পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*、>)と তোমার সাক্ষাতে যেমন চলিতেন, তুমি তাহার প্রতি তদনুরূপ মহাদয় প্রদর্শন করিয়াছ, আর তাহার প্রতি এই মহাদয় করিয়াছ যে, তাহার সিংহাসনে বসিবার জন্ত এক পুত্র তাহাকে দিয়াছ, যেমন অদ্য রহিয়াছে। ৭ এখন, হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি আমার পিত। দাযুদের পদে আপনার এই দাসকে রাজ করিলে ; কিন্তু আমি ক্ষুদ্র বালকমাত্র, বাহিরে যাইতে ও ৮ ভিতরে আসিতে জানি না । আর তোমার দাস তোমার মনোনীত প্রজাদিগের মধ্যে রহিয়াছে, তাহার এক মহাজাতি, বাহুল্যপ্রযুক্ত তাহদের গণনা ও সংখ্যা ৯ করা যায় না। অতএব তোমার প্রজাদের বিচার করিতে ও ভাল মন্দের বিশেষ জানিতে তোমার এই দাসকে বুঝিবার চিত্ত প্রদান কর ; কারণ তোমার এমন বৃহৎ প্রজাবুন্দের বিচার করা কাহার সাধ্য ? ১০ তখন প্রভুর দৃষ্টিতে ইহা তুষ্টিকর হইল যে, শলোমন ১১ এই বিষয় যজ্ঞ করিলেন । আর ঈশ্বর তাহাকে কহিলেন, তুমি এই বিষয় যজ্ঞ করিয়াছ, আপনার জন্ত দীঘায়ু যাদ্ধ কর নাই, আপনার জন্ত ঐশ্বৰ্য্য স্বাঞ্জ কর নাই, এবং আপন শক্রগণের প্রাণ যাদ্ধ৷ কর নাই ; কিন্তু বিচার শ্রবণার্থে আপনার জন্ত বুদ্ধি ১২ বজ্ঞা করিয়াছ : এই কারণ দেখ, আমি তোমার বাক্যানুসারেই করিলাম । দেখ, আমি তোমাকে এমন জ্ঞানশালী ও বুঝিবার চিত্ত দিলাম যে, তোমার পূর্বে তোমার তুল্য কেহ হয় নাই, এবং পরেও তোমার ১৩ তুল্য কেহ উৎপন্ন হইবে না। আবার তুমি যাই। যাজ্ঞা কর নাই. তাহাও তোমাকে দিলাম, এমন ঐশ্বধ্য ও গৌরব দিলাম যে, তোমার জীবনকালে ১৪ রাজ বর্গের মধ্যে কেহ তোমার তুল্য হইবে না। আর তোমার পিতা দায়ুদ যেমন চলিত, তেমনি তুমি যদি আমার আজ্ঞ। সকল ও আমার বিধি সকল পালন করিতে আমার পথে চল, তবে আমি তোমার আয়ু ১৫ দীর্ঘ করিব । পরে শলোমন জাগরিত হইলেন, আর দেখ, উহ। স্বপ্ন। পরে তিনি fযরশালেমে গিয়া সদাপ্রভুর নিয়ম-সিন্দুকর সম্মুখে দাডাইয়া হোমবলি উৎসগ করিলেন, ও মঙ্গলtথক বলি উৎসর্গ করিলেন, এবং আপনার সমস্ত দাসকে এক ভেজ দিলেন। শলোমনের বিজ্ঞতা ও ঐশ্বৰ্য্য । সেই সময়ে দুইটা স্ত্রীলোক – তাহার বেষ্ঠ – রাজার নিকটে আসয় তাহার সম্মুখে দাড়াইল । ১৭ একট। স্ত্রীলোক কহিল, হে আমার প্রভু, আমি ও এই স্ত্রীলোক উভয়ে এক ঘরে থাকি ; এবং আমি ১৮ উহার কাছে ঘরে থাকিয়া প্রসব হইলাম। আমার প্রসবের পর তিন দিনের দিন এই স্ত্রীলোকটাও প্রসব হইল ; তখন আমরা একত্র ছিল।