৪ ; ১১ – ৩৯ ৷ ] কুঠরী নিৰ্ম্মাণ করি, এবং তাহার মধ্যে র্তাহার নিমিত্তে একপানি খাট, একখানি মেজ, একগাiন আসন ও একটী পিলস্বজ রাখি ; তিনি আমাদের এখানে আসিলে ১১ সেই স্থানে থাকিবেন। এক দিন ইলীশায় সেখানে আসিলেন ; আর সেই কুঠরতে প্রবেশ করিয়া শয়ন ১২ করিলেন । পরে তিনি আপন চাকর গেহদিকে কহিলেন, তুমি ঐ শুনেমায়াকে ডাক। তাহাতে সে তাহাকে ডাকিলে সেই স্ত্রীলোকটী তাহার সম্মুখে দাড়াইলেন। ১৩ তখন তলীশায় গেহসিক কহিলেন, উহাকে বল,দেখুন, আমাদের নিমিত্তে আপনি এই সকল চিন্তা করিলেন, এখন আপনার নিমিত্তে কি করিতে হইবে ? রাজার কিম্বা সেনাপতির নিকটে আপনার কি কোন নিবেদন আছে ? তিনি উত্তর করিলেন, আমি আপন লোক১৪ দের মধ্যে বাস করিতেছি । পরে ইলশায় কছিলেন, তবে উহার জন্ত কি করিতে হইবে ? গেছসি কহিল, ১৫ নিশ্চয়ই উহার পুত্ৰ নাই, স্বামীও বৃদ্ধ। ইলীশায় কহিলেন, উহাকে ডাক : পরে তাহাকে ডাকিলে ১৬ তিনি দ্বারে দাড়াইলেন। তখন ইলীশায় কহিলেন, এই ঋতুতে এই সময় পুনরায় উপস্থিত হইলে আপনি পুত্র ক্রোড়ে করবেন । কিন্তু তিনি কহিলন, না ; হে প্রভু, হে ঈশ্বরের লোক, আপনার দাসীকে মিথ্য। ১৭ কথা কহিবেন না। পরে ইলীশায়ের বাক্য নুসারে সেই স্ত্রী গৰ্ত্তধারণ করিয়৷ সেই সময় পুনরায় উপস্থিত হইলে, পুত্র প্রসব করিলেন। ১৮ বালকট বড় হইলে পর সে এক দিন ছেদকদের ১৯ কাছে আপনি পিতার নিকটে গেল। পরে সে পিতাকে কহিল, আমার মাথ। । আমার মাথা । তখন পিতা চাকরকে কহিলন, তুমি ইহাকে তুলিয়৷ ইহার মাতার ২• কাছে লইয়া যাও । পরে সে তাহাকে তুলিয়। মাতার কাছে আনিলে বলকটা মধ্যাহ্নকাল পর্য্যন্ত তাহার ২১ ক্রোড়ে বলিয়। থাকিল, পরে মরিয়া গেল। তখন মাতা উপরে গিয়৷ ঈশ্বরের লোকের থাটে তাহাকে শয়ন করা চলেন, পরে দ্বার রুদ্ধ ক রয়া বাহিরে আসিলেন, ২২ আর আপন স্বামীকে ডাকিয়া বলিলেন, বিনয় করি, তুমি চাকরদের এক জনকে ও একটা গৰ্দভী আমার কাছে পাঠাইয়৷ দেও, আমি ঈশ্বরের লোকের কাছে ২৩ তাড়াতাড়ি গিয়া ফিরিয়া আসিব । তিনি কহিলেন, আদ্য তাহার নিকটে কেন যাইবে ? অদ্য অমাবস্তাও নয়, বিশ্রামবারও নয়। নারী কহিলেন, মঙ্গল হইবে। ২৪ আর তিনি গর্দভী সাজাইয় আপন চাকরকে কহিলেন, গর্দভী চালাইয়। চল, অজ্ঞ না পাইলে আমার ২৫ গতি শিথিল করিও না। পরে তিনি কর্মিল পৰ্ব্বতে ঈশ্বরের লোকের নিকটে চলিলেন । তখন ঈশ্বরের লোক তাহাকে দূর হইতে দেখিয়া আপন চাকর গেহ২৬ সিকে কহিলেন, দেখ, ঐ সেই শূনেমীয় ; এক বার দেী ডুণ। গিয়া উহঁর সহিত সাক্ষাৎ কর, আর জিজ্ঞাস৷ কর, আপনার মঙ্গল ? আপনার স্বামীর মঙ্গল ? বালক২৭ টীর মঙ্গল ? তিনি উত্তর করিলেন, মঙ্গল। পরে পববতে о. т. 21 ] o ২ রাজাবলি । වේ. R. L ঈশ্বরের লোকের