NVA 8 ৩৪ ব্যাপৃত থাকিতেন। ইহঁরা আপন আপন বংশানুসারে লেীয়দের পিতৃকুলপতি, প্রধান লোক ; ইহার যিরূশালেমে বসতি করিতেন । শৌলের বংশাবলি ও মৃত্যু। ৩৫ আর গিবিয়োনের পিতা যিয়ীয়েল গিবিয়োনে বাস ৩৬ করিতেন, তাহার স্ত্রীর নাম মাখ। তাহার জ্যেষ্ঠ পুত্ৰ ৩৭ অব্দোন, পরে স্বর, কাশ, বাল, নের, নাদব, গাদোর, ৩৮ অহিয়ে, সখরিয় ও মিক্লোৎ। মিক্লোতের পুত্র শিমিয়াম ; ইহঁরাও আপনাদের ভ্রাতৃগণের সম্মুখে যিরশালেমে আপন ভ্রাতৃগণের কাছে বাস করিতেন । ৩৯ আর নেরের পুত্র কৗশ, কীশের পুত্র শেীল, শেলের পুত্র যোনাথন, মন্ধীশুয়, অবনদিব ও ইশবাল। ৪০ যোনাথনের পুত্র মরীব-বলি, মরীবৃ-বালের পুত্র মাথ । ৪১ মীথীর সন্তান–পিথোন, মেলক, তহরেয় {ও আহস] । ৪২ আহসের পুত্র যারঃ, যারের পুত্র আলেমৎ, অস্মাবৎ ও ৪৩ সিম্রি, এবং সিম্রির পুত্র মোৎসা, মোৎসার পুত্র বিনিয়া, তাহার পুত্র রফায়, তাহার পুত্র ইলায়াস, তাহার পুত্র ৪৪ অংসেল । তাৎসেলের ছয় পুত্র, তাহীদের নাম এই এই ; অস্ত্রীকাম, বোখরা, ইশ্মায়েল, শিয়ারয়, ওবাদয় ও হানান ; ইহার তাৎসেলের সন্তান । S. a পলেষ্টয়ের ইস্রায়েলের সহিত যুদ্ধ করিয়াছিল, আর ইস্রায়েলের লোকের পলেষ্টীয়দের সন্মুথ হইতে পলায়ন করিল, এবং গিল্বোয় পৰ্ব্বতে আহত ২ হইয়। পড়িতে লাগিল। আর পলেষ্টীয়ের শেলের ও তাহার পুত্ৰগণের পশ্চাৎ পশ্চাৎ তাড়া করিল ; এবং পলেষ্টয়ের যোনাথন, অবনদব ও মন্ধী-শূয়কে, ৩ শেলের পুত্রদিগকে, বধ করিল। পরে শেলের বিরুদ্ধে ঘোরতর সংগ্রাম হইল, আর ধনুৰ্দ্ধরেরা তাহার লাগাইল পাইল ; সেই ধনুৰ্দ্ধরদের হইতে শোল ত্রাস৪ যুক্ত হইলেন। আর শেীল আপন অস্ত্রবাহককে কহিলেন, তোমার খড়গ খুল, উই দ্বারা আমাকে বিন্ধ কর ; নতুবা কি জানি, ঐ আচ্ছিন্নত্বকের আসিয়া আমার অপমান করিবে । কিন্তু তাহার অস্ত্রবাহক তাহা করিতে চাহিল নী, কারণ সে অতিশয় ভীত হইয়াছিল ; অতএব শেল তাহার খড়গ লইয়। আপনি ৫ তাহার উপরে পড়িলেন। আর শেীল মরিয়াছেন দেখিয় তাহার অস্ত্রবাহকও আপন খড়েগর উপরে ৬ পড়িয়৷ মরিল । এই প্রকারে শোল, ও তাহার তিন পুত্র মারা পড়েন, তাহার সমস্ত পরিজন একসঙ্গে ৭ মারা পড়েন। পরে যে সকল ইস্রায়েল লোক তলভূমিতে ছিল, তাহার। যখন দেখিতে পাইল যে, লোকের পলায়ন করিয়াছে, এবং শৌল ও তাহার পুত্ৰগণও মরিয়াছেন, তখন তাহারা আপনাদের নগর সকল পরিত্যাগ করিয়া পলায়ন করিল ; আর পলেষ্টীয়ের আসিয়৷ সেই সকল নগরে বাস করিতে লাগিল । ১ বংশাবলি । [ > ; 98ー > > 3 a l ৮ পরদিন