পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ● ; >レー > > ; b 1] বিনষ্ট করিলেন ; সদাপ্রভু এলিয়কে যে কথা বলিয়াছিলেন, তদনুসারেই করিলেন। পরে যেহু সমস্ত লোককে একত্র করিয়া তাহাদিগকে কহিলেন, আহব বলের অল্পই সেবা করি১৯ তেন, কিন্তু যেহু তাহার অধিক সেবা করিবে । অতএব এখন তোমরা বালের সমস্ত ভাববাদীকে, তাহার সমস্ত পূজককে ও সমস্ত যাজককে তামার কাছে ডাকিয়৷ আন, কেহই অনুপস্থিত না হউক ; কেননা বালের উদেশে আমাকে মহাযজ্ঞ করিতে হইবে ; যে কেহ অনুপস্থিত হইবে, সে বাচিবে না। কিন্তু যেহু বালের পূজকদিগকে বিনষ্ট করিবার আশয়ে এই ২০ ছল করিয়াছিলেন। পরে যেহু বলিলেন, বালের উদেশে পৰ্ব্বসভা নিরূপণ কর । তাহারা পৰ্ব্ব ঘোষণা ২১ করিয়া দিল । আর যেহু ইস্রায়েলের সর্বত্র লোক পাঠাইলে বালের যত পূজক ছিল, সকলে আদিল, কেহ অনুপস্থিত রহিল না। পরে তাহারা বালের গৃহে প্রবিষ্ট হইলে বালের গৃহ এক প্রান্ত হইতে অন্ত ২২ প্রান্ত পর্যন্ত পরিপূর্ণ হইল। তখন তিনি বস্ত্রাগারের অধ্যক্ষকে কহিলেন, বালের সমস্ত পূজকের জন্ত বস্ত্র বাহির করিয়৷ আন । তাহাতে সে তাহদের জন্ত বস্ত্র ২৩ বাহির করিয়া আনিল । পরে যেহু ও রেখবের পুত্র যিহোনাদব বলের গৃহে গেলেন ; তিনি বালের পূজকদিগকে কহিলেন, তদন্ত করিয়া দেখ, এখানে তোমাদের সঙ্গে বালের পূজক ব্যতিরেকে সদাপ্রভুর দাস২৪ দের মধ্যে কেহ যেন না থাকে । আর উহার বলিদান ও হোম করিতে ভিতরে গেল। এ দিকে যেহু আশী জনকে বাহিরে রাগিয়া বলিয়াছিলেন, ঐ যে লোকদিগকে আমি তোমাদের হস্তগত করিলাম, উহাদের এক জনও যদি পলাইয়া বাচে, তবে { যে তাহাকে ছাড়িয়া দিবে ] উহার প্রাণের জন্ত তাহার প্রাণ যাইবে। ২৫ পরে হোম কাৰ্য্য সাঙ্গ হইলে যেহু ধাবক সেনাদিগকে ও সেনানীগণকে বলিলেন, ভিতরে যাও, উহাদিগকে বধ কর, এক জনকেও বাহিরে আদিতে দিও না । তখন তাহারা খড়গধারে তাহাদিগকে আঘাত করিল ; পরে ধাবক সেনার ও সেনানীগণ তাহাদিগকে বাহিরে ফেলিয়া দিল ; পরে তাহারা বাল-মন্দিরের পুরীতে ২৬ গেল : আর বালের মন্দির হইতে স্তম্ভ সকল বাহির ২৭ করিয়া তাহ পোড়াইয়। ফেলিল। তাহার বালের স্তম্ভটী ভাঙ্গয় ফেলিল, এবং বালের গৃহ ভাঙ্গিয় সেখানে এক পায়খানা প্রস্তুত করিল, তাহ অদ্যাপি আছে । ২৮ এইরূপে যেহু ইস্রায়েলের মধ্য হইতে বালকে উচ্ছিন্ন ২৯ করিলেন। তথাপি নবাটের পুত্র যে যারবিয়াম ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাহার পাপবস্তুর অথাৎ বৈথেলস্থ ও দানস্থ স্বর্ণময় দুই গোবৎসের অনুগমন ৩• হইতে যেস্থ ফিরিলেন না। আর সদাপ্রভু যেস্থকে কহিলেন, আমার দৃষ্টিতে যাহা হায্য, তাহা করিয়৷ তুমি ভাল কাজ করিয়াছ, এবং আমার মনে