পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > ; レー> * ; R 1] ৮ নগর রাখিল । আর তিনি চারিদিকে অর্থাৎ মিল্লো অবধি চারিদিকে নগর গাথিলেন, এবং যোয়াব নগ ৯ রের অবশিষ্ট স্থান সারিয়া তুলিলেন। পরে দায়ুদ উত্তরোত্তর মহান হইয়া উঠিলেন ; কারণ বাহিনীগণের সদাপ্রভু তাহার সহবৰ্ত্তী ছিলেন। দায়ুদের বীরগণের ও র্তাহার পক্ষীয় ইস্রায়েলীয়দের বর্ণনা । দায়ুদের বীরগণের মধ্যে এই এই ব্যক্তি প্রধান ; ইস্রায়েলের সম্বন্ধে সদাপ্রভুর বাক্যানুসারে দায়ুদকে রাজ। করণার্থে ইহঁরা সমস্ত ইস্রায়েলের সহিত তাহার ১১ রাজত্বে তাহার প্রবল সহকারী হইলেন। দায়ুদের বীরগণের সংখ্যা এই : এক জন হক্মোনীয়ের পুত্ৰ যাশবিয়াম ত্রিশ জনের মধ্যে প্রধান ছিলেন ; তিনি তিন শত লোকের উপরে আপন বড়শী চালাইয়া ১২ তাহাদিগকে এককালে বধ করিয়াছিলেন । তাহার পরে অহোহীয় দোদের পুত্র ইলিয়াসর,তিনি বীরত্রয়ের ১৩ এক জন। তিনি পস্-দম্মীমে দায়ুদের সঙ্গে ছিলেন। পলেষ্টীয়ের তথায় যুদ্ধার্থে একত্র হইয়াছিল ; আর তথায় এক খণ্ড ক্ষেত্র যবে পরিপূর্ণ ছিল ; আর লোকের পলেষ্টীয়দের সম্মুখ হইতে পলায়ন করিল। ১৪ তাহার। সেই ক্ষেত্রমধ্যে দাড়াইয় তাহ উদ্ধার করিলেন ও পলেষ্টীয়দিগকে বধ করিলেন, আর সদাপ্রভু মহানিস্তার সাধন করিলেন । আর ত্রিশ জন প্রধানের মধ্যে তিন জন শৈলে, অদুল্লম গুহাতে, দাযুদের নিকটে আসিলেন ; তখন পলেষ্টীয়দের সৈন্তাগণ রফায়াম তলভূমিতে শিবির ১৬ স্থাপন করিয়াছিল। আর দায়ুদ তখন দুর্গম স্থানে ছিলেন ; এবং পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদল তখন ১৭ বৈৎলেইমে ছিল। পরে দায়ুদ পিপাসাতুর হইয়৷ কহিলেন, হয় । কে আমাকে বৈৎলেহমের দ্বারনিকটস্থ কুপের জল আনিয়া পান করিতে দিবে ? ১৮ তাহাতে ঐ তিন জন পলেষ্টীয়দের সৈন্ত্যমধ্য দিয়া গিয়া বৈৎলেহমের দ্বারনিকটস্থ কূপের জল তুলিয়া লইয় দায়ুদের নিকটে আনিলেন, কিন্তু দায়ুদ তাহ পান করিতে সন্মত হইলেন না, সদাপ্রভুর উদ্দেশে ঢালিয়৷ ১৯ ফেলিলেন, আর কহিলেন, হে আমার ঈশ্বর, এমন কৰ্ম্ম যেন আমি না করি। আমি কি এই মনুষ্যদের রক্ত পান করিব, যাহার প্রাণপণ করিয়াছে ? ইহারা ত প্রাণপণপূর্ববক এই জল আনিয়াছে। অতএব তিনি তাহ পান করিতে সম্মত হইলেন না। ঐ বীরত্রয় এই সকল কাৰ্য্য করিয়াছিলেন । তার যেtয়াবের ভ্রাতা অবীশয় তিন জনের মধ্যে প্রধান ছিলেন ; তিনি তিন শত লোকের উপরে আপন বড়শী চালাইয় তাহাদিগকে বধ করিলেন, ও ২১ তিন জনের মধ্যে খ্যাতনামা হইলেন। এই তিন জনের মধ্যে অন্ত দুই জন হইতে তিনি অধিক ময্যদা 3 o > * Rరి ১ বংশাবলি । 