○○と、 অফেকে অরামীয়দিগকে আঘাত করিবেন, করিতে ১৮ করিতে তাহাদিগকে নিঃশেষ করিবেন। পরে তিনি কহিলেন, ঐ সকল বাণ লউন । রাজ সেগুলি লইলেন। তখন তিনি ইস্রায়েলের রাজাকে কহিলেন, ভূমিতে আঘাত করুন ; রাজ তিন বার আঘাত ১৯ করিয়৷ ক্ষান্ত হইলেন । তখন ঈশ্বরের লোক তাহার প্রতি ক্রুদ্ধ হইলেন, কহিলেন, পাঁচ ছয় বার আঘাত করিতে হইত, করিলে আরামকে নিঃশেষ করণ পর্য্যন্ত আঘাত করিতেন, কিন্তু এখন আরামকে তিন বার মাত্র আঘাত করিবেন। ২• পরে ইলীশায়ের মৃত্যু হইল, ও লোকের তাহার কবব দিল । তখন মোয়বীয় লুটকারী সৈন্তদল, বৎসর ২১ ফিরিয়৷ আসিলে, দেশে আসিয়া প্রবেশ করিল। আর লোকের একটা লোককে কবর দিতেছিল, তার দেখ, তাহার এক লুটকারী সৈন্যদল দেখিয়৷ সেই শব ইলীশায়ের কবরে ফেলিয়া দিল ; তখন সেই ব্যক্তি প্রবিষ্ট হইয়। ইলীশায়ের অস্থি স্পর্শ করিবমাত্র জীবিত হইয়া পায়ে ভর দিয়া দাড়াইল । ২২ যিহোয়াহসের সময়ে আরাম-রাজ হসায়েল ইস্রা২৩ য়েলের উপরে সৰ্ব্বদাই উপদ্রব করিতেন । কিন্তু সদাপ্রভু অব্রাহামের, ইসহাকের ও যাকোবের সহিত যে নিয়ম করিয়াছিলেন, তৎপ্রযুক্ত তাহদের প্রতি অনুগ্রহ ও করুণ করিলেন, তাহদের সপক্ষ রহিলেন, তাহাদিগকে বিনষ্ট করিতে চাহিলেন না, তখনও আপ২৪ নার সম্মুখ হইতে নিক্ষেপ করিলেন না। পরে আরামরাজ হসায়েল মরিলেন, এবং তাহার পুত্র বিনহদদ ২৫ তাহার পদে রাজী হইলেন। যিহোয়াশের পিতা যিহোয়াহসের হস্ত হইতে হসায়েল যে সকল নগর যুদ্ধে লইয়াছিলেন, সেই সকল নগর যিহেয়াহসের পুত্ৰ যিহোয়াশ হদায়েলের পুত্র বিনহদদের হস্ত হইতে পুনকার লইলেন। যোয়শ তহিকে তিন বার আঘাত করিয়৷ ইস্রায়েলের ঐ সকল নগর পুনৰ্ব্বার লইলেন। যিহুদা-রাজ অমৎসিয়ের বিবরণ। S8 ইস্রায়েল-রাজ যোয়াহসের পুত্ৰ যোয়াশের দ্বিতীয় বৎসরে যিহুদা-রাজ যোয়ীশের পুত্ৰ অমৎ২ সিয় রাজত্ব করিতে আরম্ভ করেন । তিনি পচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিয়া যিরশালেম উনত্রিশ বৎসর কাল রাজত্ব করেন ; তাহার মাতার নাম ৩ যিহেয়েদিন, তিনি যিরশালেম-নিবাসিনী। সদাপ্রভুর দৃষ্টিতে যাহা হায্য, অমৎসিয় তাহা করিতেন, তথাপি আপন পিতৃপুরুষ দায়ুদের স্থায় করিতেন না ; তিনি আপন পিতা যোয়াশের সমস্ত কাৰ্য্যানুসারে কায্য ৪ করিতেন । তথাপি উচ্চস্থলী সকল উচ্ছিন্ন হইল না ; লোকের তখনও উচ্চস্থলীতে বলিদান করিত ও ধূপ জ্বলাইত । ং রাজ্য তাহার হস্তে স্থির হইলেই তাহার যে দাসের তাহার পিতা রাজাকে বধ করিয়াছিল, তাহাদিগকে ২ রাজাবলি । [ పిలి ; :b – 8 ; :b ৬ তিনি বধ করিলেন। কিন্তু তিনি মোশির ব্যবস্থাগ্রন্থে লিখিত কথানুসারে সেই হত্যাকারীদের সন্তানদিগকে বধ করিলেন না, যেমন সদাপ্রভু আজ্ঞা