○ や 8 কিন্তু সদাপ্রভুর জন্য যে গৃহ নিৰ্ম্মাণ করা যাইবে, তাহ৷ অতিশয় প্রতাপান্বিত হইবে, তাহার কীৰ্ত্তি ও যশ সৰ্ব্বদেশে ব্যাপিবে ; আমি এখন তাহার জন্য আয়োজন করিব । অতএব দায়ুদ আপন মৃত্যুর পূৰ্ব্বে প্রচুর দ্রব্যের আয়োজন করিলেন। ৬ পরে তিনি আপন পুত্ৰ শলেমনকে ডাকিয় ইস্রায়েলের ঈশ্বর সদাও ভুর জন্ত গৃহ নিৰ্ম্মাণ করিতে আজ্ঞ ৭ করিলেন। আর দায়ুদ আপন পুত্র শলোমনকে কহি লেন, আমার ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে গৃহ ৮ নিৰ্ম্মাণ করিতে আমারই মনস্থ ছিল ; কিন্তু সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, তুমি অনেক রক্তপাত করিয়াছ ও বড় বড় যুদ্ধ করিয়াছ ; তুমি আমার নামের উদ্দেশে গৃহ নিৰ্ম্মাণ করিবে না : কেনন। আমার সাক্ষাতে তুমি অনেক রক্ত মৃত্তিকাতে ৯ ঢালিয়াছ। দেখ, তোমার এক পুত্র জন্মিবে, সে বিশ্রামের মনুষ্য হইবে ; আমি তাহার চারিদিকের সকল শক্র হইতে তাহীকে বিশ্রাম দিব, কেননা তাহার নাম শলেমন [শান্ত ] হইবে, এবং তাহার সময়ে আমি ইত্ৰায়েলকে শান্তি ও নিৰ্ব্বিল্পত দিব । ১০ সেই আমার নামের জন্ত গৃহ নিৰ্ম্মাণ করিবে ; আর সে আমার পুত্ৰ হইবে, আমি তাহার পিতা হইব, এবং ইস্রায়েলের উপরে তাহার রাজসিংহাসন চির১১ কালের জন্ত স্থির করিব। এখন, হে আমার পুত্র, সদাপ্ৰভু তোমার সহবত্তী হউন, এবং তিনি তোমার বিষয়ে যেমন বলিয়াছেন, তদনুসারে তুমি কৃতকাৰ্য্য হও, ১২ ও তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহ নিৰ্ম্মাণ কর। কেবল সদা প্ৰভু তোমাকে বুদ্ধি ও বিবেচনা দিয়া ইস্রায়েলের বিষয় তোমাকে আজ্ঞা দিউন, বেন তুমি তোমার ১৩ ঈশ্বর সদা প্রভুর ব্যবস্থা পালন করিতে পার। সদাপ্রভু ইস্রায়েলের নিমিত্তে মোশিকে যে সকল বিধি ও শাসন দিয়াছেন, সে সমস্ত যত্বপূর্বক পালন করিলেই তুমি কৃতকাৰ্য্য হইবে ; তুমি বলবান হও, ও সাহস ১৪ কর, ভয় করিও না, নিরাশ হইও না। আর দেখ, আমি কষ্টের মধ্যে সদা প্রভুর গৃহের জন্ত এক লক্ষ তালন্ত স্বর্ণ ও দশ লক্ষ তালস্ত রৌপ্য এবং অপরিমেয় পিত্তল ও লৌহ প্রস্তুত করিয়াছি, বাস্তবিক তাহ। অপৰ্য্যাপ্ত ; আর কাঠ ও প্রস্তর প্রস্তুত করিয়liছ ; ১৫ এবং তুমি তারও প্রস্তুত করিতে পরিবে । আর তোমার কাছে অনেক শিল্পকার আছে, প্রস্তর ও কষ্ঠের ছেদক ও তৎকার্য্যকারী এবং সববপ্রকার কৰ্ম্মে ১৬ নিপুণ অনেক লোক আছে। স্বর্ণ, রৌপ্য, পিত্তল ও লৌহ অসংখ্য ; উঠ, কৰ্ম্ম কর, এবং সদা প্ৰভু তোমার সহবত্তী ইউন । ১৭ পরে দায়ুদ আপন পুত্র শলোমনের সাহায্য করিতে ইস্রায়েলের সমস্ত অধ্যক্ষকে আজ্ঞা করিলেন, ক হি২৮ লেন, তোমাদের ঈশ্বর সদlপ্রভু কি তোমাদের সহবত্তা নহেন ? তিনি কি সববদিকে তোমাদিগকে বিএাম দেন নাই ? তিনি ত দেশনিবাসী লোকদিগকে আমার ১ বংশাবলি । [ ९ ९ ; ७ – ९ ७ ; २० ॥ হাতে দিয়াছেন, এবং সদাপ্রভুর ও তাঁহার প্রজীবৃন্দের ১৯ সম্মুখে দেশ বশীভুত রহিয়াছে। এখন তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিতে আপন তাপন চিত্ত ও প্রাণ নিবেশ কর, আর উঠ, সদাপ্রভু ঈশ্বরের ধৰ্ম্মধাম নিৰ্ম্মাণ কর, যেন সদা প্রভুর নিয়ম-সিন্দুক ও ঈশ্বরের পবিত্র পাত্র সকল সেই গৃহে আনীত হয়, যাহাঁ সদাপ্রভুর নামের উদ্দেশে নিন্মাণ করা যাইবে। লেবীয়দের নির্দিষ্ট কৰ্ম্ম । ミ○ আর দায়ুদ বৃদ্ধ ও পূর্ণায়ু হইলেন ; এবং আপন পুত্র শলোমনকে ইস্রায়েলের উপরে রাজা করি২ লেন । তিনি হস্রায়েলের সমস্ত অধ্যক্ষকে এবং যাজক ৩ ও লেবীয়দিগকে একত্র করিলেন । তখন ত্রিশ ও তদপেক্ষ। অধিক বৎসর বয়স্ক লেবীয়ের গণিত হইল : ৪ মস্তক-গণনায় তাহারা আটত্রিশ সহস্র পুরুষ। তাহীদের মধ্যে চব্বিশ সহস্ৰ লোক সদাও ভুর গৃহের কাৰ্য্যের তত্ত্বাবধানে নিযুক্ত হইল, এবং ছয় সহস্ৰ লোক ৫ শাসনকৰ্ত্ত ও বিচারকর্তা, তার চারি সহস্ৰ লোক দ্বারপাল ; এবং দ্বায়ুদ প্রশংসার্থে যে সকল বাদ্যযন্ত্র নিৰ্ম্মাণ করেন, তাহ দ্বারা চারি সহস্ৰ লোক সদাপ্রভুর ৬ প্রশংসা করিত। আর দায়ুদ তাহাদিগকে গর্শোন, কহৎ ও মরারি, লেবির এই পুত্রদের বংশানুসারে নান। পালায় বিভক্ত করিলেন । ৭.৮ গে্রশনীয়দের মধ্যে লাদন ও শিমিয়ি । লাদনের সন্তান ; প্রধান ষিহীয়েল, অপর সেথম ও যোয়েল, ৯ তিন জন । শিমিয়ির সন্তান শলোমোৎ, হসীয়েল ও ১• হারণ, তিন জন; ইহার লাদনের পিতৃকুলপতি । আর শিময়র সন্তান যহৎ সীন, যিয়ুশ ও বরীয় ; শিমি১১ য়ির এই চারি সন্তান । তাহদের মধ্যে প্রধান যহৎ, ও দ্বিতীয় সীষ ; কিন্তু যিয়ুশের ও বরায়ের বহু সন্তান ছিল না, এ কারণ তাহার একত্র গণিত হইয়া এক পিতৃকুল হইল । ১২ কহাতের পুত্ৰ অম্রাম, যিস্হর, হিত্রোণ ও উষীয়েল, ১৩ চারি জন । তাম্রামের পুত্র হারোণ ও মোশি ; আর চিরকাল অতি পবিত্র বস্তু পবিত্র করুণার্থে, সদাপ্রভুর সম্মাথ ধূপদাহ, তাহার পরিচয্য। এবং তাহার নামে আশীৰ্ব্ববাদ করশাথে হারোণকে ও তাহার সন্তানগণকে ১৪ চিরকালের জন্য পৃথক্ করা গেল। কিন্তু ঈশ্বরের লোক ষে মোশি, তাহার পুত্ৰগণ লেবিবংশের মধ্যে ১৫ উল্লিখিত হইল । মোশির পুত্র গেশেম ও ইলীয়েষর । ১৬, ১৭ গেশোমের সন্তানদের মধ্যে শবুয়েল প্রধান । আর ইলীয়েষরের সন্তানদের মধ্যে রহfবয় প্রধান ছিল : এই ইলীয়েধরের আর পুত্র ছিল না, কিন্তু রহবিয়ের ১৮ সপ্তানগণ অতিশয় বহুসংখ্যক হইল। যিষহরের সন্তান১৯ দের মধ্যে শলেমাৎ প্রধান । হিব্রাণের পুত্রদের মধ্যে প্রধান যিfরয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল, ২• চতুৰ্থ যিকমিয়াম। উষায়েলের পুত্রদের মধ্যে প্রধান 364
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।