যাহা যাহা ছিল, আহাব-কুলের প্রতি সমস্তই করিয়াছ, এই 3ッ ২ রাজাবলি । ○*、> নিমিত্তে চতুর্থ পুরুষ পর্য্যন্ত তোমার বংশ ইস্রায়েলের ৩১ সিংহাসনে বসিবে। তথাপি যেই সৰ্ব্বান্তঃকরণে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থানুসারে চলিবার জন্ত সতর্ক হইলেন না ; যারবিয়াম যে সকল পাপ দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাহার সেই সকল পাপ হইতে তিনি ফিরিলেন না । ঐ সময়ে সদাপ্রভু ইস্রায়েলকে খর্ব করিতে লাগিলেন : ফলতঃ হসায়েল ইস্রায়েলের এই সমস্ত অঞ্চলে ৩৩ তাহাদিগকে আঘাত করিলেন —যর্দনের পূর্বদিকে সমস্ত গিলিয়দ দেশ, অর্ণোন উপত্যকার নিকটস্থ আরোয়ের অবধি গাদীয়, রূবেণীয় ও মনঃশীয়দের দেশ, ৩৪ অথাৎ গিলিয়দ ও বাশন । যেহুর অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত, সমস্ত কায্যের বিবরণ ও তাহার সমস্ত বিক্রমের কথা কি ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত ৩৫ নাই ? পরে যেই আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, আর শমরিয়াতে তাহার কবর দেওয়া হইল : পরে তাহার পুত্ৰ যি হায়াহস তাহার পদে রাজা ৩৬ হইলেন। যেহু আটাইশ বৎসর কাল শমরিয়াতে ইস্ত্রী য়েলের উপরে রাজত্ব করিয়াছিলেন । లి: অথলিয়া রাণীর নির্দয়তা ও তাহার প্রতিফল। - SS ইতিমধ্যে অহসিয়ের মাতা অথলিয়া যখন দেখিল যে, তাহার পুত্ৰ মরিয়াছে, তখন সে ২ উঠিয়া সমস্ত রাজবংশ বিনষ্ট করিল। কিন্তু যোরাম রাজার কন্থা, অহসিয়ের ভগিনী যি হাশেবা, অহসিয়ের পুত্ৰ যোয়াশকে লইয়া, নিহত রাজপুত্র দর মধ্য হইতে চুরি করিয়া, তাহার ধাত্রীর সহিত শয্যাগারে রাখিলেন ; তাহারা অথলিয়া হইতে তাহাকে ৩ লুকাইলেন, এই জন্ত তিনি হত হন নাই। আর তিনি তাহার স হত সদাপ্রভুর গৃহে ছয় বৎসর যাবৎ লুকায়িত রহিলেন ; তখন অথলিয়া দেশের উপরে রাজত্ব করিতেছিল । ৪ পরে সপ্তম বৎসরে যিহেয়াদী লোক প্রেরণ করিয়া রক্ষক ও ধাবাক সৈন্ত্যের শতপতি দগকে ডাকাইয়া আপনার নিকটে সদাপ্রভুর গৃহে আনিলেন, এবং তাহাদের সহিত নিয়ম করিয়া সদাপ্রভুর গৃহে তাহা৫ দিগকে শপথ করাইয়। রাজপুত্রকে দেখাইলেন। আর তিনি তাহাদিগকে আজ্ঞা দিয়া কহিলেন, তোমরা এই কাৰ্য্য করবে ; তোমাদের মধ্যে যাহারা বিশ্রামদিনে প্রবেশ করবে, তাহদের তৃতীয়াংশ রাজবাটীর প্রহরী৬ কাৰ্য্য করবে ; তৃতীয়াংশ সুরদ্বারে থাকিবে ; এবং তৃত য়াংশ ধাবক সৈন্তের পশ্চাতে দ্বারে থাকিবে : এইরূপে তোমরা আক্রমণ নিবারণার্থে গৃহের প্রহরী৭ কাৰ্য্য করবে। আর তোমাদের, অর্থাৎ যাহারা বিএমবারে বাহিরে যায়, তাহদের সকলের, ছুই দল রাজার ৮ সমীপে সদাপ্রভুর গৃহের প্রহরীকাৰ্য্য করবে। তোমর 329