পলেষ্টীয়ের নিহত লোকদের সজ্জদি খুলিয়া লইতে আসিয়া গিল্বোয় পৰ্ব্বতে পতিত ৯ শেলকে ও তাহার পুত্রদিগকে দেখিতে পাইল। তখন তাহার। তাহার সজ্জা খুলিয় তাহার মুণ্ড ও সজ্জা লইল, এবং আপনাদের দেব-প্রতিমাদিগকে ও লোকদিগকে শুভবাৰ্ত্ত জ্ঞাপনার্থে পলেষ্টীয়দের দেশের ১০ সৰ্ব্বত্র প্রেরণ করিল। পরে তাহার সজ্জা আপনাদের দেবালয়ে রাখিল, এবং তাহার মুণ্ড দাগোন দেবের ১১ গৃহে টাঙ্গাইয়া দিল। পরে যখন যাবেশ-গিলিয়দের সমস্ত লোক শৌলের প্রতি কৃত পলেষ্টীয়দের সেই সমস্ত ১২ কৰ্ম্মের সংবাদ পাইল, তখন সমস্ত বিক্রমশালী লোক উঠিল, এবং শৌলের দেহ ও তাহার পুত্ৰগণের দেহ তুলিয়া যাবেশে লইয়া আসিয়া তাহদের অস্থি যাবেশস্থ এল বৃক্ষের তলে পুতিয়া রাখিল। পরে সাত দিবস উপবাস করিল। ১৩ এইরূপে শোল সদাপ্রভুর বিরুদ্ধে কৃত সত্যলঙ্ঘন হেতু মরিলেন ; কারণ তিনি সদাপ্রভুর বাক্য পালন করেন নাই ; আবার তিনি অনুসন্ধান জন্য ভূতড়িয়ার ১৪ কাছে মন্ত্রণ জিজ্ঞাসা করিয়াছিলেন, সদাপ্রভুর কাছে অনুসন্ধান করেন নাই ; তজ্জন্ত তিনি তাহাকে বধ করিলেন, এবং রাজ্য হস্তান্তর করিয়৷ যিশয়ের পুত্ৰ দায়ুদকে দিলেন। দায়ুদের রাজ্যাভিষেক । SS ಡಿ ইস্রায়েল হিব্রাণে দাযুদের নিকটে একত্র হুহয়। কাহল, দেখুন, তামরা আপনকার ২ অস্থি ও মাংস ৷ পূবব যখন শেল রাজ ছিলেন, তখনও আপনিই ইস্রায়েলকে বাহিরে লইয়া যাইতেন ও ভিতরে আনিতেন ; আর আপনকার ঈশ্বর সদাপ্রভু আপনাকে বলিয়াছিলেন, তুমিই আমার প্রজ ইস্রায়েলকে চরাইবে ও তুমিই আমার প্রজ ইস্রায়েলের ৩ নায়ক হইবে । এইরূপে হস্রায়েলের প্রাচীনের সকলে হিব্রাণে রাজার নিকটে আসিলেন ; তাহাতে দায়ুদ হিব্ৰোণে সদাপ্রভুর সাক্ষাতে তাহদের সহিত নিয়ম করিলেন, এবং শমূয়েলের দ্বারা কথিত সদাপ্রভুর বাক্যানুসারে তাহার দায়ুদকে ইস্রায়েলের উপরে রাজ-পদে অভিষেক করিলেন । ৪ পরে দায়ুদ ও সমস্ত ইস্রায়েল যিরশালেমে অর্থাৎ যিবুষে গেলেন ; দেশ-নিবাসী যিবুৰীয়ের সেই স্থানে ৫ ছিল । তাহাতে যিবৃষের নিবাসীরা দায়ুদকে কহিল, তুমি এই স্থানে প্রবেশ করিতে পাইবে না। তথাপি দায়ুদ সিয়েনের দুর্গ হস্তগত করিলেন ; তাছাই দায়ুদ৬ নগর। আর দায়ুদ বলিলেন, যে কেহ প্রথমে যিবুৰীয়দিগকে আঘাত করবে, সে প্রধান ও সেনাপতি হইবে ; তাহাতে সরূয়ার পুত্র যোয়াব প্রথমে উঠিয় ৭ যাওয়াতে প্রধান হইলেন। পরে দায়ুদ সেই দুর্গে বসতি করিলেন, তজ্জন্ত লোকেরা তাহার নাম দায়ুদ 354
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।