•LN V হদদ আপনার কাছে আমাকে পাঠাষ্টয়া জিজ্ঞাসা ১• করিতেছেন, এই পীড়াতে আমি কি বাচিব ? ইলশায় তাহাকে কছিলেন, আপনি গিয় তাহাকে বলুন, অবষ্ঠ বাচিতে পারেন ; তথাপি ইহ সদাপ্রভু আমাকে ১১ জ্ঞাত করিয়াছেন যে, তিনি অবঙ্গ মরিবেন । আর হসায়েল যে পৰ্য্যন্ত লজ্জ না পাইলেন, সে পৰ্য্যন্ত তিনি তাহার প্রতি স্থিরদৃষ্টি করিয়া রছিলেন : ১২ পরে ঈশ্বরের লোক রোদন করিতে লাগিলেন । হসায়েল জিজ্ঞাসা করিলেন, আমার প্রভু কেন রোদন করেন । তিনি উত্তর করিলেন, কারণ এই, আপনি ইস্রায়েল সন্তানগণের যে অনিষ্ট করিবেন, তাহা আমি জানি ; আপনি তাহদের দৃঢ় দুর্গ সকল আগুনে পোড়াইয়। দিবেন, তাহাদের যুবগণকে খড়গ দ্বার বধ কfরবেন, তাহদের শিশুগণকে ধরিয়া আছাড় মারিবেন, ও তাহদের গৰ্ত্তবর্তী স্ত্রীলোকদিগের উদর বিদীর্ণ ১৩ কfরবেন । হসায়েল কfহলেন, আপনার এই কুকুর তুল্য দাস কে যে, এমন মহৎ কৰ্ম্ম করিবে । ইলশায় কহিলেন, সদাপ্রভু আমাকে দেখাইয়াছেন যে, আপনি ১৪ অরমের রাজ। হইবেন । তখন তিনি ইলীশায়ের নিকট হইতে প্রস্থান করিয়া আপন প্রভুর কাছে গেলেন ; রাজা তাহকে জিজ্ঞাসিলেন, ইলশায় তোমাকে কি কহিলেন ? হসায়েল বলিলেন, তিনি আমাকে কহি১৫ লেন, আপনি অবশু বাঁচবেন । কিন্তু পর দিবসে হসায়েল কম্বল জলে ডুবাইয়। রাজার মুখের উপরে বিস্তার কfরলেন, তাহাতে তিনি মরিলেন, এবং হুসায়েল তাহার পদে রাজী হইলেন । যিহুদার যিহোরাম ও অহসিয় রাজার বিবরণ। ইস্রায়েল-রাজ আহাবের পুত্র যোরামের পঞ্চম বৎসরে, যখন যিহোশফট যিছুদার রাজ ছিলেন, তথন যিহুদ।-রাজ যিহেশাফটের পুত্ৰ যিহোরাম রাজ ত্ব ১৭ করিতে আরম্ভ করেন । তিনি বত্রিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিয়া যিরশালেমে আট বৎসর ১৮ কাল রাজত্ব করেন । আহাবের কুল যেমন করিত, তিনিও তেমনি ইস্রায়েলের রাজাদের পথে চলিতেন, কারণ তি ন আহবের কস্তাকে বিবাহ করিয়াছিলেন : ফলে সদা ভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিন করি১৯ তেন । তথাপি আপন দাস দায়ুদের জন্ত সদাপ্ৰভু যিহুদাকে বিনষ্ট করিতে চাহলেন না, তিনি ত দায়ুদের কাছে প্রতিজ্ঞ করিয়াছিলেন যে, তাহাকে র্তাহার সন্ত।নগণের জন্ত নিয়ত এক প্রদীপ দিবেন। তাহার সময়ে ইদোম যিহূদার অধীনত অস্বীকার করিয়। আপনাদের উপরে এক জনকে রাজা করিল। ২১ অতএব যোরাম আপন সমস্ত রথ সঙ্গে লইয়। সায়ীরে যাত্রা করিলেন ; আর রাত্রিকালে তিনি উঠিয়া, যাহার তাহাকে বেষ্টন করিয়াছিল, সেই ইদোমায়াদগকে ও 326 うも ২ e ২ রাজাবলি । ●: २b” ২৯ করিল। অতএব যোরাম রাজা আরাম-রাজ হসায়েলের
