७ ९ १. বস্ত্র পূর্ণ করিয়া আনিল, পরে তাহী কুটিয়া পাকের হাড়ীতে দিল ; কিন্তু সেগুলি কি, তাহ তাহার। ৪০ জানিল না । পরে লোকদের ভোজনার্থে তাহ ঢালিলে তাহার। সেই ব্যঞ্জন থাইতে গিয়৷ চীৎকার করিয়া কহিল, হে ঈশ্বরের লোক, হাড়ীর মধ্যে মৃত্যু ; আর তাহার। তাহ খাইতে পারিল না । তথন তিনি কহিলেন, তবে কিছু ময়দ। আন । পরে তিনি ইড়ীতে তাহ ফেলিয়। কহিলেন, লোকদের জন্ত ঢালয় দেও, তাহার। ভোজন করুক। তাহাতে হাড়ীতে কিছুই মন্দ থাকিল না । ৪২ আর বল-শালিশী হইতে এক ব্যক্তি আসিল, সে ঈশ্বরের লোকের কাছে আশুপক্ক শস্তোর রুটী, যcবর কুড়িগন রুট ও ছালয় করিয়া শস্তের তাজ শীষ আনল ; আর তিনি কহিলেন, ইহ লোকদিগকে ৪৩ দেও, তাহার ভোজন করুক। তখন তাহার গরিচারক কহিল, আমি কি এক শত লোককে ইহা পরিবেষণ করিব ? কিন্তু তিনি কহিলেন, ইহ লোকদিগকে দেও, তাহার ভোজন করুক ; কেনন। সদাপ্রভু এই কথা কহন, তাহার ভোজন করিবে, ও ৪৪ উদ্ধৃত্ত রাখিবে । অতএব সে তাহদের সম্মুখে তাহ স্থাপন করিল, আর সদাপ্রভুর বাক্যানুসারে তাহার ভোজন করিল, আর উদ্ধৃত্তও রাখিল । কুষ্ঠা নামানের আরোগ্য লাভ । (K তারাম-রাজের সেনাপতি নামান আপন প্রভুর সাক্ষাতে মহান ও সন্মানিত লোক ছিলেন, কেনন। উiহরই দ্বার সদাপ্রভু আরামকে বিজয়ী করিয়াছিলেন ; আর তিনি বলবান বীর, কিন্তু কুণ্ঠরোগী ২ ছিলেন । এক সময়ে আরামীয়ের দলে দলে গমন করিয়াছিল, তাহার। ইস্রায়েল দেশ হইতে একটী ছোট বালিকাকে বন্দি করিয়া আনিলে সে ঐ নামানের ৩ পত্নীর পরিচারিক হইয়াছিল । সে আপন কত্রীকে কহিল, আহ ! শমরিয়ায় যে ভাববাদী আছেন, তাহার সহিত যদি আমার প্রভূর সাক্ষাৎ হইত, তবে তিনি ৪ তাহাক কুষ্ঠ হইতে উদ্ধার করিতেন । পরে নামান গিয়া আপন প্রভুকে কহিলেন, ইস্রায়েল দেশ হইতে আনীত সেই বালিক। এই এই কথ। কহিতেছে । ৫ আরাম-রাজ কহিলেন, তুমি যাও, সেখানে যাও, আমি ইওয়েলের রাজার কাছে পত্র পঠাই । তখন তিনি আপনার সঙ্গে দশ তালন্ত রৌপ্য, ছয় সহস্ৰ স্বর্ণমুদ্র। ৬ ও দশ যোড় বস্ত্র লইয়। প্রস্থান করিলেন । আর তিনি ইস্রায়েলের রাজার কাছে পত্র লইয়া গেলেন, পত্রে এই কথা লিখিত ছিল, এই পত্র যখন আপনার নিকটে পহুছিবে, তখন দেখুন, আমি আপন দাস নামানকে আপনার কাছে প্রেরণ করিলাম, আপনি তাহকে * কুণ্ঠ হইতে উদ্ধার করিবেন। এই পত্র পাঠ করিয়া ইস্রায়েলের রাজা আপন বস্ত্র চিরিয়। কহিলেন, মারি বার ও বাচ্য হবার ঈশ্বর কি আমি যে, এই ব্যক্তি N ২ রাজাবলি । [ ৪ ; ৪০ – ৫ ; ১৮ । এক জন মনুষ্যকে কুষ্ঠ হইতে উদ্ধার করণার্থে তামার কাছে পাঠাইতেছে ? বিনয় করি, তোমরা বিবেচনা