পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So V o স্তবগান করেন, কেনন তাহার দয়। অনন্তকালস্থায়ী । ৪২ আর উচ্চধ্বনির নিমিত্ত তুরী ও করতাল এবং ঈশ্বরীয় সঙ্গীতের নিমিত্ত বাদ্যযন্ত্র বাজাইতে হেমন ও যিদূখুন উহাদের সঙ্গী, এবং যিদুখুনর পুত্ৰগণ দ্বারপাল ৪৩ হইলেন। পরে সমস্ত লোক আপন আপন গৃহে প্রস্থান করিল ; এবং দায়ুদ আপন পরিজনদিগকে আশীৰ্ব্বাদ করুণার্থে ফিরিয়৷ অসিলেন । ঈশ্বরের প্রতিজ্ঞা হেতু দায়ুদের কৃতজ্ঞতা প্রকাশ । Šፃ পরে দায়ুদ যখন আপন গৃহে বাস করিতে লাগিলন, তখন তিনি নাথন ভাববাদীকে কহিলেন, দেখুন, আমি এরসকাম্ভের গৃহে বাস করিতেছি, কিন্তু সদপ্রভূর নিয়ম সিন্দুক যবনিকার অন্তরালে ২ বাস করিতে ছ। নাথন দায়ুদকে কহিলন, যাহা কিছু আপনকার মনে আছে, তাহাই করুন, কেননা ঈশ্বর আপনকার সহ বৰ্ত্তী । ৩ কিন্তু সেই রীত্রিত ঈশ্বরের এই বাক্য নাথনের ৪ নিকটে উপস্থিত হইল, তুমি যাও, আমার দাস দাৰুদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আমার ৫ জন্ত বসতি-গৃহ নিৰ্ম্মাণ করবে না। ইস্রায়েলকে বাহির করিয়া আনিবার দিন হইতে আদ্য পয্যন্ত আমি ত কোন গৃহে বাস করি নাই, কিন্তু এক তাম্ব হইতে অন্ত তাম্বুতে ও এক আবাস হইতে [অন্ত ৬ আবাসে ] গিয়াছি । সমস্ত ইস্রায়েলের মধ্যে সকল স্থানে আমার যাতায়াত কালে আমি যাহাকে আমার প্রজাদিগের পালনের ভর দিয়াছিলাম, ইস্ত্ৰীয়েলের এমন কোন বিচারকত্তাকে কি কখনও এই কথা বলিয়াছি যে, তোমরা কেন আমার জন্ত এরসকাঠের ৭ গৃহ নিৰ্ম্মাণ কর নাই ? তাতএব এখন তুমি আমার দাস দায়ুদকে এই কথা বলিবে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমার প্রজ ইস্রায়েলের নায়ক করিবার জন্ত আমিই তোমাকে মেষবাথান হইতে ও ৮ মেষের পশ্চাৎ হইতে গ্রহণ করিয়াছি। আর তুমি যে কোন স্থানে গমন করিয়াছ, সেই স্থানে তোমার সহবত্ত থাকিয় তোমার সম্মুখ হইতে তোমার সমস্ত শক্রকে উcচ্ছদ করি ছি, আর আমি তোমার নাম ৯ পৃথিবস্থ মহাপুরুষদের নামের মত করিব। আর আমি আপন প্রজ। ইস্রায়েলের জন্তু একটা স্থান নিরূপণ করিব, ও তাহাদিগকে রোপণ করিব ; যেন তাহার। আপনাদের সেই স্থানে বাস করে, এবং আর বিচলিত ১০ ন হয় ; দুষ্ট লোকের। তাহাদিগকে আর নষ্ট করবে ন, যেমন পুৰ্ব্ব করিত, এবং যে অবধি আমি তাপন প্রজ। ইস্রায়েলের উপরে বিচারকত্ত্বগণকে নিযুক্ত করিয়াছিলাম, সেই অবধি যেমন হইত। আর তামি তোমার সমস্ত শক্রকে নত করিব। আরও তোমাকে কহিতেছি, তোমার জন্ত সদাপ্রভু এক কুল * নিৰ্ম্মাণ

  • (ইত্ৰী ) গৃহ ।