কাছে উপস্থিত হইয়। তিনি তাহাঙ্ক চরণ ধরিলেন : তাহাতে গেহসি তাহকে ঠেলিয়। দিবার জন্য নিকটে আসিল, কিন্তু ঈশ্বরের লোক কহিলেন, উহাকে থাকিতে দেও, উই৷র প্রাণ শোকাকুল হইয়াছে, আর সদাপ্রভু আমা হইতে তাহ গোপন করয়াছেন, ২৮ আমাকে জানান নাই । তখন স্ত্রীলোকটী কহিলেন, আমার প্রভুর কাছে আমি কি পুত্ৰ চাহিয়াছিলাম ? আমাকে প্রতারণা করিবেন না, এ কথা কি বলি ২৯ নাই ? তখন ইলীশায় গেছসিকে কহিলেন, কাটবন্ধন কর, আমার এই যষ্টি হস্তে লইয়। প্রস্থান কর : কাহারও সহিত সাক্ষাৎ হইলে তাহাকে মঙ্গলবাদ করিও না, এবং কেহ মঙ্গলবাদ করিলে তাহাকে উত্তর দিও না : পরে বালকটীর মুখের উপরে আমার ৩০ এই যষ্টি রাখিও। তখন বালকের মাত কহিলন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, এবং আপনার জীবৎ প্রাণের দিব্য, আমি আপনাকে ছাড়িব না। তখন ইলশায় ৩১ উঠিয় তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলেন । ইতিমধ্যে গেহসি তাহদের অগ্ৰে গিয়া বালকটর মুখে ঐ যষ্টি রাখিল, তথাপি কোন শব্দ হইল না, অবধানের কোন লক্ষণও পাওয়া গেল না। অতএব গেহসি তাহার সহিত সাক্ষাৎ করিতে ফিরিয়া গিয় তাহাকে কহিল, ৩২ বালকট জাগে নাই। পরে ইলশায় সেই গৃহে আদিলেন, আর দেখ, বালকট মৃত, ও তাহার শয্যায় ৩৩ শায়িত । তখন তিনি প্রবেশ করিলেন, এবং তাহী- “ দের দুষ্ট জনকে বাহিরে রাখিয়া দ্বার রুদ্ধ করিয়া ৩৪ সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। আর [খাট] উঠিয়া বালকটীর উপরে শয়ন করিলেন ; তিনি তাহার মুখের উপরে আপন মুখ, চক্ষুর উপরে চক্ষু ও করতলের উপরে করতল দিয়া তাহার উপরে তাপনি লম্বমান হইলেন ; তাহাতে বলিকটার গাত্র উত্তাপ৩৫ যুক্ত হইতে লাগিল । পরে তিনি ফিরিয়া আসিয়া গৃহমধ্যে একবার এদিক্ একবার ওদিক্ করিলেন, আবার উঠয় তাহার উপরে লম্বমান হইলেন : তাহাতে বালকট সাত বার হাচিল, ও বালকট চক্ষু ৩৬ মেলিল। তখন তিনি গেহসিকে ডাকিয়া কহিলেন, ঐ শুনির্মীয়াকে ডাক। সে তাহাকে ডাকিলে স্ত্রীলোকটী তাহার নিকটে আসিলেন । ইলশায় কহি৩৭ লেন, আপনার পুত্রকে তুলিয়া লউন । তখন সে স্ত্রীলোক নিকট গিয় তাহার পদতলে পড়িয়া ভূমিতে প্ৰণিপাত কারলেন, এবং আপন পুত্রকে তুলিয়া লইয়। বাহিরে গেলেন । ৩৮ ইলশায় পুনর্বার গিলুগলে উপস্থিত হইলেন ; সেই সময়ে দেশে দুর্ভিক্ষ ছিল । তখন শিষ্য ভাববাদিগণ তাহার সম্মুখে বসিয়াছিল ; তিনি আপন চাকরকে অজ্ঞা দিলেন, বড় হাড়ী চড়াইয়৷ এই শিষ্য ৩৯ ভাববাদিগণের জন্ত ব্যঞ্জন পাক কর । তখন তাহtদের এক জন তরকারি সংগ্রহ করতে মাঠে গেল, এবং বনসশার লতা দেখিতে পাইয় তাহার বুনো ফলে 321
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।