পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*e ; >ペー* > 5 お 1] এক জন যুবা দাড়াইয়া কহিতে লাগিল, যে যোয়াবকে ভাল বাসে ও দায়ুদের পক্ষীয়, সে যোয়াবের ১২ গণচীদ্বত্তী হউক । তখনও তামাস রাজপথের মধ্যে আপন রক্তে গড়াগড়ি দিতেছিলেন ; অতএব সমস্ত লোক দাড়াইয়া রহিল দেখিয়। ঐ ব্যক্তি আমাসাকে রাজপথ হইতে ক্ষেত্রে সরাইয়া দিয় তাহার উপরে একথান বস্ত্র ফেলিয়া দিল ; কেনন। সে দেখিল, যে কেহ ১৩ তাহার নিকট দিয়া যায়, সে দাড়াইয় থাকে। তখন আমাস। রাজপথ হইতে সরান হইলে সমস্ত লোক বিখির পুত্র শেবের পশ্চাৎ পশ্চাৎ তাড়া করিবার জন্ত যোয়বের তানুগামী হইল । ১৪ আর তিন হস্রায়েলের যাবতীয় বংশের মধ্য দিয়া অবেল ও বৈৎমাখায় এবং বেরীয়দের সমস্ত তাঞ্চল পৰ্য্যন্ত গমন করিলেন, তাহাতে লোকের একত্র হইয়া ১৫ শেবের পশ্চাৎ পশ্চাৎ চলিল। পরে তাহার। আবেলবৈৎমাগাতে অtসিয়া তাহাকে রুদ্ধ করিয়া নগরের নিকট জঙ্গল প্রস্তুত করিল, এবং তাহ প্রাচীরের সমান হইল : তীর যোয়ীবের সঙ্গী সমস্ত লোক প্রাচীর ১৬ ভূমিসাৎ করিবার জন্ত তাহ ভাঙ্গিতে লাগিল । পরে নগরের মধ্য হইতে একটা বুদ্ধিমতী স্ত্রীলোক উচ্চৈঃস্বরে কহিল, শুন শুন, অনুগ্রহ করিয়৷ যোয়াবকে এই স্থান পর্য্যন্ত আসিতে বল, আমি তাহার সহিত কথা ১৭ কহিব । পরে যোয়াব তাহার নিকটে গেলে সে স্ত্রীলোকটী জিজ্ঞাসিল, আপনি কি যোয়াব ? তিনি উত্তর করিলেন, আমি যোয়াব । সে স্ত্রীলোকটী কহিল, আপনকার দাসীর কথা শুনুন । তিনি উত্তর করে১৮ লেন, শুনিতেছি । পরে স্ত্রীলোকটী এই কথা কহিল, সেকালে লোকে বলিত, তাহার। তাবেলে মন্ত্রণ জানিতে চাহিবেই চাহিবে, এই রূপে তাহার কার্য্য ১৯ সমাপন করিত। আমি ইস্রায়েলের শান্তিপ্রিয় ও বিশ্বস্ত লোকদের এক জন, কিন্তু আপনি ইস্রায়েলের মাতৃস্থানীয় একটী নগর বিনষ্ট করিতে চেষ্টা করিতেছেন ; তাiপনি কেন সদাপ্রভুর অধিকার গ্রাস করি২০ বেন ? যেtয়াব উত্তর করিলেন, গ্রাস করা কিম্ব। বিনাশ করা তাম৷ হইতে দূরে থাকুক, দূরে থাকুক । ২১ ব্যাপার এরূপ নয়। কিন্তু বিখ্রর পুত্র শেবঃ নামে পৰ্ব্বতময় ই ক্রয়িম প্রদেশের এক জন লোক রাজার রিরুদ্ধে, দায়ু দর বিরুদ্ধে হস্ত তুলিয়াছে ; তোমরা কেবল তাঁহাকে সমর্পণ কর, তাহাতে আমি এই নগর হইতে প্রস্থান করিব । তখন সে স্ত্রী যোয়াবকে কহিল, দেখুন, প্রাচীরের উপর দিয়। তাহার মুণ্ড আপনকার ২২ নিকটে নিক্ষেপ করা যাইবে। পরে সে স্ত্রী বুদ্ধিপূর্বক সকল লোকের নিকটে গেল। তাহাতে লোকের বিধুর পুত্র শেবের মস্তক ছেদন করিয়া যোয়াবের নিকটে বাইরে ফেলিয়। দিল । তখন তিনি তুরী বাজাইলে লোকের নগর হইতে ছিন্নভিন্ন হই য়। আপন আপন তাম্বুতে গেল, এবং যে॥য়াব যিরূশালেমে রাজার নিকটে ফিরিয়া গেলেন। ২ শযুয়েল ।