3) Ф. Ф. পন্ন ছিলেন, তার তাহদের সেনাপতি হইলেন, তথাচ ২২ [প্রথম] তিন জনের তুল্য ছিলেন না । আর কবৃ সেলীয় এক বীরের পৌত্ৰ যিহোয়দার পুত্র যে বনায় অনেক বিক্রম-কাৰ্য্য করিয়াছিলেন, তিনি মোয়াবীয় অরিয়েলের দুই পুত্রকে বধ করিলেন : তদ্ভিন্ন তিনি হিমানীর সময়ে গিয়া গর্তের মধ্যে একটা সিংহকে ২৩ মারিলেন । আর তিনি পাচ হস্ত দীর্ঘ বৃহৎকায় এক মিশ্রীয়কে বধ করিলেন ; ঐ মিশ্ৰীয়ের হস্তে তন্তুবায়ের নরাজের স্থায় এক বড়শী ছিল, ইনি আর এক দণ্ড হস্তে করিয়া তাহার কাছে গিয়া সেই মিশ্ৰীয়ের হস্ত হইতে বড়শাটী কড়িয়া লইয়। তাহারই বড়শী দ্বারা ২৪ তাহাকে বধ করিলেন । যিহোয়দার পুত্র বনায় এই সকল কাৰ্য্য করিলেন, তাহাতে তিনি তিন জন বীরের ২৫ মধ্যে খ্যাতনামা হইলেন । দেখ, তিনি ঐ ত্রিশ জন অপেক্ষ মৰ্য্যাদাপন্ন, কিন্তু [প্রথম তিন জনের তুল্য ছিলেন না; দায়ুদ তাহাকে আপন রক্ষিসেনার অধ্যক্ষ করিলেন । ২৬ সৈন্তবর্গের বীর্য্যবান লোকদের নাম। যোয়াবের ২৭ ভ্রাতা অসাহেল, বৈৎলেইমস্থ দোদের পুত্র ইলুহানন, ২৮ হরোরীয় শস্মোৎ, পলোনীয় হেলস, তকোয়ীয় ইক্কেশের ২৯ পুত্র ঈরা, অনাথোতীয় অবীয়েযর, হ্রশাতীয় সিক্লখয়, ৩০ অহোহীয় ঈলয়, নটোফাতীয় মহরয়, নটোফাতীয় ৩১ বানার পুত্ৰ হেলদ, বিদ্যামীন-সন্তানগণের গিবিয়া৩২ নিবাসী রাবয়ের পুত্ৰ ইথয়, পিরিয়াথোনীয় বনায়, ৩৩ গাশ উপত্যক-নিবাসী হ্রয়, অববতীয় অবয়েল, ৩৪ বাহরূমীয় অসমীবৎ, শালবোনীয় ইলিয়হবঃ, গিষো৩৫ ণীয় হাষেমের পুত্ৰগণ, হররীয় শাগির পুত্ৰ যোনাথন, ৩৬ হুরারীয় সাথরের পুত্র অহীয়াম, উরের পুত্র ইলীফাল, ৩৭ মখেরাতীয় হেফর, পলোনীয় অহিয়, কমলীয় হিষে, ৩৮ ইম্বয়ের পুত্র নারয়, নাথনের ভ্রাতা যোয়েল, হগ্রির ৩৯ পুত্র মিভর, অন্মোনীয় সেলক, সরূয়ার পুত্ৰ যোয়াবের ৪০ অস্ত্রবাহক বেরোতীয় নহরয়, যিত্রীয় ঈর, যিত্রীয় ৪১ গারেব, হিৰ্ত্তীয় উরিয়, অহলয়ের পুত্ৰ সবিদ, রূবেণীয় ৪২ শীষার পুত্ৰ অদীন, তিনি রূবেণীয়দের এক জন প্রধান ৪৩ ছিলেন, ও তাহার সঙ্গে ত্ৰিশ জন ছিল, মাথার ৪৪ পুত্ৰ হানান, মিত্নীয় যোশাফট, অষ্টরোতীয় উষিয়, অরোয়েরীয় হোখমের দুই পুত্র, শাম ও যিয়ীয়েল, ৪৫ শিস্ত্রির পুত্ৰ যিদীয়েল ও তাহার ভ্রাতা তীর্ষীয় যোহা, ৪৬ মহকীয় ইলীয়েল, ইলুনামের দুই পুত্ৰ যিরৗবয় ও ৪৭ যোশবিয়, মোয়াবীয় যিৎম, ইলীয়েল, ওবেদ ও মসো বায়ীয় যাসীয়েল । ১২ . সময়ে দায়ুদ কাশের পুত্র শেলের ভয়ে অবরুদ্ধ থাকিতেন, তৎকালে এই সকল লোক সিক্লগে দায়ুদের নিকটে আসিয়াছিলেন ; তাহার যুদ্ধে তাহার সহকারী বীরগণের মধ্যে ছিলেন। ২ তাহারা ধনুৰ্দ্ধর এবং দক্ষিণ ও বাম উভয় হস্ত দ্বারা ফিঙ্গার প্রস্তর ও ধনুৰ্ব্বাণ ক্ষেপণে নিপুণ ছিলেন ; তাহার শেলের জ্ঞাতি বিদ্যমানীয় লোক 355