৮ ; ৩৭ – ৯ ; ৩৩ । ] ৩৭ মোৎসী । মোৎসার পুত্র বিনিয়া, তাহার পুত্র রফায়, ৩৮ তাহার পুত্র ইলীয়াস, তাহার পুত্র আৎসেল। আSসেলের ছয় পুত্র ; তাহদের নাম এই এই ; অস্ত্রীকাম, বোখরা, ইশ্মায়েল, শিয়ারয়, ওবদিয় ও হানান ; ইহার। ৩৯ সকলে আৎসেলের সন্তান। আর তাহার ভ্রাত এশকের সন্তান –জ্যেষ্ঠ পুত্র উলম, দ্বিতীয় যিয়ুশ ও তৃতীয় ৪• এলীফেলট। আর উলমের পুত্ৰগণ বলবান বীর ও ধনুৰ্দ্ধর ছিল, এবং তাহদের পুত্র পৌত্র অনেক ছিল, এক শত পঞ্চাশ জন; ইহারা সকলে বিস্তামীন 한3I || > এইরূপে সমস্ত ইস্রায়েলের বংশাবলি লিখিত হইল, আর দেখ, তাহ ইস্রায়েলের রাজগণের পুস্তকে লিখিত রহিয়াছে। পরে যিহদার লোকের আপনাদের সত্যলঙ্ঘন প্রযুক্ত বন্দি হইয়া বাবিলে নীত হইল । যিরশালেম-নিবাসীদের তালিকা । ২ আপনাদের নানা নগরে যাহার প্রথমে আপন আপন অধিকারে বসতি করিল, তাহার। এই,— ৩ ইস্রায়েল, যাজকগণ, লেবীয়গণ, ও নর্থীনীয়গণ । আর যিস্থদ-সন্তানগণের, বিস্তামীন-সন্তানগণের এবং ইফয়িম ও মনঃশি-সন্তানগণের মধ্যে এই লোকের ৪ যিরশালেমে বাস করিতে লাগিল। উথয়, তিনি অস্ট্রীহদের পুত্র, ইনি অস্ত্রির পুত্র, ইনি ইম্রির পুত্র, ইনি বানির পুত্র, ইনি যিহুদার পুত্র পেরসের সন্তান৫ দের মধ্যে এক জন । শীলোনীয়দের মধ্যে জ্যেষ্ঠ ৬ অসায় ও তাহার সন্তানগণ । সেরহের সন্তান-দর মধ্যে যুয়েল ও তাহদের ভ্রাতৃগণ, ইহার ছয় শত নব্বই ৭ জন। বিদ্যাম ন-সন্তানগণর মধ্যে মশুল্লমের পুত্র সল্প, ৮ মশুল্লম হোদবিয়ের পুত্র, ইনি হস্নুয়ের পুত্র। আর যিরোহমের পুত্র যিনিয় ও মিথির পেত্র উযির পুত্র এল, এবং যিবনিয়ের প্রপৌত্র রূ-য়লের পৌত্র শফটি৯ য়ের পুত্র মণ্ডল্লম : ইহার ও ইহাদের ভ্রাতৃগণ আপন আপন বংশ অনুসারে নয় শত ছাপান্ন জন । ইহার সকলে আপন আপন পিতৃকুলের মধ্যে কুলপতি ছিল । ১০ যাজকদের মধ্যে যিদরিয়, যিহোয়ারীব ও যার্থীন : ১১ আর ঈশ্বরের গৃহের অধ্যক্ষ যে অহাঁটুব, তাহার অতিবৃদ্ধ প্রপৌত্র মরয়োতের বৃদ্ধ প্রপৌত্র সাদোকের প্রপৌত্র মশুল্লমের পেত্র হিন্ধিয়ের পুত্র অসরিয় : ১২ আর মস্কিয়ের প্রপৌত্র পশহরের পৌত্ৰ যিরোহমের পুত্ৰ আদায় ; এবং ইন্মেরের অতিবৃদ্ধপ্রপৌত্র মশিল্পমীতের বুদ্ধপ্রপৌত্র ম শুল্লমের প্রপৌত্ৰ যহসেরার ১৩ পৌত্র অদ য়েলের পুত্র মাসয় ; ইহার ও ইহাদের ভ্রাতৃগণ এক সহস্ৰ সাত শত যাইট জন ; ইহার আপন আপন পিতৃকুলের পতি এবং ঈশ্বরের গৃহের ১৪ সেবাকর্ম সম্পাদনে আতি দক্ষ লোক । আর লেীয়দের মধ্যে মরারিবংশজাত হশবিয়ের প্রপৌত্র অস্ত্রীকামের о. т. 23 ] ১ বংশাবলি । S) (t &) ১৫ পৌত্র হশুবের পুত্র শময়িয় ; আর বকলকর, হেরশ ও গালল, এবং আসফের প্রপৌত্র লিখির পেত্র মাথার ১৬ পুত্ৰ মত্ত নয় ; আর যিদূথুনের প্রপৌত্র গালােলর পৌত্র