পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ७ ; २९ - > १ ; >:० । ] তার সেই পাহাড়ের উপরে গাখিলেন ; এবং যে নগর গাঁথিলেন, ঐ পাহাড়ের অধিকারী শেমরের নামানুসারে সেই নগরের নাম শমরিয়া রাখিলেন। ২৫ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, অস্ত্রি তাহাই করিতেন ; এবং তাহার পূৰ্ব্বে যাহারা ছিলেন, তাহদের সকলের ২৬ হইতে অধিক দুষ্কার্য্য করিলেন। বাস্তবিক ইনি নবাটের পুত্র যারবিয়ামের সমস্ত পথে চলিতেন, এবং তিনি যে যে পাপ দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়। ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে তাহদের অসার প্রতিম সকল দ্বারা অসন্তুষ্ট করিয়াছিলেন, ইনিও সেই সকল পাপের পথে চলিতেন । অস্ত্রির অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত ও র্তাহার সাধিত বিক্রমের কার্য্য ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে ২৮ কি লিখিত নাই ? পরে অস্ত্রি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, ও শমরিয়াতে কবরপ্রাপ্ত হইলেন, এবং তাহার পুত্র আহব তাহার পদে রাজা হইলেন । যিহুদা-রাজ আসার অষ্টত্রিংশ বৎসরে অস্ত্রির পুত্ৰ আহাব ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন: আর অস্ত্রির পুত্র আহব বাইশ বৎসর শমরিয়াতে ৩০ ইস্রায়েলের উপরে রাজত্ব করেন । তাহীর পূৰ্ব্বে বাহার ছিলেন, তাহদের সকলের হইতে অস্ত্রির পুত্র আহব সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই অধিক ৩১ পরিমাণে করিতেন। নবাটের পুত্র যারবিয়ামের পাপপথে গমন করা যেন তাহার পক্ষে লঘু বিষয় বোধ হইত, তাই তিনি সীদোনীয়দের ইৎবাল রাজার কন্য ঈযেবলকে বিবাহ করিলেন, তার গিয়া বালের সেবা ৩২ ও তাহার কাছে প্ৰণিপাত করিতে লাগিলেন । আর তিনি শমরিয়াতে যে বাল-মন্দির নিৰ্ম্মাণ করিয়াছিলেন, তাহার মধ্যে বালের জন্ত এক যজ্ঞবেদি নিৰ্ম্মাণ ৩৩ করিলেন। আর অহাব আশের মূৰ্ত্তি নিৰ্ম্মাণ করি লেন। তাহার পূর্বে ইস্রায়েলে যত রাজা ছিলেন, সেই সকল তাপেক্ষ আহাব ইস্রায়েলের ঈশ্বর সদtপ্রভুর অসন্তোষজনক আরও অধিক কাজ করিলেন। তাহার সময়ে বৈথেলীয় হীয়েল যিরীহে নগর নিৰ্ম্মাণ করিল ; তাহাতে সদাপ্রভু নুনের পুত্ৰ যিহোশুয়ের দ্বারা যে বাক্য বলিয়াছিলেন, তদনুসারে তাহাকে ভিত্তিমূল স্থাপনের দণ্ডস্বরূপ আপন জ্যেষ্ঠ পুত্র অবরামকে, এবং কবাট স্থাপনের দণ্ডস্বরূপ আপন কনিষ্ঠ পুত্র সগুবকে দিতে হইল। এলিয়ের বিবরণ । Sዓ আর গিলিয়দ-প্রবাসীদের মধ্যবৰ্ত্তী তিশ্ববীয় এলিয় আহাবকে কহিলেন, আমি যাহার সাক্ষাতে দণ্ডায়মান, ইস্রায়েলের ঈশ্বর সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, এই কয়েক বৎসর শিশির কি বৃষ্টি পড়িবে না ; ২ কেবল আমার কথা অনুসারে পড়িবে। পরে তাহার ও নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি এই 을 ২৯ vos ১ রাজাবলি । S) о у স্থান হইতে প্রস্থান করিয়া পূর্বদিকে যাও, এবং যর্দনের সন্মুখস্থ করাৎ স্রোতের ধারে লুকাইয় থাক । ৪ সে স্থানে তুমি স্রোতের জল পান করিতে পাইবে, আর আমি কাকদিগকে তোমার খাদ্য দ্রব্য যোগাই৫ বার আজ্ঞা দিয়াছি। তখন তিনি গিয় সদাপ্রভুর বাক্যানুসারে কৰ্ম্ম করিলেন, যদিনের সম্মুখস্থ করাৎ ৬ স্রোতের ধারে গিয় অবস্থিতি করিলেন। আর কাকেরা তাহার জন্ত প্রাতঃকালে রুট ও মাংস, এবং সন্ধ্যাকালেও রুট ও মাংস আনিয়া দিত ; আর তিনি ৭ স্রোতের জল পান করিতেন। কিছু কাল পরে দেশে বৃষ্টি না হওয়াতে ঐ স্রোত শুষ্ক হইয় গেল । ৮ পরে তাহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত ৯ হইল, তুমি উঠ, সীদোনের অন্তঃপাতী সারিফতে গিয়া সেখানে বাস কর ; দেখ, আমি তথায় এক বিধবাকে ১০ তোমার খাদ্য দ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়াছি । তখন তিনি উঠিয়া সারিফতে যাত্রা করিলেন ; আর যখন সেই নগরের দ্বারে উপস্থিত হইলেন, দেখ, সেই স্থানে এক বিধবা কাষ্ঠ কুড়াইতেছে। তিনি তাহাকে ডাকিয়৷ কহিলেন, বিনয় করি, তুমি একটী পাত্রে করিয়া ১১ কিঞ্চিৎ জল আনি, আমি পান করিব । সে স্ত্রীলোকটী তাহা আনিতে যাইতেছে, ইতিমধ্যে তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি, আমার জন্ত এক খণ্ড ১২ রুট হাতে করিয়া আনিও । সে কহিল, তোমার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমার ঘরে একটী পিষ্টকও নাই ; কেবল জালায় এক মুষ্টি ময়দা ও ভীড়ে কিঞ্চিৎ তৈল আছে ; আর দেখ, আমি খান দুই কাষ্ঠ কুড়াইতেছি, তাহ লইয়া গিয়া আমার ও আমার ছেলেটার জন্ত উহ! পাক করিব ; পরে আমরা তাহ খাইয়। ১৩ মরিব । এলিয় তাহকে কহিলেন, ভয় করিও না : যাহা বলিলে, তাহ কর গিয়া, কিন্তু প্রথমে তাহ। হইতে আমার জন্ত একটী ক্ষুদ্র পিষ্টক প্রস্তুত করিয়া আন ; পরে আপনার ও ছেলেটার জন্ত প্রস্তুত করিও । ১৪ কেননা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, যে দিন পর্য্যন্ত সদাপ্রভু ভূতলে বৃষ্টি না দেন, সেই দিন পৰ্য্যন্ত তোমার ময়দার জাল শূন্ত হইবে না, ও তৈলের ১৫ ভাড় শুকাইয়া যাইবে না। তাহতে সে গিয়া এলিয়ের বাক্যানুসারে করিল ; আর সে এবং এলিয়, এবং সেই স্ত্রীলোকের পরিজন অনেক দিন পর্য্যন্ত ভোজন ১৬ করিল। সদাপ্রভু এলিয়ের দ্বারা যে বাক্য বলিয়াছিলেন, তদনুসারে ঐ ময়দার জাল শূন্ত হইল না, ১৭ তৈলের ভাড়ও শুকাইল না । এই সকল ঘটনার পরে সেই স্ত্রীলোকের, সেই গৃহস্বামিনীর, পুত্ৰ পীড়িত হইল, এবং তাহার পীড়া এমন উৎকট হইল যে, তাহার ১৮ শরীরে আর শ্বাসবায়ু রহিল না। তখন স্ত্রীলোকটী এলিয়কে কহিল, হে ঈশ্বরের লোক, আপনার সহিত আমার বিষয় কি ? আপনি আমার অপরাধ স্মরণ করাইতে ও আমার পুত্রকে মারিয়া ফেলিতে আমার ১৯ এখানে আসিয়াছেন। তিনি তাহাকে কহিলেন,তোমার 309