রাজাবলির প্রথম খণ্ড । দায়ুদের বাৰ্দ্ধক্য। শলোমনের রাজ্যাভিষেক । Ş দ্বায়ুদ রাজা বৃদ্ধ ও গতবয়স্ক হইয়াছিলেন ; এবং লোকেরা তাহার গাত্রে অনেক বস্ত্র দিলেও ২ তাহ উষ্ণ হইত না । এই জন্ত তাহার দাসগণ র্তাহীকে কহিল, আমাদের প্রভু মহারাজের নিমিত্ত একটা যুবতী কুমারীর অন্বেষণ করা যাউক ; সে মহারাজের সম্মুখে দাড়াইয় তাহার শুশ্ৰুষা করুক ; এবং আমাদের প্রভু মহারাজের গাত্ৰ যেন উষ্ণ হয়, তজ্জন্ত ৩ আপনকার বক্ষঃস্থলে শয়ন করুক। পরে লোকেরা ইস্রায়েলের সমস্ত অঞ্চলে হনরী যুবতীর অন্বেষণ করিল, ও শুনেৰ্মীয়া অবশগকে পাইয়া রাজার নিকটে ৪ আনিল। সেই যুবতী অতি সুন্দরী ছিল, আর সে রাজার শুশ্রুষা ও তাহার পরিচর্য্যা করিত, কিন্তু রাজা তাহার পরিচয় লইলেন না। e আর হগীতের পুত্র তাদোনিয়, আমিই রাজা হইব, বলিয়া বড়াই করিতে লাগিল, এবং আপনার নিমিত্তে রথ, অশ্বারোহী ও আপনার অগ্ৰে অগ্ৰে দৌড়িবার ৬ জন্য পঞ্চাশ জন লোক প্রস্তুত করিল। তাহার পিতা কোন সময়ে তাহাকে এ কথা বলিয়া অসন্তুষ্ট করেন নাই যে, তুমি কেন এমন করিয়াছ ? এবং সেও পরম স্বন্দর পুরুষ ছিল ; আর অবশালোমের পরে তাহার ৭ জন্ম হয় । সে সরূয়ার পুত্র যোয়াবের ও অবিয়াথর যাজকের সহিত পরামর্শ করিল ; আর তাহারা আদোনিয়ের অনুগামী হইয় তাহার সাহায্য করিলেন। ৮ কিন্তু সাদোক যাজক, যিহোয়াদীর পুত্র বনায়, নাথন ভাববাদী, শিমিয়ি, রেয়ি ও দায়ুদের বীরগণ আদেী৯ নিয়ের পক্ষ হন নাই। পরে আদোনিয় ঐন-রোগেলের পাশ্বস্থ সোহেলৎ প্রস্তরের নিকটে অনেক মেষ, বৃষ ও হৃষ্টপুষ্ট গোবৎস বলিদান করিল, এবং আপনার ভ্রাতৃগণ সমস্ত রাজপুত্রকে ও রাজার দাস যিহুদার সমস্ত ১• লোককে নিমন্ত্রণ করিল ; কিন্তু নাখন ভাববাদীকে, বনায়কে, বীরগণকে ও আপন ভ্রাতা শলোমনকে নিমন্ত্রণ করিল না। তখন নাথন শলোমনের মাত বৎশেবাকে কহিলেন, আপনি কি শুনেন নাই যে, হগীতের পুত্র আদোনিয় রাজত্ব করিতেছে, আর আমাদের প্রভু দায়ুদ রাজ। তাহ ১২ জানেন না ? এক্ষণে আইমন, বিনয় করি আমি আপনাকে পরামর্শ দিই, যেন আপনি নিজের প্রাণ ও আপন পুত্র শলোমনের প্রাণ বাচাইতে পারেন। ১৩ চলুন, দায়ুদ রাজার নিকটে গিয় তাহাকে বলুন, হে > y আমার প্রভু মহারাজ, আপনি কি শপথপূর্বক আপন দাসীকে বলেন নাই, আমার পরে তোমার পুত্র শলোমন রাজত্ব করিবে, সেই আমার সিংহাসনে বসিবে ? ১৪ তবে আদোনিয় রাজত্ব করে কেন ? দেখুন, সেই স্থানে রাজার সঙ্গে আপনার কথা শেষ না হইতে হইতে আমিও আপনার পশ্চাৎ আসিয়া আপনার কথার পোষকতা করিব । পরে বংশেবা অন্তরাগারে রাজার নিকটে গেলেন : তৎকালে রাজ আতি বৃদ্ধ হইয়াছিলেন, এবং শুনেমীয়৷ ১৬ অবৗশগ রাজার পরিচর্য্যা করিতেছিল। তখন বংশেব। মস্তক নমন করিয়া রাজার কাছে প্ৰণিপাত করিলেন । ১৭ রাজা জিজ্ঞাসিলেন, তোমার বাঞ্ছা কি ? তিনি কহিলেন, হে আমার প্রভু, আপনি আপন ঈশ্বর সদাপ্রভুর নামে শপথ করিয়া আপন দাসীকে বলিয়াছিলেন, * আমার পরে তোমার পুত্র শলোমন রাজত্ব করিবে, ১৮ সেই আমার সিংহাসনে বসিবে’। কিন্তু এখন, দেখুন, আদোনিয় রাজত্ব করিতেছে, আর হে আমার প্রভু ১৯ মহারাজ, আপনি তাহ জানেন না। সে বিস্তর বৃষ, হৃষ্টপুষ্ট গোবৎস ও মেষ বলিদান করিয়া সমস্ত রাজপুত্রকে, অবিয়াথর যাজককে ও যোয়াব সেনাপতিকে নিমন্ত্রণ করিয়াছে, কিন্তু আপনকার দাস শলোমনকে ২০ নিমন্ত্রণ করে নাই। হে আমার প্রভু মহারাজ, সমস্ত ইস্রায়েলের দৃষ্টি আপনকারই উপরে আছে, আপনকার পরে আমার প্রভু মহারাজের সিংহাসনে কে বসিবে, তাহ। আপনি লোকদিগকে জ্ঞাত করুন : ২১ নতুব। আমার প্রভু মহারাজ পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলে আমি ও আমার পুত্র শলোমন অপরাধী গণিত হইব । ২২ আর দেখ, তিনি রাজার সহিত কথা কহিতেছেন, ২৩ ইতিমধ্যে নাথন ভাববাদী আসিলেন। তখন কেহ রাজাকে কহিল, দেখুন, নাখন ভাববাদী । পরে নাথন রাজার সম্মুখে আসিয়া ভূমিতে উবুড় হুইয়া রাজার ২৪ সম্মুখে প্ৰণিপাত করিলেন। তার নাথন কহিলেন, হে আমার প্রভু মহারাজ, আপনি কি এমন কথ। বলিয়াছেন যে, আমার পরে আদোনিয় রাজত্ব করিবে, ২৫ ও আমার সিংহাসনে সেই বসিবে ? সে ত আজই গিয়া বিস্তর বৃষ, হৃষ্টপুষ্ট গোবৎস ও মেষ বলিদান করিয়া সমস্ত রাজপুত্ৰকে, সেনাপতিগণকে ও অবিয়াথর যাজককে নিমন্ত্রণ করিয়াছে , আর দেখুন, তাহারী তাহার সাক্ষাতে ভোজন পান করিতেছে, ও বলিতেছে, ২৬ রাজ। আদোনিয় চিরজীবী হউন । কিন্তু আপনকার দাস যে আমি, আমাকে ও সাদোক যাজককে এবং s (2 288
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।