২৫ ; ৩১ – ২ ৬ ; ২৮ । ] দ্বারা আমার উদর পূর্ণ কর। এই জষ্ঠ উহার নাম ৩১ ইদোম (রাঙ্গ] খ্যাত হইল। তখন যাকোব কহিলেন, অদ্য তোমার জ্যেষ্ঠাধিকার আমার কাছে বিক্রয় কর । ৩২ এষে বলিলেন, দেখ, আমি মৃতপ্রায়, জ্যেষ্ঠাধিকারে ৩৩ আমার কি লাভ ? যাকোব কহিলেন, তুমি অদ্য আমার কাছে দিব্য কর । তাহাতে তিনি তাহার কাছে দিব্য করিলেন । এইরূপে তিনি আপন জ্যেষ্ঠাধিকার ৩s যাকোবের কাছে বিক্রয় করিলেন। আর যাকোব এৰোঁকে রুট ও মহুরের রান্ধ দাইল দিলেন ; এবং তিনি ভোজন পান করিলেন, পরে উঠিয়া চলিয়া গেলেন । এইরূপে এম্বো আপন জ্যেষ্ঠাধিকার তুচ্ছ করিলেন। পূৰ্ব্বে অব্রাহামের সময়ে যে দুর্ভিক্ষ হয়, তাহ। ર૭ ছাড়া দেশে আর এক দুর্ভিক্ষ উপস্থিত হইল । তখন ইসহাক গরারে পলেষ্টীয়দের রাজা অধীমেল২ কের কাছে গেলেন। আর সদাপ্রভু তাহাকে দর্শন দিয়া কহিলেন, তুমি মিসর দেশে নামিয়া যাইও না, আমি তোমাকে যে দেশের কথা বলিব, তথায় শু থাক। এই দেশে প্রবাস কর ; আমি তোমার সহবত্তা হইয়া তোমাকে আশীৰ্ব্বাদ করিব, কেননা আমি তোমাকে ও তোমার বংশকে এই সমস্ত দেশ দিব, এবং তোমার পিতা অব্রাহীমের নিকটে যে দিব্য করিয়া৪ ছিলাম, তাহ সফল করিব। আমি আকাশের তারাগণের স্থায় তোমার বংশ বৃদ্ধি করিব, তোমার বংশকে এই সকল দেশ দিব, ও তোমার বংশে পৃথিবীর যাবতীয় ৪ জাতি আশীৰ্ব্বাদ প্রাপ্ত হইবে। কারণ অব্রাহাম আমার বাক্য মানিয়া আমার আদেশ, আমার আজ্ঞা, আমার বিধি ও আমার ব্যবস্থা সকল পালন করিয়াছে । ৬, ৭ পরে ইসহাক গরারে বাস করিলেন। আর সে স্থানের লোকেরা তাহার স্ত্রীর বিষয়ে জিজ্ঞাসা করিলে তিনি কহিলেন, উনি আমার ভগিনী ; কারণ, এ আমার স্ত্রী, এই কথা বলিতে তিনি ভীত হইলেন, ভাবিলেন, কি জানি এই স্থানের লোকের রিবিকার নিমিত্তে আমাকে বধ করিবে ; কেনন। তিনি দেখিতে সুন্দরী ৮ ছিলেন । কিন্তু সে স্থানে বহুকাল বাস করিলে পর কোন সময়ে পলেষ্টীয়দের রাজা অবীমেলক বাতায়ন দিয়া দৃষ্টিপাত করিলেন, আর দেখ, ইসহাক আপন স্ত্রী = রিবিকার সহিত ক্রীড়া করিতেছেন। তখন আবীমেলক ইসহাককে ডাকাইয়। কহিলেন, দেখুন, ঐ স্ত্রী অবশ্য আপনার ভাৰ্য্যা ; তবে আপনি ভগিনী বলিয় তাহার পরিচয় কেন দিয়াছিলেন ? ইসহাক উত্তর করিলেন, আমি ভাবিয়াছিলাম, কি জানি, তাহার জন্ত আমার ১- মৃত্যু হইবে। তখন অবমেলক কহিলেন, আপনি আমাদের সহিত এ কি ব্যবহার করিলেন ? কোন লোক আপনকার ভাৰ্য্যার সহিত অনায়াসে শয়ন করিতে পারিত ; তাহ হইলে আপনি আমাদিগকে ১১ দোষগ্রস্ত করিতেন। পরে অবীমেলক সকল লোককে এই আজ্ঞা দিলেন, যে কেহ এই ব্যক্তিকে কিম্বা ইহার স্ত্রীকে স্পর্শ করিবে, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে। আদিপুস্তক । & S. আর