○88 শীলেমে র্তাহার রাজত্ব-প্রাপ্তির পরে হমাৎ দেশস্থ রিবৃলাতে র্ত হাকে বদ্ধ করিলেন, এবং দেশের এক শত তালন্ত রৌপ্য ও এক তালন্ত স্বর্ণ দণ্ড স্থির ৩৪ করিলেন। পরে ফরেীণ-নখে যোশিয়ের পুত্র ইলিয়াকামকে তাহার পিত। যোশিয়ের পদে রাজা করিয়। তাহার নাম পরিবর্তন-পূর্ববক যি হায়াকম রাখি লন, কিন্তু যিহোয়াহসকে লইয়া গেলেন ; তাহাতে ইনি ৩৫ মিসর দেশে গিয়। সে স্থানে মরিলেন । পরে যিহেীয়াকম ফরে’ণক সেই সকল রৌপ্য ও স্বর্ণ দিলেন, কিন্তু ফরেীণের আজ্ঞানুসারে সেই রেপ্যাদি দিবার জন্য তিনি দেশে কর নিরূপণ করিলেন ; ফরেীণনখোকে দিবার জন্য তিনি প্রতিজনের উপর কর ধার্য্য করিয়৷ তদনুসারে দেশের লোকদের কাছে ঐ রৌপ্য ও স্বর্ণ আদায় করিলেন । যিহোয়কীম পচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরশালেমে এগার বৎসর রাজত্ব করেন ; তাহার মাতার নাম সবাদ, তিনি রূম৩৭ নিবাসী পদায়ের কন্ত । যিহেয়াকাম আপিন পিতৃপুরুষদের সমস্ত কৰ্ম্মানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই করিতেন। ૨8 তাহার সময়ে বাবিল-রাজ নবুখদনিৎসর আসিলেন : যিহেীয়াকীম তিন বৎসর যাবৎ র্তাহার দাস ছিলেন, পরে তিনি ফিরিলেন, ও তাহার ২ বিদ্রোহী হইলেন । তখন সদাপ্রভু তাহার বিরুদ্ধে কলুদীয়দের, আরামীয়দের, মোয়বীয়দের ও অম্মোনসন্তানগণের অনেক লুটকারী সৈন্যদল প্রেরণ করেলেন ; সদাপ্রভু আপন দাস ভাববাদিগণের দ্বারা যে বাক্য বলিয়াছিলেন, তদনুসারে যিহদীকে বিনষ্ট করিবার জন্ত তাহার বিরুদ্ধে তাহাদিগকে পাঠাইলেন । ৩ বাস্তবিক সদা প্রভুরই আজ্ঞানুসারে যিহদার প্রতি এইরূপ ঘটিল, যেন তাহারা তাহার সম্মুখ হইতে দূরীকৃত হয় ; ইহার কারণ মনঃশির পাপ সকল, ৪ তাহার কুত সমস্ত কাৰ্য্য, এবং তাহার কৃত নির্দোষদিগের রক্তপাত . কারণ তিনি নির্দোষদের রক্তে যিরশালেমকে পরিপূর্ণ করিয়াছিলেন, আর সদাপ্রভু ক্ষম। করিতে চাহিলেন না । ৫ যিহোয়কীমের অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত ও সমস্ত কায্যের বিবরণ যিহুদা-রাজগণের ইতিহাস-পুস্তকে ৬ কি লিখিত নাই ? পরে যিহোয়কীম আপন পিতৃলোকদর সহিত নিদ্রাগত হইলেন, এবং তাহার পুত্ৰ ৭ যিহোয়ার্থীন তাহার পদে রাজা হইলেন । তাহার পরে মিসর রাজ তাপন দেশের বাহিরে আর অসিলেন ন, কেননা মিসরের স্রোত অবধি ফরাৎ নদী পর্য্যন্ত মিসর-রাজের যত অধিকার ছিল, সে সকলই বাবিলরাজ হরণ করিয়াছিলেন । ৮ যিহোয়াগন আঠার বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরশালেমে তিন মাস রাজত্ব করেন ; তাহার মাতার নাম নহুষ্ট, তিনি fযরূণালেম 3\, 344 ২ রাজাবলি । [ *○; 98ー、c 3 o l ৯ নিবাসী ইলুনাথনের