দিয়াছিলেন, “ সন্তানের জন্ত পিতার, কিম্বা পিতার জন্য সন্তানের প্রাণদণ্ড করা যাইবে না ; প্রতিজন অপেন ৭ আপন পাপ প্রযুক্তই মরিবে।” তিনি লবণোপত্যকায় ইদোমের দশ সহস্ৰ লোককে বধ করিলেন, ও যুদ্ধ দ্বার সেলা হস্তগত করিয়া তাহার নাম যক্তেল রাখিলেন : অদ্যপি তাহ রহিয়াছে । ৮ তৎকালে অমৎসিয় দূত পঠাইয়া যেহুর পৌত্র যিহোয়াহসের পুত্র ইস্রায়েল-রাজ যিহোয়াশকে কহি৯ লেন,আইস, আমরা পরস্পর মুখ দেখাদেখি করি। ইস্রায়েল-রাজ যিহোয়াশ যিহ্ৰদ।-রাজ অমৎসিয়ের নিকটে লোক পাঠাইয় কহিলেন, লিবানোনস্থ শিয়ালকাট লিবানোনস্থ এরস বৃক্ষের নিকটে বলিয়। পাঠাইল, আমার পুত্রের সহিত তোমার কন্যার বিবাহ দেও ; ইতিমধ্যে লিবানেনস্থ এক বন্ত পশু চলিতে চলিতে ১০ সেই শিয়ালকাটা দলাইয়। ফেলিল। তুমি ইদোমকে আঘাত করিয়াছ বলিয়৷ তোমার চিত্ত গৰ্ব্বিত হইয়াছে ; আপনার বড়াই কর, ও ঘরে বসিয়া থাক ; অমঙ্গলের সহিত বিরোধ করিতে কেন প্রবৃত্ত হইবে ? এবং তুমি ও যিহুদা উভয়ে কেন পতিত হইবে ? ১১ কিন্তু আমৎসিয় কথা শুনিলেন না । অতএব ইস্রায়েলরাজ যিহোয়াশ যুদ্ধযাত্রা করিলেন, এবং যিহুদার অধিকারস্থ বৈৎ-শেমশে তিনি ও যিহুদার অমৎসিয় রাজা ১২ পরস্পর মুখ দেখাদেখি করিলেন। তখন ইস্রায়েলের সম্মুখে যিহুদী পরাজিত হইল, আর প্রত্যেক জন আপন ১৩ আপন তাম্বুতে পলায়ন করিল। তার ইস্রায়েল-রাজ যিহোয়শ বৈৎ-শেমশে অহসিয়ের পৌত্ৰ যিহোয়াশের পুত্ৰ যিহুদা-রাজ অমৎসিয়কে ধরিয়া লইয়। যিরশালেমে আসিলেন, এবং ইক্রয়িমের দ্বার হইতে কোণের দ্বার পর্য্যন্ত বিরূশালেমের চারি শত হস্ত প্রাচীর ভাঙ্গিয়া ১৪ ফেলিলেন। আর তিনি সদাপ্রভুর গৃহে ও রাজবাটীর ভাণ্ডারে প্রাপ্ত সমস্ত স্বর্ণ ও রৌপ্য, ও সমস্ত পাত্র এবং বন্ধকরূপে কতকগুলি মনুষ্যকে লইয়। শমরিয়াতে ফিরিয়া গেলেন । ১৫ যিহেtয়tশর কৃত অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত, ও তাহার বিক্রম এবং যিহুদা-রাজ অমৎসিয়ের সহিত তিনি কিরূপ যুদ্ধ করিলেন, এই সকল কি ইস্রায়েল-রাজ১৬ গণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই ? পরে যিহোয়াশ আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, এবং শমরিয়াতে হস্রায়েলের রাজাদের সহিত কবরপ্রাপ্ত হইলেন, তার তাহার পুত্র যারবিয়াম তাহার পদে রাজা হইলেন । ১৭ ইস্রায়েল-রাজ যিহোয়tহসের পুত্ৰ যিহেয়াশের মৃত্যুর পরে যিহুদী-রাজ যোয়ীশের পুত্ৰ অমৎসিয় আর পনের ১৮ বৎসর জীবিত ছিলেন। অমৎসয়ের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত কি যিহুদা-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত 332
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।