পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ ; ১৭ – ২৯ ; ২০ । ] ১৭ রৌপ্য ; এবং ত্ৰিকণ্টক শূল, বাটি ও শ্রুব সকলের জন্ত নিৰ্ম্মল স্বর্ণ ; এবং স্বর্ণময় কটোরা সকলের মধ্যে প্রত্যেক কটোরীর জন্য পরিমিত স্বর্ণ, এবং রৌপ্যময় কটোরা সকলের মধ্যে প্রত্যেক কটোরার জন্ত পরিমিত ১৮ রৌপ্য ; এবং ধূপবেদির জন্য পরিমিত নিৰ্ম্মল স্বর্ণ ; এবং বাহনের, অর্থাৎ যে করূবদ্বয় পক্ষ বিস্তার করিয়া সদাপ্রভুর নিয়ম-সিন্দুক আচ্ছাদন করিয়া ছিল, তাহা১৯ দের আদর্শের জন্ত স্বর্ণ। [দায়ুদ কহিলেন], এ সমস্ত সদাপ্রভুর হস্তচালন ক্রমে রচিত লিপি ; তিনি আদর্শের সমস্ত কাৰ্য্য আমাকে বুঝাইয়া দিয়াছেন। ২• পরে দায়ুদ আপন পুত্র শলোমনকে কহিলেন, তুমি বলবান হও, সাহস কর, কাৰ্য্য কর ; ভয় করিও না, নিরাশ হইও না ; কেননা সদাপ্রভু ঈশ্বর, আমার ঈশ্বর, তোমার সহবৰ্ত্তী ; সদাপ্রভুর গৃহ-বিষয়ক কার্যের সমস্ত রচনা যাবৎ সমাপ্ত না হয়, তাবৎ তিনি তোমাকে ২১ ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। আর দেখ, ঈশ্বরের গৃহ সম্পৰ্কীয় সমস্ত সেবাকৰ্ম্মের জন্ত যাজকদের ও লেবীয়দের পালা আছে, এবং সমস্ত কাৰ্য্যের জন্ত স্বনিপুণ স্বতঃপ্রবৃত্ত লোকের সমস্ত রচনায় তোমার সহবত্তী হইবে ; আর অধ্যক্ষগণ ও সমস্ত প্রজালোক তোমার সমস্ত বাক্য মানিবে । २S পরে দায়ুদ রাজ সমস্ত সমাজকে কহিলেন, ঈশ্বর কেবল আমার পুত্র শলেমনকে মনোনীত করিয়াছেন ; সে এখনও অল্পবয়স্ক ও কোমল, আর এই কাৰ্য্য অতি মহৎ, কেননা এই প্রাসাদ মনুষ্যের ২ নিমিত্ত নয়, কিন্তু সদাপ্রভু ঈশ্বরের নিমিত্ত। আর আমার যতটা ক্ষমতা আছে, তদনুসারে আমি আমার ঈশ্বরের গৃহের নিমিত্তে স্বর্ণময় দ্রব্যের জন্ত স্বর্ণ, রৌপ্যময় দ্রব্যের জন্ত রৌপ্য, পিত্তলময় দ্রব্যের জন্ত পিত্তল, লৌহময় দ্রব্যের জন্ত লৌহ, ও কাঠময় দ্রব্যের জন্ত কাঠ, এবং গোমেদক মণি, খচনার্থক মণি, তেজস্বী প্রস্তর ও নানাবর্ণের প্রস্তর, এবং সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর ও মৰ্ম্মর প্রস্তর প্রচুররূপে আয়োজন করিয়াছি। ৩ আবার সেই পবিত্র গৃহের নিমিত্তে বাহী যাহা আয়োজন করিয়াছি, তদ্ব্যতীত আমার নিজস্ব স্বর্ণ ও রৌপ্যধনও আছে ; আমার ঈশ্বরের গৃহের প্রতি অনুরাগ প্রযুক্ত আমি আপন ঈশ্বরের গৃহের জন্ত তাহাও দিলাম; ৪ ফলতঃ গৃহদ্বয়ের ভিত্তি সকল মুড়িবার জন্ত তিন সহস্ৰ তলন্ত স্বর্ণ, ওফীরের স্বর্ণ, ও সাত সহস্র তালন্ত নিৰ্ম্মল ও রৌপ্য দিলাম : স্বর্ণময় দ্রব্যের জন্ত স্বর্ণ, ও রৌপ্যময় দ্রব্যের জন্ত রৌপ্য, এবং শিল্পকরদের হস্ত দ্বারা যাহ। যাহ করা যাইবে, তাহার জন্তও দিলাম। ভাল, অদ্য কে সদাপ্রভুর উদ্দেশে আপনার হস্তপূরণ জন্ত ইচ্ছা৬ পূর্বক দান করে ? তখন পিতৃকুলপতিগণ, ইস্রায়েলের ংশীধ্যক্ষগণ, সহস্রপতিগণ, শতপতিগণ ও রাজার ৭ কাৰ্য্যাধ্যক্ষগণ ইচ্ছাপূর্ববক দান করিলেন। তাহার। ঈশ্বরের গৃহের কায্যের জন্য পাঁচ সহস্ৰ তালন্ত স্বর্ণ, অদর্কেন নামে দশ সহস্ৰ স্বর্ণমুদ্র, দশ সহস্ৰ তলন্ত | O. Te 24 ) ১ বংশাবলি । ○○○ রৌপ্য, আঠার সহস্ৰ তালন্ত পিত্তল, ও এক লক্ষ ৮ তালন্ত লৌহ দিলেন। আর যtহাদের নিকটে মণি পাওয়া গেল, তাহার গের্শেনীয় যিহীয়েলের হস্তে ন সদাপ্রভুর গৃহের ভাণ্ডারের জন্য তাহ দিল । তাহতে প্রজালোকের ইচ্ছাপূৰ্ব্বক দান করা হেতু আনন্দ করিল, কেননা তাহার একাগ্রচিত্তে সদাপ্রভুর উদ্দেশে ইচ্ছাপূর্বক দান করিল, এবং দায়ুদ রাজাও মহানন্দে আনন্দ করিলেন । ১• আর দায়ুদ সমস্ত সমাজের সাক্ষাতে সদাপ্রভুর ধষ্ঠবাদ করিলেন। দায়ুদ কহিলেন, হে সদাপ্রভু, আমাদের পিতৃপুরুষ ইস্রায়েলের ঈশ্বর, তুমি অনাদিকাল ১১ অবধি অনন্তকাল পর্য্যন্ত ধষ্ঠ । হে সদাপ্রভু, মহত্ত্ব, পরীক্রম, গৌরব, জয় ও প্রতাপ তোমারই ; কেনন। স্বর্গে ও পৃথিবীতে যে কিছু আছে, সকলই তোমার : হে সদাপ্রভু, রাজ্য তোমারই, এবং তুমি সকলের ১২ মস্তকরূপে উন্নত । তোমা হইতে ধন ও গৌরব আইসে, এবং তুমি সকলের উপরে কর্তৃত্ব করিতেছ: তোমারই হস্তে বল ও পরাক্রম, এবং তোমারই হস্তে ১৩ সকলকে মহত্ত্ব ও শক্তি দিবার অধিকার। আর এখন, হে আমাদের ঈশ্বর, আমরা তোমার স্তব করিতেছি, ১৪ তোমার গৌরবান্বিত নামের প্রশংসা করিতেছি। কিন্তু আমি কে, আমার প্রজালোকেরাই বা কে যে, আমর এই প্রকারে ইচ্ছাপূৰ্ব্বক দান করিতে সমর্থ হই ? সমস্তই ত তোম৷ হইতে আইসে, এবং তোমার হস্ত ত যাহা পাইয়াছি, তাহাই তোমাকে দিলাম । ১৫ কেননা আমাদের সমস্ত পিতৃপুরুষ যেমন ছিলেন, তেমনি আমরাও তোমার সম্মুখে বিদেশী ও প্রবাসী, পৃথিবীতে আমাদের আয়ু ছায়াসদৃশ ও আশীবিহীন । ১৬ হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তোমার পবিত্র নামের উদ্দেশে এক গৃহ নিৰ্ম্মাণ করিবার জন্ত আমরা এই যে দ্রব্যরাশির আয়োজন করিয়াছি, এ সকল তোমার ১৭ হস্ত হইতেই আসিয়াছে, এবং সকলই তোমার। আর আমি জানি, হে আমার ঈশ্বর, তুমি অন্তঃকরণের পরীক্ষা করিয়া থাক, ও তুমি সরলতায় প্রসন্ন ; আমি আপন অন্তঃকরণের সরলতায় ইচ্ছাপূর্বক এই সকল দ্রব্য দিলাম, এবং এখন এই স্থানে সমাগত তোমার প্রজালোকদিগকেও আনন্দ সহকারে তোমার উদেশে ১৮ ইচ্ছাপূর্বক দান করিতে দেখিলাম। হে সদাপ্রভু, আমাদের পিতৃপুরুষ অব্রাহীমের, ইস্হাকের ও ইস্রায়েলের ঈশ্বর, তুমি আপন প্রজালোকদের অন্তঃকরণের চিন্তা-মানসে এই প্রকার ভাব চিরস্থায়ী করিয়া রাখ, ও আপনার প্রতি তাহদের অন্তঃকরণ স্থির কর । ১৯ অীর আমার পুত্র শলেমনকে একাগ্র চিত্ত প্রদান কর, যেন সে তোমার আiজ্ঞ, তোমার প্রমাণবাক্য ও তোমার বিধিকলাপ পালন করিতে ও এই সমস্ত কাৰ্য্য করিতে পারে, এবং আমি যে প্রাসাদের জন্য আয়োজন করিয়াছি, তাহ নিৰ্ম্মাণ করিতে পারে। ২• পরে দায়ুদ সমস্ত সমাজকে কহিলেন, এখন তোমর 369