> o. ; » » — 9 5 ; s t ) ও ধৰ্ম্ম প্রচলিত করিতে আপনাকে রাজা করিয়াছেন। ১• পরে তিনি রাজাকে এক শত বিশ তালন্ত স্বর্ণ ও অতি প্রচুর হুগন্ধি দ্রব্য ও মণি উপঢৌকন দিলেন ; শিবার রাণী শলোমন রাজাকে যত সুগন্ধ দ্রব্য দিলেন, তত প্রচুর স্বগন্ধি দ্রব্য আর কখনও আইসে নাই । আর হীরমের যে সকল জাহাজ ওফীর হইতে স্বর্ণ লইয়া আসিত, সেই সকল জাহাজ ওফীর হইতে ১২ বিস্তর চন্দনকাষ্ঠ ও মণিও আনিত । সেই চন্দনকাষ্ঠ দ্বারা রাজ। সদাপ্রভুর গৃহের ও রাজবাটীর নিমিত্তে গরাদিয়া ও গায়কদের জন্ত বীণা এবং নেবল প্রস্তুত করিলেন : তদ্রুপ চন্দনকাষ্ঠ অদাপি আর আইসে ১৩ নাই, দেখাও যায় নাই। আর শলোমন রাজা শিবার রাণীর বাসনানুসারে তাহার যাবতীয় বাঞ্ছিত দ্রব্য দিলেন, তাহ ছাড়া শলোমন আপন রাজকীয় দাতুত্ব অনুসারে তাহাকে আরও দিলেন। পরে তিনি ও প্তাহার দাসগণ স্বদেশে ফিরিয়া গেলেন। শলোমনের ঐশ্বৰ্য্য । ১৪ এক বৎসর মধ্যে শলোমনের কাছে ছয় শত চেষটি ১৪ তালন্ত পরিমিত স্বর্ণ আসিত । ইহা ছাড়া বণিকদের, ব্যবসায়গণের ও মিশ্রিত লোকদের সমস্ত রাজার ও দেশাধিপতিগণের নিকট হইতে স্বর্ণের আমদানি ১৬ হইত। তাহাতে শলোমন রাজা পিটান স্বর্ণময় দুই শত বৃহৎ ঢাল প্রস্তুত করিলেন : তাহার প্রত্যেক ১৭ চালে ছয় শত শেকল পরিমিত স্বর্ণ ছিল । তিনি পিটান স্বর্ণ দ্বারা তিন শত ঢল প্রস্তুত করিলেন : তাহার প্রত্যেক ঢালে তিন মানি কfরয়। স্বর্ণ ছিল ; পরে রাজ। লিব নোন অরণ্যস্থ বাটী-ত সেগুলি রাখিলেন । ১৮ আর রাজ। হস্তিদন্তময় এক বৃহৎ সিংহাসন নিৰ্ম্মাণ ১৯ করিয়৷ উত্তম স্বর্ণে মুড়াইলেন । ঐ সিংহাসনের ছয়টা সোপান ছিল, ও সিংহাসনের উপরিস্থ ভাগ পশ্চাৎ দিকে গোলাকার ছিল, এবং আসনের উভয় পার্শ্বে হাত ছিল, সেই হাতার নিকটে দুই সিংহমূৰ্ত্তি দণ্ডীয়২• মান ছিল । আর সেই ছয়ট সোপানের উপরে দুই পার্শ্বে বারটা সিংহমূৰ্ত্তি দণ্ডায়মান ছিল ; এইরূপ ২১ সিংহাসন আর কোন রাজ্যে প্রস্তুত হয় নাই ৷ শলোমন রাজার সমস্ত পানপত্র স্বর্ণময় ছিল, ও লিবানোন অরণ্যস্থ বাটীর যাবতীয় পাত্ৰ নিৰ্ম্মল স্বর্ণময় ছিল : রৌপ্যময় কিছুই ছিল না : শলেমনের অধিকারে ২২ তাহ। কিছুরই মধ্যে গণ্য ছিল না । কেননা সমুদ্রে ইৗরমের জাহাজের সহিত রাজারও তশীশের জাহাজ ছিল , সেই তশীশের জাহাজ সকল তিন বৎসরান্তে এক বার স্বর্ণ, রোগ্য, হস্তিদন্ত, কপি ও শিখা লহয়। ২৩ অাসিত । এই রূপে ঐশ্বর্ষ্যে ও জ্ঞানে শলেমন রাজা পৃথিবীস্থ সকল রাজার মধ্যে প্রধান হইলেন। তার ঈশ্বর শলেমনের চিত্তে যে জ্ঞান দিয়ছিলেন, তাহার সেই জ্ঞানের উক্তি শুনিবার জন্ত সর্ববদেশীয় >> 을8 ১ রাজাবলি । So, o 