পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ; >ミー *、; >b I ] ১২ করিয়াছ। বুদ্ধি ও জ্ঞান তোমাকে দত্ত হইল ; অধিকন্তু তোমার পূর্বে কোন রাজার যাদৃশ হয় নাই, এবং তোমার পরেও যাদৃশ হইবে না, তাদৃশ ঐশ্বৰ্য্য, সম্পত্তি ১৩ ও গৌরব আমি তোমাকে দিব । পরে শলোমন গিবিয়োনের উচ্চস্থলী হইতে, সমাগম-তাঞ্জুর সম্মুখ হইতে, যিরশালেমে আসিলেন, আর ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে থাকিলেন । আর শলোমন অনেক রথ ও অশ্বারোহী সংগ্ৰহ করিলেন : তাহার এক সহস্ৰ চারি শত রথ, ও বার সহস্ৰ অশ্বারোহী ছিল ; আর সেই সকল তিনি রথনগরসমূহে, এবং যিরশালেমে রাজার নিকটে রাখি১৫ তেন। রাজা যিরশালেমে রৌপ্য ও স্বর্ণকে প্রস্তরের হ্যায়, এবং এরস কষ্ঠিকে নিম্নভূমিস্থ স্কমোর গাছের ১৬ দ্যায় প্রচুর করিলেন । আর শলোমনের অশ্ব সকল মিসর হইতে আন হইত, রাজার বণিকের দল হিসাবে ১৭ মূল্য দিয়া পালে পালে অশ্ব পাইত। আর মিসর হইতে ক্রীত ও অানীত এক এক রথের মূল্য ছয় শত [শেকল] রৌপ্য, ও এক এক অশ্বের মূল্য এক শত পঞ্চাশ [শেকল] ছিল। এই প্রকারে উহাদের দ্বারা সমস্ত হিৰ্ত্তীয় রাজার ও আরামীয় রাজার জন্তও অশ্ব আন হইত। S$ মন্দির নিৰ্ম্মণি জন্ত আয়োজন । পরে শলোমন সদাপ্রভুর নামের উদ্দেশে এক গৃহ ও আপনার রাজ্যের নিমিত্তে এক গৃহ নিৰ্ম্মাণ ২ করিতে স্থির করিলেন ; আর শলোমন ভার বহিতে সত্তর সহস্ৰ লোক, পৰ্ব্বতে [কাঠাদি ] ছেদন করিতে অtশী সহস্ৰ লোক ও তাহদের অধ্যক্ষরূপে তিন সহস্র ছয় শত লোক নিযুক্ত করিলেন । ৩ তার শলোমন সোরের হুরম রাজার নিকটে লোক পঠাইয়া কহিলেন, আপনি আমার পিতা দায়ুদের প্রতি যেরূপ ব্যবহার করিয়াছিলেন ও তাহার বসতিবাটী নিৰ্ম্মাণার্থে তাহার কাছে যেরূপ এরস কাষ্ঠ পাঠাইয়াছিলেন, [তদ্রুপ আমার জন্তও করুন] । ৪ দেখুন, আমি আপন ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে এক গৃহ নিৰ্ম্মাণ করিতে উদ্যত হইয়াছি ; তাহার সম্মুখে সুগন্ধি দ্রব্য জ্বালাইবার জষ্ঠ, নিত্য দর্শন-কুটার জষ্ঠ এবং প্রতি প্রাতে ও সন্ধ্যাকালে, বিশ্রামবারে, অমাবস্তায় ও আমাদের ঈশ্বর সদাপ্রভুর সকল পর্বে হোম করিবার জন্ত তাহ। পবিত্র করিব। এ সকল ৫ কৰ্ম্ম ইস্রায়েলের নিত্য কর্তব্য । আর আমি যে গৃহ নিৰ্ম্মাণ করিব, তাহা মহৎ হইবে, কেননা আমা৬ দের ঈশ্বর সকল দেবত হইতে মহান । কিন্তু তাহার নিমিত্তে গৃহ নিৰ্ম্মাণ করিতে কে সমর্থ ? কেননা স্বর্গ এবং স্বর্গের স্বর্গও তাঁহাকে ধারণ করিতে পারে না ; তবে আমি কে যে, তাহার উদ্দেশে গৃহ নিৰ্ম্মাণ করি ? কেবল তাহার সম্মুখে ধূপদাহ করিবার স্থান । নিৰ্ম্মাণ ২ বংশাবলি । © ዓ » ৭ করিতে