১ ২ ; ১৪ – ১৩ : ১৭ ৷ ] ১৪ হইল না ; কারণ তাহার কৰ্ম্মকারী:দিগকেই সেই টাকা দিতেন, এবং তাহারা তাহ লইয়। সদাপ্রভুর ১৫ গৃহ সারিলেন। কিন্তু উহার কৰ্ম্মকার দিগকে দিবার নিমিত্ত যাহাদের হস্তে টাকা দিতেন, তাহদের সহিত হিসাব করতেন না, কেনন। তাহারা বিশ্বস্তরূপে কৰ্ম্ম ১৬ করিতেন। দোষার্থক ও পাপার্থক বলি সম্বন্ধীয় যে টাকা, তাহ সদাপ্রভুর গৃহে আনীত হইত না ; তাহ যাজকদেরই হইত । ঐ সময়ে আরাম-রাজ হসায়েল যাত্রা করিয়া গীতের বিরুদ্ধে যুদ্ধ করলেন ও তাহ হস্তগত করিলেন ; পরে হসায়েল যিরশালেমের বিরুদ্ধেও যাত্রা করিতে ১৮ উন্মুখ হইলেন। তাহাতে যিহুদী-রাজ যিহোয়াশ আপন পিতৃপুরুষদের অর্থাৎ যিহুদার যিহেশাফট, যিহেরাম ও অহসিয় রাজার পবিত্রীকৃত বস্তু সকল, ও আপনার পবিত্রীকৃত বস্তু সকল, এবং সদাপ্রভুর গৃহের ভাণ্ডারে ও রাজবাটীর ভাণ্ডারে যত স্বর্ণ পাওয়া গেল, সে সমস্ত লইয়া আরাম-রাজ হসায়েলের নিকটে পঠাইয়া দিলেন, তাহাতে তিনি যিরশালেমের সন্মুখ হইতে ফিরিয়া গেলেন । যোয়ীশের অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত ও সমস্ত কার্ঘ্যের বিবরণ কি যিহুদা-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত ২০ নাই ? পরে যোয়।াশের দাসের উঠিয়া চক্রান্ত করিল, এবং সিল্লাগামী পথস্থিত মিল্লে নামক বাটীতে র্তাহাকে ২১ আঘাত করিল। ফলে শিমিয়তের পুত্র যেষাথর ও শোমরের পুত্ৰ যিহোষাবদ, তাহার দুই জন দাস, তাহাকে আঘাত করিলে তিনি মরিলেন ; পরে লোকের দায়ূদ-নগরে তাহার পিতৃলোকদের সহিত তাহাকে কবর দিল, এবং ৬াহার পুত্ৰ অমৎসিয় তাহার পদে রাজী হইলেন । So సి ইস্রায়েলীয় যিহোয়াহস ও যোয়ীশের বিবরণ। ইলীশায়ের মৃত্যু । SO অহসিয়ের পুত্ৰ ङ्किो बाछ যোয়ুশের তেইশ বৎসরে যেস্থর পুত্ৰ যি ইয়াহস শমরিয়ায় হস্রায়েলের উপরে রাজত্ব করতে আরম্ভ করেন, এবং ২ সতের বৎসর কাল রাজত্ব করেন। সদাপ্রভুর দৃষ্টিতে যাহ মন্দ, তাহাই তিনি করিতেন, এবং নবাটের পুত্র যারবিয়াম যে সকল পাপ দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাহার সেই সকল পাপের অনুগামী ৩ হইলেন ; তাহা হইতে ফিরিলেন না। তখন ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, আর তিনি আরাম-রাজ হসায়েলের হস্তে ও হসায়েলের পুত্র বিন্হদদের হন্তে তাহাদিগকে সমর্পণ করিলেন, তাহার। { যিহোয়াহুমের! সমস্ত (রাজত্ব ] কাল তাহদের অধীন ৪ রহিল। পরে যি-হায়াইস সদাপ্রভুর কাছে বিনত করিলেন, আর সদাপ্রভু তাহার প্রার্থনায় কর্ণপাত করিলেন, কেননা অরামের রাজ ইস্রায়েলের উপরে । ২ রাজাবলি । NV H যে উপদ্রব করিতেন, সেই উপদ্রব তিনি দেখিলেন। ৫ (আর সদাপ্রভু ইস্রায়েলকে এক জন উদ্ধারকত্ত্ব দিলেন, তাহাতে তাহার। তারামের হস্ত হইতে উদ্ধার পাইল, এবং ইস্রায়েল-সন্তানগণ পূর্বের্বর স্তায় আপন ৬ আপন তাম্বুতে বাস করিল। তথাপি যারবিয়াম যে সকল পাপ দ্বার। ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাহার কুলের সেই সকল পাপ হইতে তাহার ফিরিল না, সেই পথে চলিত, আর শমরিয়াতে আশেরা-মুৰ্ত্তিও ৭ রহিল । ) ফলতঃ আরাম-রাজ কেবল পঞ্চাশ জন অশ্বরোহী, দশখনি রথ ও দশ সহস্ত পদাতিক ছাড়া যিহোয়াহসের নিমিত্তে অন্ত কোন সৈন্ত অবশিষ্ট রাখেন নাই ; তিনি তাহাদিগকে বিনষ্ট করিয়াছিলেন, দলনীয় ধুলির সমান করিয়াছিলেন । যিহেয়াহসের অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত, সমস্ত কার্ঘ্যের বিবরণ ও তাহার বিক্রমের কথা কি ই প্ৰায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই ? পরে যিহেয়াহস তাপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, আর শমরিয়াতে তাহার কবর দেওয়া হইল, এবং তাহার পুত্র যোয়াশ তাহার পদে রাজা হইলেন । যিহুদা-রাজ যোয়ীশের সাচত্রিশ বৎসরে যিহোয়াহসের পুত্ৰ যিহোয়শ শমরিয়াতে ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং ষোল বৎসর কাল রাজত্ব করেন । সদা প্রভুর দৃষ্টি.ত যাহা মন্দ, তিনি তাহাই করিতেন ; নবাটের পুত্র যারবিয়াম যে সকল পাপ দ্বারা ইস্রায়েলকে পাপ করাচয়াছিলেন, তাহার সেই সমস্ত পাপ হইতে ফিরিলেন না, সেই পথে চলি১২ তেন । যেয়াশের অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত ও সমস্ত কার্যার, এবং যে বিক্রমের দ্বারা তিনি যিহুদী-রজ অমৎসিয়ের সহিত যুদ্ধ করিলেন, সেই সমস্ত কথা কি ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখত নাই ? ১৩ পরে যোয়শ তাপন পিতৃ লাকদর সহিত নিদ্রাগত হইলেন ; আর যারবিয়াম উহার সিংহাসনে উপবিষ্ট হইলেন ; এবং যোয়শ ইস্রায়লের রাজাদের সহিত শমরিয়ায় কলর প্রাপ্ত হইলেন । ১৪ ইলশায় পীড়িত হইলেন, সেই পীড়াতেই তাছার মৃত্যু হয় ; আর হস্রায়েল-রাজ যোয়শ তাহার নিকট গিয়া তাহার মুখের উপরে [হেঁট হইয়। ] রোদন করিয়া কহিলেন, হে আমার পিতঃ, হে আমার পিতঃ, ইস্রা১৫ য়েলের রধসমূহ ও তাশ্বারোহিগণ । তখন ইলশায় তাহাকে কহিলন, আপনি ধনুৰ্ব্বাণ লউন । তিনি ১৬ ধনুৰ্ব্বাণ লইলন। পরে তিনি হস্রায়েলের রাজাকে ক হলেন, ধনু-কর উপরে হস্ত রাখুন। তিনি হস্ত রাগিলেন । পরে ইলীশায় রাজার হস্তের উপরে ১৭ আপন হস্ত রাখলেন, আর কহিলেন, পূর্ববদিকের বাতায়ন খুলুন। তিনি খুললেন। পরে ইলশায় কহিলেন, বাণ নিক্ষেপ করুন। তিনি নিক্ষেপ করিলেন। তখন ইলশায় কহিলেন, এ সদাপ্রভুর বিজয়বাণ, অরামের বিপক্ষ বিজয়-বাণ, কেননা আপনি У о Y > 331
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।