* G ; 8 – do 1 ] ৪ লোকদের জন্য খাদ্য দ্রব্য কিছুই রহিল না। পরে নগর এক স্থানে ভগ্ন হইল, আর সমস্ত যোদ্ধ। রাত্রিতে রাজার উদ্যানের নিকটস্থ দুই প্রাচীরের মধ্যবৰ্ত্তী দ্বারের পথ দিয়া পলায়ন করিল ; তখন কলদায়ের নগরের বিরুদ্ধে চারিদিকে ছিল। তার { রাজা আরাব৷ ৰ তলভূমির পথে গেলেন। কিন্তু কলুদায়দের সৈন্ত রাজার পশ্চাৎ দোডিয়া গিয়া যিরাহের তলভূমিতে তাহাকে ধরিয়া ফেলিল, তাহাতে তাহার সকল সৈন্ত ৬ তাহার নিকট হইতে ছিন্নভিন্ন হইল। তখন তাহার রাজাকে ধরিয়া রিক্লাতে বাবিল-রাজের নিকটে লইয়া গেল : পরে তাহার প্রতি দণ্ডাজ্ঞা হইল । ৭ তাহার। সিদিকিয়ের সাক্ষাতেই তাহার পুত্ৰগণকে বধ করিল, এবং সিদিকিয়ের চক্ষু উৎপাটন করিল ও তাহাক শৃঙ্খলে বদ্ধ করিয়া বাবিলে লইয়। গেল । ৮ পরে পঞ্চম মাসে, মাসের সপ্তম দিনে, বাবিল-রাজ নবুখদনিৎসরের উনবিংশ বৎসরে, বাবিল-রাজের দাস নবৃষরদন নামক রক্ষকসেনাপতি যিরশালেমে আসি৯ লেন ; তিনি সদাপ্রভুর গৃহ ও রাজবাটী পোড়াইয়া দিলেন, যিরূশালেমের সকল গৃহ, বৃহৎ বৃহৎ অট্টালি১• কাও আগুন দিয়া পোড়াইয়। দিলেন । আর সেই রক্ষকসেনাপতির অনুগামী কল্দীয় সমস্ত সৈন্ত যিরূ১১ শালেমের চারিদিকে প্রাচীর ভাঙ্গিয়া ফেলিল। আর রক্ষকসেনাপতি নবুষরদন নগরের অবশিষ্ট লোকfদগক ও যাহার পক্ষান্তরে গিয়াছিল, বাবিল-রাজের পক্ষ হইয়াছিল, তাহাদিগকে এবং অবশিষ্ট সাধারণ ১২ লোকদিগকে বন্দি করিয়া লইয়া গেলেন । কেবল দ্রাক্ষাক্ষেত্র পালন ও ভূমি কর্ষণার্থে রক্ষকসেনাপতি কতকগুলি দীন দরিদ্র লোককে দেশে রাগিলেন । আর সদাপ্রভুর গৃহের পিত্তলময় দুই স্তম্ভ ও সদাপ্রভুর গৃহের পাঠ সকল ও পিত্তলময় সমুদ্রপাত্র কলদীয়ের খণ্ড খণ্ড করিয়া, সে সকল পিত্তল বাবিলে ১৪ লইয়া গেল ; আর স্থালী, হাতী, কর্তরী ও চমস, আর ১৪ সমস্ত পরিচষ্যার্থক পিত্তলময় পত্রি লইয়া গেল। আর অঙ্গারধানী ও বাটি সকল, স্বর্ণময় পাত্রের স্বর্ণ ও রৌপ্যময় পাত্রের রৌপ্য, রক্ষকসেনাপতি লইয়৷ ১৬ গেলেন। যে দুই স্তম্ভ, এক সমুদ্র-পত্রি ও পীঠ সকল শলোমন সদাপ্রভুর গৃহর জন্ত নিৰ্ম্মাণ করিয়াছিলেন, ১৭ সে সকল পাত্রের পিত্তল অপরিমিত ছিল । তাহার এক স্তম্ভ আঠার হস্ত উচ্চ, ও তাহার উপরে পিত্তলময় এক মথল ছিল, আর সেই মাখল তিন হস্ত উচ্চ, এবং মাথলার উপরে চারিদিকে জল কায্য ও দা ডুম্বাকৃতি সকলই পিত্তলময় ছিল ; এবং জলকীয্য শুদ্ধ দ্বিতীয় স্তম্ভও চহার তুল্য ছিল। পcর রক্ষকসেনাপতি প্রধান যজক সরায়কে, দ্বিতীয় যাজক সফনয়কে ও