○ ネ8 দেখিতে পাইল, আর দেখ, ইলীশায়ের চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পৰ্ব্বত পরিপূর্ণ । পরে ঐ সৈন্ত্যগণ তাহার নিকটে আসিলে ইলীশায় সদাপ্রভুর কাছে প্রাথন করিয়া বলিলেন, বিনয় করি, এই দলকে অন্ধতায় আহত কর। তাহাতে তিনি ইলীশায়ের বাক্যানুসারে তাহাদিগকে অন্ধতায় আহত ১৯ করিলেন। পরে ইলীশায় তাহাদিগকে কহিলেন, এ সে পথ নয়, এবং এ সেই নগর নয় ; তোমরা আমার পশ্চাৎ পশ্চাৎ আইস : যে ব্যক্তির অন্বেষণ করিতেছ, তাহার নিকট আমি তোমাদিগকে লইয়। যাইব । আর তিনি তাহাদিগকে শমরিয়ায় লইয়া গেলেন । ২• তাহার শমরিয়ায় প্রবিষ্ট হইলে পর ইলশায় কহিলেন, হে সদাপ্রভু, ইহাদের চক্ষু খুলিয়া দেও, যেন ইহারা দেখিতে পায় । তথন সদা প্ৰভু তাহাদের চক্ষু খুলিয়া দিলেন, এবং তাহারা দেখিতে পাইল, আর ২১ দেখ, তাহার শমরিয়ার মধ্যে উপস্থিত । আর ইস্রায়েলের রাজা তাহাদিগকে দেখিয়া হলীশায়কে কহিলেন, হে পিতঃ, মরিব ? মারিব ? ইলশায় কহি২২ লেন, মারিও না। তুমি যাহাদিগকে খড়গ ও ধনু দ্বারা বন্দি কর, তাহাদিগকে কি মারিয়া থাক ? উহাদের সম্মুখে রুট ও জল রাখ ; উহার ভোজন পান করিয়া ২৩ উহাদের প্রভুর কাছে চলিয়। যাউক । তখন তিনি তাহাদের জন্ত মহাভাজ প্রস্তুত করিলেন, এবং তাহার। ভোজন পান কবিলে তাহাদিগকে বিদায় করিলেন : তাহারা আপন প্রভুর নিকটে গেল। পরে অরামের সৈন্যদল ইস্রায়েল দেশে আর আসিল না । তৎপরে অরাম রাজ বিন্হদদ আপনার সমস্ত সৈন্ত একত্র করিলেন, এবং উঠিয়া গিয়া শমরিয়া অবরোধ ২৫ করিলেন । তাহাতে শমরিয়ায় আতিশয় দুভিক্ষ হইল : আর দেখ, তাহার। অবরোধ করিয়া রহিলে শেষে একটা গৰ্দ্দভের মুণ্ডের মূল্য আশী রৌপ্যমুদ্র, ও কপোত মলের এক কাবের চতুর্থাংশের মূল্য পীচ রৌপ্যমুদ্র হইল । একদা ইস্রায়েলের রাজা প্রাচীরের উপরে বেড়াইতেছেন, এমন সময়ে একটা স্ত্রীলোক তাহার কাছে কাদিয়া কহিল হে আমার প্রভু মহারাজ, রক্ষা করুন। ২৭ রাজা কহিলেন, যদি সদাপ্রভু তোমাকে রক্ষা না করেন, আমি কোথা হইতে তোমাকে রক্ষা করিব ? ২৮ কি থামার হইতে ? না দ্রাক্ষপেষণকুণ্ড হইতে ? রাজা আরও কহিলেন, তোমার কি হইয়াছে ? সে উত্তর করিল, এই স্ত্রীলোকটা আমাকে বলিয়াছিল, তোমার ছেলেটাকে দেও, আজ আমরা তাহাকে খাই, কাল ২৯ আমার ছেলেটাকে খাইব । তখন আমরা আমার ছেলেটীকে পাক করিয়৷ থাইলাম। পরদিন আমি ইহাকে কহিলাম, তোমার ছেলেটাকে দেও, আমরা থাই ; কিন্তু এ আপনার ছেলেটাকে লুকাইয়া ৩• রাখিয়াছে । স্ত্রীলোকটার এই কথা শুনিয়া রাজা আপন বস্ত্র চিfরলেন ; তখন তিনি প্রাচীরের উপরে >ジ 8 ২৬ ২ রাজাবলি । [ ৬ ; ১৮ – ৭ ; ৮ ৯ বেড়াইতেছিলেন ; তাহাতে লোকের চাহিয়া দেখিল, আর দেখ, বস্ত্রের নীচে