১৬ ; ৯ – ১৭ ; ১৩ । ] প্রভুর গৃহে ও রাজবাটীর ভাণ্ডারে প্রাপ্ত সমস্ত রৌপ্য ও স্বর্ণ লইয়া অশূর রাজের নিকটে উপঢৌকন পাঠাই৯ লেন । আর অশুর-রাজ তাহার কথায় কর্ণপাত করিলেন ; অশুর-রাজ দম্মেশকের বিরুদ্ধে গিয় তাহ হস্তগত করিলেন, তথাকার লোকদিগকে বন্দি করিয়া কীরে লইয়া গেলেন, এবং রৎসীনকে বধ করিলেন । পরে আহস রাজা অশুর-রাজ তিয়ৎ-পিলেষরের সহিত সাক্ষাৎ করিতে দন্মেশকে গেলেন ; এবং দম্মেশকস্থ যজ্ঞবেদি দেখিয়া আহস রাজ সেই বেদির আকৃতি ও তাহাতে ষে যে শিল্পকৰ্ম্ম ছিল, তাহার তাদর্শ লিখিয়া উরিয় যাজকের নিকটে পাঠাইলেন । ১১ তাহাতে উরিয় যাজক এক যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিলেন ; তাহস রাজা দন্মেশক হইতে যাহ। যাহ। পাঠাইয়াছিলেন, উরিয় যাজক দম্মেশক হইতে আহস রাজার আগমনের পূবেবই তদনুসারে সকলই করি১২ লেন । পরে রাজা দম্মেশক হইতে আসিলেন ও রাজা সেই বেদি দেখিলেন ; আর রাজ। সেই বেদির নিকটে গিয় তাহার উপরে বলিদান করিতে লাগিলেন । ১৩ তিনি সেই বেদির উপরে আপন হোমবলি ও ভক্ষ্যনৈবেদ্য দগ্ধ করিলেন, আর পেয় নৈবেদ্য ঢালিলেন, এবং আপন মঙ্গলাখক বলি সকলের রক্ত প্রক্ষেপ ১৪ করিলেন। আর সদা ভুর সম্মুখস্থ যে পিত্তলময় যজ্ঞবেদি, তাহ গৃহের সন্মুখ হইতে অর্থাৎ আপন বেদির ও সদাপ্রভুর গৃহের মধ্যস্থান হইতে সরাইয়া আপন ১৫ বেদির উত্তরদিকে স্থাপন করিলেন। পরে আহস রাজা উfরয় যাজককে এই আজ্ঞা দিলেন, বড় বেদির উপরে প্রাতঃকালীয় হোমবলি ও সন্ধ্যাকালীয় ভক্ষ্যনৈবেদ্য, এবং রাজার হোমবলি ও তাহার ভক্ষ্যনৈবেদ্য, এবং দেশের সমস্ত লোকের হোমবলি এবং তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য দগ্ধ করিও, আর তাহার উপরে হেমবলির সকল রক্ত ও অন্ত বলির সকল রক্ত প্রক্ষেপ করিও ; কিন্তু পিত্তলময় বেদি ১৬ আম্বষণt:থ আমার জন্ত থাকিবে । ডারয় যাজক আইস রাজার অজ্ঞানুসারে সমস্ত কাৰ্য্য করলেন । ১৭ পরে আইস রাজ। পীঠ সকলের পট। কাটিয় তাহার উপর হইতে প্রক্ষালনপাত্র স্থানান্তর করিলেন, আর সমুদ্র-পাত্রের নীচে যে পিত্তলময় বলদগুলি ছিল, তাহার উপর হইতে সেই পাত্র নাম হয়। শিলাস্তরণের ১৮ উপরে বসাইলেন । তার তাহার। বিশ্রমদিনের জন্ত গৃহের মধ্যে যে চন্দ্ৰাতপ এবং রাজার প্রবেশাখ যে বহিদ্বার করিয়ছিল, তাহ। তিনি তপূর রাজের ভয়ে সদাপ্রভুর গৃহের অন্ত স্থানে রাগিলেন । ১৯ আহসের কুত অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত যিহুদী-রাজ২• গণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই ? পরে আইস আপন পিতৃলোকদর সহিত নিদ্র গত হইলেন, আর আপন পিতৃ লাকদের সহিত দাৰুদ নগরে কবরপ্রাপ্ত হইলেন ; এবং তাহার পুত্র হিন্ধিয় তাহার পদে রাজ। হইলেন । } e ২ রাজাবলি । ෆට් G ইস্রায়েল-রাজ্যের বিনাশ । So খিছুদ রাজ তাহসের দ্বাদশ বৎসরে এলার পুত্ৰ হোশেয় শমরিয়াতে ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং নয় বৎসর কাল রাজত্ব ২ করেন। তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তই করিতেন বটে, কিন্তু তাহার পুবের ইস্রায়েলের যে রাজগণ ৩ ছিলেন, তাহদের স্থায় নয়। তাহার বিরুদ্ধ অশুররাজ শল্মনেষর যুদ্ধযাত্র করিলেন : তইতে হোশেয় তাহার দাস হইলেন ও তাহাকে উপঢৌকন দিতে ৪ লাগলেন। পরে অশুর-রাজ হোশেয়ের চক্রান্ত জানতে পারিলেন, কেননা তিনি মিসরের সে৷ রাজার নিকটে দূতগণকে প্রেরণ করিয়াছিলেন, এবং বৎসর বৎসর যেমন করিতেন, অশূর রাজের কাছে তদ্রুপ উপঢৌকন আর পাঠাইলেন না ; এই জষ্ঠ তাপূর-রাজ তাহাকে রুদ্ধ করলেন, কারাগারে বদ্ধ করিলেন । ৫ পরে অশূর রাজ সমস্ত দেশ আক্রমণ করিলেন, ও শমরিয়াতে গিয়া তিন বৎসর পয্যন্ত তাহ অবরোধ ৬ করিয়া রহিলেন। হোশয়ের নবম বৎসরে অশূর-রাজ শমরিয়া হস্তগত করিয়া ইস্রায়েলকে অণু র লইয় গেলেন, এবং হলহে ও হাবোরে, গোষণের নদীতীরে ৭ ও মাদীয়দের নানা নগরে বসাইয় দিলেন। ইহার কারণ এই ; ইস্রায়েল-সন্তানগণের ঈশ্বর সদাপ্রভু, যিনি তাহাদিগকে মিসর দেশ হইতে, মিসরের ফরেীণ রাজার হস্তের অধ নত হইতে, বাহির করিয়। আলিয়াছিলেন, তাহার বিরুদ্ধে তাহার। পাপ করিয়াছিল ও ৮ অন্ত দেবগণকে ভয় করিত ; আর সদাপ্রভু ইস্রায়েলসন্তানদের সম্মুখ হইতে যে জাতদিগকে অধিকারচু্যত করিয়াছিলেন, তাহারা তাহদেরই বিধি এবং ইস্রায়েলের রাজগণের আদিষ্ট বিধি অনুসারে চলিত । ৯ ইস্রায়েল-সন্তানগণ গোপনে আপনাদের ঈশ্বর সদtপ্রভুর বিরুদ্ধে তান্তায় কার্ষ্য করিত ; তাহার প্রহরীদের উচ্চ গৃহ অবধি প্রাচীরবেষ্টিত নগর পর্য্যন্ত আপনাদের সকল নগরে আপনাদের জন্য উচ্চস্থলী প্রস্তুত করি১• য়ছিল। আর তাহার। প্রত্যেক উচ্চ পাহাড়ের উপরে ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে স্তন্ত ও আশের মূৰ্ত্তি ১১ স্থাপন করিয়াছিল। আর সদাপ্রভু তাহদের সন্মুখ হইতে যে জাতিদিগকে নির্বাসন করিয়াছিলেন, তাহারা তাহদের দ্যায় তথাকার সকল উচ্চস্থলীতে ধূপ জুলাইত, এবং দুস্কিয়া করিয়৷ সদাপ্রভুকে অগ্ৰস্তুষ্ট ১২ করিত । আর তাহর পুত্তলকাদের সেবা করিত, যাহার বিষয়ে সদাপ্রভু বলিয়াছিলেন, তোমরা এমন ১৩ কৰ্ম্ম করবে না। তথাপি সদাপ্রভু সমস্ত ভাববাদীর ও দর্শকের দ্বারা ইস্রায়েলের ও যিস্থদার কাছে সাক্ষ্য দিতেন, বলিতেন, তোমরা আপনাদের কুপথ হইতে ফির, এবং আমি তোমাদের পিতৃপুরুষদিগকে যে সমস্ত ব্যবস্থা দিয়াছি, ও আমার দাস ভাববাদগণের হস্ত দ্বারা তোমাদের নিকটে যাহা পাঠাইয়াছি, 335
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।