তিন জন দ্বারপালকে ধরিলেন । రి >bo ২ রাজাবলি । ○ 8 ○ ১৯ আর তিনি নগর হইতে যোদ্ধাদের উপরে নিযুক্ত এক জন কৰ্ম্মচারীকে, এবং যাহার রাজার মুখদশন কারতেন, তাহদের মধ্যে নগরে প্রাপ্ত পাচ জন লোককে, আর লেখককে. দেশের লোক সংগ্রহকারী সেনাপতিকে এবং নগরে প্রাপ্ত দেশীয় ষাইট জনকে ধরি২• লেন । নবৃষরদন রক্ষকসেনাপতি তাহাদিগকে ধরিয়া ২১ fরবলাতে বাবিল-রাজের কাছে লইয়। গেলেন। তার বাবিল-রাজ হমাৎ দেশস্থ রিল্লাতে তাহাদিগকে আঘাত করিয়া বধ করিলেন । এইরূপে যিছুদ আপন দেশ হইতে বন্দি হইয়। নীত হইল । যিহুদা দেশে যে লোকের অবশিষ্ট রহিল, যাহাদিগকে বাবিল-রাজ নবুখদনিৎসর রাখিয়া গিয়াছিলেন, তাহাদের উপরে তিনি শাফনের পৌত্র তাহৗকামের ২৩ পুত্র গদলিয়কে শাসনকৰ্ত্ত নিযুক্ত করিলেন। পরে বাবিল-রাজ গদলিয়কে শাসনকৰ্ত্ত করিয়াছেন, এই কথা শুনিয়া সেনাপতিগণ ও তাঁহাদের লোকেরা, অর্থাৎ নথনিয়ের পুত্র ইশ্মায়েল, কারেয়ের পুত্র যোহানন, নটোফাতীয় তলস্থমতের পুত্র সরায়, ও মাথার্থীয়ের পুত্ৰ যাসনিয় এবং তাহদের লোকেরা ২৪ মিস্পাতে গদলিয়ের নিকটে আসিলেন । আর গদলিয় তাহদের কাছে ও তাহদের লোকদের কাছে দিব্য করিয়া কহিলেন, তোমরা কল্দীয়দের দাসগণ হইতে ভীত হইও না : দেশে বাস করিয়া বাবিল-রাজের ২৫ দাসত্ব স্বীকার কর, তোমাদের মঙ্গল হইবে । কিন্তু সপ্তম মাসে রাজবংশজাত হলীশামার পৌত্ৰ নথনিয়ের পুত্র ইশ্মায়েল ও তাহার সঙ্গী দশ জন আসিলেন, আর গদলিয়কে এবং যে বিহুদীর ও কল্দীয়েরা তাহার সহিত মিস্পাতে ছিল, তাহাদিগকে আঘাত করিয়া ২৬ বধ করিলেন। পরে ছোট বড় সমস্ত লোক ও সেনাপতিগণ উঠয় মিসরে গেলেন, কেননা তাহার কলুদীয়দের হইতে ভীত হইলেন। পরে যিছুদা-রাজ যিহোয়ার্থীনের বন্দিত্বের সাইত্রিশ বৎসরে, দ্বাদশ মাসে, মাসের সাতাইশ দিবসে, বাবিল-রাজ হবিল মরোদক যে বৎসরে রাজত্ব করিতে আরস্ত করেন, সেই বৎসরে তিনি যিহুদা-রাজ যিহেয়া২৮ থীনের মস্তক কারাগার হইতে উঠাইলেন । তার তিন তাহাকে প্রীতিবাক্য কহিয়, তাহার সহিত বাবিলে যত রাজা ছিলেন, সকলের আসন হইতে ২৯ তাহার আসন উচ্চে স্থাপন করিলেন। আর ইনি আপন কারাবাসের বস্ত্র পরিবর্তন করিলেন, এবং যাবজ্জীবন প্রতিনিয়ত তাহার সম্মখে ভোজন পান ৩০ করিতে লাগিলেন । তাহার দিনপাতের জন্তা রাজার আজ্ঞাতে তাহাকে নিয়ত বৃত্তি দেওয়৷ যচিত, তাহার সমস্ত জীবন ব্যাপিয় তাহাকে দিনের উপযুক্ত দ্রব্য প্রতিদিন দেওয়৷ যাহত । &R 을 345
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।