ম, ঘরে আমাদের সঙ্গে কোন উপরি লোক ছিল না, কেবল আমর ১৯ জুই জন ঘরে ছিলাম । আর রাত্রিতে এই স্ত্রীলোকের সন্তানট। মরিয়৷ গেল, কারণ এ তাহার উপরে শয়ন > 3 29 ১ রাজাবলি । [○ ; 9ー3 ; * * ২• করিয়াছিল। তাঁহাতে এ মধ্যরাত্রে উঠিয়, যখন আপনকার দাসী তামি নিদ্রিতা ছিলাম, তখন আমার পার্শ্ব হইতে আমার সন্তানটীকে লইয়। নজর কোলে শোয়াইয়। রাখিল, এবং নিজের মরা সন্তানটাকে তামার ২১ কোলে শোয়াইয়। রাখিল । প্রাতঃকালে আমি তাপনার সন্তানটীকে দুধ দিতে উঠলাম, আর দেখ, মরা ছেলে ; কিন্তু সকালে তাহার প্রতি ভাল করিয়া দৃষ্টিপাত কfরলাম, আর দেখ, সে আমার প্রস্ত সন্তান ২২ নয় । অন্ত স্ত্রীলোকট। কহিল, না, জীবিত সন্তান আমার, মুত সন্তান তোমার। প্রথম স্ত্রী কহিল, না না, মৃত সন্তান তোমার, জীবিত সন্তান তামার। এইরূপে তাহার দুই জনে রাজার সম্মুখে বলাবাল ২৩ করল । তখন রাজ কহিলেন, এক জন বলিতেছে, এই জীবিত সন্তান আমার, মৃত সম্ভান তোমার ; অন্ত জন বলিতেছে, ন, মৃত সন্তান তোমার, জীবিত ২৪ সন্তান আমার । পরে রাজ। বfললেন, আমার কাছে একথান খড়। আন । তাহাতে রাজার কাছে খড়গ আন। ২৫ হইল। রাজ বলিলেন, এই জীবিত ছেলে টক দুই খণ্ড করিয়া ফেল, আর এক জনক অৰ্দ্ধেক, এবং অন্ত ২৬ জনকে অৰ্দ্ধেক দেও। তখন জীবিত ছেলেট যাহার সন্তান, সেই স্ত্রী রাজাকে বলিল, ফলে সস্তানের জন্ত তাহার অন্ত:করণ স্নেহে উত্তপ্ত হওয়াতে সে বলিল, হে আমার প্রভু, বিনয় করি, জীবিত ছেলেট উহাকে fদউন, ছেলেটাকে কোন মতে বধ করিবেন না । কিন্তু অপর জন কহিল, সে আমারও না হউক, ২৭ তোমারও না হউক, দুই খণ্ড কর । তখন রাজা উত্তর কfরয় কহিলেন, জীবিত ছেলেট উহাকে দেও, ২৮ কোন মতে বধ করিও না ; ঐ উহার মাত । রাজা বিচারের এই যে নিম্পত্তি করিলেন, তাহ শুiনয়। সমস্ত ইস্রায়েল রাজী হইতে ভীত হইল ; কেনন। তাহার। দেখিতে পাইল, বিচার করণাথে তাহার অন্তরে ঈশ্বরদত্ত জ্ঞান আছে । 3 শলোমন রাজা সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করিতেন । তাহার অমাত্যগণের নাম এই এই : ৩ সাদোকের পুত্র অসরিয় যাজক ছিলেন । শীশার পুত্র ইলাহোরফ ও অহিয় লেখক ছিলেন : অহলুদের পুত্ৰ ৪ যিহেশাফট ইতিহাসকর্তা ছিলেন ; আর যিহোয়দার পুত্র বনায় সেনাপতি, এবং সাদোক ও আবয়খির e যাজক ছিলেন ; এবং নাথনের পুত্ৰ অস, রয় অধ্যক্ষদের প্রধান, ও নাথনের পুত্র সার্বুদ যাজক,* রাজার ৬ মিত্র, ছিলেন । আর অহীশার বাটীর অধ্যক্ষ, এবং অব্দের পুত্র অদোনীরাম । রাজার | কৰ্ম্মাধীন দাসদের অধ্যক্ষ ছিলেন । ৭ আর সমস্ত ইস্রায়েলের উপরে শলেমনের নিযুক্ত বার জন অধ্যক্ষ ছিলেন, তাহার রাজার ও রাজবাটীর জন্ত খাদ্য দ্রব্যের আয়োজন করতেন : বৎসরের

  • ( বা ) রাজমন্ত্রী।

Q க்