পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ > ; २० - ० ० ; २० । ] ২• নিকটে থাক। এইরূপে যাকোব রাহেলের জন্ত সাত বৎসর দস্তিকৰ্ম্ম করিলেন ; রাহেলের প্রতি তাহার অনুরাগ প্রযুক্ত এক এক বৎসর তাহার কাছে এক এক দিন মনে হইল। পরে যাকোব লাবনকে কহিলেন, আমার নিয়মিত কাল সম্পূর্ণ হইল, এখন আমার ভাৰ্য্য। আমাকে দিউন, ২২ আমি তাহার কাছে গমন করিব। তখন লাবন ঐ স্থানের সকল লোককে একত্র করিয়া ভোজ প্রস্তুত ২৩ করিলেন। আর সন্ধ্যাকালে তিনি আপন কস্তা লেয়াকে লইয়। তাহার নিকট আনিয়া দিলেন, আর ২৪ যাকোব তাহার কাছে গমন করিলেন। আর লাবন সিল্প নাম্নী আপন দাসীকে আপন কস্তা লেয়ার দাসী ২৫ বলিয়া তাহাকে দিলেন। আর প্রভাত হইলে, দেখ, তিনি লেয়া । তাহাতে যাকোব লাবনকে কহিলেন, আপনি আমার সহিত এ কি ব্যবহার করিলেন ? আমি কি রাহেলের জন্য আপনার দস্তিকৰ্ম্ম করি নাই ? ২৬ তবে কেন আমাকে প্রবঞ্চনা করিলেন ? তখন লাবন কহিলেন, জ্যেষ্ঠার অগ্ৰে কনিষ্ঠাকে দান করা আমাদের ২৭ এই স্থানে অকৰ্ত্তব্য। তুমি ইহার সপ্তাহ পূর্ণ কর; পরে আরও সাত বৎসর আমার দস্তিকৰ্ম্ম স্বীকার করিবে, সেজন্য আমরা উহাকেও তোমাকে দান করিব। ২৮ তাহাতে যাকোব সেই প্রকার করিলেন, তাহার সপ্তাহ পূর্ণ করিলেন ; পরে লবন তাহার সহিত আপন কন্য ২৯ রাহেলের বিবাহ দিলেন। তার লাবন বিলুহ নাম্নী আপন দাসীকে রাহেলের দাসী বলিয় তাহাকে দিলেন । ৩০ তখন তিনি রাহেলের কাছেও গমন করিলেন, এবং লেয়া অপেক্ষ রাহেলকে অধিক ভাল বাসিলেন ; এবং আর সাত বৎসর লাবনের নিকট দস্তিকৰ্ম্ম করিলেন । পরে সদাপ্রভু লেয়াকে অবজ্ঞাত৷ দেখিয় তাহার গৰ্ত্ত মুক্ত করিলেন, কিন্তু রাহেল বন্ধ্য হইলেন। ৩২ আর লেয়া গৰ্ত্তবতী হইয়া পুত্র প্রসব করিলেন, ও তাহার নাম রূবেণ [পুত্রকে দেখ] রাখিলেন ; কেননা তিনি কহিলেন, সদাপ্রভু আমার দুঃখ দেখিয়াছেন ; ৩৩ এখন আমার স্বামী আমাকে ভাল বাসিবেন । পরে তিনি পুনৰ্ব্বার গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিয়া কহিলেন, সদাপ্রভু শুনিয়াছেন যে, আমি ঘৃণার পাত্রী, তাই আমাকে এই পুত্রও দিলেন ; আর তাহার নাম ৩৪ শিমিয়োন (শ্রবণ] রাখিলেন। আবার তিনি গৰ্ত্তবর্তী হইয় পুত্র প্রসব করিয়া কহিলেন, এ বার আমার স্বামী আমাতে আসক্ত হইবেন, কেননা আমি তাহার জন্ত তিন পুত্র প্রসব করিয়াছি ; অতএব তাহার নাম লেবি ৩৫ [আসক্ত] রাখা গেল। পরে পুনকবার তাহার গৰ্ত্ত হইলে তিনি পুত্র প্রসব করিয়া কহিলেন, এ বার আমি সদাপ্রভুর স্তব গান করি ; অতএব তিনি তাহার নাম যিহ্ৰদ [স্তব) রাখিলেন। তৎপরে তাহার গৰ্ত্তনিবৃত্তি হইল। S) ο রাহেল যখন দেখিলেন, তাহ হইতে যাকোবের সন্তান জন্মে নাই, তখন তিনি ভগিনীর প্রতি ঈর্ষা করিলেন, ও যাকোবকে কহিলেন, আমাকে সন্তান দেও, SRN

