Rb← & সহিত পার হইয়া আইস, আমি তোমাকে ফিরা৩৪ শালেমে তামার সঙ্গে প্রতিপালন করিব। কিন্তু বসিলয় রাজীকে কহিলেন, আমার আয়ুর আর কত দিন আছে যে, আমি মহারাজের সহিত যিরশালেমে উঠিয় ৩৫ যাইব ? অদ্য আমার বয়স আশী বৎসর ; এখন কি ভাল মন্দের বিশেষ বুঝিতে পারি? যাহা ভোজন করি বা যাহা পান করি, তাপনকার দাস আমি কি তাহার আস্বাদ বুঝিতে পারি ? এখন কি আর গায়ক ও গায়িকাদের গানের শব্দ শুনিতে পাই ? তবে কেন আপনকার এই দাস তামার প্রভু মহারাজের ভার৩৬ স্বরূপ হইবে ? আপনকার দাস মহারাজের সহিত কেবল যদিন পার হইয়া যাইবে, এই মাত্র ; মহারাজ কেন এমন পুরস্কারে আমাকে পুরস্কৃত করিবেন ? ৩৭ অনুগ্রহ করিয়া আপনকার এই দাসকে ফিরিয়া যাইতে দিউন ; আমি আপন নগরে আপন পিতামাতার কবরের নিকটে মরিব । কিন্তু দেখুন, এই আপনকার দাস কিমৃদ্ধম ; এ আমার প্রভু মহারাজের সহিত পার হইয়া যাউক ; আপনকার যাই ভাল বোধ হয়, ইহার ৩৮ প্রতি করিবেন । রাজা উত্তর করিলেন, কিম্হম আমার সহিত পার হইয়া যাইবে ; তোমার যাহা ভাল বোধ হয়, আমি তাহার প্রতি তাহাই করিব ; এবং তুমি আমাকে যাহা করিতে বলিবে, তোমার জন্ত তামি ৩৯ তাহাই করিব। পরে সমস্ত লোক যদিন পার হইল, রাজাও পার হইলেন ; এবং রাজা বসিল্লয়কে চুম্বন করলেন, ও আশীৰ্ব্বাদ করিলেন ; পরে তিনি স্বস্থানে ৪০ ফিরিয়া গেলেন । তার রাজা পার হইয়া গিলুগলে গেলেন ; এবং কিমূহম তাহার সহিত গেল, এবং ষিহ্লদীর সমস্ত লোক ও ইস্রায়েলের অৰ্দ্ধেক লোক গিয়৷ রাজাকে পার করিয়া লইয়া আসিয়াছিল। শেবের বিদ্রোহ ও মৃত্যু। আর দেখ, ইস্রায়েলের সমস্ত লোক রাজার নিকটে আসিয় রাজীকে কহিল, আমাদের ভ্রাতা যিহুদার লোকের কেন আপনাকে চুরি করিয়া আনিল ? মহারাজকে, আপনকার পরিজনদিগকে ও দায়ুদের সঙ্গে তাহার সমস্ত লোককে, যদিন পার করিয়া কেন আনিল ? ৪২ তখন বিতৃদর সমস্ত লোক ইস্রায়েল লোকদিগকে উত্তর করিল, রজ। ত আমাদের নিকট কুটুম্ব, তবে তোমর এ বিবরে কেন ক্রুদ্ধ হও ? আমরা কি রাজার কিছু খাইয়াছি ? অথবা তিনি কি আমাদিগকে কিছু ভেট ৪৩ দিয়াছেন ? তখন ইপ্রায়েল লোকের উত্তর করিয়া বিহুদার লোকদিগকে কহিল, রাজাতে আমাদের দশ ংশ অধিকার আছে, আরও দায়ুদে তোমাদের অপেক্ষ আমাদের অধিকার তাধিক ; অতএব আমাদিগকে কেন তুচ্ছবাধ করিলে ? আর আমাদের রাজাকে ফিরাই । আনিবার প্রস্তাব কি প্রথমে তামরাই করি নাই ? তখন ইস্রায়েল লোকদের বাক্য অপেক্ষ । যিহুদার লোকদের বাক্য অধিক কঠিন হইল। 