3 b রহিয়াছি ; তোমার দুই কন্যার জন্ত চৌদ্দ বৎসর, ও তোমার পশুপালের জন্য ছয় বৎসর দাস্তবৃত্তি করিয়াছি; ইহার মধ্যে তুমি দশ বার আমার বেতন ৪২ অন্যথা করিয়াছ। আমার পৈতৃক ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর ও ইস্হাকের ভয়স্থান যদি আমার পক্ষ না হইতেন, তবে অবগু এখন তুমি আমাকে রিক্তহস্তে বিদায় করিতে। ঈশ্বর আমার দুঃখ ও হস্তের পরিশ্রম দেখিয়াছেন, এই জন্ত গত রাত্রিতে তোমাকে ধম্কাইলেন । তখন লবন উত্তর করিয়া যাকোবকে কহিলেন, এই কন্যাগণ আমারই কন্য, এই বালকেরা আমারই বালক, এবং এই পশুপাল আমারই পশুপাল ; যাহা যাহা দেখিতেছ, এ সকলই আমার। এখন আমার এই কন্যাদিগকে ও ইহাদের প্রস্থত এই বালকদিগকে ৪৪ অামি কি করিব ? আইস, তোমাতে ও আমাতে নিয়ম স্থির করি, তাহ তোমার ও আমার সাক্ষী ৪৫ থাকিবে । তখন যাকোব এক প্রস্তর লইয়া স্তস্তরূপে ৪৬ স্থাপন করিলেন। আর যাকোব আপন কুটুম্বদিগকে কহিলেন, আপনারাও প্রস্তর সংগ্রহ করুন। তাহাতে তাহার। প্রস্তর আনিয়া এক রাশি করিলেন, এবং সেই ৪৭ স্থানে ঐ রাশির নিকটে ভোজন করিলেন। আর লাবন তাহার নাম যিগৰ্ব-সাহদুৰ্থ। [সাক্ষি-রাশি] রাখিলেন, কিন্তু যাকোব তাহার নাম গল্-এদ সাক্ষি৪৮ রাশি] রাখিলেন। তখন লাবন কহিলেন, এই রাশি ৪৯ অদ্য তোমার ও আমার সাক্ষী থাকিল। এই জন্ত তাহার নাম গিলিয়দ, এবং মিস্পা (প্রহর-স্থান] রাখা গেল ; কেনন। তিনি কহিলেন, আমরা পরস্পর অদৃষ্ঠ হইলে সদাপ্রভু আমার ও তোমার প্রহরী ৫• থাকিবেন । তুমি যদি আমার কন্যাদিগকে দুঃখ দেও, আর যদি আমার কন্তী ব্যতিরেকে অন্ত স্ত্রীকে বিবাহ কর, তবে কোন মনুষ্য আমাদের নিকটে থাকিবে না বটে, কিন্তু দেখ, ঈশ্বর আমার ও তোমার সাক্ষী ৪১ হইবেন । লাবন যাকোবকে আরও কহিলেন, এই রাশি দেখ, এবং এই স্তম্ভ দেখ, আমার ও তোমার e২ মধ্যে আমি ইহ স্থাপন করিলাম। হিংসাভাবে আমিও এই রাশি পার হইয়। তোমার নিকটে যাইব না, এবং তুমিও এই রাশি ও এই স্তম্ভ পার হইয়া আমার নিকটে আসিবে না, ইহার সাক্ষী এই রাশি ও ইহার 2৩ সাক্ষী এই স্তম্ভ ; অব্রাহামের ঈশ্বর, নাহোরের ঈশ্বর ও তাহদের পিতার ঈশ্বর আমাদের মধ্যে বিচার করিবেন। তখন যাকোব আপন পিতা ইস্হাকের ৫৪ ভয়স্থানের দিব্য করিলেন। পরে যাকোব সেই পৰ্ব্বতে বলিদান করিয়৷ আহার করিতে আপন কুটুম্বদিগকে নিমন্ত্রণ করিলেন, তাহাতে তাহারা ভোজন করিয়া ৫৫ পৰ্ব্বতে রাত্রি যাপন করিলেন। পরে লাবন প্রত্যুষে উঠিয় আপন পুত্র কন্যাগণকে চুম্বনপূর্ববক আশীৰ্ব্ববাদ করিলেন। আর লাবন