  • ご>

আদিপুস্তক । ९ 6 ২ নতুব। আমি মরিব । তাঁহাতে রাহেলের প্রতি বাকোবের ক্রোধ প্রজ্বলিত হইল ; তিনি কহিলেন, আমি কি ঈশ্বরের প্রতিনিধি ? তিনিই তোমাকে গৰ্ত্তফল ৩ দিতে অস্বীকার করিয়াছেন। তখন রাহেল কহিলেন, দেখ, আমার দাসী বিলুহা আছে, উহার কাছে গমন কর ; যেন ও পুত্র প্রসব করিয়া আমার কোলে ৪ দেয়, এবং উহার দ্বারা আমিও পুত্রবতী হই । ইহা বলিয়। তিনি তাহার সহিত আপন দাসী বিলুহার ৫ বিবাহ দিলেন। তখন যাকোব তাহার কাছে গমন করিলেন, আর বিলুহা গৰ্ত্তবতী হইয়। যাকোবের জন্ত ৬ পুত্র প্রসব করিল। তখন রাহেল কহিলেন, ঈশ্বর আমার বিচার করিলেন, এবং আমার রবও শুনিয়া আমাকে পুত্র দিলেন ; অতএব তিনি তাহার নাম ৭ দান [বিচার] রাখিলেন। পরে রাহেলের বিলুহা দাসী পুনকবার গৰ্ত্তধারণ করিয়া যাকোবের জন্ত দ্বিতীয় ৮ পুত্র প্রসব করিল। তখন রাহেল কহিলেন, আমি ভগিনীর সহিত ঈশ্বরসম্বন্ধীয় মল্লযুদ্ধ করিয়া জয়লাভ করিলাম ; আর তিনি তাহার নাম নপ্তালি [মল্লযুদ্ধ] ৯ রাখলেন। পরে লেয় আপনার গৰ্ত্তনিবৃত্তি হইল বুঝিয় আপনার দাসী সিল্লাকে লইয়া যাকোবের সহিত ১০ বিবাহ দিলেন। তাহাতে লেয়ার দাসী সিল্প যাকোবের ১১ জষ্ঠ এক পুত্র প্রসব করিল। তখন লেয়া কহিলেন, সৌভাগ্য হইল ; আর তাহার নাম গাদ [সৌভাগ্য ] ১২ রাখিলেন। পরে লেয়ার দাসী সিল্লা যাকোবের জন্য ১৩ দ্বিতীয় পুত্র প্রসব করিল। তখন লেয়া কহিলেন, আমি ধন্ত, যুবতীগণ আমাকে ধন্ত বলিবে ; আর তিনি তাহার নাম আশের [ধন্ত] রাখিলেন। ১s আর গোম কাটার সময়ে রূবেণ বাহিরে গিয়া ক্ষেত্রে দৃদাফল পাইয় আপন মাতা লেয়াকে আনিয়া দিল ; তাহাতে রাহুেল লেয়াকে কহিলেন, তোমার পুত্রের ১৫ কতকগুলি দূৰ্দাফল আমাকে দেও না। তাহাতে তিনি কহিলেন, তুমি আমার স্বামীকে হরণ করিয়াছ, এ কি ক্ষুদ্র বিষয় ? আমার পুত্রের দূৰ্দ্দাফলও কি হরণ করিবে ? তখন রাহেল কহিলেন, তবে তোমার পুত্রের দুদাফলের পরিবর্তে তিনি অদ্য রাত্রিতে তোমার সহিত ১৬ শয়ন করিবেন । পরে সন্ধ্যাকালে ক্ষেত্র হইতে যাকোবের আগমন সময়ে লেয়া বাহিরে তাহার কাছে গিয়া কহিলেন, আমার কাছে আসিতে হইবে, কেননা আমি আপন পুত্রের দুদাফল দিয়া তোমাকে ভাড়া করিয়াছি ; তাই সেই রাত্রিতে তিনি তাহার ১৭ সহিত শয়ন করিলেন। আর ঈশ্বর লেয়ার প্রার্থনা শ্রবণ করাতে তিনি গৰ্ত্তবতী হইয়া যাকেীবের জন্ত ১৮ পঞ্চম পুত্র প্রসব করিলেন। তখন লেয়া কহিলেন, আমি স্বামীকে আপন দাসী দিয়াছিলাম, তাহার বেতন ঈশ্বর আমাকে দিলেন ; আর তিনি তাহার নাম ইষীখর [বেতন] রাখিলেন। ১৯ পরে লেয় পুনৰবার গৰ্ত্তধারণ করিয়া যাকোবের ২• জন্ত ষষ্ঠ পুত্র প্রসব করিলেন। তখন লেয়া কহিলেন, 25