* ; a>ー> ; b I ] বন্দি করিয়া লইয়া যায়, তাহদের করুণার পাত্র করিও, তাহারা যেন ইহাদের প্রতি করুণ করে । ৫১ কেননা ইহার তোমারই প্রজা ও তোমারই অধিকার ; তুমি ইহাদিগকে মিসর হইতে, লৌহের ৫২ হাফরের মধ্য হইতে, বাহির করিয়া আনিয়াছ। এইরূপে তোমার এই দাসের বিনতিতে ও তোমার প্রজ। ইস্রায়েলের বিনতিতে তোমার চক্ষু উল্মীলিত হউক, আর তাহার যে কোন বিষয়ে তোমাকে ডাকে, তুমি ৫৩ তাহদের কথায় কর্ণপাত করিও । কেননা হে প্ৰভু সদাপ্রভু যখন তুমি আমাদের পিতৃপুরুষদিগকে মিসর হইতে বাহির করিয়া আনিয়াছিলে, তখন আপন দাস মোশি দ্বারা যেমন বলিয়াছিলে, তদ্রুপ তুমিই আপনার অধিকার বলিয় তাহাদিগকে পৃথিবীস্থ সকল জাতি হইতে পৃথক করিয়াছ। e৪ সদাপ্রভুর নিকটে এই সমস্ত প্রার্থন ও বিনতি সাঙ্গ করিয়া শলোমন সদাও ভুর যজ্ঞবেদির সম্মুগে ইটু পাতন ও স্বর্গের দিকে অঞ্চলে বিস্তার করণ ee হইতে উঠিলেন। আর তিনি দাড়াইয়। উচ্চৈঃস্বরে সমস্ত ইস্রায়েল-সমাজকে আশীৰ্ব্বাদ করিলেন, বলিe৬ লেন ; ধন্ত সদাপ্রভু, যিনি আপনার সকল প্রতিজ্ঞাকুসারে আপন প্রজ ইস্রায়েলকে বিশ্রাম দিয়াছেল ; তিনি আপন দাস মোশির দ্বারা যে প্রতিজ্ঞ করিয়াছিলেন, সেই উত্তম প্রতিজ্ঞার একটা কথাও পতিত e৭ হয় নাই। আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পিতৃপুরুষদের সহবত্তী ছিলেন, তেমনি আমাদেরও সহবত্তী থাকুন, তিনি আমাদিগকে ত্যাগ না করুন, ৫৮ আমাদিগকে ছাড়িয়া না যাউন । তাহার সমস্ত পথে চলিতে ও আমাদের পিতৃপুরুষদিগকে তিনি যাহ। যাহা আদেশ করিয়াছিলেন, তাহার সেই সকল আজ্ঞ, বিধি ও শাসন পালন করিতে আমাদের চিত্ত আপ৫৯ লার প্রতি আকর্ষণ করুন। তার এই যে সকল কথা দ্বার। আমি সদাপ্রভুর কাছে অনুরোধ করিলাম, আমার এই সকল কথা দিবারাত্র আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে থাকুক ; এবং দিন দিন যেমন প্রয়োজন, তেমনি তিনি আপন দাসের ও আপন প্রজ ৬• ইত্ৰায়েলের বিচার সিদ্ধ করুন ; যেন পৃথিবীর সমস্ত জাতি জানিতে পারে যে, সদাপ্রভুই ঈশ্বর, তার কেহ ৬১ নাই। অতএব তাহার বিধিপথে চলিতে ও তাহার আজ্ঞা পালন করিতে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে তোমাদের অন্তঃকরণ একাগ্র হউক, যেমন অদ্য দেখ৷ ৬২ যাইতেছে । পরে রাজ ও তাহার সহিত সমস্ত ইত্ৰীয়েল ৬৩ সদাপ্রভুর সম্মুখে যজ্ঞ করিলেন । শলোমন সদাপ্রভুর উদেশে বাইশ সহস্ৰ গোরু ও এক লক্ষ বিশ সহস্ৰ মেষ মঙ্গলার্থক বলিরূপে উৎসর্গ করিলেন । এইরূপে রাজা ও সমস্ত ইস্রায়েল-সন্তান সদাপ্রভুর গৃহ প্রতিষ্ঠা ৬৪ করিলেন। সেই দিন রাজা সদাপ্রভুর গৃহের সম্মুখস্থ প্রাঙ্গণের মধ্যদেশ পবিত্র করিলেন, কেনন। তিনি সে স্থানে হোমবলি, ও ভক্ষ্য-নৈবেদ্য, এবং মঙ্গলার্থক বলির ১ রাজাবলি ।
