રે છે ; ૭૧ - છે ; ૭ | ] প্রত্যেক জন আপন আপন নগরে, প্রত্যেক জন আপন ৩৭ আপন দেশে চলিয়া যাউক । এইরূপে রাজা মরিয়া গেলেন ও শমরিয়াতে আনীত হইলেন, আর লোকের ৩৮ শমরিয়াতে রাজাকে কবর দিল । পরে শমরিয়ার পুষ্করিণীর ধারে তাহার রথ ধৌত করিলে সদাপ্রভুর কথিত বাক্যানুসারে কুকুরের তাহার রক্ত চাটিয়া খাইল ; বেঙ্গার তথায় স্নান করিত। আহাবের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত কৰ্ম্মের বিবরণ এবং তিনি যে হস্তিদন্তময় গৃহ নিৰ্ম্মাণ করিয়াছিলেন, তার যে সমস্ত নগর নিৰ্ম্মাণ করিলেন, সে সকলের কথা কি ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত ৪০ নাই ? এইরূপে আহাব আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন ; আর তাহার পুত্র অহসিয় তাহার পদে রাজী হইলেন । যিহেশাফটের মৃত্যু ও অহসিয়ের রাজ্যভিষেক । ইস্রায়েল-রাজ অহাবের চতুর্থ বৎসরে আসার পুত্র যিহোশফট যিহুদায় রাজত্ব করিতে আরম্ভ করেন । ৪২ যিহেশাফট পয়ত্রিশ বৎসর বয়সে রাজত্ব করিতে অরস্ত করিয়া যিরশালেমে পচিশ বৎসর কাল রাজত্ব করেন ; তাহার মাতার নাম অস্তব, তিনি শিল্হির ৪৩ কন্ত । যিহেtশফট আপন পিতা আসার সমস্ত পথে চলিতেন, সেই পথ হইতে না ফিরিয়া সদাপ্রভুর দৃষ্টিতে যাহা হায্য, তাহাই করতেন ; কিন্তু উচ্চস্থলী সকল উচ্ছন্ন হয় নাই, লোকের তখনও উচ্চ৪৪ স্থলীতে বলিদান করিত ও ধূপ জ্বালাইত। আর যিহো শাফট ইস্রায়েলের রাজার সহিত সন্ধি স্থাপন করেন। 3)) 8 X ১ রাজাবলি– ২ রাজাবলি । ○ > ? যিহোশাফটের অবশিষ্ট বৃত্তান্ত, এবং তিনি যে ষে বিক্রমের কার্য্য করিলেন, ও যে সকল যুদ্ধ করিলেন, সে সকল কি যিহুদা-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত ৪৬ নাই ? তাহার পিত। আসার সময়ে যে পুংগামীরা অবশিষ্ট ছিল, তাহাদিগকে তিনি দেশ হইতে দূর করিয়া ৪৭ দিলেন । সেই সময়ে ইদোমে রাজা ছিল না, এক জন ৪৮ প্রতিনিধি রাজত্ব করিতেন । যিহোশাফট স্বর্ণের জন্ত ওফীরে প্রেরণার্থে তশীশের কয়েকখানি জাহাজ নিৰ্ম্মাণ করিলেন, কিন্তু সেগুলি গেল না, কেনন। সেই জাহাজ৪৯ গুলি ইৎসিয়োন-গেবরে ভগ্ন হইল। তখন অহাবের পুত্র অহসিয় যিহেশাফটকে কহিলেন, আপনার দাসদের সহিত আমার দাসের জাহাজে যাউক ; কিন্তু ৫০ ষিহোশাফট সন্মত হইলেন না। পরে যিহোশাফট আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন ; এবং আপন পিতৃপুরুষ দায়ুদের নগরে পিতৃলোকদের সহিত কবরপ্রাপ্ত হইলেন ; আর তাহার পুত্ৰ যিহোরাম তাহার পদে রাজা হইলেন । যিহুদী-রাজ যিহোশাফটের সতের বৎসরে আহাবের পুত্র অহসিয় শমরিয়াতে ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং তিনি দুই বৎসর ইস্রা৫২ য়েলের উপরে রাজত্ব করেন। সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন, আপন পিতার পথে ও আপন মাতার পথে, এবং নবাটের পুত্র যে যারবিয়াম ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাহার পথে ৫৩ চলিতেন। তিনি বালের সেবা করিতেন, তাহার কাছে প্ৰণিপাত করিতেন, এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করিতেন, তাহার পিত। যাহা যাহা করিতেন, তিনিও তাহাই করিতেন । 8 & @ 3 রাজাবলির দ্বিতীয় খণ্ড । এলিয়ের সাহস ও স্বর্গারোহণ । ২ জাহাবের মৃত্যুর পরে ধোয়ার ইস্রায়েলের অধীনত ত্যাগ করিল। আর অহসিয় শমরিয়ায় স্থিত আপন গৃহের উপরিস্থ কুঠরীর সিড়ির দ্বার দিয়া পড়িয়া গিয়া পীড়িত হইলেন ; তাহাতে তিনি কয়েক জন দূত পাঠাহলেন, তাহাদিগকে বলিলেন, যাও, ইক্রোণের দেবতা বাল-সবুবকে জিজ্ঞাসা কর গিয়া যে, এই পীড়া হইতে আমি সুস্থ হইব কি না ? ৩ কিন্তু সদাপ্রভুর দূত তিশবীয় এলিয়কে কহিলেন, উঠ, শমরিয়া-রাজের দূতগণের সহিত সাক্ষাৎ কর গিয়া, আর তাহাদিগকে বল, ইস্রায়েলের মধ্যে কি ঈশ্বর নাই যে, তোমরা ইক্রোণের দেবতা বাল্ সবুবের কাছে ৪ জিজ্ঞাসা করিতে যাইতেছ ? অতএব সদাপ্রভু এই কথা কহেন, তুমি যে খাটে উঠিয়া শুইয়াছ, তাহ হইতে আর নামিবে না, মরিবেই মরিবে । পরে এলিয় ৫ চলিয়া গেলেন। আর সেই দূতগণ রাজার নিকটে ফিরিয়া গেলে তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, ৬ তোমরা কেন ফিরিয়া আসিলে ? তাহার। বলিল, এক ব্যক্তি আমাদের সহিত সাক্ষাৎ করিতে আসিয়া আমাদিগকে কহিলেন, যে রাজা তোমাদিগকে পাঠাইলেন, তোমরা তাহার কাছে ফিরিয়া যাও, তাহাকে 317
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।