e> - >~ ; २१ । ] এইরূপে সদাপ্রভুর গৃহের জন্ত শলোমন রাজার কৃত সমস্ত কাৰ্য্য সম্পন্ন হইল। আর শলোমন আপন পিতা দায়ুদের পবিত্রীকৃত দ্রব্য সকল, অর্থাৎ রৌপ্য, স্বর্ণ ও পাত্র সকল আনাইয়। সদাপ্রভুর গৃহস্থিত ধনীগার সমূহে রাখিলেন। মন্দির-প্রতিষ্ঠা। _ಡಕ್ದ!! অর্থাৎ সিয়োন হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক উঠাইয়া আনিবার জন্ত ইস্রায়েলের প্রাচীনগণকে ও সমস্ত বংশপতিকে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলাধ্যক্ষদিগকে, যিরূশালেমে শলোমন রাজার নিকটে একত্র করিলেন । ২ তাহাতে এখানীম মাসে, অর্থাৎ সপ্তম মাসে, উৎসব সময়ে ইস্রায়েলের সমস্ত লোক শলোমন রাজার নিকটে ৩ একত্র হইল। পরে ইস্রায়েলের সমস্ত প্রাচীনবর্গ উপ৪ স্থিত হইলে যাজকগণ সিন্দুকটা উঠাইল। আর তাহার সদাপ্রভুর সিন্দুক, সমাগম-তাঞ্জু ও তাম্বুর মধ্যস্থিত সমস্ত পবিত্র পাত্র উঠাইয়। ত্যানিল ; যাজকের ও * লেবীয়ের এই সকল উঠাইয়া আনিল । আর শলোমন রাজা এবং তাহার কাছে সমাগত সমস্ত ইস্রায়েলমণ্ডলী তাহার সহিত সিন্দুকের সম্মুখে থাকিয় অনেক মেষ ও গে৷ বলিদান করিলেন ; সে সমস্ত বাহুল্য শু প্রযুক্ত অসংখ্য ও অগণ্য ছিল । পরে যাজকের সদাপ্রভুর নিয়ম-সিন্দুক লইয়া গিয়া স্বস্থানে, গৃহের অন্তগৃহে, মহাপবিত্র স্থানে, দুই কর বর পক্ষের নীচে ৭ স্থাপন করিল। সেই করূবের সিন্দুকের স্থানের উপরে পক্ষ বিস্তার করিয়া রহিল, আর উৰ্দ্ধে করূবের সিন্দুক ও তাহার দুই বহন-দণ্ড আচ্ছাদন করিয়৷ ৮ রহিল। সেই দুই বহন দণ্ড এমন লম্ব ছিল যে, তাহার অগ্রভাগ অন্তগুহের সম্মুখে পবিত্র স্থান হইতে দৃষ্ট হইত, তথাপি তাহ বাহিরে দৃষ্ট হইত না ; ৯ আদ্য পৰ্য্যন্ত তাহ সেই স্থানে আছে । সিন্দুকের মধ্যে আর কিছু ছিল না, কেবল সেই দুইখানি প্রস্তরফলক ছিল, যাহা মোশি হোরেবে তাহার মধ্যে ব্লাগিয়াছিলেন ; সেই সময়ে, মিসর হইতে ইস্রায়েলসন্তানগণের বাহির হইয়া আসিবার পর, সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের সহিত নিয়ম করিয়াছিলেন । ১• আর পবিত্র স্থানের মধ্য হইতে যাজকদের বাহির হইবার সময়ে সদাপ্রভুর গৃহ মেঘে এমন পরিপূর্ণ ১১ হইল যে, মেঘ প্রযুক্ত যাজকের পরিচর্য্য করিবার জন্ত দাড়াইতে পারিল না ; কেননা সদাপ্রভুর গৃহ সদা প্রভুর প্রতাপে পরিপূর্ণ হইয়াছিল। ১২ তখন শলোমন কহিলেন, সদাপ্রভু বলিয়াছেন যে, ১৩ তিনি ঘোর অন্ধকারে বাস করিবেন । আমি সত্যক্ত তোমার এক বসতি-গৃহ নিৰ্ম্মাণ করাইলাম ; ইহা চির১৪ কাল তোমার নিবাসস্থান। পরে রাজ মুখ ফিরাইয়৷ সমস্ত ইস্রায়েল সমাজকে আশীৰ্ব্বাদ করিলেন ; আর ১৫ সমস্ত ইএায়েল-সমাজ দণ্ডায়মান হইল। আর তিনি
- ;