ইসহাক সেই দেশে চাসকৰ্ম্ম করিয়া সেই বৎসর শত গুণ শস্ত পাইলেন, এবং সদাপ্রভু তাহাকে ১৩ আশীৰ্ব্বাদ করিলেন। আর তিনি বদ্ধিষ্ণু হইলেন, এবং ১৪ উত্তর উত্তর বৃদ্ধি পাইয়া অতি বড় লোক হইলেন ; আর তাহার মেষধন ও গোধন এবং অনেক দাস দাসী হইল : আর পলেষ্টয়েরা তাহার প্রতি ঈর্ষা করিতে লাগিল । এবং তাহার পিতা অব্রাহামের সময়ে তাহার দাসগণ যে যে কুপ খুঁড়িয়াছিল, পলেষ্টয়ের সে সমস্ত বুজাইয়৷ ১৬ ফেলিয়াছিল ও ধূলিতে পরিপূর্ণ করিয়াছিল। পরে অবমেলক ইসহাককে কহিলেন, আমাদের নিকট হইতে প্রস্থান করুন, কেনন। আপনি আমাদের অপেক্ষ অতি বলবান হইয়াছেন। পরে ইসহাক তথা হইতে যাত্রা করিলেন, ও গরীরের উপত্যকাতে তাম্বু স্থাপন করির সে স্থানে বাস করি১৮ লেন । আর ইসহাক আপনার পিতা অব্রাহীমের সময়ে খনিত কুপ সকল আবার খুঁড়িলেন ; কারণ অব্রাহামের মৃত্যুর পরে পলেষ্টয়ের সে সকল বুজাইয়৷ ফেলিয়াছিল ; আর তাহার পিতা সেই সকলের যে যে নাম রাখিয়াছিলেন, তিনিও সেই সেই নাম রাখিলেন। ১৯ সেই উপত্যকায় ইস্হাকের দাসগণ খুঁড়িয়া জলের ২. উলুইবিশিষ্ট এক কূপ পাইল। তাহাতে গরীরর পশুপালকের ইসহাকের পশুপালকদের সহিত বিবাদ করিয়া কহিল, এ জল আমাদের ; অতএব তিনি সেই কূপের নাম এষক [বিবাদ] রাগিলেন, যেহেতু তাহারা তাহার সহিত বিবাদ করিয়াছিল। পরে তাহার_দাসগণ আর এক কূপ খনন করিলে তাহার সেটার জন্তও বিবাদ করিল ; তাহাতে ২২ তিনি সেটার নাম লিটুন [বিপক্ষতা] রাখিলেন। তিনি তথা হইতে প্রস্থান করিয়৷ অন্ত এক কুপ খনন করিলেন ; সেটার নিমিত্ত তাহার বিবাদ করিল না ; তাই তিনি সেটার নাম রহোবোৎ [প্রশস্ত স্থান] রাখিয়া কহিলেন, এখন সদাপ্রভু আমাদিগকে প্রশস্ত স্থান দিলেন, ২৩ আমরা দেশে ফলবন্ত হইব। পরে তিনি তথা হইতে ২৪ বের শেবাতে উঠিয়া গেলেন। সেই রাত্রিতে সদাপ্রভু তাহাকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার পিত। তত্ৰাহামের ঈশ্বর, ভয় করিও না, কেননা আমি আপন দাস অব্রাহামের অনুরোধে তোমার সহবর্তী, আমি তোমাকে আশীৰ্ব্বাদ করিব ও তোমার বংশ বৃদ্ধি ২৫ করিব। পরে ইসহাক সে স্থানে যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিয়া সদাপ্রভুর নামে ডাকিলেন, আর সেই স্থানে তিনি তাম্বু স্থাপন করিলেন ; ও তাহার দাসগণ তথায় এক কুপ খুড়িল । আর অবীমেলক আপন মিত্র অহ্ষৎকে ও সেনাপতি ফাঁকোলকে সঙ্গে লইয়। গরার হইতে ইস্হাকের ২৭ নিকটে গমন করিলেন। তখন ইসহাক তাহাদিগকে কহিলেন, আপনার আমার কাছে কি নিমিত্ত আসিলেন ? আপনার ত আমাকে দ্বেষ করিয়া আপনাদের ২৮ মধ্য হইতে দুর করিয়া দিয়াছেন। তাহারা বলিলেন, > R >Q ∶ ግ ミや 21
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।