* > : sー*、* ; b l ] প্রতিবাসিগণের, তাহার বসতি-নগরের প্রাচীন ও প্রধান লোকদের, নিকটে সেই সকল পত্র প্রেরণ করিল। ৯ পত্রে সে এই কথা লিখিয়াছিল, তোমরা উপবাস ঘোষণা কর, ও লোকদের মধ্যে নাবোৎকে উচ্চস্থানে ১• বসাও । আর পাষণ্ড দুই জন পুরুষকে তাহার সম্মুখে বসাইয়া দেও : তাহার। তাহার বিরুদ্ধে এই সাক্ষ্য দিউক যে, “ তুমি ঈশ্বরকে ও রাজাকে জলাঞ্জলি দিয়াছ " । পরে তাহাকে বাহিরে লইয়া গিয়া প্রস্তরাঘাতে বধ কর । পরে তাহার নগরস্থ লোকেরা, নগর-বাসী প্রাচীন ও প্রধানবর্গ, ঈষেবলের প্রেরিত আজ্ঞানুসারে, তাহার ১২ প্রেরিত পত্রের লিখনানুসারে, কৰ্ম্ম করিল। তাহার। উপবাস ঘোষণা করিল, এবং লোকদের মধ্যে নাবোৎ১৩ কে উচ্চস্থানে বসাইল । পরে পাষণ্ড দুই জন পুরুষ আসিয় তাহার সম্মুখে বসিল ; সেই দুই পাষণ্ড পুরুষ লোকদের সাক্ষাতে নাবোতের বিরুদ্ধে এই সাক্ষ্য দিল যে, নাবোৎ ঈশ্বরকে ও রাজাকে জলাঞ্জলি দিয়াছে । তাহাতে লোকের তাহাকে নগরের বাহিরে লইয়। ১৪ গিয়া প্রস্তরাঘাতে বধ করিল। পরে তাহার। ঈষেবলের নিকটে এই সংবাদ পাঠাইল, নাবোৎ প্রস্তরাঘাতে ১৫ মারা পড়িয়াছে। নাবোৎ প্রস্তরাঘাতে মারা পড়িয়াছে, এই কথা শুনিবামাত্র ঈষেবল আহাবকে কহিল, উঠ, যিষিয়েলীয় নাবোৎ টাকায় যে দ্রাক্ষাক্ষেত্র তোমাকে দিতে অসন্মত ছিল, তাহ অধিকার কর গিয়া ; ১৬ কেনন। নাবোৎ জীবিত নাই, সে মরিয়াছে। তখন নাবোৎ মরিয়াছে, এই কথা শুনিয়া আহাব উঠিয়৷ যিষিয়েলীয় নাবোতের দ্রাক্ষাক্ষেত্র অধিকার করিতে গেলেন । ১৭ আর তিশীয় এলিয়ের নিকটে সদাপ্রভুর এই ১৮ বাক্য উপস্থিত হইল, উঠ, শমরিয়া-নিবাসী ইস্রায়েলরাজ অহাবের সহিত সাক্ষাৎ করিতে যাও ; দেখ, সে নাবোতের দ্রীক্ষাক্ষেত্রে রহিয়াছে, সে তাহ অধি১৯ কার করিতে গিয়াছে। তুমি তাহাকে বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, তুমি কি নরহতা করিয়াছ, আবার [পরের] অধিকার কি হরণ করিয়াছ ? আর তাহাকে বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, যে স্থানে কুকুরের নাবোতের রক্ত চাটিয়া খাইয়াছে, সেই স্থানে ২• কুকুরর তোমার রক্তও চটিয়া খাইবে । তথন আহবে এলিয়কে কহিলেন, হে আমার শত্রু, তুমি কি আমাকে পাইয়াছ ? তিনি কহিলেন, তোমাকে পাইয়াছি; কারণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তুমি তাহাই করিবার ২১ জষ্ঠ আপনাকে বিক্রয় করিয়াছ । দেখ, আমি তোমার উপরে অমঙ্গল উপস্থিত করিব, ও তোমাকে নিঃশেষে বঁটি দিব ; এবং আহাব-বংশের প্রত্যেক পুরুষকে এবং ইস্রায়েলের মধ্যে বদ্ধ ও মুক্ত সকলকে উচ্ছেদ ২২ করিব । আর আমি তোমার কুল নবাটের পুত্ৰ যারবিয়ামের কুলের সমান ও আহয়ের পুত্র বাশার কুলের সমান করিব ; ইহার কারণ তোমার সেই 3 * ১ রাজাবলি । ○ > @ অসন্তোষজনক আচার ব্যবহার, যদ্বারা তুমি আমাকে অসন্তুষ্ট করিয়াছ, আর ইস্রায়েলকে পাপ করাইয়াছ । ২৩ আবার ঈষেবলের বিষয়েও সদাপ্রভু বলিলেন যে, কুকুরের যিন্ত্রিয়েলের দুর্গ-প্রাচীরের কাছে ঈষেবলকে ২৪ খাইবে । আহাবের যে কেহ নগরে মরিবে, কুকুরের তাহাকে খাইবে ; এবং যে কেহ মাঠে মরিবে, আকা২৫ শের পক্ষীরা তাহাকে থাইবে । ( আহাব, যিনি আপল স্ত্রী ঈষেবল কর্তৃক উত্তেজিত হইয়। সদাপ্রভুর সাক্ষাতে কদাচরণ করিতে আপনাকে বিক্রয় করিয়াছিলেন, ২৬ তাহার তুল্য আর কেহ কখনও হয় নাই। আর সদtপ্ৰভু যে ইমোরীয়দিগকে ইস্রায়েল-সন্তানগণের সম্মুখ হইতে অধিকারচু্যত করিয়াছিলেন, তাহদের সমস্ত ক্রিয়ানুসারে তিনি পুত্তলিদের অনুগামী হইয়। অতিশয় ঘূণার্হ কৰ্ম্ম করিতেন । ) আহাব যখন ঐ সকল কথা শুনিলেন, তখন আপন বস্ত্র চিরিলেন, এবং গায়ে চট বাধিয়া উপবাস করিলেন, চটে শয়ন করিলেন, এবং ধীরে ধীরে বেড়াই২৮ লেন। পরে তিশবীয় এলিয়ের কাছে সদাপ্রভুর এই ২৯ বাক্য উপস্থিত হইল, আহাব আমার সাক্ষাতে আপনাকে অবনত করিয়াছে, ইহা কি তুমি দেখিতেছ ? সে আমার সাক্ষাতে আপনাকে অবনত করিয়াছে, এই জন্ত আমি তাহার জীবনকালে ঐ অমঙ্গল ঘটাইব না, কিন্তু তাহার পুত্রের জীবনকালে তাহার কুলের উপরে সেই অমঙ্গল উপস্থিত করিব। আহাবের অবাধ্যতা ও মৃত্যু । བརྗེད་ পরে তিন বৎসর পর্য্যন্ত উভয় পক্ষ ক্ষান্ত রহিল ; অরামের ও ইস্রায়েলের মধ্যে যুদ্ধ হইল ২ না। তৃতীয় বৎসরে যিহুদী-রাজ যিহোশাফট ইস্রা৩ য়েলের রাজার নিকটে আসিলেন। আর ইস্রায়েলের রাজা আপন দাসদিগকে কহিলেন, রামোৎ-গিলিয়দ যে আমাদের, ইহ। কি তোমরা জান না ? কিন্তু আমরা অরামের রাজার হস্ত হইতে তাহ না লইয়া চুপ করিয়! ৪ আছি । আর তিনি যিহেীশাফটকে কহিলেন, আপনি কি যুদ্ধার্থে রামোৎ-গিলিয়দে আমার সঙ্গে যাইবেন ? যিহোশাফট ইস্রায়েলের রাজাকে কহিলেন, আমি ও আপনি, আমার লোক ও আপনার লোক, এবং আমার ৫ অশ্ব ও আপনার অশ্ব, সকলই এক। পরে যিহোশফট ইস্রায়েলের রাজাকে কহিলেন, বিনয় করি, আদ্য সদা৬ প্রভুর বাক্যের অন্বেষণ করুন। তাহাতে ইস্রায়েলের রাজা ভাববাদিগণকে, অনুমান চারি শত জনকে একত্র করিয়া জিজ্ঞাসা করিলেন, আমি রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিব, না ক্ষান্ত হইব । তখন তাহার। কহিল, যাত্র করুন ; প্রভু তাহী মহারাজের হস্তে ৭ সমর্পণ করিবেন । কিন্তু যিহোশাফট কহিলেন, আবার সদাপ্রভুর এমন কোন ভাববাদী কি এস্থানে নাই যে, ৮ আমরা তাহারই কাছে অন্বেষণ করিতে পারি ? ইস্রায়েলের রাজ। যিহোশাফটকে কহিলেন, আমরা যাহার ఇ 315
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।