পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* レ8 জন একেবারে মারা পড়িল ; তাহারা প্রথম ফসল কাটীর সময়ে অর্থাৎ যব কাটার আরস্তকালে নিহত হইল । ১• পরে অয়ার কন্যা রিস্প চট লইয়া ফসল কাটার আরম্ভাবধি যে পৰ্য্যস্ত আকাশ হইতে তাহাঙ্গের উপরে জল না বর্ষিল, সে পৰ্য্যন্ত পাষাণের উপরে আপনার শয্যারূপে সেই চটখানি পাতিয়া রাখিল, এবং দিবসে আকাশের পক্ষিগণকে ও রীত্রিতে বনপশুগণকে তাহt১১ দের উপরে বিশ্রাম করিতে দিত না । পরে অয়ার কন্ত রিস্পা, শৌলের উপপত্নী, সেই যে কৰ্ম্ম করিল, ১২ তাহ দায়ুদ রাজাকে জ্ঞাত করা হইল। তখন দায়ুদ গমন করিয়া যাবেশ-গিলিয়দের গৃহস্থগণের নিকট হইতে শৌলের অস্থি ও তাহার পুত্র যোনাথনের অস্থি গ্রহণ করিলেন ; কেননা গিলবোয়ে পলেষ্টীয়গণ কর্তৃক শেীলের হত হইবার সময়ে তাহাদের দুই জনের শব পলেষ্টীয়গণ কর্তৃক বৈৎশানের চকে টাঙ্গান হইলে পর উহার সেই স্থান হইতে তাহ চুরি করিয়া আনিয়া১৩ ছিল। তিনি তথা হইতে শৌলের অস্থি ও তাহার পুত্ৰ যোনাথনের অস্থি আনিলেন, এবং লোকের সেই ১৪ ফাশি দেওয়া লোকদের অস্থিও সংগ্ৰহ করিল। পরে তাহারা শৌলের ও তাহার পুত্র যোনাথনের অস্থি বিদ্যামীন দেশের সেলাতে তাহার পিতা কীশের কবরের মধ্যে রাখিল ; তাহায় রাজার আজ্ঞানুসারে সমস্ত কৰ্ম্ম করিল। তৎপরে দেশের জন্ত ঈশ্বরের কাছে নিবেদন করা হইলে তিনি প্রসন্ন হইলেন । পলেষ্টীয়দের সহিত যুদ্ধ। পলেষ্টীয়দের সহিত ইস্রায়েলের আবার যুদ্ধ বাধিল; তাহাতে দায়ুদ আপন দাসগণের সঙ্গে গিয়া পলেষ্টয়দের সহিত যুদ্ধ করিলেন ; আর দায়ুদ ক্লান্ত হইলেন। ১৬ তখন তিন শত [শেকল] পরিমিত পিত্তলময় বড়শাধারী যিশবী-বনোব নামে রফার এক সন্তান নবসজ্জায় সজ্জিত হইয়া দায়ুদকে আঘাত করিতে মনস্থ করিল। 36 ১৭ কিন্তু সরূয়ার পুত্ৰ অবীশয় তাহার সাহায্য করিয়া সেই পলেষ্টীয়কে আঘাত ও বধ করিলেন। তখন দ্বায়ুদের লোকের তাহার নিকটে দিব্য করিয়া কহিল, আপনি আর আমাদের সহিত যুদ্ধে যাইবেন না, ১৮ ইস্রায়েলের প্রদীপ নিৰ্ব্বাণ করিবেন না। তৎপরে আর এক বার গোবে পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল : তখন হুশাতীয় সিববখয় রফার সন্তান সফকে বধ ১৯ করিল। আবার পলেষ্টীয়দের সহিত গোবে যুদ্ধ হইল ; আর যারে-ওরগীমের পুত্র বৈৎলেহমীয় ইলহানন তাতের নরাজের দ্যায় বড়শীধারী গাতীয় গলিয়াৎকে বধ করিল, ইহার বড়শা র্তীতের