- به او دج - ه دا و سb ]
তাহাদের রথের অধ্যক্ষদিগকে আঘাত করিলেন, আর সেই লোকেরা আপন আপন তাস্বতে পলাইয়া গেল । ২২ এইরূপে ইদোম অদ্য পর্য্যন্ত যিছুদার অধীনতা অস্বী কার করিয়া রহিয়াছে। আর ঐ সময়ে লিবনাও ২৩ অধীনতা অস্বীকার করিল। যোরামের অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত ও সমস্ত কায্যের বিবরণ কি যিছুদা-রাজগণের ২৪ ইতিহাসপুস্তকে লিখিত নাই ? পরে যোরাম তাপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, এবং দায়ুদ্ধনগরে আপন পিতৃলোকদের সহিত কবরপ্রাপ্ত হুইলেন ; আর তাহার পুত্র অহসিয় তাহার পদে রাজ হইলেন । ইস্রায়েল-রাজ আহাবের পুত্র যোরামের দ্বাদশ বৎসরে যিছুদ। রাজ যিহোরামের পুত্র অহসিয় রাজত্ব ২৬ করিতে আরম্ভ করেন । আহসিয় বাইশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিয়৷ fযরশালেমে এক বৎসর রাজত্ব করেন । তাহার মাতার নাম অথলিয়া, তিনি ২৭ ইস্রায়েল-রাজ আম্রর পৌত্রী । অহসিয় আহাৰ-কুলের পথে চলিতেন, সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, আহাবকুলের স্থায় তাহাই করতেন, কেনন। তিনি আহাবকুলের জামাতা ছিলেন। তিনি অহাবের পুত্ৰ যোরামের সঙ্গে আরাম-রাজ হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্ত রামোৎ-গিলিয়দে গেলেন : তাহাতে আরামীয়ের। যোরামকে ক্ষতবিক্ষত বিরুদ্ধে যুদ্ধ করিবার সময়ে রামাতে আরামীয়ের তাহাকে যে সকল আঘাত করে, তাহ হইতে আরোগা পাইবার জন্ত যিফুিয়েলে ফিরিয়া গেলেন ; আর আহাবের পুত্র যোরামের পীড়া প্রযুক্ত যিছুদীরাজ যিহোরামের পুত্র অহসিয় তাহাকে দেখিতে যিযুয়েলে নামিয়া গেলেন। যেহুর বিবরণ । আহাব বংশের বিনাশ । S তখন ইলীশায় ভাববাদী এক জন শিষ্য ভাব বাদীকে ডাকিয়া কহিলেন, তুমি কটিবন্ধন কর এবং এই তৈলের শিশি হস্তে লহয়। রাম।ৎ গোলয়দে ২ যাও । সেখানে উপস্থিত হইয়। নিম্শির পোত্ৰ যিহোশাফটের পুত্র যেহুর অন্বেষণ কর, এবং নিকটে গিয় তাহর ভ্রাতৃগণের মধ্য হইতে তাহাকে উঠাও, ৩ এবং এক ভিতরের কুঠরীতে লইয়। যাও । পরে তৈলের শিf-টা লইয়। তাহার মস্তকে ঢালিয়া দিয়া বল, সদাপ্রভু এই কথা কহন, আমি তোমাকে ইস্রায়েলের উপরে রাজপদে অভিষেক করিলাম। পরে তুমি দ্বার খুলয়। পলায়ন করবে, বিলম্ব করবে না । ৪ তথন সেই যুব, সেই যুব ভাববাদী, রামে।ৎ গিলয়দে ৫ গেল। সে সেখানে উপস্থিত হইলে দেখ, সেনাপতিগণ বসিয়া ছিলেন । সে কহিল, সেনাপতে, আপনার কাছে