○ や や ২ সেবকৰ্ম্মানুসারে কৰ্ম্মকারীদের সংখ্য। আসফের সন্তানদের কথা ; আসিফের সন্তান সন্ধুর, যোষেফ, নথমিয় ও অসারেল ; আসফের এই সন্তানগণ আসফের অধীন ছিল : ইনি রাজার অধীনে ভাবোক্তি ৩ কহিতেন। যিদুখনের কথা ; যিদুখুনের সন্তান – গদলিয়, সরী ও শিমিয়ি এবং যিশয়াহ, হশবিয় ও মত্তিথিয় ছয় জন ; ইহার বীণাবাদ্যে আপনাদের পিতা যিদুখনের অধীন ছিল, ইনি সদাপ্রভুর স্তব ও প্রশংসা ৪ দ্বারা ভাবোক্তি কহিতেন । হেমনের কথা : হেমনের সন্তান - বুঙ্কিয়, মত্তনিয়, উষীয়েল, শবুয়েল ও যিরীমোৎ, হননিয়, হননি, ইলীয়াথ, গিদলতি ও রোমামৃতী-এষর, যশবকাশ, মল্লোথি, হের্থীর, মহসী৫ য়োৎ। যে হেমন ঈশ্বরীয় বাক্য সম্বন্ধে রাজার দর্শক ছিলেন, উচ্চধ্বনিতে শৃঙ্গ বাজাইবার নিমিত্তে তাহার এই সকল সন্তান ছিল। ঈশ্বর হেমনকে চোঁদ পুত্র ও ৬ তিন কন্ত দিয়াছিলেন । ইহারা সকলে ঈশ্বরের গৃহের সেবাকৰ্ম্মের জন্ত করতাল, নেবল ও বীণা দ্বারা সদাপ্রভুর গৃহে গান করিবার জন্ত তাহদের পিতার অধান ছিলেন ; আসিফ, যিদুখন ও হেমন রাজার ৭ অধীন ছিলেন। সদাপ্রভুর উদেশে গীতগানে শিক্ষিত তাহার ও তাহদের ভ্রাতৃগণ সংখ্যায় সর্ববশুদ্ধ দুই শত অষ্টশী জন সঙ্গীতপারদর্শী লোক ছিল । ৮ পরে তাহার ছোট বড় এবং গুরু শিষ্য সকলে গুলিবাট দ্বারা আপন আপন রক্ষণীয় স্থির করিল। ৯ তার অসিফের জন্ত যোষেফের পক্ষে প্রথম গুলি উঠিল । দ্বিতীয় গদলিয়ের পক্ষে ; সে, তাহার ভ্রাতৃ১• গণ ও পুত্ৰগণ বার জন । তৃতীয় সকুরের পক্ষে ; ১১ তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার জন। চতুর্থ যিধির ১২ পক্ষে : তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার জন । পঞ্চম নখনিয়ের পক্ষে ; তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার জন । ১৩ ষষ্ঠ বুক্কয়ের পক্ষে ; তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার ১৪ জন। সপ্তম যিশারেলার পক্ষে ; তাহার পুত্ৰগণ ও ১৫ ভ্রাতৃগণ বার জন। অষ্টম যিশায়াহের পক্ষে ; তাহার ১৬ পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার জন। নবম মত্তনিয়ের পক্ষে ; ১৭ তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার জন। দশম শিমিয়ের ১৮ পক্ষে ; তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার জন। একাদশ অসরেলের পক্ষে ; তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ ১৯ বার জন । দ্বাদশ হশবিয়ের পক্ষে ; তাহার পুত্রগণ ২০ ও ভ্রাতৃগণ বার জন ; ক্রয়োদশ শবুয়েল , তাহার ২১ পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার জন। চতুদশ মত্তিখিয় ; ২২ তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার জন । পঞ্চদশ যিরে২৩ মোৎ ; তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার জন । ষোড়শ ২৪ হুনানিয় ; তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার জন। সপ্তদশ যশবকাশ ; তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার জন । ২৫ অষ্টাদশ হননি ; তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার জন। ২৬ উনবিংশ মল্লোথি ; তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার জন। ২৭ বিংশ হলায়াখা ; তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার জন। ২৮ একবিংশ হোর্থীর ; তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার ১ বংশাবলি । [文@; ミー R、S ; >お l ২৯ জন। দ্বাবিংশ গিদল্তি ; তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ ৩০ বার জন । ত্রয়োবিংশ মহসীয়োৎ : তাহার পুত্ৰগণ ও ৩১ ভ্রাতৃগণ বার জন। চতুৰ্ব্বিংশ রোমামৃতী-এঘর ; তাহার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ বার জন । দ্বারপাল প্রভৃতি কৰ্ম্মচারীদের নির্দিষ্ট কৰ্ম্ম । ર૭ দ্বারপালদের পালার কথা। কোরহীয়দের মধ্যে কোরির পুত্র মশেলাময় আসফ-বংশজাত লোক ২ ছিল । মশেলিমিয়ের সন্তান ; সখরিয় জ্যেষ্ঠ পুত্র, দ্বিতীয় যিদীয়েল, তৃতীয় সবদিয়, চতুর্থ যত্নীয়েল, ৩ পঞ্চম এলম, ষষ্ঠ যিহৌহানন, সপ্তম ইলিহৈনয় । ৪ আর ওবেদ-ইদোমের পুত্র ছিল ; শময়িয় জ্যেষ্ঠ পুত্র, দ্বিতীয় যিহোষাবদ, তৃতীয় যোয়াহ, চতুর্থ সাথর, পঞ্চম ৫ নখনেল, ষষ্ঠ অস্মীয়েল, সপ্তম ইষাথর, অষ্টম পিয়ুল্লতয় ; কেনন। ঈশ্বর তাহকে আশীৰ্ব্ববাদ করিয়াছিলেন। ৬ তাহার পুত্র শময়িয়েরও কতকগুলি পুত্র জন্মিল, তাহার। আপনাদের পিতৃকুলে কর্তৃত্ব করিল, কারণ ৭ তাহার বলবান বীর ছিল। শমরিয়ের পুত্র অৎনি, রফায়েল, ওবেদ, ইল্সবিদ, এবং ইলাহ্র ও সমথিয় নামে ৮ তাহার ভ্রাতার বীরপুরুষ ছিল । ইহারা সকলে ওবেদইদোমের সন্তান, ইহার, ইহাদের পুত্ৰগণ ও ভ্রাতৃগণ সেবকৰ্ম্মের জন্ত বীরপুরুষ ছিল। এই ওবেদ-ইদেী৯ মের বংশজাত বাষটি জন ছিল । আর মশেলিমিয়ের ১০ পুত্ৰগণ ও ভ্রাতৃগণ আঠার জন বীরপুরুষ ছিল। আর মরারি-বংশজাত হোষার পুত্ৰগণের মধ্যে শিস্ত্রি প্রধান ছিল ; সে জ্যেষ্ঠ ছিল না, কিন্তু তাহার পিত। তাহাকে ১১ প্রধান করিয়াছিল ; দ্বিতীয় হিল্কিয়, তৃতীয় টবলিয়, চতুর্থ সখরিয় ; হোযার পুত্ৰগণ ও ভ্রাতৃগণ সৰ্ব্বশুদ্ধ ২২ তের জন ছিল । দ্বারপালদের পালা সকল ইহাদের, অর্থাৎ এই প্রধানদের ছিল । আপন ভ্রাতৃগণের দ্যায় ইহার সদাপ্রভুর গৃহে পরিচর্য্য করিবার জন্য ভার প্রাপ্ত হইয়াছিল। ১৩ আর তাহার ছোট বড় আপিন আপন পিতৃকুলানু১৪ সারে প্রত্যেক দ্বারের জন্ত গুলিবাট করিল। তাহাতে পূর্বদিকের গুলি শেলিমিয়ের নামে উঠিল ; ইহার পুত্ৰ সখরিয় মন্ত্রণাদানে জ্ঞানবান : গুলিবাট করিলে ১৫ উত্তরদিকের গুলি তাহার নামে উঠিল । ওবেদ-ইদেীমের নামে দক্ষিণদিকের, এবং তাহার পুত্ৰগণের নামে ১৬ ভাণ্ডারের গুলি উঠিল । শুল্পীমের ও হোষার নামে পশ্চিমদিকের উৰ্দ্ধগামী পথসমীপস্থ শল্লেখৎ নামক দ্বারের গুলি উঠিল, তাহার প্রহরিদলের অভিমুখে ১৭ প্রহরিদল ছিল। পূর্বদিকে ছয় জন লেৰীয় ছিল, উত্তরদিকে প্রতিদিন চারি জন, দক্ষিণদিকে প্রতিদিন চারি জন, ও ভাণ্ডারের জন্ত দুই দুই জন । ১৮ পশ্চিমদিকে উপপুরীর দ্বারে] উচ্চপথে চারি জন, ১৯ ও উপপুরাতে দুই জন ছিল। কোরহীয় ও মরারীয় 366
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।