পারি]। অতএব আমার পিতা দ্বায়ুদ্ধ কর্তৃক নিযুক্ত যে জ্ঞানবান লোকের যিহ্ৰদায় ও যিরশালেমে আমার নিকটে আছে, তাহদের সহিত স্বর্ণ, রৌপ্য, পিত্তল, লৌহ এবং বেগুনে, রক্ত ও নীলবর্ণ সুত্রের কাৰ্য্য করণে ও সর্বপ্রকার ক্ষোদন কার্য্যে নিপুণ এক ৮ জন লোককে পাঠাইবেন । আর লিবানোন হইতে এরসকাষ্ঠ, দেবদারুকাষ্ঠ ও আল্‌গুমকাঠ আমার এখানে পাঠাইবেন ; কেনন। আমি জানি, আপনকার দাসের লিবানেনে কাষ্ঠ কাটিতে তৎপর ; আর দেখুন, আমার দাসেরাও আপনার দাসদের সহিত থাকিবে। ৯ আমার জন্ত প্রচুর কাঠ প্রস্তুত করিতে হইবে, কেনন। আমি যে গৃহ নিৰ্ম্মাণ করিব, তাহ মহৎ ও আশ্চৰ্য্য ১০ হইবে। আর দেখুন, আমি আপনার দাসদিগকে, যে কাঠুরিয়ার গাছ কাটিবে, তাহাদিগকে বিংশতি সহস্ৰ কোর মাড়া গোধূম, বিংশতি সহস্ৰ কোর যব, বিংশতি সহস্র বাৎ দ্রাক্ষারস ও বিংশতি সহস্র বাৎ তৈল দিব । ১১ পরে সোরের রাজা হুরম শলোমনের কাছে এই উত্তর লিখিয়া পাঠাইলেন, সদাপ্রভু আপন প্রজাদিগকে প্রেম করেন, এই জন্ত তাহীদের উপরে আপনাকে ১২ রাজা করিয়াছেন। হুরম আরও কহিলেন, ধন্ত সদtপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, স্বর্গমর্ত্যের নির্মাণকৰ্ত্তা, যিনি দাযুদ রাজাকে সুক্ষদশী ও বুদ্ধিমান এক বিজ্ঞ পুত্র দিয়াছেন, সেই পুত্ৰ সদাপ্রভুর জন্য এক গৃহ ও আপন ১৩ রাজ্যের জন্য এক গৃহ নিৰ্ম্মাণ করিবেন। এখন আমি হরম-আবি নামক এক জন জ্ঞানবান ও বুদ্ধিমান ১৪ লোককে পাঠাইলাম। সে দীন-বংশীয় এক স্ত্রীর পুত্র, তাহার পিতা সোরের লোক ; সে স্বর্ণ, রৌপ্য, পিত্তল, লৌহ, প্রস্তর ও কাষ্ঠ, এবং বেগুনে, নীল, মদীনাহুত্রের ও রক্তবর্ণ সূত্রের কার্য্য করিতে তৎপর। তার সে সৰ্ব্বপ্রকার ক্ষোদন কাৰ্য্য করিতে ও সর্বববিধ কল্পনার কার্য্য প্রস্তুত করিতে তৎপর। তাহাকে আপনার কাৰ্য্যনিপুণ লোকদের সহিত এবং আপনার পিতা আমার প্রভু দায়ুদের কার্য্যনিপুণ লোকদের সহিত স্থান ১৫ দেওয়া যাউক । অতএব আমার প্রভু যে গোধূম, যব, তৈল ও দ্রাক্ষরিসের কথা বলিয়াছেন, তাহা আপন ১৬ দাসদের নিকটে পাঠাইয়া দিউন । আর আপনার যত কাঠের প্রয়োজন হইবে, আমরা লিবানোনে তত কাষ্ঠ কাটিব, এবং মাড় বাধিয়া সমুদ্রপথে যাফোতে আপনার জন্ত পহুছাইয়া দিব ; পরে আপনি তাহ। যিরশালেমে তুলিয়া লইয়া যাইবেন । ১৭ আর শলোমন আপন পিতা দায়ুদের গণনার পরে ইস্রায়েল দেশের সমস্ত প্রবাসী লোক গণনা করাইলেন, তাহাতে এক লক্ষ তিল্পান্ন সহস্র ছয় শত লোক ১৮ পাওয়া গেল। তাহদের মধ্যে তিনি ভার বহিতে সত্তর সহস্ৰ লোক, পৰ্ব্বতে [ কাঠাদি ] ছেদন করিতে আশী সহস্ৰ লোক ও লোকদিগকে কাৰ্য্য করাইবার জন্ত তিন সহস্র ছয় শত অধ্যক্ষ নিযুক্ত করিলেন। 371