〉? ; ベルー >レ; Rol ] এবং যে ব্যবস্থা ও আজ্ঞা লিখিয় দিয়াছেন, সে সমস্ত সৰ্ব্বদ যত্নপুলক পালন করিবে ; অন্ত দেবগণকে ভয় ৩৮ করিবে না ; আর আমি তোমাদের সহিত যে নিয়ম করিয়াছি, তাহ। ভুলিয়। যাইবে না, এবং অন্ত দেব৩৯ গণকে ভয় করিবে না ; কিন্তু আপনাদের ঈশ্বর সদাপ্রভুকেই ভয় করিবে ; তাহাতে তিনিই তোমাদের সমুদয় শক্রর হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করি৪• বেন । তথাপি তাহার কথা শুনিল না ; আপনাদের ৪১ পূর্বকার বিধান অনুসারে চলিল। এইরূপে সেই জাতিগণ সদাপ্রভুকেও ভয় করিতেছে, এবং আপনাদের ক্ষোদিত প্রতিমার সেবাও করিয়া ত্যাসিতেছে ; তাহাদের পিতৃপুরুষের যেরূপ করিত, তাহদের পুত্র পৌত্রেরাও অদ্য পৰ্য্যন্ত সেইরূপ করিতেছে । যিহুদার হিন্ধিয় রাজার বিবরণ। অশূীয়দের হস্ত হইতে রক্ষী । Sbo এলার পুত্র ইস্রায়েল-রাজ হোশেয়ের তৃতীয় বৎসরে যিহুদা-রাজ আহসের পুত্র হিস্কিয় রাজত্ব ২ করিতে আরম্ভ করেন । তিনি পচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং উনত্রিশ বৎসর কাল যিরশালেমে রাজত্ব করেন, তাহার মাতার নাম ৩ অবী, তিনি সথরিয়ের কন্যা। হিন্ধিয় আপন পিতৃপুরুষ দায়ুদের সমস্ত কার্যানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে ৪ যাহা স্থায্য, তাহাই করিতেন। তিনি উচ্চস্থলী সকল উচ্ছিন্ন করিলেন, ও স্তম্ভ সকল ভগ্ন করিলেন ; এবং আশের-মূৰ্ত্তি ছেদন করিলেন, আর মোশি যে পিত্তলময় সর্প নিৰ্ম্মাণ করিয়াছিলেন, তাহ ভাঙ্গিয় ফেলিলেন, কেনন। সেই সময় পৰ্য্যন্ত ইস্রায়েল-সন্তানগণ তাহার উদেশে ধূপ জ্বালাইত ; এবং তিনি তাহার ৫ নাম নহষ্টন (পিত্তলখণ্ড] রাখিলেন। তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুতে নির্ভর করিতেন ; আর তাহার পরে যিহদার রাজগণের মধ্যে কেহ তাহার তুল্য হন নাই, ৬ তাহার পূকেও ছিলেন না। ফলতঃ তিনি সদাপ্রভুতে আসক্ত ছিলেন, তাহার পশ্চাদগমন হইতে ফিরিলেন না, বরং সদাপ্রভু মেশিকে যে সকল আজ্ঞা দিয়া৭ ছিলেন, সে সমস্ত পালন করিতেন। তার সদাপ্রভু তাহার সহবত্তী ছিলেন : তিনি যে কোন স্থানে যাইতেন, বুদ্ধিপূর্বক চলিতেন ; আর তিনি অশূর-রাজের অধীনত অস্বীকার করিলেন, তাহার দাসত্বে আর ৮ থাকিলেন না। তিনি ঘসা ও তাহার সীমা পৰ্য্যন্ত, প্রহরীদের উচ্চ গৃহ অবধি প্রাচীরবেষ্টিত নগর পয্যন্ত, পলেষ্টীয়দিগকে আঘাত করিলেন । ৯ হিন্ধিয় রাজার চতুর্থ বৎসরে, অর্থাৎ ইস্রায়েল-রাজ এলার পুত্ৰ হোশেয়ের সপ্তম বৎসরে অশুরুরাজ শলমনেষর শমরিয়ার বিরুদ্ধে আসিয়৷ তাই। অবরোধ ১• করিলেন। আর তিন বৎসর পরে অশূরায়ের তাহ। হস্তগত করিল : হিন্ধিয় রাজার ষষ্ঠ বৎসরে, ও ইস্রায়েল-রাজ হোশেয়ের নবম বৎসরে শমরিয়া পরহস্তগত о. т. 22 ] ২ রাজাবলি । ©öዓ ১১ হইল। পরে অশুর-রাজ ইস্রায়েলকে অশুর দেশে লইয়। গিয়া হলহে, হাবোরে, গোষণের নদীতীরে এবং মদীয়১২ দের নানা নগরে স্থাপন করলেন । ইহার কারণ এই, তাহার। আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য মানিত না; বরং তাহার নিয়ম অর্থাৎ সদাপ্রভুর দাস মোশির সমস্ত আজ্ঞা লঙ্ঘন করিত, তাহ শুনিতও না, পালন করিতও না । পরে হিন্ধিয় রাজার চতুর্দশ বৎসরে অশুর-রাজ সন:ইরীব যিহুদার প্রাচীরবেষ্টিত সমস্ত নগরের বিরুদ্ধে ১৪ অসিয়া সে সকল হস্তগত কারতে লাগিলেন । তাহাতে যিহুদা-রাজ হিন্ধিয় লাখাশে অশূর রাজের নিকটে এই কথা বলিয়। পাঠাইলেন, আমি দোষ করিয়াছি, আমার নিকট হইতে ফিরিয়া যাউন ; আপনি আমাকে যে ভার দিবেন, তাহা আমি বহন করিব । তাহাতে অশূরের রাজা যিহুদা-রাজ হিস্কিয়ের তিন শত তালন্ত রৌপ্য ও ত্রিশ তালন্ত স্বর্ণ দণ্ড নিরূপণ করিলেন । ১৫ তপন হিন্ধিয় সদাপ্রভুর গৃহে ও রাজবাটীর ভাণ্ডারসমূহে ১৬ প্রাপ্ত সমস্ত রৌপ্য তাহাকে দিলেন । যিহদ।-রাজ হিন্ধিয় সদাপ্রভুর মন্দিরের যে যে কবাট ও যে যে বাজু মণ্ডিত করিয়াছিলেন, হিন্ধিয় সেই সময়ে তাহ হেইতে স্বর্ণ কাটিয়া অশূরের রাজাকে দিলেন । পরে অশূরের রাজা লাখীশ হইতে তৰ্ত্তনকে, রবৃসরীসকে ও রবৃশাকিকে বৃহৎ সৈন্যদলের সহিত যিরূশালেমে হিন্ধিয় রাজার কাছে প্রেরণ করিলেন, এবং তাহার যাত্রা করিয়৷ যিরশালমে উপস্থিত হইলেন। তাহারা উঠিয় আসিয়া উচ্চতর পুষ্করিণীর প্রণালীর কাছে রজক-ভূমির রাজপথে অবস্থিতি করি১৮ লেন। পরে তাহার রাজাকে আহবান করিলে হিল্কিয়ের পুত্র ইলিয়াকাম নামে রাজবাটীর অধ্যক্ষ, শিবৃন লেখক ও আসফের পুত্র যেয়োহ নামক ইতিহাস১৯ রচক বাহির হইয় তাহদের কাছে গেলেন। রবৃশকি তাহাদিগকে কহিলেন, তোমরা হিন্ধিয়কে এই কথ৷ বল, রাজাধিরাজ অশুর-রাজ এই কথা কহেন, তুমি ২• যে সাহস করিতেছ, সে কেমন সাহস ? তুমি কহিতেছ, সংগ্রামের বুদ্ধি ও পরাক্রম [ আমার ] আছে, কিন্তু সেটা কেবল ওষ্ঠের কথামাত্র ; বল দেখি, তুমি কাহার উপরে নির্ভর করিয়া আমার বিদ্রোহী হইলে ? ২১ এখন দেগ, তুমি ঐ থেৎল। নলরাপ যষ্টিতে, অর্থাৎ মিসরের উপরে নির্ভর করিতেছ ; কিন্তু যে কেহ তাহার উপরে নির্ভর করে, সে তাহার হস্তে ফুটিয়া তাহা বিদ্ধ করে ; যত লোক মিসর রাজ ফরোণের উপরে নির্ভর করে, সেই সকলের পক্ষে সে তদ্রুপ । ২২ আর যদি তোমরা আমাকে বল, আমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করি, তবে তিনি কি সেই নহেন, যাহার উচ্চস্থলী ও যজ্ঞবেদি সকল হিন্ধিয় দূর করিয়াছে, এবং যিহুদার ও যিরশালেমের লোকদিগকে বলিয়াছ, তোমরা ঘিরশালেমে এই যজ্ঞবেদির কাছে ২৩ প্ৰণিপাত করিবে ? তুমি এক বার আমার প্রভু অশুর ১৩ » ግ 337
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।