১ বংশাবলি । [ > ७ ; 8२ - > १ ; २& ! ১১ করিবেন। আর তোমার দিন সম্পূর্ণ হইলে যখন তোমাকে আপন পিতৃলোকদের নিকটে যাইতে হইবে, তখন আমি তোমার পরে তোমার বংশকে, তোমার পুত্ৰগণের মধ্যে এক জনকে, স্থাপন করিব : ১২ এবং তাহার রাজ্য স্থির করিব । সেই আমার নিমিত্তে এক গৃহ নিৰ্ম্মাণ করিবে, এবং আমি তাহার সিংহাসন ১৩ চিরস্থায়ী করিব। আমি তাহার পিত হইব, ও সে আমার পুত্র হইবে ; এবং যে তোমার পূৰ্ব্বে ছিল, তাহা হইতে যেমন অপেন দয়া অপসারণ করিয়াছিলাম, তেমনি ইহা হইতে তাহ অপসারণ করিব না। ১৪ কিন্তু আমার গৃহে ও আমার রাজ্যে তাহাকে চিরকাল স্থির রীখিব, এবং তাহার সিংহাসন চিরস্থায়ী হইবে । ১৫ নাথন দায়ুদকে এই সমস্ত বাক্য অনুসারে ও এই সমস্ত দর্শন অনুসারে কথা কহিলেন । তখন দায়ুদ রাজা ভিতরে গিয় সদাপ্রভুর সম্মুখে বসিলেন, আর কহিলেন, হে সদাপ্রভু ঈশ্বর, আমি কে, আমার কুলই বা কি যে, তুমি আমাকে এ পর্য্যন্ত ১৭ আনিয়াছ ? আর হে ঈশ্বর, তোমার দৃষ্টিতে ইহাও ক্ষুদ্র বিষয় হইল ; তুমি আপন দাসের কুলের বিষয়েও হুদীর্ঘ কালের উদ্দেশে কথা কহিল, এবং হে সদাপ্রভু ঈশ্বর, আমাকে উচ্চপদস্থ মনুষ্যের শ্রেণীভুক্ত বলিয়া ১৮ জ্ঞান করিলে। তোমার দাসের প্রতি কৃত সম্মানের বিষয়ে দায়ুদ তোমাকে আর কি বলিবে ? তুমি ত ১৯ আপন দাসকে জ্ঞাত আছ। হে সদাপ্রভু, তুমি আপন দাসের নিমিত্তে, ও নিজ হৃদয় অনুসারে, এই সমস্ত মহৎ কার্য্য সাধন করিয়া | এই ] সমস্ত মহৎ কৰ্ম্ম ২• জ্ঞাত করিয়াছ । হে সদাপ্রভু, তোমার তুল্য কেহই নাই, ও তুমি ব্যতীত কেন ঈশ্বর নাই ; আমরা স্বকৰ্ণে যাহা যাহ শুনিয়াছি, তদনুসারে ইহ জানি} ২১ পৃথিবীর মধ্যে কোন একটা জাতি তোমার প্রজ ইস্রায়েলের তুল্য ? তুমি ঈশ্বর তাহাকে আপন প্রজী করিবার জন্ত মুক্ত করিতে গিয়াছিলে, যেন মিসর হইতে মুক্ত তোমার প্রজাবর্গের সম্মুখ হইতে জাতিগণকে তাড়াইয়া দিবার সময়ে মহৎ মহৎ ও ভয়ঙ্কর ২২ ভয়ঙ্কর কাব্য দ্বারা আপন নাম প্রতিষ্ঠত কর । তুমি ত তোমার প্রজ ইস্রায়েলকে চিরকালের জন্ত আপন প্রজ করিয়াছ ; আর হে সদাপ্রভু, তুমিই তাহদের ২৩ ঈশ্বর হইয়াছ। এখন হে সদাও ভু, তুমি আপন দাসের ও তাহার কুলের বিষয়ে যে বাক্য বলিয়াছ, তাহা চিরকালের জন্ত স্থিরীকৃত হউক : যেমন বলি২৪ য়াছ, তদনুসারে কর । তোমার নাম চিরকালের জন্য স্থিরীকৃত ও মহিমান্বিত হউক ; লোকে বলুক, বাহিনীগণের সদাপ্রভুই ইস্রায়েলের ঈশ্বর, ঈশ্রায়েলের পক্ষীয় ঈশ্বর, আর তোমার দাস দায়ুদের কুল তোমার ২৫ সাক্ষাতে স্বস্থির। বাস্তবিক, হে আমার ঈশ্বর, তুমি আমার জন্ত এক কুল উৎপন্ন করবে, এই কথা আপন দাসের কাছে প্রকাশ করিলে : এই কারণ তোমার কাছে এই প্রাথন করিতে তোমার দাসের S ఆ 360