নরাজের দ্যায় ছিল। ২• আর এক বার গাতে যুদ্ধ হইল ; আর তথায় তাতি দীর্ঘকায় এক জন ছিল, প্রতিহস্তপদে তাহার ছয় ছয় অঙ্গুলি, সৰ্ব্বশুদ্ধ চব্বিশ তাঙ্গুলি ছিল, সেও রফার ২১ সস্তান। সে ইস্রায়েলকে টিটুকারি দিলে দায়ুদের ২ শমুয়েল । [ R » ; >°一文及;> 11 ভ্রাতা শিমিয়ের পুত্র যোনাথন তাহাকে বধ করিল। ২২ রফার এই চারি সন্তান গাতে জন্মিয়াছিল, ইহার দায়ুদ ও তাহার দ্বাসগণের হাতে নিপতিত হইল। দায়ুদের প্রশংসা-গীত रै९ যে দিন সদাপ্রভু সমস্ত শক্রর হস্ত হইতে এবং শৌলের হস্ত হইতে দাযুদকে উদ্ধার করিলেন, সেই দিন তিনি সদাপ্রভুর উদ্দেশে এই গীতের কথা ২ নিবেদন করিলেন। তিনি কহিলেন, সদাপ্রভু মম শৈল, মম দুর্গ ও মম রক্ষাকৰ্ত্ত, ৩ মম শৈলরূপ ঈশ্বর, আমি তাহার শরণাগত ; মম ঢাল, মম ত্রাণ-শৃঙ্গ, মম উচ্চ দুর্গ, মম আশ্রয়স্থান, মম ত্রাতা, উপদ্রব হইতে তামার ত্রাণকারী । ৪ আমি কীৰ্ত্তনীয় সদাপ্রভুকে ডাকিব, এইরূপে আমার শক্রগণ হইতে ত্ৰাণ পাইব । ৫ কেননা আমি মৃত্যুর তরঙ্গে বেষ্টিত, পাষণ্ডের বস্তাতে আশঙ্কিত ছিলাম ; ৬ আমি পাতালের রজ্জতে বেষ্টিত, মৃত্যুর পাশে জড়িত ছিলাম । ৭ সঙ্কটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরকে আহবান করিলাম ; তিনি নিজ মন্দির হইতে মম রব শুনিলেন, আমার আর্তনাদ তাহার কর্ণগোচর হইল। ৮ তখন পৃথিবী টলিল, কম্পিত হুইল, গগনমণ্ডলের ভিত্তি সকল বিচলিত হইল, ও টলিল, কারণ তিনি জ্বলিয়া উঠিলেন । ৯ তাহার নাসারন্ধ হইতে ধূম উদগত হইল, তাহার মুখনিৰ্গত অগ্নি গ্রাস করিল : তদ্বারা অঙ্গর সকল প্রজ্বলিত হইল। ১• তিনি গগনকে নোয়াইয়া নামিলেন, অন্ধকার তাহার পদতলে ছিল : ১১ তিনি করব আরোহণে উডডীন হইলেন, বায়ুর পক্ষযুগলের উপরে দর্শন দিলেন। ১২ তিনি তাম্বুর স্তায় আপনার চতুর্দিকে অন্ধকার, জলরাশি ও ঘন মেঘমালা স্থাপন করিলেন। ১৩ তাহার সম্মুখবত্তী তেজ হইতে জ্বলন্ত অঙ্গার সকল প্রজ্বলিত হইল। ১৪ সদাপ্রভু আকাশ হইতে বজনা করিলেন, পরাৎপর আপন রব শুনাইলেন । ১৫ তিনি বাণ ছাড়িলেন, তাহাদিগকে ছিন্নভিন্ন করিলেন, বজ্র দ্বারা তাহাদিগকে উদ্বিগ্ন করিলেন । ১৬ তখন সদাপ্রভুর তর্জনে, তাহার নাসিকার প্রশ্বাসবায়ুতে, সমুদ্রের প্রণালী সকল প্রকাশ পাইল, ভূমণ্ডলের মূল সকল অনাবৃত হইল। ১৭ fতান উৰ্দ্ধ হইতে [ হস্ত] বিস্তার করিলেন, আমাকে ধরিলেন, মহাজলরাশি হইতে আমাকে টানিয়া তুলিলেন ; 284