- > →
মেদ উৎসর্গ করিলেন ; কারণ হোমবলি, ও ভক্ষ্যনৈবেদ্য, এবং মঙ্গলার্থক বলির মেদ গ্রহণ পক্ষে সদা ৬৫ প্রভুর সম্মুখস্থ পিত্তলময় যজ্ঞবেদি ছোট ছিল। এইরূপে সেই সময়ে শলোমন ও তাহার সঙ্গে সমস্ত ইস্রায়েল, হমাতের প্রবেশ-স্থান অবধি মিসরের স্রোত পৰ্য্যন্ত [ দেশবাসী ] মহাসমাজ, সাত দিন আর সাত দিন, চোঁদ দিন আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে উৎসব করি ৬৬ লেন । অষ্টম দিনে তিনি লোকদিগকে বিদায় করিলেন, ও তাহার রাজকে ধন্যবাদ করিল, এবং সদাপ্রভু আপন দাস দায়ুদের ও আপন প্রজ ইস্রায়েলের যে সকল মঙ্গল করিয়াছিলেন, সেই সকলের জন্ত আনন্দিত ও হৃষ্টচিত্ত হইয় আপন আপন তাম্বুতে চলিয়া গেল । শলোমনের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞ Soইত্যাদি। ১ শলেমন দাপ্রভুর গৃহ ও রাজবাটী নিৰ্ম্মাণ এবং তাপন বাসনামত যে সকল কৰ্ম্ম করিতে ২ স্থির করিয়াছিলেন, তাহ সমাপ্ত করিলে, সদাপ্রভু যেমন গিবিয়োনে দর্শন দিয়াছিলেন, তদ্রুপ শলো৩ মনকে দ্বিতীয় বার দর্শন দিলেন । সদাপ্রভু তাহাকে কহিলেন, তুমি আমার কাছে যে প্রার্থনা ও বিনতি করিয়াছ, তাহ আমি শুনিয়াছি ; এই যে গৃহ তুমি নিৰ্ম্মাণ করিয়াছ, ইহার মধ্যে চিরকালের জন্ত আমার নাম স্থাপনার্থে আমি ইহা পবিত্র করিলাম, এবং এই স্থানে প্রতিনিয়ত আমার চক্ষু ও তামার চিত্ত ৪ থাকিবে । আর তোমার পিতা দায়ুদ যেমন চলিতেন, তেমনি তুমিও যদি চিত্তের সিদ্ধতায় ও সরল ভাবে আমার সাক্ষাতে চল, আমি তোমাকে যে সমস্ত আজ্ঞা দিয়াছি, যদি তদনুযায়ী কৰ্ম্ম কর, এবং আমার ৫ বিধি ও শাসন সকল পালন কর, তবে ‘ইস্রায়েলের সিংহাসনে বসিতে তোমার [ বংশে ] লোকের অভাব হইবে না, এই বলিয়া তোমার পিতা দায়ুদের কাছে যে প্রতিজ্ঞ করিয়ছিলাম, তদনুসারে আমি ইস্রায়েলের উপরে তোমার রাজসিংহাসন চিরকালের ৬ জন্ত স্থির করিব । কিন্তু যদি তোমরা কি তোমাদের সন্তানগণ কোন ক্রমে আমার পশ্চাদগমন হইতে ফিরিয়া যাও, ও তোমাদের সম্মুখে স্থাপিত আমার আজ্ঞা ও বিধি সকল পালন না কর, কিন্তু গিয়া অন্ত দেবগণের সেবা কর, ও তাহীদের কাছে প্ৰণিপাত ৭ কর, তবে আমি ইস্রায়েলকে যে দেশ দিয়াছি, তাহ। হইতে তাহাদিগকে উচ্ছেদ করিব, এবং আপন নামের জষ্ঠ এই যে গৃহ পবিত্র করিলাম, ইহা আমার দৃষ্টিপথ হইতে দূর করিব, এবং সমস্ত জাতির মধ্যে ৮ ইস্রায়েল প্রবাদের ও উপহাসের আস্পদ হইবে। আর এই গৃহ যদিও এত উচ্চ, তথাপি যে কেহ ইহার নিকট দিয়া গমন করিবে, সে চমকিয় উঠিবে, শিশ দিবে, ও জিজ্ঞাসা করিবে, এই দেশের ও এই গৃহের 299