'o লোক র্তাহীর সহিত সাক্ষাৎ করিতে চেষ্টা করিত। ২৪ আর প্রত্যেক জন আপন আপন উপঢৗকন, রৌপ্যময় পাত্র, স্বর্ণময় পাত্র, বস্ত্র, অস্ত্র ও হুগন্ধি দ্রব্য, অশ্ব ও অশ্বতর আনিত ; প্রতিবৎসর এইরূপ হইত। আর শলোমন অনেক রথ ও অশ্বারোহী সংগ্ৰহ করিলেন : তাহার এক সহস্ৰ চারি শত রথ ও বার সহস্র অশ্বারোহী ছিল, আর সেই সকল তিনি রথনগরসমূহে, এবং যিরশালেমে রাজার নিকটে রাখি২৭ তেন । রাজা বিরূশালেমে রৌপ্যকে প্রস্তরের দ্যায়, ও এরসকাগুকে নিম্নভূমিস্থ স্বকমের গাছের ন্তায় প্রচুর ২৮ করিলেন । আর শলোমনের অশ্ব সকল মিসর হইতে আন হইত ; রাজার বণিকের দল হিসাবে মূল্য দিয়৷ ২৯ পালে পালে অশ্ব পাইত । আর মিসর হইতে আনীত এক এক রথের মূল্য ছয় শত শেকল রৌপ্য, ও এক এক অশ্বের মূল্য এক শত পঞ্চাশ শেকল ছিল। এই প্রকারে উহাদের দ্বারা হিৰ্ত্তীয় সমস্ত রাজার জন্ত, ৪ আরামীয় রাজগণের জন্তও অশ্ব অনা হইত। শলোমনের পাপে পতন ও তাহার ফল । SS __ಿ ফরেীণের কন্যা ব্যতিরেকে আরও অনেক বিদেশীয় রমণীকে, অর্থাৎ মোয়াবীয়, অন্মোনীয়, ইদোমীয়া, সীদোনীয় ও হিন্তীয় ২ রমণীকে প্রেম করিতেন । যে জাতিগণের বিষয়ে সদাপ্রভু ইস্রায়েল সন্তানগণকে বলিয়াছিলেন, তোমর তাহাদের কাছে যাইও না, এবং তাহাদিগকে আপনাদের কাছে আসিতে দিও না, কেনন। তাহারা অবঙ্গ তোমাদের হৃদয়কে আপনাদের দেবগণের তনুগমনে বিপথগামী করবে, শলোমন তাহদেরই প্রতি প্রেমা৩ সক্ত হইলেন । সাত শত রমণী তাহার পত্নী, ও তিন শত তাঁহার উপপত্নী ছিল ; তাহার সেই স্ত্রীরা তাহার ৪ হৃদয়কে বিপথগামী করিল। ফলে এইরূপ ঘটিল, শলোমনের বুদ্ধ বয়সে তাহার স্ত্রীরা তাহার হৃদয়কে অন্য দেবগণের অনুগমনে বিপথগামী করিল ; তাহার পিত দায়ুদের অন্তঃকরণ যেমন ছিল, তাহার অন্তঃকরণ তেমনি আপন ঈশ্বর সদাপ্রভুর ভক্তিত একাগ্র ৫ ছিল না । কিন্তু শলোমন সীদেনীয়দের দেবী অষ্টোরতের ও অন্মোনীয়দের ঘৃণাৰ্ছ বস্তু মিলকমের অনুও গামী হইলেন। এইরূপে শলোমন সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাঁহাই করিলেন ; আপন পিত। দাজুদের হায় সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগামী হইলেন না। ৭ সেই সময়ে শলোমন fযরশালেমের সম্মুখস্থ পৰ্ব্বতে মোয়াবের ঘুণtহঁ বস্ত কমোশের জন্ত ও অস্তোন-সন্তানদের ঘুণাই বস্তু মোলকের জন্ত উচ্চস্থলী নিৰ্ম্মাণ করি৮ লেন । তাহার যত বিদেশীয় স্ত্রী আপন তাপন দেবতার উদ্দেশে ধূপ জ্বালাইত ও বলিদান করত, সেই সকলের জন্ত তিনি তদ্রুপ করি লন । ৯ অতএব সদাপ্রভু শলোমনের প্রতি ক্রুদ্ধ হইলেন : ২৬ 301
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।