পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3; > mー や お So I } ১৭ জন্ত তেজস্বী পিত্তলে নিৰ্ম্মাণ করিল । রাজা যদনের অঞ্চলে স্থক্কোৎ ও সরেদার মধ্যস্থিত কর্দমভূমিতে তাহ ১৮ ঢালাইলেন । আর শলোমন এই যে সকল পাত্ৰ নিৰ্ম্মাণ করিলেন, তাহ অতি প্রচুর, কেননা পিত্তলের পরিমাণ নির্ণয় করা গেল না । শলোমন ঈশ্বরের গৃহস্থিত সমস্ত পাত্র, এবং স্বর্ণময় ২• বেদি, ও দর্শন-কুট রাখিবার মেজ, এবং অন্তর্মুহের সম্মুখে বিধিমতে জ্বালাইবার জন্ত নিৰ্ম্মল স্বর্ণের দীপ২১ বৃক্ষ সকল, এবং পুষ্প, প্রদীপ ও চিমট। সকল স্বর্ণে ২২ নিৰ্ম্মাণ করিলেন, সেই স্বর্ণ বিশুদ্ধ ; আর কৰ্ত্তরী, বাটি, চমস ও অঙ্গারপাত্ৰ নিৰ্ম্মল স্বর্ণে, এবং গৃহের দ্বার, মহাপবিত্র স্থানের ভিতরের কবাট ও গৃহের অর্থাৎ মন্দিরের কবাট সকল স্বর্ণে নিৰ্ম্মাণ করিলেন । & এইরূপে সদাপ্রভুর গৃহের জন্ত শলোমনের কৃত সমস্ত কাৰ্য্য সম্পন্ন হইল। আর শলোমন আপন পিতা দায়ুদের পবিত্রীকৃত দ্রব্য সকল অর্থাৎ রৌপ্য, স্বর্ণ ও সকল পাত্র আনাইয়৷ ঈশ্বরের গৃহস্থিত ভাণ্ডারে রাখিলেন । মন্দির প্রতিষ্ঠা । ২ পরে শলোমন দায়ুদ-নগর অর্থাৎ সিয়োন হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক উঠাইয়া আনিবার জন্ত ইস্রায়েলের প্রাচীনগণকে ও সমস্ত বংশপতিকে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলাধ্যক্ষদিগকে, ষির৩ শালেমে একত্র করিলেন। তাহাতে সপ্তম মাসে, উৎসব সময়ে ইস্রায়েলের সমস্ত লোক রাজার নিকটে ৪ একত্র হইল। পরে ইস্রায়েলের সমস্ত প্রাচীনবর্গ উপ* স্থিত হইলে লেবায়ের সিন্দুকটা উঠাইল । আর তাহার সিন্দুক, সমাগম-তাম্বু ও তাম্বুর মধ্যস্থিত সমস্ত পবিত্র পাত্র উঠাইয়া আনিল ; লেবীয় যাজকগণ এই ও সকল উঠাইয়া আনিল । আর শলোমন রাজ এবং তাহার কাছে সমাগত সমস্ত ইস্রায়েল-মণ্ডলী সিন্দুকের সম্মুখে থাকিয় অনেক মেষ ও গে৷ বলিদান করিলেন, ৭ সে সমস্ত বাহুল্য প্রযুক্ত অসংখ্য ও অগণ্য ছিল। পরে যাজকের সদাপ্রভুর নিয়ম-সিন্দুক লইয়া গিয়া স্বস্থানে, গৃহের অন্তগুহে, মহাপবিত্র স্থানে, দুই করবের ৮ পক্ষের নীচে স্থাপন করিল। কন্ধব দুইটা সিন্দুকের স্থানের উপরে পক্ষ বিস্তার করিয়া রহিল, আর উদ্ধে করূবের সিন্দুক ও তাহার দুই বহন-দণ্ড আচ্ছাদন ৯ করিয়া রহিল । সেই দুই বহন-দণ্ড এমন লম্বী ছিল যে, তাহার অগ্রভাগ সিন্দুকের অগ্ৰে অন্তগূহের সম্মুখে দৃষ্ট হুইত, তথাপি তাহ বাহিরে দৃষ্ট হইত না ; অদ্য ১• পৰ্য্যন্ত তাহ সেই স্থানে আছে। সিন্দুকের মধ্যে আর কিছু ছিল না, কেবল সেই দুইখানি প্রস্তর-ফলক ছিল, যাহা মোশি হোরেবে তাহার মধ্যে রাখিয়াছিলেন ; সেই সময়ে, মিসর হইতে ইস্রায়েল-সন্তানগণের বাহির হইয়া আসিবার পর, সদাপ্রভু তাহদের সহিত নিয়ম করিয়াছিলেন । 