霉> ২ শমুয়েল । [ ' ఎ ; రి8 – & 9 ; : ) ! ঐ সময়ে সেই স্থানে বিস্তামীনীয় বিখির পুত্র শেবঃ নামে এক জন পাষণ্ড ছিল ; সে তুরী বাজাইয়া কহিল, দায়ুদে আমাদের কোন অংশ নাই, যিশয়ের পুত্রে তামাদের অধিকার নাই ; হে ইস্রায়েল, তোমরা প্রত্যেকে আপিন তাপন তাম্বুতে যাও । ২ তাহাতে ইস্রায়েলের সমস্ত লোক দায়ুদের পশ্চাৎ হইতে ফিরিয়া বিখির পুত্র শেবের পশ্চাৎ গেল ; কিন্তু যর্দন অবধি যিরশালেম পৰ্য্যন্ত যিহুদার লোকেরা আপনাদের রাজতে তাসক্ত থাকিল । ও পরে দার্বুদ যিরশালেমে আপন গৃহে আসিলেন। আর রজ বাট রক্ষার্থে আপনার যে দশটী উপপত্নীকে রাখিয়া গিয়াছিলেন, তাহাদিগকে লইয়। কারাগৃহে রুদ্ধ করিয়া রাগিলেন, এবং প্রতিপালন করিলেন, কিন্তু তাহদের কাছে আর গমন করিলেন না ; অতএব তাহার। মরণ দিন পর্য্যন্ত বৈধব্য অবস্থায় রুদ্ধ রহিল । ৪ পরে রাজা আমাসাঁকে কহিলেন, তুমি তিন দিনের মধ্যে যিহুদার লোকদিগকে ডাকাইয়। আমার জন্ত একত্র কর, তার তুমিও এই স্থানে উপস্থিত হও । ৫ তখন অমাস যিহদার লোকদিগকে ডাকাইয় একত্র করিতে গেলেন, কিন্তু রাজা যে সময় নিরূপণ করিয়া দিয়াছিলেন, সেই নির্দিষ্ট সময় হইতে তিনি অধিক ৬ বিলম্ব করিলেন। তাহাতে দায়ুদ অবশয়কে কহিলেন, অবশালোম যাহা করিয়াছিল, তদপেক্ষ বিখির পুত্ৰ শেবঃ এখন আমাদের অধিক অনিষ্ট করিবে ; তুমি আপন প্রভুর দাসদিগকে লইয়। তাহার পশ্চাৎ পশ্চাৎ তাড়া করিয়া যাও, নতুবা সে প্রাচীরবেষ্টিত কোন কোন নগর হাত করিয়৷ আমাদের দৃষ্টি এড়াইবে। ৭ তাহাতে যোয়ীবের লোক জন, তার করেথীয় ও পলেথীয়গণ এবং সমস্ত বীর তাহার সহিত বাহির হইল : তাহার বিঙ্গির পুত্র শেবের পশ্চাৎ পশ্চাৎ তাড়া করি৮ বার জন্ত যিরশালেম হইতে প্রস্থান করিল। তাহার। গিবিয়োনস্থ মহাপ্রস্তরের নিকটে উপস্থিত হইলে তমসা তাহীদের সম্মুখে আসিলেন । তখন যোয়াব সৈনিক বেশ কটিবন্ধনপূর্বক পরিধান করিয়াছিলেন, তাহার উপরে খড়গর কটিবন্ধন ছিল : সকোষ খড়গপানি তাহার কটিদেশে তাবদ্ধ ছিল, পরে বাহিরে অসিতে আসিতে তিনি খড়গখানি খুলিয়া পড়িতে ৯ দিলেন। তার যোয়াব আমাসাক কহিলন, হে আমার ভ্রাতঃ, তোমার মঙ্গল ত ? পরে যোয়াব আমাসাকে চুম্বন করিবার জন্ত দক্ষিণ হস্ত দিয়া উহার দাড়ি ধরি১• লেন । কিন্তু যোয়বের হস্তস্থিত খড়েগর প্রতি অমাসার লক্ষ্য না থাকাতে তিনি তদ্বারা তাহার উদরে আঘাত করিলেন, তাহার ভুড়ি বাহির হইয়৷ ভূমিতে পড়িল ; যেয়াব দ্বিতীয় বার তাহাকে আঘাত করিলেন না, তিনি মরিয়া গেলেন। পরে যোয়াব ও তাহার ভ্রাতা অবশয় বিখির পুত্র শেবের পশ্চাৎ পশ্চাৎ ধাব১১ মান হইলেন। ইতিমধ্যে শেবের নিকটে যোয়াবের 282
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।