র্তাহার গাত্রে চট বাধা । ৩১ পরে তিনি কহিলেন, আদ্য যদি শাফটের পুত্র ইলশায়ের মস্তক তাহার স্কন্ধে থাকে, তবে ঈশ্বর আমাকে ৩২ অমুক ও ততোধিক দণ্ড দিউন । তখন ইলশায় আপন গৃহে বসিয়াছিলেন, এবং তাহার সহিত প্রাচীনবর্গ বসিয়াছিলেন ; ইতিমধ্যে রাজ। আপনার সম্মুখ হইতে এক জন লোক পাঠাইলন। কিন্তু সেই দূতের আসিবার পূর্বে ইলশায় প্রাচীনবর্গকে কহিলেন, সেই নরঘাতকের পুত্র আমার মস্তক ছেদনাৰ্থে লোক পঠাইয়াছে, তোমরা কি দেখিতেছ ? দেখ, সেই দূত আসিলে দ্বার রুদ্ধ করিও, এবং দ্বারশুদ্ধ তাহাকে ঠেলয়। দিও ; তাহার প্রভুর পদশব্দ কি তাহার ৩৩ পশ্চাৎ নাই ? তিনি তাহদের সহিত কথাবার্তা কহিতেছেন, এমন সময়ে দেখ, দূত তাহার নিকটে পহছিল ; পরে রাজা কহিলন, দেখ, এই অমঙ্গল সদাপ্রভু হইতে হইল, আমি কেন আর সদাপ্রভুর অপেক্ষাতে থাকিব ? ইলশায় কহিলেন, তোমরা সদাপ্রভুর বাক্য শুন ; সদাপ্রভু এই কথা কহেন, কল্য এই বেলায় শমরিয়ার দ্বারে শেকলে এক পঙ্করী স্থজী ও শেকলে দুই পঙ্করী যব বিক্রয় হইবে । ২ তখন রাজা যে সেনানীর হস্তে নির্ভর দিয়াছিলেন, তিনি ঈশ্বরের লোককে উত্তর করিলেন, দেখ, যদি সদাপ্রভু আকাশে গবাক্ষ করেন, তথাপি কি এমন হইতে পরিবে ? তিনি বললেন, দেখ, তুমি স্বচক্ষে তাহা দেখিবে, কিন্তু তাহার কিছুই থাইতে পাইবে না । সেই সময়ে নগর-দ্বারের প্রবেশ-স্থানে চারি জন কুষ্ঠা ছিল। তাহারা পরস্পর কহিল, "অমর। এখানে বসিয়া ৪ বসিয়া কেন মরিব ? যদি বলি, নগরে প্রবেশ করিব, তবে নগরমধ্যে দুর্ভিক্ষ আছে, সেখানে মরিব ; আর যদি এখানে বসিয়া থাকি, তবু মরিব । এখন আইস, আমরা আরামীয়দের শিবিরে গিয়া পড়ি ; তাহার আমাদিগকে বাচায় ত বাচিব, মারিয়া ফেলে ত মরিব । ৫ তখন তাহার। আরামীয়দের শিবিরে যাইবার জন্ত সন্ধ্যাকালে উঠিল ; যখন তাহার। আরামীয়দের শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইল, তখন দেখ, সেখানে কেহ ৬ নাই। কেননা প্রভু আরামীয়দের সৈন্তদলকে রথের শব্দ ও অশ্বের শব্দ, বৃহৎ সৈন্তদলের শব্দ শ্রবণ করাইয়াছিলেন ; তাহাতে তাহার এক জন অন্তকে বলিয়াছিল, দেখ, হস্রায়েলের রাজ। আমাদের বিরুদ্ধে হত্তীয়দের রাজগণকে ও মিশ্রীয়দের রাজগণকে টাকা দিয়াছে, যেন ৭ তাহার। আমাদের উপরে চড়াউ করে । তাই তাহার সন্ধ্যাকালে উঠিয়া পলায়ন করিয়াছিল ; আপনাদের শিবির অর্থাৎ তাসু, অশ্ব ও গর্দভ সকল যেমন ছিল, তেমনি ত্যাগ করিয়! আপন আপন প্রাণরক্ষার্থে পলা৮ য়ন করিয়াছিল। পরে ঐ কুষ্ঠীর শিবিরের প্রান্তভাগে আসিয়৷ এক তাম্বুর মধ্যে গিয়া ভোজন পান করিল, এবং তথা হইতে রৌপ্য, স্বর্ণ ও বস্ত্ৰ লহয়া গিয়া লুকা ు 324
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।