পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ; >・一8> 1] ঈশ্বর তোমাদের পিতার পশুধন লইয়া আমাকে ১• দিয়াছেন। পশুদের গৰ্ত্তধারণকালে আমি স্বপ্নে চক্ষু তুলিয়৷ দেখিলাম, আর দেখ, পালের মধ্যে স্বীপশুদের উপরে যত পুংপশু উঠিতেছে, সকলেই রেখাঙ্কিত, ১১ বিন্দুচিহ্নিত ও চিত্রবিচিত্র। তখন ঈশ্বরের দূত স্বপ্নে আমাকে বলিলেন, হে যাকোব ; আর আমি ১২ কহিলাম, দেখুন, এই আমি। তিনি বলিলেন, তোমার চক্ষু তুলিয়া দেখ, স্ত্রীপশুদের উপরে যত পুংপশু উঠিতেছে, সকলেই রেখাঙ্কিত, চিত্রাঙ্গ ও চিত্রবিচিত্র ; কেননা, লাবন তোমার প্রতি যাহা ১৩ যাহা করে, তাহ৷ সকলই আমি দেখিলাম। যে স্থানে তুমি স্তম্ভের অভিষেক ও আমার নিকটে মানত করিয়াছ, সেই বৈথেলের ঈশ্বর আমি ; এখন উঠ, এই দেশ ত্যাগ করিয়া আপন জন্মভূমিতে ফিরিয়া যাও। ১৪ তখন রাহেল ও লেয়া উত্তর করিয়া তাহাকে কহিলেন, পিতার বাটীতে আমাদের কি আর কিছু ১৫ অংশ ও অধিকার আছে ? আমরা কি তাহার কাছে বিদেশিনীরূপে গণ্য নহি ? তিনি ত আমাদিগকে বিক্রয় করিয়াছেন এবং আমাদের রৌপ্য আপনি ভোগ ১৬ করিয়াছেন। ঈশ্বর আমাদের পিতা হইতে যে সকল ধন হরণ করিয়াছেন, সে সকলই আমাদের ও আমাদের সন্তানদের। অতএব ঈশ্বর তোমাকে যাহা কিছু বলিয়াছেন, তুমি তাঁহাই কর। ১৭ তখন যাকোব উঠিয়া আপন সন্তানগণ ও স্ত্রীদিগকে ১৮ উটে চড়াইয় আপনার উপাজ্জিত পশ্বাদি সকল ধন, অর্থাৎ পদন-অরামে যে পশু ও যে সম্পত্তি উপার্জন করিয়াছিলেন, তাহ লইয়। কনান দেশে আপন পিতা ইস্হাকের নিকটে যাত্রা করিলেন। ১৯ তৎকালে লাবন মেষলোম ছেদন করিতে গিয়াছিলেন ; তখন রাহেল আপন পিতার ঠাকুরগুলাকে হরণ করি২০ লেন । আর যাকোব আপন পলায়নের কোন সংবাদ ২১ না দিয়া আরামীয় লাবনকে বঞ্চন করিলেন। তিনি আপনার সৰ্ব্বস্ব লইয়। পলায়ন করিলেন, এবং উঠিয়৷ {ফরাৎ] নদী পার হইয়৷ গিলিয়দ পৰ্ববত সম্মুখে রাখিয়৷ | ২২ পরে তৃতীয় দিনে লাবন যাকোবের পলায়নের ২৩ সংবাদ পাইলেন, এবং আপন কুটুম্বদিগকে সঙ্গে লইয় সাত দিনের পথ তাহার পশ্চাৎ ধাবমান হইলেন, ও ২৪ গিলিয়দ পৰ্ব্বতে তাহার দেখা পাইলেন । কিন্তু ঈশ্বর রাত্রিতে স্বপ্নযোগে আরামীয় লাবনের নিকটে উপস্থিত হইয় তাহাকে কহিলেন, সাবধান, যাকোবকে ভাল মন্দ কিছুই বলিও না। লাবন যখন যাকোবের দেখা পাইলেন, তখন যাকোবের তাম্বু পৰ্ব্বতের উপরে স্থাপিত ছিল ; তাহাতে লাবনও কুটুম্বদের সহিত গিলিয়দ পৰ্ব্বতের উপরে ২৬ তাম্বু স্থাপন করিলেন। পরে লাবন যাকোবকে কহি লেন, তুমি কেন এমন কৰ্ম্ম করিলে ? আমাকে বঞ্চন করিয়া আমার কন্যাদিগকে কেন খড়গধূত বন্দিগণের ২৫ আদিপুস্তক। ९ *ी ২৭ স্থায় লইয়া আসিলে ? তুমি আমাকে বঞ্চনা করিয়া কেন গোপনে পলাইলে ? কেন আমাকে সংবাদ দিলে না ? দিলে আমি তোমাকে আহলাদ ও গান এবং তবলের ও বীণার বাদ্য পুরঃসর বিদায় করিতাম। ২৮ তুমি আমার পুত্ৰ কন্যাগণকে চুম্বন করিতেও আমাকে দিলে না ; এ অজ্ঞানের কৰ্ম্ম করিয়াছ । ২৯ তোমাদের হিংসা করিতে আমার হস্ত সমর্থ ; কিন্তু গত রাত্রিতে তোমাদের পৈতৃক ঈশ্বর আমাকে কহিলেন, সাবধান, যাকোবকে ভাল মন্দ কিছুই বলিও না। ৩০ এখন পিত্রালয়ে যাইবার আকাঙ্ক্ষায় মানবদন হওয়াতে তুমি যাত্রা করিলে বটে ; কিন্তু আমার দেবতাদিগকে ৩১ কেন চুরি করিলে ? যাকোব লাবনকে উত্তর করিলেন, আমি ভীত হইয়াছিলাম ; কারণ ভাবিয়াছিলাম, পাছে আপনি আম৷ হইতে আপনার কন্যাগণকে বলে ৩২ কাড়িয়া লন। আপনি যাহার কাছে আপনার দেবতাদিগকে পাইবেন, সে বাচিবে না। আমাদের কুটুম্বদের সাক্ষাতে অন্বেষণ করিয়া আমার কাছে আপনার যাহ আছে, তাহ লউন। বাস্তবিক যাকোব জানিতেন ৩৩ ন যে, রাহেল সেগুলী চুরি করিয়াছেন। তখন লাবন যাকোবের তাম্বুতে ও লেয়ার তাম্বুতে ও দুই দাসীর তাম্বুতে প্রবেশ করিলেন, কিন্তু পাইলেন না। পরে তিনি লেয়ার তাম্বু হইতে রাহেলের তাম্বুতে প্রবেশ ৩৪ করিলেন। কিন্তু রাহেল সেই ঠাকুরগুলাকে লইয়া উষ্ট্রের গদীর ভিতরে রাখিয়া তাহদের উপরে বসিয়াছিলেন ; সেই জন্ত লাবন তাহার তাম্বুর সকল স্থান ৩৫ হাতড়াইলেও তাহাদিগকে পাইলেন না। তখন রাহেল পিতাকে কহিলেন, কৰ্ত্তা, আপনার সাক্ষাতে আমি উঠিতে পারিলাম না, ইহাতে বিরক্ত হইবেন না, কেননা আমি স্ত্রীধৰ্ম্মিণী আছি। এইরূপে তিনি অন্বেষণ করিলেও সেই ঠাকুরগুলাকে পাইলেন না । তখন যাকোব ক্রুদ্ধ হইয়। লাবনের সহিত বিবাদ করিতে লাগিলেন । যাকোব লাবনকে কহিলেন, আমার অধৰ্ম্ম কি, ও আমার পাপ কি যে, তুমি প্রজ্বলিত হইয়। আমার পশ্চাৎ পশ্চাৎ দৌড়িয়া ৩৭ আসিয়াছ ? তুমি আমার সকল সামগ্ৰী হাতড়াইয়। তোমার বাটীর কোন দ্রব্য পাইলে ? আমার ও তোমার এই কুটুম্বদের সাক্ষাতে তাহ রাখ, ইহার ৩৮ উভয় পক্ষের বিচার করুন। এই বিংশতি বৎসর আমি তোমার নিকটে আছি ; তোমার মেধীদের কি ছাগীদের গর্ভপাত হয় নাই, এবং আমি তোমার পালের ৩৯ মেষদিগকে খাই নাই ; বিদীর্ণ মেষ তোমার নিকটে অনিতাম না ; সে ক্ষতি আপনি স্বীকার করিতাম ; দিনে কিম্ব রাত্রিতে যাহা চুরি হইত, তাহার পরিবর্ত ৪০ তুমি আম হইতে লইতে। আমার এরূপ দশা হইত, আমি দিবাতে উত্তাপের ও রাত্রিতে শীতের গ্রাসে পতিত হইতাম ; নিদ্রা আমার চক্ষু হইতে দূরে পলায়ন ৪১ করিত। এই বিংশতি বৎসর আমি তোমার বাটীতে । ○○ 27