পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ > 8 ৩• তিক সৈন্তাকে সংহার করিল। কিন্তু অবশিষ্ট সকলে অফেকে পলাইয় গেল, নগরে প্রবেশ করিল ; আর তাহার প্রাচীর সেই অবশিষ্ট সাতাইশ সহস্ৰ লোকের উপরে পতিত হইল। তার বিন্‌হদদ পলাইয়া নগরে গিয়া এক ভিতরের কুঠরীতে প্রবেশ করিলেন। পরে তাহার দাসগণ তাহাকে কহিল,দেখুন, আমরা শুনিয়াছি, ই প্ৰায়েল-কুলের রাজার। দয়ালু রাজা, বিনয় কার, আমরা কটিদেশ চট পরিয়া মাথায় রজ্জ দিয়া বাহির হইয়। ইস্রায়েলের রাজার কাছে যাই ; হয় ত ৩২ তিনি আপনকার প্রাণ রক্ষা করিবেন । পরে তাহার। কটিদেশে চট পরিয়া মাথায় রজ্জ দিয়া ইস্রায়েলের রাজার কাছে আসিয়া কহিল, আপনকার দাস বিনহদদ কহিতেছেন, বিনয় করি, তামার প্রাণ রক্ষা করুন । তিনি কহিলেন, তিনি কি এখনও জীবিত ৩৩ অাছেন ? তিনি আমার ভ্রাতা । সেই লোকের এই টী শুভ লক্ষণ বিবেচনা করিল, এবং তাহার মনের ভাব বুঝিবার জন্য ত্বরান্বিত হইল ; তাহার কহিল, আপনকার ভ্রাতা বিনহদদ । তিনি কহিলেন, তোমরা গিয়া তাহাকে আন । তাহাতে বিনহদদ বাহির হইয় তাহার নিকটে অসিলেন, আর তিনি তাহাকে রথে উঠাইয়৷ ৩৪ লইলেন। তখন [বিনহদদ ] তাহাকে কহিলেন, আপনকার পিতা হইতে আমার পিতা যে সকল নগর হরণ করিয়াছিলেন, সেগুলি আমি ফিরাইয়া দিব ; এবং আমার পিতা যেমন শমরিয়াতে পল্লী করিয়াছেন, তদ্রুপ আপনিও দৰ্ম্মেশকে আপনার জন্ত পল্লী করুন । [আহাব কহিলেন.] আমি এই নিয়মে আপনাকে ছাড়িয়া দিব । পরে তিনি তাহার সহিত নিয়ম স্থির কfরয় তাহাকে ছাড়িয়া দিলেন । পরে শিষ্য ভাববাদিগণের মধ্যে এক জন সদাপ্রভুর বাক্য দ্বারা আপন সহশিষ্যকে কহিল, তুমি আমাকে আঘাত কর । কিন্তু সে তাহাকে আঘাত করিতে ৩৬ সম্মত হইল না। তখন সে তাহাকে কহিল, তুমি সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে না, এ কারণ দেখ, আমার নিকট হইতে যাইবামাত্র এক সিংহ তোমাকে বধ করিবে । পরে সে তাহার নিকট হইতে যাইবামাত্র এক সিংহ তাহাকে দেখিতে পাইয়। বধ করিল। ৩৭ পরে সে অার এক জনকে দেখিতে পাইয়া কহিল, তুমি আমাকে আঘাত কর । এই ব্যক্তি তাহাকে ৩৮ অঘাত করিল, আঘাত করিয়া ক্ষত করিল। পরে সেই ভাববাদী গিয়া ছদ্মবেশী ভাবে চক্ষুর উৰ্দ্ধে পাগড়ী ৩৯ বধিয়া পথে রাজার অপেক্ষায় দাড়াইয়া রহিল । পরে যখন রাজা নিকট দিয়া যাইতে লাগিলেন, সে রাজার কাছে কাদিয়া কহিল, আপনকার দাস আমি যুদ্ধে গিয়াছিলাম, আর দেখুন, এক ব্যক্তি পাশ্বে ফিরিয়া আমার নিকটে একটা লোককে আনিয়া কহিল, এই ব্যক্তিকে সাবধানে রাখ ; ইহাকে যদি কোন ক্রমে না পাওয়া যায়, তবে ইহার