পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ; 8ー○ ; や l ] যিহুদার জ্যেষ্ঠ পুত্র এর সদ।প্রভুর দৃষ্টিতে দুষ্ট হওয়াতে ৪ তিনি তাহাকে মারিয়া ফেলিলেন । পরে যিহুদার পুত্রবধু তামর তাহার ঔরসে পেরসকে ও সেরহকে ৫ প্রসব করিল : সৰ্ব্বশুদ্ধ যিহদার পাচ পুত্র । পেরসের ৬ সন্তান-হিন্ত্রোণ ও হামুল । সেরহের সন্তান–শিস্ত্রি, এখন, হেমন, কল্কোল ও দার, সকলে পাচ জন । ৭ কমির পুত্র আখর বর্জিত দ্রব্যের বিষয়ে সত্যলজঘন ৮ করিয়৷ ইত্ৰায়েলের কণ্টক হইয়াছিল। এথনের পুত্ৰ ৯ অসরিয়। আর হিঘোণের ঔরসজাত পুত্র বিরহমেল, ১৪ রাম, ও কলুবায়। রামের সন্তান অক্ষ্মীনাদব, ও অল্পীনাদবের পুত্ৰ যিহ্ৰদ-সন্তানগণের অধ্যক্ষ নহশোন । ১১ আর নইশোনের পুত্র সল্মোন, ও সলমোনের পুত্র ১২ বোয়স। বোয়সের পুত্র ওবেদ ও ওবেদের পুত্র যিশয় । ১৩ যিশয়ের জ্যেষ্ঠ পুত্র ইলীয়াব, দ্বিতীয় অবদানব, তৃতীয় ১৪, ১৫ শৰ্ম্ম, চতুর্থ নথনেল, পঞ্চম রাদয়, ষষ্ঠ ওৎসম, সপ্তম ১৬ দাযুদ। আর তাহদের ভগিনী সরীয় ও অবগল। সরূয়ার পুত্ৰ—অবাশয়, যোয়াব ও অসাহেল, তিন ১৭ জন। আর অবগলের পুত্র আমাসা ; সেই আমাসার ১৮ পিতা ইশ্মায়েলীয় যেখর। আর হিষোণের পুত্র কালেব আপন স্ত্রী অস্তুবার গৰ্ত্তে ও ফিরিয়োতের গৰ্ত্তে কয়েকটী সন্তানের জন্ম দিল । অস্তুবার পুত্ৰগণ এই ; যেশর, ১৯ শে বব ও অর্দোন। পরে অস্তুবা মরিলে কালেব ইক্রাথাকে বিবাহ করিল, সে তাহার ঔরসে হরকে প্রসব ২• করিল। ইরের পুত্র উরি, উরির পুত্র বৎসলেল । ২১ পরে হিঘোণ গিলিয়দের পিতা মার্থীরের কস্তার কাছে গমন করিল , ষাইট বৎসর বয়সে সে তাহাকে বিবাহ করিল, তাহাতে সে স্ত্রী তাহার ঔরসে সগুবকে প্রসব ২২ করিল। সগুবের পুত্র যায়ীর, গিলিয়দ দেশে তাহার ২৩ তেইশটা নগর ছিল। আর গণুর ও অরাম তাহদের হইতে যায়ীরের গ্রাম সকল হরণ করিল, এবং তৎসঙ্গে কনাৎ ও তাহার উপনগর সকল, অর্থাৎ ষাইট নগর [ লইল ] । ইহারা সকলে গিলিয়দের পিতা মার্থীরের ২৪ সন্তান। হিষোণ কালেব-ইক্ৰাথায় মরিলে পর হিষোণের স্ত্রী অবিয়া তাহার জন্ত তকোয়ের পিতা অস্ত্রকে প্রসব করিল। ২৫ হিষোণের জ্যেষ্ঠ পুত্ৰ যিরহমেলের এই সকল সন্তান ; জ্যেষ্ঠ পুত্র রাম, পরে বুনা, ওরণ, ওৎসম ও অহিয়। ২৬ আটার নামে যিরহমেলের অন্য এক স্ত্রী ছিল, সে ২৭ ওনমের মত। যিরহমেলের জ্যেষ্ঠ পুত্র রামের সন্তান— ২৮ মাষ, যমীন ও একর। ওনমের সন্তান শৰ্ম্ময় ও যাদা, ২৯ এবং শম্ময়ের সন্তান নাদব ও অবশুর। অবশুরের স্ত্রীর নাম অবীহয়িল ; সে তাহার ঔরসে আহবান ও ৩০ মোলাদকে প্রসব করিল । নাদলের সন্তান সেলদ ও ৩১ অল্পয়িম, কিন্তু সেলদ অপুত্ৰক হইয়। মরিল । অল্পয়িমের পুত্র যিশী, ও যিশীর পুত্র শেশন, ও শেশনের ৩২ পুত্র অহলয়। শম্ময়ের ভ্রাত। যাদার সন্তান যেথর ও ৩৩ যোনাথন ; যেখর অপুত্ৰক হইয়৷ মরিলেন । যোনাথনের পুত্ৰ পেলৎ ও সাস । ইহার যিরহমেলের সন্তান । ১ বংশাবলি । ○ 8 ° ৩৪ শেশনের পুত্র ছিল না, কেবল কন্যা ছিল, আর ৩৫ যাহা নামে শেশনের এক মিস্ট্রীয় দাস ছিল। পরে শেশন আপনার দাস যাহঁীর সহিত আপন কন্যার বিবাহ দিল, আর সে তাহার ঔরসে অত্তয়কে প্রসব ৩৬ করিল। অক্তয়ের পুত্ৰ নাথন, নাথনের পুত্ৰ সবিদ ৩৭,৩৮ সাবদের পুত্ৰ ইফলল, ইফললের পুত্র ওবেদ ; ওবে৩৯ দের পুত্র যেহু, যেহুর পুত্র অসরিয় ; অসরিয়ের পুত্ৰ ৪• হেলস, হেলসের পুত্র ইলীয়াসী; ইলীয়াসার পুত্র সিস্৪১ ময়, সিস্ময়ের পুত্ৰ শলুম ; শল্লমের পুত্ৰ যিকমিয়, ও যিকমিয়ের পুত্র ইলীশাম । যিরহমেলের ভ্রাত। কলেবের সন্তান ; তাহার জ্যেষ্ঠ পুত্র মেশা, সে সীফের পিতা , এবং হিত্ৰোণের পিত। ৪৩ মারেশার সন্তানগণ । আর হিত্ৰোণের সন্তান—কোরহ, ৪৪ তপূহ, রেকম ও শেম । শেমার পুত্র যাকয়মের পিত। ৪৫ রহম। রেকমের পুত্ৰ শৰ্ম্ময় । আর শম্ময়ের পুত্ৰ ৪৬ মায়োন, এবং মায়োন বৈৎ-স্বরের পিতা । আর কালেবের উপপত্নী ঐফ হারণকে, মোৎসাকে ও গাসেসকে ৪৭ প্রসব করিল, এবং হারণের সন্তান গাসেস । আর যেহদয়ের সন্তান রেগম,যোগম, গেসন, পেলট, ঐফ ও ৪৮ শফি । কলেবের উপপত্নী মাথা শেবরকে ও তির্কনঃকে ৪৯ প্রসব করিল। আরও সে মদ্বমন্নার পিতা শাফকে এবং মকবেনার ও গিবিয়ার পিতা শিবাকে প্রসব করিল : আর কালেবের কন্যার নাম অক্ষী । ৫• কালেবের এই এই সন্তান ; ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র ৫১ বিনহুর ; কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবল ; বৈৎলেহমের পিতা শল্ম, বৈৎ-গাদেরের পিতা হারেফ । ৫২ আর কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবলের পুত্র হরোয়া, ৫৩ মনুহোতের অৰ্দ্ধাংশ। আর কিরিয়ৎ-যিয়ারীমের গোষ্ঠী; যিত্রীয়, পূর্ণীয়, শুমার্থীয় ও মিশ্রায়ীয়গণ, ইহাদের হইতে ৫৪ সরার্থীয় ও ইষ্টয়োলীয়ের উৎপন্ন হইল। শল্মের সন্তান বৈৎ-লেহম ও নটোফাতীয়গণ, অটোৎ-বেৎ-যোয়াব, ও ৫৫ মনহতীয়দের অৰ্দ্ধাংশ, সরায়ীয় । আর যাবেষ-নিবাসী লেখকদের গোষ্ঠী, তিরিয়ার্থীয়গণ, শিমিয়থীয়গণ, সুখাথীয়গণ ইহার কানীয় গোষ্ঠী, রেখবকুলের পিত। হম্মতের বংশজাত । O , H এই সকল পুত্র হিত্ৰোণে জন্মিল, জ্যেষ্ঠ পুত্র অম্নোন, সে যিন্ত্রিয়েলীয়া অহীনোয়মের গৰ্ত্তজাত ; দ্বিতীয় দানিয়েল, সে কর্মিলীয়া অবীগলের ২ গৰ্ত্তজাত ; তৃতীয় অবশালোম, সে গঙ্গুরের তল্ময় রাজার কন্য। মাখার গর্ভজাত : চতুর্থ আদোনিয়, সে ৩ হগীতের গর্ভজাত ; পঞ্চম শফটিয়, সে অবটলের গৰ্ত্তজাত ; ষষ্ঠ যিত্রিয়ম, সে তাহার ভাৰ্য্য৷ ইয়ার গৰ্ত্ত৪ জাত। হিত্ৰোণে তাহার ছয় পুত্র জন্মে, এবং দায়ুদ সেই স্থানে সাত বৎসর ছয় মাস রাজত্ব করেন, পরে ৫ যিরশালেমে তেত্রিশ বৎসর রাজত্ব করেন। আর তাহার এই সকল পুত্র বিরূশালেমে জন্মে ; শিমিয়, শোবব, নাথন ও শলোমন, এই চারি জন অস্মীয়েলের ৬ কন্য। বৎ-শুয়ার সন্তান। আর যিভর, ইলশাম, 8ミ 347