কন্য। যিহোয়াখন অপেন পিতার সমস্ত ক্রিয়ানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহ মন্দ, তাহ। ই কfরতেন । ঐ সময়ে বাবিল-রাজ নবুখদনিৎসরের দাসগণ যির১১ শালেম আসিল, আর নগর অবরুদ্ধ হইল। যখন তাহার দাসগণ নগর অবরোধ করিতেছিল, তখন বাবেল-রাজ নবৃপদ্বনিৎসর নগরের নিকটে আসিলেন। ১২ পরে যিহুদী রাজ যিহোয়াখীন, তাহার মাত, দাসগণ, প্রধানবগ ও কৰ্ম্মচারিগণ বাবিল-রাজের নিকটে বাহিরে গেলেন ; আর বাবিল-রাজ আপন রাজত্বের ১৩ অষ্টম বৎসরে তাহাকে ধরিলেন । আর সদাপ্রভু যেমন বলিয়াছিলন, তেমন তিনি তথা হইতে সদাপ্রভুর গৃহের সমস্ত ধন ও রাজবাটীর সমস্ত ধন লইয়া গেলেন, এবং ইস্রায়েল-রাজ শলোমন সদাপ্রভুর মন্দরে যে সকল স্বর্ণময় পাত্ৰ নিৰ্ম্মাণ করিয়াছিলেন, সে সকলও ১৪ কাটিয়া ফেললেন । আর তিনি যিরশালেমের সমস্ত লে ক, সমস্ত প্রধান লোক ও সমস্ত বলবান বীর, অর্থাৎ দশ সহস্ৰ বন্দি, এবং সমস্ত শিল্পকার ও কৰ্ম্মকারকে লইয়া গেলেন ; দেশের দীন দরিদ্র লোক ১e ব্যতিরেকে আর কেহ অবশিষ্ট থাকিল না। তিনি যিহোয়াখীনকে বাবিলে লইয়া গেলেন ; এবং রাজার মাতাকে, রাজার ভার্য্যাদিগকে, তাহার কৰ্ম্মচারীfদগকে ও দেশের পরাক্রমী লোকদিগকে যিরশালেম হইতে ১৬ বাবিল বন্দি করিয়া লইয়া গেলেন। আর বাবিল-রাজ সমস্ত পরীক্রমী লোককে অর্থাৎ সপ্ত সহস্ৰ লোককে, এবং শিল্পকার ও কৰ্ম্মকার এক সহস্ৰকে বন্দি করিয়৷ বাবিলে লইয়া গেলেন ; তাহারা সকলে বীৰ্য্যবান ও রণদক্ষ লোক ছিল। ১৭ পরে বাবিলের রাজা যিহেয়ার্থীনের পিতৃব্য মত্তনিয়কে তাহার পদে রাজা করিলেন, ও তাহার নাম ১৮ পরিবর্তন করিয়া সিদিকিয় রাখিলেন। সিদিকিয় একুশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং এগার বৎসর কাল যিরশালেমে রাজত্ব করেন ; তাহার মাতার নাম হমূটল, তিনি লিবৃন-নিবাসী ১৯ যির ময়ের কস্তা । যিহোয়াকমের সকল ক্রিয়ানুসারে সিদিকিয়ও সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই কার২০ তেন । কারণ সদাপ্রভুর ক্রোধ প্রযুক্ত, যাবৎ তিনি তাহাদিগকে আপনার সাক্ষাৎ হইতে দূরে ফেলিয়৷ ন। দিলন, তাবৎ যিরশালেমে ও যি দায় এই রূপ ঘটনা ঘটিল। আর সিদিকিয় বাবিল রাজের বিদ্রোহী হইলেন । - २Q পরে তাহীর রাজত্বের নবম বৎসরে, দশম মাসে, মাসের দশম দিনে বাবিল-রাজ নবুখদনিৎসর ও তাহার সমস্ত সৈন্ত যিরশালেমের বিরুদ্ধে আসিয়া শিবির স্থাপন করলেন, ও তাহার বিরুদ্ধে ২ চারিদিকে গড় গtiথলেন । সিiদ কয়ের একাদশ ৩ বৎসর পর্যন্ত নগর অবরুদ্ধ থাকিল। পরে [ চতুর্থ ] মাসের নবম দিনে নগরে মহাদুভিক্ষ হইল, দেশের
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।