২৩ ; ২১ – ২৫ ; ১ । ] ২১ মাখা, ও দ্বিতীয় যিশিয়। মরারির পুত্র মহলি ও মূশি। ২২ মহুলির পুত্র ইলিয়াসর ও কীশ । ইলিয়াসর মরিলেন, তাহার পুত্র ছিল না, কেবল কয়েকট কন্যা ছিল, আর তাহদের জ্ঞাতি কীশের পুত্ৰগণ তাহাদিগকে ২৩ বিবাহ করিল। মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, তিন জন । এই সকলে তাপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান, বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যাহার নাম ও মস্তকানুসারে গণিত হইল, সদাপ্রভুর গৃহের সেবা২৫ কৰ্ম্ম করিত, ইহার তাহদের পিতৃকুলপতি । কেননা দারুদ কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদ প্রভু আপন প্রজাদিগকে বিশ্রাম দিয়াছেন, এবং তিনি চিরকালের ২৬ জন্ত যিরশালেমে বসতি করেন ; আর লেবীয়দিগকেও অদ্যাবধি তাiবাস কিম্বা তাহার সেবকৰ্ম্মথক পত্র ২৭ সকল আর বহিতে হইবে না। কারণ দায়ুদের শেষ আজ্ঞায় লেবির সন্তানদের মধ্যে বিংশতি বৎসর ও ২৮ ততোধিক বয়স্ক লোকের গণিত হইল। কেনন। ঈশ্বরের গৃহের সেবাকৰ্ম্মের জন্য তাহীদের পদ হারোণসন্তানদের অধীন : [ তাহ৷ এই এই বিযয় সম্বন্ধীয়, ] প্রাঙ্গণ ও কুঠরী সকল, পবিত্র বস্তু সকলের শুট করণ, ঈশ্বরের গৃহের সেবাকর্ম সম্পাদন, এবং দর্শন-রুট ও ভক্ষ্য-নৈবেদ্য, তাড়াশুন্ত সরুচাকলী এবং ভর্জনপাত্রে ভজিত দ্রব্য ও রন্ধ দ্রব্য, এই সকলের নিমিত্ত ময়দা, এবং সকল পরিমাণ ও তেল, আর সদা প্রভূর স্তবগান ও প্রশংসার্থে প্রতিপ্রাতঃকালে ও সন্ধ্যাকলে দণ্ডীয়মীন হওয়া ; এবং সদাপ্রভুর সম্মুখে প্রতিনিয়ত পালনীয় বিধিমতে বিশ্রামবারে, অমাবস্যায় ও পর্বে সদাপ্রভুর উদ্দেশে সংখ্যানুসারে হোমবলিদান করা ; ৩২ অরে তাহারা যেন সমাগম-তাম্বুর রক্ষণীয়, ও পবিত্র স্থানের রক্ষণীয়, এবং ঈশ্বরের গৃহের সেবক স্মর 돌8 Rసి Woo ○ン জন্য আপনাদের জ্ঞাতি হারোণ-সন্তানদের রক্ষণীয়। রক্ষা করে। ૨8 হারেীণ-সন্তানদের পালার কথা । হারোণের পুত্ৰ নাদব ও অবাহু, ইলিয়াসর ও ঈথমর । ২ কিন্তু নাদব ও অবীহ আপনাদের পিতার অগ্রে মার। পড়িল, এবং তাহদের পুত্র ছিল না ; অতএব ইলিয়া ৩ সর ও ঈখামর যাজক হইলেন । আর দায়ুদ এবং ইলিয়াসরের বংশজাত সাদেক ও ঈথমরের বংশজাত অহমেলক যাজক দিগকে সেবকৰ্ম্ম সম্বন্ধীয় আপন ৪ তাপন শ্রেণীতে বিভক্ত করিলেন । তাহীতে জন৷ গেল, পুরুষদের সংখ্যাত ঈথামরের সন্তানগণ অপেক্ষ। ইলিয়াসরের সন্তানগণের মধ্যে প্রধান লোক অনেক ; আর তাহাদিগকে এইরূপ বিভাগ করা হইল : ইলিয়াসরের সন্তানগণর মধ্যে যোল জন পিতৃকুলপতি, ও ঈথামরের সন্তানগণের মধ্যে আট জন পিতৃ৫ কুলপতি হইল। নিবিবশেষে গুলিবাট দ্বার। তাইদিগকে বিভাগ করা হইল, কেনন। ধৰ্ম্মধামের অধ্যক্ষগণ ও ঈশ্বরীয় অধ্যক্ষগণ ইলিয়াসর ও