পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ; ミレー○ お や 1] হইতে দূর করিয়া দিলেন ; ইহাতে সদাপ্রভুর বাক্য,— শীলোতে এলির কুলের বিপক্ষে তিনি যাহা বলিয়াছিলেন,—তাহ সিদ্ধ হইল । পরে সেই ঘটনার বার্তা যোয়াবের কাছে উপস্থিত হইল : যোয়াব যদ্যপি অবশালোমের অনুবত্তী হন নাই, তথাপি আদোনিয়ের অনুবৰ্ত্তী হইয়াছিলেন । এখন যোয়াব সদাপ্রভুর তাম্বুতে পলায়ন করিয়৷ যজ্ঞ২৯ বেদির শৃঙ্গ ধরিলেন। পরে শলোমন রাজার কাছে এই সংবাদ আসিল যে, যোয়াব সদাপ্রভুর তাম্বুতে পলায়ন করিয়াছেন, আর দেখুন, তিনি বেদির পার্থে আছেন। তাহাতে শলোমন যিহোয়দার পুত্র বনায়কে প্রেরণ করিলেন, কহিলেন, যাও, তাহাকে আক্রমণ ৩. কর । তাহাতে বনায় সদাপ্রভুর তাম্বুতে গমন করিয়া তাহাকে কহিলেন, রাজ এই কথা বলেন, তুমি বাহিরে আইস । তিনি কহিলেন, তাহা হইবে না, আমি এই স্থানে মরিব । তখন বনায় রাজাকে সংবাদ জানাইয়া কহিলেন, যেtয়াব অমুক কথা বলিয়াছেন, এবং ৩১ আমাকে অমুক উত্তর দিয়াছেন। তখন রাজী কহিলেন, সে যাহা বলিয়াছে, সেই মত কর, তাহাকে আক্রমণ কর, আর তাহার কবর দেও ; তাহা হইলে, যোয়াব অকারণে যে রক্তপাত করিয়াছে, তাহার তাপরাধ তুমি আম হইতে ও আমার পিতৃকুল হইতে ৩২ দূর করবে। আর সদাপ্রভু তাহার রক্তপাতের অপরাধ তাহীরই মস্তকে বৰ্ত্তাইবেন : কেনন। সে আমার পিতা দায়ুদের অজ্ঞাতসারে আপন হইতে ধাৰ্ম্মিক ও সৎ দুই ব্যক্তিকে, ইস্রায়েলের সেনাপতি নেরের পুত্র অবনেরকে, ও যিহদার সেনাপতি যেথরের পুত্র আমাসাকে আক্রমণ করিয়া খড়গ দ্বারা বধ করিয়াছিল। ৩৩ তাহদের রক্তপাতের অপরাধ যোয়াবের মস্তকে ও যুগে যুগে তাহার বংশের মস্তকে বৰ্ত্তিবে ; কিন্তু দায়ু দের, তাহার বংশের, তাহার কুলের ও তাহার সিংহাসনের প্রতি সদাপ্রভু হইতে যুগে যুগে শান্তি বৰ্ত্তিবে । ৩৪ তখন যিহোয়দার পুত্র বনায় উঠিয়া গিয় তাহাকে আক্রমণ করিয়া বধ করিলেন ; পরে প্রান্তরে তাহার বাটীতে তাহার কবর দেওয়া হইল । আর রাজ। তাহার পদে যিহোয়দার পুত্র বনায়কে সেনাপতি করিলেন, এবং তাবিয়াথরের পদ রাজা ৩৬ সাদেক যাজককে দিলেন । আর রাজা লোক পাঠাইয়। শিমিয়িকে ডাকাইয়া কহিলেন, তুমি যিরশালেমে আপনার জন্য এক গৃহ নিৰ্ম্মাণ করিয়া এই স্থানে বাস কর, এখান হইতে বাহির হইয়া অন্ত ৩৭ কোন স্থানে যাইও না। তুমি যে দিন বাহির হইয়৷ কিন্দ্রেীণ স্রোত পার হইবে, সেই দিন অবস্থ হত হইবে ইহা নিশ্চয় জ্ঞাত হও ; তোমার রক্তপাতের ৩৮ অপরাধ তোমারই মস্তকে বৰ্ত্তিবে । তাহাতে শিমিয়ি রাজাকে কহিল, এ কথা ভাল ; আমার প্রভু মহারাজ যেমন কহিলেন, তাপনকার এই দাস সেইরূপই করিবে। পরে শিমিরি অনেক দিন পৰ্য্যন্তু যিরা ২৮ ·ථA ১ রাজাবলি । 