প্রাণের পরিবর্তে তোমার প্রাণ যাইবে, নতুবা তোমাকে এক তালন্ত রোপ্য দিতে ఇది S ఇది ১ রাজাবলি । بيا و لا ة سا- هك و ه ة ] ৪• হইবে । কিন্তু আপনকার দাস আমি এদিকে ওদিকে ব্যস্ত ছিলাম, ইতিমধ্যে সে কোথায় চলিয়া গেল । তখন ইস্রায়েলের রাজা তাহাকে কহিলেন, ঐরূপই তোমার বিচার হইবে ; তুমি আপনিই তাহ স্থির ৪১ করিলে। পরে সে শীঘ্র আপন চক্ষুর উদ্ধ হইতে পাগড় ঢ় উঠাইয়া লইল, তাহাতে ইস্রায়েলের রাজা চিনিতে পারিলেন যে, সে ভাববাদীদের মধ্যে এক ৪২ জন। পরে সে তাহাকে কহিল, সদাপ্রভু এই কথা কহেন, আমি যে ব্যক্তিকে বিনাশার্থে বর্জনীয় করিয়াছিলাম, তাহাকে তুমি তোমার হস্ত হইতে ছাড়িয়া • দিয়াছ ; এই জন্ত তাহার প্রাণের পরিবর্তে তোমার প্রাণ, ও তাহার প্রজার পরিবর্তে তোমার প্রজ। যাইবে । ৪৩ তখন ইস্রায়েলের রাজা বিষন্ন ও ব্লষ্ট হইয়া গৃহে গেলেন পরে শমরিয়াতে উপস্থিত হইলেন । wo নাবোতের বধ ও তজ্জন্ত আহাবের দণ্ড নির্ণয় । SS এই ঘটনা হইল ; যিষিয়েলীয় নাবৌতের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল, তাহ। যিষুিয়েলে শমরিয়ার রাজা আহাবের রাজবাটীর পাশ্বেই ছিল । ২ অাহাব নাবোৎকে কহিলেন, তোমার দ্রাক্ষাক্ষেত্র আমাকে দেও ; আমি উহা সবজির ক্ষেত্র করিব, কারণ উহা আমার বাটীর নিকটবৰ্ত্তী ; উহার পরিবৰ্ত্তে তোমাকে আরও উত্তম একখানি দ্রাক্ষাক্ষেত্রে দিব ; কিম্ব। যদি তোমার বিহিত বোধ হয়, তবে ৩ তাহার মূল্য রৌপ্য মুদ্রা তোমাকে দিব । নাবোৎ আহাবকে কহিলেন, আমি যে আপন পৈতৃক অধিকার আপনাকে দিই, সদাপ্রভু ইহা নিবারণ করুন। ৪ তখন, “আমি পৈতৃক অধিকার আপনাকে দিব না, যিষিয়েলীয় নাবোতের উক্ত এই কথায় আহাব বিষণ্ণ ও রুষ্ট হইয়া আপন গৃহে আসিলেন, এবং শয্যাতে পড়িয়া রহিলেন, মুখ ফিরাইয় থাকিলেন, খাদ্য গ্রহণ করিলেন না । ৫ তখন তাহার স্ত্রী ঈষেবল তাহার নিকটে আসিয়া তাহাকে কহিল, তোমার মন এমন বিষণ্ণ কেন যে, ৬ তুমি আহার কর না ? তিনি তাহাক কহিলেন, আমি যিষিয়েলীয় নাবোৎকে বলিয়াছিলাম, টাকা লইয়া তোমার দ্রাক্ষাক্ষেত্র আমাকে দেও ! কিম্বা যদি সত্ত্বষ্ট হও, তবে আমি তাহার পরিবর্তে আর একখানি দ্রাক্ষাক্ষেত্র তোমাকে দিব ; তাহাতে সে উত্তর করিল, আমি আমার দ্রাক্ষাক্ষেত্র আপনাকে ৭ দিব না । তখন তাহার স্ত্রী ঈষেবল তাহাকে কহিল, এখন তুমিই ন ইস্রায়েলের উপরে রাজত্ব করিতেছ? উঠ, আহার কর ; তোমার চিত্ত প্রফুল্ল হউক ; আমি যিষিয়েলীয় নাবোতের দ্রাক্ষাক্ষেত্র তোমাকে দিব । ৮ পরে সে আহাবের নাম করিয়া কতকগুলি পত্র লিথিয় তাহার মুদ্রায় মুদ্রাঙ্কিত করিল, আর নাবোতের 314