পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

О“) о আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ কর । তাহাতে সমস্ত সমাজ আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করিল, এবং মস্তক নমন করিয়৷ সদাপ্রভুর ও ২১ রাজার কাছে প্ৰণিপাত করিল। আর তাহার পর দিবসে সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিল, ও সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উৎসর্গ করিল, অর্থাৎ এক সহস্ৰ বলদ, এক সহস্ৰ মেষ, এক সহস্ৰ মেষশাবক, ও সেই সকলের পানীয় নৈবেদ্য ও প্রচুর বলি সমস্ত ইস্রায়েলের ২২ জন্য উৎসর্গ করিল ; এবং সেই দিন মহানন্দে সদাভুর সাক্ষাতে ভোজন পান করিল। আর তাহারা দাযুদের পুত্র শলোমনকে দ্বিতীয় বার রাজা করিল, এবং তাঁহাকে নায়ক ও সাদেককে যজক করিয়া ২৩ সদাপ্রভুর উদ্দেশে অভিষেক করিল। তাহাতে শলোমন আপন পিতা দায়ুদের পদে রাজ হইয়। সদাপ্রভুর সিংহাসনে উপবেশন করিলেন, ও কৃতকাৰ্য্য হইলেন, ২৪ এবং সমস্ত ইস্রায়েল তাহার অজ্ঞাবহ হইল। আর অধ্যক্ষের ও বীরের সকলে এবং দায়ুদ রাজার সমস্ত পুত্রও শলোমন রাজার অধীনতা স্বীকার করিলেন । ২৫ আর সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের দৃষ্টিতে শলোমনকে ১ বংশাবলি– ২ বংশাবলি । [ ২৯ ; ২১ – ১ ঃ ১১ ৷ অতিশয় মহান করিলেন, এবং উহাকে এমন রাজপ্রতাপ দিলেন, যাহা পুৰ্ব্বে ইস্রায়েলের কোন রাজা প্রাপ্ত হন নাই ! দায়ুদের মৃত্যু। ২৬ যিশয়ের পুত্র দায়ুদ সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব ২৭ করিয়াছিলেন । তিনি চল্লিশ বৎসর কাল ইস্রায়েলের উপরে রাজত্ব করিলেন : সাত বৎসর হিত্রোণে, ও ২৮ তেত্রিশ বৎসর যিরশালেমে রাজত্ব করেন। পরে তিনি আয়ু, ধন ও গৌরবে পরিপূর্ণ হইয়। শুভ বৃদ্ধাবস্থায় মরিলেন, এবং তাহার পুত্র শলোমন তাহীর পদে রাজত্ব ২৯ করিতে লাগিলেন। আর দেখ, শমুয়েল দর্শকের পুস্তকে, নাখন ভাববাদীর পুস্তকে ও গাদ দর্শকের পুস্তকে দায়ুদ রাজার আদ্যোপান্ত কৰ্ম্মের বৃত্তান্ত, ৩০ তাহার সমস্ত রাজত্বের ও বিক্রমের বিবরণ, এবং তাহার ও ইস্রায়েলের এবং দেশীয় সকল রাজ্যের উপর দিয়া যে সকল কাল বহিয়াছিল, তৎসমুদ্বয়ের কথা লিখিত আছে । ংশাবলির দ্বিতীয় খণ্ড । শলোমনের প্রার্থনার উত্তর। তাহার শ্ৰীবৃদ্ধি। Ş আর দাযুদের পুত্র শলোমন আপন রাজ্যে আপনাকে বলবান করিলেন, এবং তাহার ঈশ্বর সদাপ্রভু তাহার সহবৰ্ত্ত থাকিয় তাহাকে অতিশয় মহান ২ করিলেন। পরে শলোমন সমস্ত ইস্রায়েলের অর্থাৎ সহস্ৰপতিদের, শতপতিদের, বিচারকত্তাদের ও সমস্ত ইস্রায়েলের যাবতীয় অধ্যক্ষের— কুলপতিদিগের— ৩ সহিত কথা কহিলেন । তাহাতে শলোমন ও তাহার সহিত সমস্ত সমাজ গিবিয়োনস্থ উচ্চস্থলীতে গেলেন : কেননা সদাপ্রভুর দাস মোশি প্রান্তরে যাহ নিৰ্ম্মাণ করিয়াছিলেন, ঈশ্বরীয় সেই সমাগম-তাম্বু সেই স্থানে ৪ ছিল। কিন্তু ঈশ্বরের সিন্দুক দায়ুদ কিরিয়ৎ-যিয়ারীম হইতে, দায়ুদ তাহার জন্য যে স্থান প্রস্তুত করিয়াছিলেন, সেই স্থানে আনিয়াছিলেন, কেননা তিনি তাহার জন্ত যিরশালেমে এক তাম্বু স্থাপন করিয়াছি৫ লেন । আর হরের পৌত্র উরির পুত্র বৎসলেল যে পিত্তলময় যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিয়াছিলেন, তাহ সদাপ্রভুর আবাসের সন্মুখে ছিল ; আর শলোমন ও সমাজ ৬ তাহার কাছে অন্বেষণ করিলেন । তখন শলোমন ঐ স্থানে সমাগম-তাম্বুর সমীপস্থ পিত্তলময় বেদিতে সদাপ্রভুর সম্মুখে যজ্ঞ করিলেন, এক সহস্ৰ হোমবলি উৎসর্গ করিলেন । ৭ সেই রাত্ৰিতে ঈশ্বর শলেমনকে দর্শন দিয়া কহি৮ লেন, যাজ্ঞা কর, আমি তোমাকে কি দিব ? তখন শলোমন ঈশ্বরকে কহিলেন, তুমি আমার পিতা দায়ু দের প্রতি মহাদয় প্রকাশ করিয়াছ, আর তাহার পদে ৯ আমাকে রাজা করিয়াছ। এখন, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি আমার পিতা দাযুদের কাছে যে কথা বলিয়াছ, তাহা স্থিরীকৃত হউক ; কেননা তুমিই পৃথিবীস্থ ধূলির হু্যায় বহুসংখ্যক এক জাতির উপরে আমাকে রাজা ১০ করিয়াছ । আমি যেন এই লোকদের সাক্ষাতে বাহিরে যাইতে ও ভিতরে অসিতে পারি, সে জন্ত এখন আমাকে বুদ্ধি ও জ্ঞান দেও ; কারণ তোমার এমন ১১ বৃহৎ প্রজাবৃন্দের বিচার করা কাহার সাধ্য ? তখন ঈশ্বর শলোমনকে কহিলেন, ইহাই তোমার মনে উদয় হইয়াছে ; তুমি ঐশ্বৰ্য্য, সম্পত্তি, গৌরব কিম্বা বৈরীদের প্রাণ যাঙ্ক কর নাই, দীর্ঘায়ুও যাত্রী কর নাই ; কিন্তু আমি আমার যে প্রজালোকদের উপরে তোমাকে রাজা করিয়াছি, তুমি তাহদের বিচার করিবার জন্ত আপনার নিমিত্তে বুদ্ধি ও জ্ঞান যাজ্ঞা 370