  • 、ペ)

২৩ ঐ সময়ে যোয়াব ইস্রায়েলের সমস্ত সেনার অধ্যক্ষ ছিলেন ; এবং যিহোয়দার পুত্র বনয় করেথীয় ও ২৪ পলেপীয়দের অধ্যক্ষ ছিলেন; আর তাদোরাম (রাজার কৰ্ম্মধন দাসদের অধ্যক্ষ, এবং অইলুদের পুত্ৰ ২৫ যিহেশাফট ইতিহাসকৰ্ত্তা, আর শবা লেখক ছিলেন ; ২৬ এবং সাদেক ও অবিয়াথর যাজক ছিলেন। আর যায়ীরীয় ঈরাও দায়ুদের যাজক ছিলেন। দুর্ভিক্ষের বিবরণ । &S দায়ুদের সময়ে ক্রমাগত তিন বৎসর দুর্ভিক্ষ হয় ; তাহাতে দায়ুদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলে সদাপ্রভু উত্তর করিলেন, শৌলে ও তাহার কুলে রক্তপাতের দোষ রহিয়াছে, কেননা সে গিবি২ য়েনীয়দিগকে বধ করিয়ছিল । তাহতে রাজা গিবিয়েনীয়দিগকে ডাকাইয় তাহদের সহিত আলাপ করিলেন। গিবিয়েনীয়ের ইস্রায়েল-সন্তান নয়, ইহার ইমেরীয়দের অবশিষ্টাংশের লোক, এবং ইস্রায়েল সন্তানগণ তাহদের কাছে দিব্য করিয়ছিল, কিন্তু শেল ইস্রায়েল ও যিছদ-সন্তানদের পক্ষে উদযোগী হইয় তাহাদিগকে বধ করিতে চেষ্টা করিয়া৩ ছিলেন। দায়ুদ গিৰিয়োনীয়দিগকে কহিলন, আমি তোমাদের জন্ত কি করিব ? তোমরা যেন সদাপ্রভুর অধিকারকে তাণীৰ্ব্বাদ কর, এই জন্য আমি কি দিয়৷ ৪ প্রায়শ্চিত্ত করিব ? গিবিয়োনীয়ের তাহাকে কহিল, শেীলের সহিত কিম্বা তাহার কুলের সহিত আমাদের রৌপ্য কি স্বর্ণ বিষয়ক বিবাদ নাই, আবার ইস্রায়েলের মধ্যে কাহাকেও বধ করা তামাদের কার্য্য নয় । পরে তিনি কহিলেন, তবে তোমরা কি বল ? আমি ও তোমাদের জন্য কি করিব ? তাহার রাজাকে কহিল, যে ব্যক্ত আমাদের সংহার করিয়াছে, ও আমরা যেন ইস্রারেলের সীমার মধ্যে কোথাও তিষ্টিতে ন পারি, ৬ বিনষ্ট হই, এই জন্ত কুমন্ত্রণা করিয়াছিল, তাহার সন্তানদের মধ্যে সাত জন পুরুষ আমাদের কাছে সমৰ্পিত হউক ; আমরা সদাপ্রভুর মনোনীত শৌলের গিবিরাতে সদাপ্রভুর উদ্দেশে তাহাদিগকে ফাশি দিব । ৭ তখন রাজ কহিলেন, সমর্পণ করিব। তথাপি দায়ুদের ও শৌলের পুত্ৰ যোনাথনের মধ্যে সদাপ্রভুর নামে যে শপথ হইয়াছিল, তৎপ্রযুক্ত রাজা শৌলের পৌত্র, যেনাথনের পুত্ৰ মফীবোশতের প্রতি করুণ ৮ করিলেন । কিন্তু তায়ার কন্য। রিস্প শৌলের জন্ত অমোণি ও মফীবোশৎ নামে যে দুইটী পুত্র প্রসব করিয়াছিল, এবং মহোলাতীয় বসিল্লয়ের পুত্র অদ্রীয়েলের জষ্ঠ শৌলের কন্য। মাখল যে পাঁচটী পুত্র প্রসব করিয়াছিল, তাহাদিগকে লইয়। রাজা গিবিয়োনীয়৯ দের হস্ত সমপণ করিলেন ; তাহাতে তাহার। ঐ পৰ্ব্বতে সদাপ্রভুর সম্মুখে তাহাদিগকে ফাশি দিল । সে সাত্ত

  • ( বা ) রাজয়ন্ত্রী

283