ঈথমর, উভয়ের ১ বংশাবলি । «$) ® ® ৬ সন্তানগণের মধ্য হইতে [ গৃহীত ] হইল। আর রাজার, অধ্যক্ষদের, সাদেক যাজকের, তবিয়াথরের পুত্ৰ তাহীমেলকের এবং যাজকীয় ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে লেবির বংশজাত নথ নলের পুত্র শময়িয় লেখক তাহদের নাম লিখিলেন ; ফলতঃ ইলিয়াসরের জন্য এক, ও ঈথামরের জন্ত এক পিতৃকুল গ্রহণ করা হহল । তপন প্রথম গুলিবাট যিহেয়ারীবের নামে উঠিল : ৮ দ্বিতীয় যিদয়িয়ের,তৃতীয় হরমের, চতুর্থ সিয়ের মের, ৯, ১০ পঞ্চম মল্কিয়ের, ষষ্ঠ মিয়ামীনের, সপ্তম হকোষের, ১১ অষ্টম অবিয়ের, নবম বেশুয়ের, দশম শখনিয়ের, একা১২.১৩ দশ ইলীয় শীলের, দ্বাদশ যাকমের, ত্রয়োদশ ১৪ হুপ্লের, চতুর্দশ যেশবাবের, পঞ্চদশ বিলগার, ষোড়শ ১৫ ইস্তেরের, সপ্তদশ হেৰীরের, অষ্টাদশ হপ্লিসেসের, ১৬,১৭ উনবিংশ পথাহুিয়ের, বিংশ যিহিস্কেলের, একবিংশ ১৮ যাঙ্গনের, দ্বাবিংশ গামূলের, ত্রয়োবিংশ দলায়ের, ১৯ চতুৰ্বিংশ মাসিয়ের (নামে উঠিল]। হস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অজ্ঞানুসারে তাহদের পিতা হারোণ কর্তৃক নিরূপিত যে তাহদের বিধান, তদনুসারে সদ, প্রভুর গৃহে উপস্থিত হইবার বিষয়ে তাহাদের সেবাকৰ্ম্মের জন্য এই শ্রেণী হইল । লেলির তাবশিষ্ট সন্তানদের কথা । তাম্রামের সন্তানদের মধ্যে শবুয়েল, শবুয়েলের সন্তানদের মধ্যে যেহ২১ দিয় । রহবিয়ের কথা ; রহবিয়ের সন্তানদের মধ্যে ২২ ফিশিয় প্রধান । যিষহরীয়দের মধ্যে শলোমোৎ ; ২৩ শলোমোতের সন্তানদের মধ্যে যহৎ। আর [হিব্ৰোণের] পুত্র যিরিয় প্রধান], দ্বিতীয় অমরিয়, তৃ তীয় যহসী২৪ য়েল, চতুর্থ যিকমিয়াম । উৰীয়েলের পুত্ৰ মখা : ২৫ মখার পুত্রদের মধ্যে শামীর । মীখার ভ্রাত। যিশয় : যিশিয়ের পুত্রদের মধ্যে সপরিয়। ২৬ মরারির পুত্র মহলি ও মূশি ; যাসিয়ের পুত্র বিনে । ২৭ মরারির সন্তান—যাসিয়ের পুত্র বিনে, শোইম, সন্ধুর ২৮ ও ইব্রি। মহলের পুত্র ইলিয়াসর, ইহার পুত্র ছিল না। ২৯,৩৯ কাশের কথা ; কীশের পুত্ৰ যিরহুমেল । মূশির পুত্ৰ মহলি, এদর ও ফিরেমোৎ । ইহারা আপন তাপন ৩১ পিতৃকুলানুসারে লেবির সন্তান। আপনাদের ভ্রাত। হরিণ-সন্তানদের স্তায় ইহারাও দায়ুদ রাজার, সাদোকের ও আহমেলকের এবং যাজকীয় ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে গুলিবাট করিল, অর্থাৎ প্রতিপিতৃ কুলের মধ্যে প্রধান লোক ও তাহার ছোট ভাই একই রূপ করিল। 을 ২০ গায়ক ও বাদকদের জন্ত নির্দিষ্ট কৰ্ম্ম । 業(て আর দায়ুদ ও সেনাপতিগণ সেবাকৰ্ম্মের জন্ত ১১ আসফের, হেমনের ও যদুগুনের কয়েকটা সন্তানকে পৃথক করিয়া বীণা, নেবল ও করতাল সহযোগে ভাবোক্তি গান করিবার ভার [ দিলেন] ; তাহদের 365
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।