পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বংশাবলির প্রথম খণ্ড । আদমের বংশাবলি । 5 আদিম, শেখ, ইনেশ, কৈনন, মহললেল, যেরদ, হনোক, মথুশেলহ, লেমক, নোহ, শেম, হাম, ও যে ফৎ । ৫ ফেফতের সন্তান—গোমর, মাগোগ, মাদয়, যবন, ৬ তুবল, মেশক ও তীরস। গোমরের সন্তান—অস্কিনস, ৭ দফৎ ও তোগম। যবনের সন্তান—ইলীশ, তশীশ, কিত্তাম ও রোদানম ৷ ৮ হামের সন্তান-কুশ, মিসর, পূট ও কনান । ৯ কুশের সন্তান—সব, হবীল, সপ্ত, রয়ম ও সপ্তক। ১• রয়মীর সন্তান—শিব ও দদান । নিম্রোদ কুশের পুত্র ; তিনি পৃথিবীতে পরাক্রমী হইতে লাগিলেন। ১১ আর লুদায়, অনামীয়, লহাৰীয়, নধুহীয়, পথোষীয়, ১২ পলেষ্টীয়দের আদিপুরুষ কসূলুহীয়, এবং কপ্তোরীয়, ১৩ এই সকল মিসরের সন্তান । এবং কনানের জ্যেষ্ঠ ১৪ পুত্র সীদেন, তাহার পর হেৎ, যিবুৰীয়, ইমোরীয়, ১৫,১৬ গির্গশীয়, হিন্দ্রীয়, অকীয়, সাঁনীয়, অৰ্বদীয়, সমা রীয় ও হস্তীয় । ১৭ শেমের সন্তান—এলম, অশূর, অফক্ষদ, লুদ ও ১৮ অরাম এবং উষ, হ্রল, গেথর ও মেশেক। আর অফকষদ শেলহের জন্ম দিলেন, ও শেলহ এবরের ১৯ জন্ম দিলেন । এবরের দুই পুত্র, একটর নাম পেলগ [বিভাগ ] কেনন তৎকালে পৃথিবী বিভক্ত হইল : ২• তাহীর ভ্রাতার নাম যক্তন । তার যক্তন অলুমোদদ, ২১ শেলফ, হৎসর্মবৎ, যেরহ, হদোরাম, উসল, দিকু, এবল, ২২.২৩ অবমায়েল, শিবা, ওফার, হবীলা ও যোববের জন্ম দিলেন । ইহারা সকলে যক্তনের সন্তান । ২৪.২৫ শেম, অর্ফকৃষদ, শেলহ, এবর, পেলগ, রিয়ু, ২৬,২৭ সরূগ, নাহোর, তেরহ, তীব্রাম, অর্থাৎ অব্রাহাম । ২৮ অব্রাহীমের পুত্র ইসহাক ও ইশ্মায়েল । ২৯ তাহদের বংশাবলি এই । ইশ্মায়েলের জ্যেষ্ঠ পুত্ৰ ৩০ নবায়োৎ, পরে কেদর, অদবেল, মিক্সম, মিশুম, দূম, ৩১ মস, হদদ, তেম, যিটুর, নাফীশ ও কেদম ; ইহার ইশ্মায়েলের সন্তান । অব্রাহীমের উপপত্নী কটরার গর্ভজাত সন্তান— সিস্ত্রণ, যকৃষণ, মদান, মিদিয়ন, যিশবক ও শূহ। ৩৩ যক্ষণের সন্তান–শিব ও দদান। মিদিয়নের সন্তান— ঐফ. এফর, হনোক, আবীদ ও ইল্দায় ; ইহার সকলে কটুরার সন্তান। অব্রাহামের পুত্র ইসহাক। ইস্হাকের পুত্ৰ—এষেী ও ইস্রায়েল । ○ネ ○8 ৩৫ এৰোঁর সন্তান-ইলীফস, রূয়েল, যিযুশ, যালম ও ৩৬ কোরহ। ইলীফসের সন্তান—তৈমন, ওমার, সফী, ৩৭ গয়িতম, কনস, তিম্ন ও অমালেক। রয়েলের সন্তান— নহৎ, সেরহ, শৰ্ম্ম ও মিস । ৩৮ সেয়ারের সন্তান—লোটন, শোবল, সিবিয়োন, অনা, ৩৯ দিশোন, এৎসর ও দীশন। লোটনের সন্তান—হোরি ৪০ ও হোমম ; এবং তিম্না লোটনের ভগিনী । শোবলের সন্তান—তালিয়ন, মানহৎ, এবল, শফী ও ওনম । সিবি৪১ য়োনের সন্তান—তায় ও অনা । অনার সন্তান দিশোন। দিশোনের সন্তান-ইস্রণ, ইশ্ববন, যিত্রণ ও করাণ । ৪২ এৎসরের সন্তান—বিলহন, সাবন, যাকন। দৗশনের সন্তান—উষ ও অরাণ । ইস্রায়েল-সন্তানদের উপরে কোন রাজা রাজত্ব করিবার পূৰ্ব্বে ইহঁরা ইদোম দেশের রাজা ছিলেন ; বিয়োরের পুত্ৰ বেলা ; তাহার রাজধানীর নাম দিন৪৪ হাব । আর বেলা মরিলে পর তাহার পদে বস্ত্ৰী৪৫ নিবাসী সেরহের পুত্ৰ যোবব রাজত্ব করেন। আর যোবৰ মরিলে পর তৈমন দেশীয় হ্রশম তাহার পদে ৪৬ রাজত্ব করেন। আর হ্রশম মরিলে পর বদদের পুত্ৰ যে হদদ মোয়াব ক্ষেত্রে মিদিয়নকে আঘাত করিয়াছিলেন, তিনি তাহার পদে রাজত্ব করেন : তাহার ৪৭ রাজধানীর নাম আবীৎ ছিল । আর হদদ মরিলে পর ৪৮ মস্ত্রেকা-নিবাসী সম তাহার পদে রাজত্ব করেন । তার সম মরিলে পর | ফরাৎ ] নদীর নিকটবৰ্ত্তা রহোবোৎ৪৯ নিবাসী শোল তাহার পদে রাজত্ব করেন। আর শেীল মরিলে পর অক্বোরের পুত্র বালু-হীনন তাহার পদে ৫• রাজত্ব করেন। আর বাল্‌-হানন মরিলে পর হদদ তাহার পদে রাজত্ব করেন ; তাহার রাজধানীর নাম পায়, ও ভাৰ্য্যার নাম মহেটবেল ; সে মটেদের কন্যা ৫১ ও মেষাহবের দৌহিত্রী । পরে হদদ সরিলেন। ইদোমের দলপতিদের নাম ; দলপতি তিম্ন, দলপতি আলিয়া, ৫২ দলপতি যিথেৎ, দলপতি অহলীবামা, দলপতি এল, ৫৩ দলপতি পীনোন, দলপতি কনস, দলপতি তৈমন, ৫৪ দলপতি মিসর, দলপতি মগ্‌দায়েল, দলপতি ঈরম ; ইহার ইদোমের দলপতি । R ইস্রায়েলের পুত্ৰগণ এই ; রূবেণ, শিমিয়ান, লেবি ও যিহ্ৰদ, ইষীখর ও সবুলুন, দান, যোষেফ ও বিদ্যমান, নপ্তালি, গাদ ও আশের । যিহুদার বংশাবলি । ও যিহদার সন্তান—এর, ওনন ও শেল , তাহার এই তিন পুত্র কনানীয়। বৎ-শুয়ার গর্ভে জন্মিয়াছিল। 8 ○ 346