意为 ১ রাজাবলি । ኟ> ዓ কহিলেন, ধন্ত সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর। তিনি আমার পিতা দায়ুদের কাছে আপন মুখে এই কথা বলিয়াছিলেন, এবং আপন হস্ত দ্বারা ইহা সফল করিয়া১৬ চেন, যথা, যে দিন আমার প্রজ ইস্রায়েলকে মিসর হইতে বাহির করিয়া আনিয়াছি, সেই দিন হইতে আমি আপন নাম স্থাপন জন্য গৃহ নিৰ্ম্মাণার্থে ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে কোন নগর মনোনীত করি নাই ; কিন্তু আমার প্রজ ইস্রায়েলের অধ্যক্ষ হইবার ১৭ জন্ত দায়ুদকে মনোনীত করিয়াছি। আর ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে এক গৃহ নিৰ্ম্মাণ করিতে ১৮ আমার পিতা দাযুদের মনস্থ ছিল। কিন্তু সদাপ্রভু আমার পিতা দায়ূদকে কহিলেন, আমার নামের উদ্দেশে এক গৃহ নিৰ্ম্মাণ করিতে তোমার মনস্থ হইয়াছে ; তোমার এইরূপ মনস্থ করা ভালই বটে। ১৯ তথাপি তুমি সেই গৃহ নিৰ্ম্মাণ করিবে না, কিন্তু তোমার কটি হইতে উৎপন্ন পুত্ৰই আমার নামের ২০ উদ্দেশে গৃহ নিৰ্ম্মাণ করিবে। সদাপ্রভু এই যে কথা বলিয়াছিলেন,তাহ সফল করিলেন ; সদাপ্রভুর প্রতিজ্ঞানুসারে আমি আপন পিতা দাযুদের পদে উৎপন্ন ও হস্রায়েলের সিংহাসনে উপবিষ্ট হইয়। ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে এই গৃহ নিৰ্ম্মাণ করি২১ রছি। আর সদাপ্রভু আমাদের পিতৃপুরুষদিগকে মিসর দেশ হইতে বাহির করিবার সময়ে তাহদের সহিত যে নিয়ম করিয়াছিলেন, তাহার আধার যে সিন্দুক, সেই সিন্দুকের জন্ত আমি এখানে একটী স্থান প্রস্তুত করিয়াছি । ২২ পরে শলোমন সমস্ত ইস্রায়েল-সমাজের সাক্ষাতে সদাপ্রভুর যজ্ঞবেদির সম্মুখে দাড়াইয়। স্বর্গের দিকে ২৩ তাঞ্জলি বিস্তার করিলেন ; আর তিনি কহিলেন, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, উপরিস্থ স্বর্গে বা নীচন্থ পৃথিবীতে তোমার তুল্য ঈশ্বর নাই। সৰ্ব্বান্তঃকরণে যাহার তোমার সাক্ষাতে চলে, তোমার সেই দাসগণের পক্ষে তুমি নিয়ম ও দয়া পালন করিয়া থাক ; ২৪ তুমি তোমার দাস আমার পিতা দায়ুদের কাছে যাহ। প্রতিজ্ঞ করিয়াছিলে, তাহ পালন করিয়াছ, যাহা আপন মুখে বলিয়াছিলে, তাহা আপন হস্ত দ্বারা ২৫ সিদ্ধ করিয়াছ, যেমন অদ্য দেখা যাইতেছে। এখন, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তুমি আপন দাস আমার পিতা দায়ুদের নিকটে যাহা প্রতিজ্ঞা করিয়াছিলে, তাহ রক্ষা কর; তুমি বলিয়াছিলে, আমার দৃষ্টিতে ইস্রায়েলের সিংহাসনে বসিতে তোমার [ বংশে । লোকের অভাব হইবে না ; কেবলমাত্র যদি আমার সাক্ষাতে তুমি যেমন চলিয়াছ, তোমার সন্তানগণ আমার সাক্ষাতে তদ্রুপ চলিবার জন্ত আপন আপন ২৬ পথে সাবধান থাকে। এখন, হে ইস্রায়েলের ঈশ্বর, বিনয় করি, তোমার দাস আমার পিতা দায়ুদের কাছে ২৭ যে কথা তুমি বলিয়াছিলে, তাহ দৃঢ় হউক। কিন্তু ঈশ্বর কি সত্য সত্যই পৃথিবীতে বাস করিবেন ? দেখ, 297