3 సె ২ বংশাবলি । ○" ○ বাস্তবিক যাজকগণ পবিত্র স্থান হইতে বাহির হইল, তথায় উপস্থিত যাজকের সকলেই আপনাদিগকে পবিত্র করিয়াছিল, তাহাদিগকে আপন আপন পালা ১২ রক্ষা করিতে হইল না ; এবং গায়ক লেবীয়ের সকলে, আসফ, হেমন, যিদুখন ও তাহদের পুত্ৰগণ ও ভ্রাতৃগণ, মদীনাবস্ত্র পরিহিত হইয়া, এবং করতাল, নেবল ও বীণ সহকারে যজ্ঞবেদির পূর্বপ্রান্তে দণ্ডায়মান রহিল, এবং তুরীবাদক এক শত বিংশতি জন যাজক তাহীদের ১৩ সঙ্গে ছিল। সেই তুরীবাদকের ও গায়কের সকলে একরবে সদাপ্রভুর প্রশংসা ও স্তব করিবার জন্ত এক ব্যক্তির ন্তায় উপস্থিত ছিল ; এবং যখন তাহার তুরী ও করতালাদি বাদ্যের সহিত মহাশব্দ করিয়া “ তিনি মঙ্গলময়, ই, তাহার দয়া অনন্তকালস্থায়ী, এই কথা বলিয়া সদাপ্রভুর প্রশংসা করিল, তৎকালে গৃহ, ১৪ সদাপ্রভুর গৃহ মেঘে এমন পরিপূর্ণ হইল যে, মেঘ প্রযুক্ত যাজকের পরিচর্য্য করিবার জন্ত দাড়াইতে পারিল না ; কেনন। ঈশ্বরের গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইয়াছিল। \b তখন শলোমন কহিলেন, সদাপ্রভু বলিয়াছেন যে, তিনি ঘোর অন্ধকারে বাস করিবেন । কিন্তু আমি তোমার এক বসতিগৃহ নিৰ্ম্মাণ করাইলাম : ৩ ইহা চিরকাল তোমার নিবাস-স্থান । পরে রাজ মুখ ফিরাইয়া সমস্ত ইস্রায়েল-সমাজকে আশীৰ্বাদ করিলেন ; আর সমস্ত ইস্রায়েল-সমাজ দণ্ডায়মান হইল । ৪ আর তিনি কহিলেন, ধষ্ঠ সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর ; তিনি আমার পিতা দাযুদের কাছে আপন মুখে এই কথা বলিয়াছিলেন, এবং আপন হস্ত দ্বারা ইহ সফল করিয়াছেন, যথা, যে দিন আমার প্রজাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছি, সেই দিন হইতে আমি আপন নাম স্থাপন জন্ত গৃহ নিৰ্ম্মাণার্থে ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে কোন নগর মনোনীত করি নাই ; এবং আপন প্রজ ইস্রায়েলের অধ্যক্ষ হুইবার ৬ জন্য কোন মনুষ্যকে মনোনীত করি নাই। কিন্তু আপন নাম স্থাপন জন্ত আমি যিরশালেম মনোনীত করিয়াছি ও আমার প্রজ ইস্রায়েলের অধ্যক্ষ হইবার ৭ জন্য দায়ুদকে মনোনীত করিয়াছি। আর ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে এক গৃহ নিৰ্ম্মাণ করিতে ৮ আমার পিতা দাযুদের মনস্থ ছিল। কিন্তু সদাপ্রভু আমার পিতা দাযুদকে কহিলেন, আমার নামের উদ্দেশে এক গৃহ নিৰ্ম্মাণ করিতে তোমার মনস্থ হইয়াছে ; তোমার এইরূপ মনস্থ করা ভালই বটে। ৯ তথাপি তুমি সেই গৃহ নিৰ্ম্মাণ করিবে না, কিন্তু তোমার কটি হইতে উৎপন্ন পুত্রই আমার নামের ১• উদেশে গৃহ নিৰ্ম্মাণ করবে। সদাপ্রভু এই যে কথা বলিয়াছিলেন, তাহ সফল কারলেন ; সদাপ্রভুর প্রতিজ্ঞানুসারে আমি আপন পিতা দায়ুদের পদে উৎপন্ন ও ইস্রায়েলের সিংহাসনে উপবিষ্ট হইয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে এই গৃহ নিৰ্ম্মাণ >> 373