2 > > ৩৯ শালেমে বাস করিল। কিন্তু তিন বৎসর পরে শিমিরির দুই দাস পলায়ন করিয়া মাথার পুত্র আর্থীশ নামে গাতীয় রাজার নিকটে গেল। তাহাতে কেহ শিমিয়িকে বলিল, দেখ, তোমার দাসের গাতে রহিয়াছে। ৪• তখন শিমিয়ি উঠির গর্দভ সাজাইয়া আপন দাসদের অন্বেষণে গাতে আর্থীশের নিকটে গেল, গিয়া শিমিয়ি ৪১ গাৎ হইতে তাপন দাসদিগকে আনিল। পরে শলোমনকে কেহ সংবাদ দিল, শিমিয়ি যিরশালেম হইতে ৪২ গাতে গিয়াছিল, এখন ফিরিয়া আসিয়াছে। রাজা লোক পঠাইয়। শিমিয়িকে ডাকাইয়। কছিলেন, আমি কি তোমাকে সদাপ্রভুর দিব্য করাইয়া তোমার বিপক্ষে এই সাক্ষ্য দিই নাই যে, নিশ্চয় জ্ঞাত হও, তুমি যে দিন বাহিরে যাইবে, স্থানান্তরে ভ্রমণ করিবে, সেই দিন মরিবেই মরিবে ? আর তুমি আমাকে বলিয়াছিলে, আমি যে কথা শুনিলাম, সে ভাল কথা । ৪৩ তবে তুমি সদাপ্রভুর দিব্য ও তোমাকে দত্ত আমার ৪৪ আজ্ঞা কেন পালন কর নাই ? রাজী শিমিয়িকে আরও কহিলেন, আমার পিতা দায়ুদের প্রতি তোমার কৃত যে সমস্ত দুষ্টতার বিষয়ে তোমার মন সাক্ষ্য দেয়, তাহা তুমি জান ; অতএব সদাপ্ৰভু তোমার দুষ্টতার ৪৫ ফল তোমার মস্তকে বৰ্ত্তাইবেন । কিন্তু শলেমন রাজা আশীৰ্ব্বাদপ্রাপ্ত হইবে, ও সদাপ্রভুর সম্মুখে দায়ুদের ৪৬ সিংহাসন যুগে যুগে স্থির থাকিবে । পরে রাজা যিহোয়াদার পুত্র বনায়কে আজ্ঞা করিলে তিনি গিয়া তাহাকে আক্রমণ করিয়া বধ করিলেন । আর শলোমনের হস্তে রাজ্য স্বস্থির হইল । শলোমনের বিবাহ ও প্রার্থনা ৷ ৩ শলোমন মিসুররাজ ফরেণের সহিত কুটুম্বত করিলেন, তিনি ফরেীণের কষ্ঠাকে বিবাহ করিলেন, এবং যে পৰ্য্যন্ত আপন গৃহ, এবং সদাপ্রভুর গৃহ ও যিরশালেমের চারিদিকের প্রাচীর নিৰ্ম্মাণ সমাপ্ত না করিলেন,সেই পৰ্য্যন্ত তাহাকে দায়ুদ্র-নগরে অনিয়া রাখিলেন । ২ আর লোকের নানা উচ্চস্থলীতে বলিদান করিত, কেনন তৎকাল পৰ্য্যন্ত সদাপ্রভুর নামের উদেশে গৃহ ৩ নিৰ্ম্মিত হয় নাই। শলোমন সদাপ্রভুকে প্রেম করতেন, আপুন পিতা দায়ুদের বিধি অনুসারে চলিতেন, তথাপি উচ্চস্থলীতে বলিদান করিতেন ও ধূপ জ্বালাইতেন । ৪ একদা রাজা বলিদান করিবার জন্ত গিবিয়েনে যান ; কেনন। সেই স্থান প্রধান উচ্চস্থলী ছিল ; শলোমন তথাকার যজ্ঞবেদিতে এক সহস্ৰ হেমবলি ৫ দান করিলেন। গিবিয়োনে সদাপ্রভু রাত্রিকালে স্বপ্নযোগে শলোমনকে দর্শন দিলেন । ঈশ্বর কহিলেন, ৬ যাদ্ধ কর, আমি তোমাকে কি দিব ? শলোমন কহিলেন, তোমার দাস আমার পিতা দাযুদ্র সত্য, ধাৰ্ম্মিকতায় ও তোমার উদেশে হৃদয়ের সারল্যে 291