স্বস্থানে ফিরিয়৷ গেলেন । ES আদিপুস্তক । రిచి [○> ; 8ミー○* ; >a l যাকোবের প্রার্থনা ও এষের সহিত পুনৰ্ম্মিলন। আর যাকোব তাপন পথে অগ্রসর হইলে ঈশ্বরের দূতগণ র্তাহার সঙ্গে সাক্ষাৎ করিলেন। ২ তখন যাকোব তাহাদিগকে দেখিয়া কহিলেন, এ ঈশ্বরের সেনাদল, অতএব সেই স্থানের নাম মহনয়িম ৩ [দুই সেনাদল] রাখিলেন। তাহার পর যাকোৰ আপনার অগ্ৰে সেয়ীর দেশের ইদোম অঞ্চলে তাহার ৪ ভ্রাত এৰোঁর নিকটে দূতগণকে পাঠাইলেন। তিনি তাহাদিগকে এই আজ্ঞা করিলেন, তোমরা আমার প্রভু এধেীকে বলিবে, আপনার দাস যাকোব আপনাকে জানাইলেন, আমি লাবনের কাছে প্রবাস করিতে৫ ছিলাম, এ পর্য্যন্ত অবস্থিতি করিয়াছি। আমার গোরু, গর্দভ, মেষপাল ও দাস দাসী আছে, আর আমি প্রভুর অনুগ্রহদৃষ্টি পাইবার জন্য আপনাকে সংবাদ পাঠাইলাম । ৬ পরে দূতগণ যাকোবের নিকটে ফিরিয়া আসিয়া কহিল, আমরা আপনার ভ্রাতা এযেীর কাছে গিয়াছিলাম ; আর তিনি চারি শত লোক সঙ্গে লইয়া আপনার সহিত সাক্ষাৎ করিতে আসিতেছেন। ৭ তখন যাকোব অতিশয় ভীত ও উদ্বিগ্ন হইলেন, আর যে সকল লোক তাহার সঙ্গে ছিল, তাহাদিগকে ও গোমেষাদির সমস্ত পাল ও উষ্ট্রগণকে বিভক্ত করিয়া ৮ দুই দল করিলেন, কহিলেন, এষে আসিয়া যদ্যপি এক দলকে প্রহার করেন, তথাপি অন্ত দল অবশিষ্ট ৯ থাকিয় রক্ষা পাইবে। তখন যাকোব কহিলেন, হে আমার পিতা আব্রাহীমের ঈশ্বর ও আমার পিত। ইসহাকের ঈশ্বর, তুমি সদাপ্রভু আপনি আমাকে বলিয়াছিলে, তোমার দেশে জ্ঞাতিদের নিকটে ফিরিয়া ১০ যাও, তাহাতে আমি তোমার মঙ্গল করিব। তুমি এই দাসের প্রতি যে সমস্ত দয়া ও যে সমস্ত সত্যাচরণ করিয়াছ, আমি তাহার কিছুরই যোগ্য নই ; কেননা আমি নিজ যষ্টিখানি লইয়। এই যদিন পার হইয়া১১ ছিলাম, এখন দুই দল হইয়াছি। বিনয় করি, আমার ভ্রাতার হস্ত হইতে, এষের হস্ত হইতে আমাকে রক্ষা কর, কেননা আমি তাহাকে ভয় করি, পাছে সে আসিয়া আমাকে, ছেলেদের সহিত মাতাকে বধ করে। ১২ তুমিই ত বলিয়াছ, আমি অবগু তোমার মঙ্গল করিব, এবং সমুদ্রতীরস্থ যে বালি বাহুল্য প্রযুক্ত গণনা করা যায় না, তাহার হ্যায় তোমার বংশ বৃদ্ধি করিব। পরে যাকোব সেই স্থানে রাত্রি যাপন করিলেন : ও তাহার নিকটে যাহা ছিল, তাহার কতক লইয়। র্তাহীর ভ্রাত এষের জন্য এই উপঢৌকন প্রস্তুত ১৪ করিলেন ; দুই শত ছাগী ও বিংশতি ছাগ, দুই শত ১৫ মঘী ও বিংশতি মেষ, সবৎস দুগ্ধবতী ত্রিশ উষ্ট্রী, চল্লিশ গাভী ও দশ বৃষ, এবং বিংশতি গর্দভী ও দশ গর্দভশাবক। \రి 2S
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।