শময়িয়ের পুত্র ওবদিয় ; আর নটোফাতীয়দের পল্লীতে বাসকারী হস্কানার পৌত্র আসার পুত্র বেরিথিয় । ১৭ আর দ্বারপাল শলুম, অকুব, টলমান, তাইমান এবং তাহীদের ভ্রাতৃগণ, ইহাদের মধ্যে শলুম প্রধান । ১৮ ইহার এ যাবৎ পূর্বদিক্স্থিত রাজদ্বারে থাকিত, ১৯ ইহারাই লেবি-সন্তানদের শিবিরের দ্বারপাল। আর শলুম কোরহের প্রপৌত্র হবীয়াসফের পৌত্র কোরির পুত্র ; সে ও তাহার পিতৃকুলজাত কোরহীয় ভ্রাতৃগণ সেবকৰ্ম্ম সম্পাদনে নিযুক্ত হইয়া, তাম্বুর দ্বার সকলের রক্ষক হইল। আর তাহদের পিতৃপুরুষেরা সদাপ্রভুর শিবিরে নিযুক্ত হইয়। প্রবেশস্থানের রক্ষক হইল : ২০ পুরাকালে ইলিয়াসরের পুত্ৰ পীনহস তাহদের অধ্যক্ষ ২১ ছিলেন, এবং সদাপ্রভু তাহার সহবত্তী ছিলেন । মশেলেমিয়ের পুত্র সঙ্গরিয় সমাগম-তাম্বর দ্বাররক্ষক ছিল । ২২ সৰ্ব্বশুদ্ধ দ্বারপালের কার্য্যাথে মনোনীত এই লোকের। দুই শত বার জন ; তাহদের গ্রামসমূহে তাহদের বংশাবলি লিখিত হইয়াছিল। দারুদ ও শমুয়েল দর্শক তাহাদিগকে তাহদের নিরূপিত কায্যে নিযুক্ত ২৩ করিয়াছিলেন । অতএব তাহারা ও তাঁহাদের সন্তানের সদাপ্রভুর গৃহের অর্থাৎ তাম্বুযুহের দ্বারপালের কৰ্ম্মে ২৪ প্রহরে প্রহরে নিযুক্ত হইত। এই দ্বারপালের পূর্ব ও ২৫ পশ্চিম, উত্তর ও দক্ষিণ চারিদিকে থাকিত । আর তাহাদের গ্রামস্থ ভ্রাতৃগণকে সময়ে সময়ে সপ্তাহের নিমিত্তে আসিয় তাহদের সঙ্গে থাকিতে হইত । ২৬ কেনন। ঐ চারি জন প্রধান দ্বারপাল লেবীয়, তাহার নিরূপিত কাধ্যে নিযুক্ত, এবং ঈশ্বরের গৃহের কুঠরী ও ২৭ ভাণ্ডার সকলের অধ্যক্ষ ছিল । তার তাহারা ঈশ্বরের গুহের চতুদিকে রাত্রি যাপন করিত ; কেনন। তাহাদের প্রতি রক্ষার ভার ছিল ; এবং তাহাদিগকেই ২৮ প্রতিদিন প্রাতে দ্বার খুলিতে হইত। আর তাহদের কতক লোক সেবাকস্মার্থক পাত্র সকল রক্ষা করিতে নিযুক্ত ছিল, তার সে সকল সংখ্যানুসারে ভিতরে লইয়। যাওয়া ও সংখ্যানুসারে বাহিরে আনা হহত । ২৯ আর তাহদের কতক লোক পত্র সকল, পবিত্র স্থানের সমস্ত পত্রি, এবং স্বজী, দ্রাক্ষারস, তৈল, কুন্দুরু ৩০ ও সুগন্ধি দ্রব্যের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিল । বাজ কসন্তানদের মধ্যে কয়েক জন সুগন্ধি দ্রব্যের মিষ্টান্ন ৩১ প্রস্তুত করিত। লেবীয়দের মধ্যে কোরহীয় শলুমের জ্যেষ্ঠ পুত্ৰ মত্তথিয় পক্কান্ন সকলের তত্ত্বাবধানে নিরূ৩২ পিত কার্য্যে নিযুক্ত ছিল । আর তাহাদের জ্ঞাতি কহতীয়দের সন্তানগণের মধ্যে কতক লোক প্রতিবিশ্রামবারে দর্শন-রুটী প্রস্তুত করিতে নিযুক্ত ছিল । ৩৩ কিন্তু লেৰীয়দের পিতৃকুলপতি যে গায়কগণ, তাহার। কুঠরীতে [থাকতেন, এবং অন্ত কাৰ্য্য হইতে মুক্ত ছিলেন ; কেননা তাহার। দিবারাত্র আপনাদের কায্যে 353
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।