ক্যরয় দেখ, কিন্তু সে আমার বিরুদ্ধে স্বত্র অন্বেষণ করিতেছে । ৮ পরে ইস্রায়েলের রাজ। আপন বস্তু চিরিয়াছেন, ইহা শুনিয় ঈশ্বরের লোক ইলশায় রাজার কাছে এই কথ। বলিয়া পঠাইলেন, আপনি কেন বস্ত্র চিরিলেন ? সে ব্যক্তি আমার কাছে আইচুক ; তাহাতে জানিতে পরিবে যে, ইস্রায়েলের মধ্যে একজন ভাববাদী আছে। ৯ অতএব নামান আপন অশ্বগণের ও রথসমূহের সহিত আসিয়৷ ইলীশায়ের গৃহ দ্বারে উপস্থিত হইলেন। ১• তখন ইলীশায় তাহার কাছে এক জন দূত পঠাইয়৷ কহিলেন, আপনি গিয়া সাত বার যদিন স্নান করুন, আপনার নুতন মাংস হইবে, ও আপনি শুচি হইবেন। ১১ তখন নামান ক্রুদ্ধ হইয়। চলিয় গেলেন, আর কহিলেন, দেখ, আমি ভাবিয়ছিলাম, তিনি অবগু বাহির হইয়া আমার নিকটে আসিবেন, এবং দাড়াইয়৷ তাপন ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিবেন, আর কুম্ভ-স্থানের ১২ উপর হাত দোলাইয়। কুষ্ঠীকে উদ্ধার করিবেন। ইস্রায়েলের সমস্ত জলাশয় হইতে দন্মেশকের অবানা ও পপর নদী কি উত্তম নয় ? আমি কি তাহাতে স্নান করিয়া শুচি হইতে পারি না ? আর তিনি মুগ ফিরা১৩ ইয়া ক্রোধের আবেগে প্রস্থান করিলেন । কিন্তু তাহার দাসের নিকটে আসিয়া নিবেদন করিল, পিতঃ, ঐ ভাববাদী যদি কোন মহৎ কৰ্ম্ম করিবার আজ্ঞা আপনাকে দিতেন, আপনি কি তাহা করিতেন না ? তবে স্নান করিয়া শুচি হউন, তাহার এই আজ্ঞাটী ১৪ কি মানবেন না ? তখন তিনি ঈশ্বরের লোকের আজ্ঞানুসারে নামিয়া গিয়া সাত বার যদিনে ডুব দিলেন, তাহাতে ক্ষুদ্র বালকের স্তায় তাহার নুতন মাংস হইল, ও তিনি শুচি হইলেন । ১৫ পরে তিনি আপন সঙ্গী জনগণের সহিত ঈশ্বরের লোকের কাছে ফিরিয়া আসিয় তাহার সম্মুখে দাড়াইলেন, আর বলিলেন, দেখুন, আমি এখন জানিতে পারলাম, সমস্ত পৃথিবীতে আর কোথায়ও ঈশ্বর নাই, কেবল ইস্রায়েলের মধ্যে আছেন ; অতএব বিনয় করি, আপনার এই দাসের কাছে উপহার গ্রহণ করুন। ১৬ কিন্তু তিনি কহিলেন, আমি যাহার সম্মুখে দণ্ডায়মান, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমি কিছু গ্রহণ করিব না । নামান আগ্রহ কfরয় তাহা গ্রহণ করিতে ১৭ বলিলেও তিনি অস্বীকার করিলেন। পরে নামান কহিলেন, তাহ। যদি না হয়, তবে বিনয় করি, দুইটী অশ্বতরের ভারযোগ্য মুত্তিক। আপনার এই দাসকে দেওয়া হউক ; কেনন। অদ্যাবধি আপনার এই দাস সদাপ্রভু ব্যতিরেকে অন্ত দেবতার উদ্দেশে হোম কিম্ব। ১৮ বলিদান আর করিবে না। কেবল এই বিষয়ে সদাপ্রভু আপনার দাসকে ক্ষমা করুন ; আমার প্রভু প্ৰণিপাত করিবার জন্ত যখন রিন্মোণের মন্দিরে 322
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।