তাহাকেই তিনি আপনার ৩৭ সৰ্ব্বস্ব দিয়াছেন। আর আমার কর্তা আমাকে দিব্য করাইয়া কহিলেন, আমি যাহাঁদের দেশে বাস করিতেছি, তুমি আমার পুত্রের জন্য সেই কন৩৮ নীয়দের কোন কন্যা আনিও না ; কিন্তু আমার পিতৃকুলের ও আমার গোষ্ঠীর নিকটে গিয়া আমার ৩৯ পুত্রের জন্য কন্যা আনিও। তখন আমি কৰ্ত্তাকে কহিলাম, কি জানি, কোন কন্যা আমার সঙ্গে ৪০ আসিবে না। তিনি কহিলেন, আমি যাহার সাক্ষাতে গমনাগমন করি, সেই সদাপ্রভু তোমার সঙ্গে আপন দূত পঠাইয়া তোমার যাত্র সফল করিবেন ; এবং তুমি আমার গোষ্ঠী ও আমার পিতৃকুল হইতে আমার ৪১ পুত্রের জন্য কন্যা আনিবে। তাহা করিলে এই দিব্য হইতে মুক্ত হইবে ; আমার গোষ্ঠীর নিকটে গেলে যদি তাহারা কিন্ত] না দেয়, তবে তুমি এই ৪২ দিব্য হইতে মুক্ত হইবে। আর অদ্য আমি ঐ কূপের নিকটে উপস্থিত হইলাম, আর বলিলাম, হে সদাপ্রভো, আমার কৰ্ত্ত অব্রাহামের ঈশ্বর, তুমি যদি আমার ৪৩ এই যাত্র সফল কর, তবে দেখ, আমি এই সজল কুপের নিকটে দাড়াইয়া আছি; অতএব জল তুলিবার নিমিত্তে আগত যে কন্যাকে আমি বলিব, আপনার কলশ হইতে আমাকে কিঞ্চিৎ জল পান করিতে ৪৪ দিউন, তিনি যদি বলেন, তুমিও পান কর, এবং তিনি সেই কন্যা হউন, যাহাকে সদাপ্রভু আমার কৰ্ত্তার আদিপুস্তক। ^ ఎ ৪৫ পুত্রের জন্ত নিরূপণ করিয়াছেন । এই কথা আমি মনে মনে বলিতে না বলিতে, দেখ, রিবিক কলশ স্বন্ধে করিয়াবাহিরে আসিলেন ; পরে তিনি কুপে নামিয় জল তুলিলে আমি কহিলাম, বিনয় করি, আমাকে জল পান ৪৬ করাউন । তখন তিনি শীঘ্র স্কন্ধ হইতে কলশ নামইয়া কহিলেন, পান করুন, আমি আপনার উঐদিগকেও পান করাইব। তখন আমি পান করিলাম ; আর ৪ । তিনি উষ্ট্রগণকেও পান করাইলেন। পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম, আপনি কাহার কন্যা ? তিনি উত্তর করিলেন, আমি বথুয়েলের কন্যা, তিনি নাহোরের পুত্র, যাহাকে মিল্ক তাহার জন্য প্রসব করিয়াছিলেন। তখন আমি তাহার নাকে ৪৮ নথ ও হাতে বাল পরাইয়া দিলাম। আর মস্তক নমন করিয়া সদাপ্রভুর উদ্দেশে প্ৰণিপাত করিলাম, এবং যিনি আমার কৰ্ত্তার পুত্রের জন্য র্তাহার ভ্ৰাতৃকন্ত গ্রহণার্থে আমাকে প্রকৃত পথে আনিলেন, আমার কৰ্ত্ত অব্রাহীমের ঈশ্বর সেই সদাপ্রভুর ৪৯ ধন্যবাদ করিলাম। অতএব আপনার যদি এখন আমার কৰ্ত্তার সহিত দয়া ও সত্য ব্যবহার করিতে সম্মত হন, তাহ বলুন ; আর যদি না হন, তাহও বলুন ; তাহাতে আমি দক্ষিণে কিম্বা বামে ফিরিতে পারিব। - ৫০ তখন লাবন ও বথুয়েল উত্তর করিলেন, কহিলেন, সদাপ্রভু হইতে এই ঘটনা হইল, আমরা ভাল মন্দ ৫১ কিছুই বলিতে পারি না। ঐ দেখুন, রিবিক। আপনার সম্মুখে আছে ; উহাকে লইয়া প্রস্থান করুন ; এ আপনার কৰ্ত্তার পুত্রের ভাৰ্য্যা হউক, যেমন সদাপ্রভু বলি৫২ য়াছেন। তাহদের কথা শুনিবামাত্র অব্রাহামের দাস ৫৩ সদাপ্রভুর উদ্দেশে ভূমিতে প্ৰণিপাত করিলেন। পরে সেই দাস রৌপ্যের ও কুবর্ণের আভরণ ও বস্ত্র বাহির করিয়। রিবিকাকে দিলেন, এবং তাহার ভ্রাতাকে ও ৫৪ মাতাকে বহুমূল্য দ্রব্য দিলেন। আর তিনি ও তাহার সঙ্গিগণ ভোজন পান করিয়া তথায় রাত্রিবাস করিলেন ; পরে তাহারা প্রাতঃকালে উঠিলে তিনি কহিলেন, আমার কর্তার নিকটে যাইতে আমাকে বিদায় ৫৫ করুন। তাহাতে রিবিকীর ভ্রাতা ও মাত কহিলেন, কন্যাটা আমাদের নিকটে কিছু দিন থাকুক, নুনিকল্পে ৫৬ দশ দিন থাকুক, পরে যাইবে । কিন্তু তিনি তাহাদিগকে কহিলেন, আমাকে বিলম্ব করাইবেন না, কেননা সদাপ্রভু আমার যাত্রা সফল করিলেন ; আমাকে বিদায় করুন ; আমি নিজ কৰ্ত্তার নিকটে ৫৭ যাই । তাঁহাতে র্তাহারা কহিলেন, আমরা কন্যাকে ৫৮ ডাকিয় তাহাকে সাক্ষাতে জিজ্ঞাসা করি। পরে তাহারা রিবিকাকে ডাকিয় কহিলেন, তুমি কি এই ব্যক্তির সহিত যাইবে ? তিনি কহিলেন, যাইব । e৯ তখন র্তাহারা আপনাদের ভগিনী রিবিকাকে ও তাহার ধাত্রীকে এবং অব্রাহামের দাসকে ও তাহার লোক৬• দিগকে বিদায় করিলেন । আর রিবিকাকে আশীৰ্ব্ববাদ 19
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।