পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ ; ৩৪ – ৭ ; ১৫ । ] যে, আমার নিৰ্ম্মিত এই গৃহের উপরে তোমারই নাম কীৰ্ত্তিত । তুমি আপন প্রজাদিগকে কোন পথে প্রেরণ করিলে, যদি তাহার। আপন শক্রগণের সহিত যুদ্ধ করিতে বাহির হয়, এবং তোমার মনোনীত এই নগরের অভিমুখে ও তোমার নামের জন্য আমার নিৰ্ম্মিত গৃহের অভিমুখে তোমার কাছে প্রার্থনা করে ; ৩৫ তবে তুমি স্বৰ্গ হইতে তাহদের প্রার্থন ও বিনতি শুনিও, এবং তাহাদের বিচার নিষ্পত্তি করিও । ৩৬ তাহার। যদি তোমার বিরুদ্ধে পাপ করে,— কেনন। পাপ না করে, এমন কোন মনুষ্য নাই— এবং তুমি যদি তাহদের প্রতি ক্রুদ্ধ হইয়া শত্রুর হস্তে তাহদিগকে সমর্পণ কর, ও শক্রগণ তাহাদিগকে বন্দি করিয়া দূরস্থ কিম্ব নিকটস্থ কোন দেশে লইয়া যায় ; ৩৭ তথাপি যে দেশে তাহার। বন্দিরূপে নীত হইয়াছে, সেই দেশে যদি মনে মনে বিবেচনা করে ও ফিরে, আপনাদের বন্দিত্বের দেশে তোমার কাছে বিনতি করিয়৷ যদি বলে, আমরা পাপ করিয়াছি, অপরাধী ৩৮ হইয়াছি ও দুষ্টামি করিয়াছি ; এবং যে দেশে বন্দিরূপে নীত হইয়াছে, সেই বন্দিত্বের দেশে যদি সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সহিত তোমার কাছে ফিরিয়া আইসে, এবং তুমি তাহদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছ, আপনাদের সেই দেশের অভিমুখে, তোমার মনোনীত নগরের অভিমুখে ও তোমার নামের জন্য আমার নিৰ্ম্মিত গৃহের অভিমুখে যদি প্রার্থন ৩৯ করে ; তবে তুমি স্বর্গ হইতে, তোমার বাসস্থান হইতে তাহাদের প্রার্থনা ও বিনতি শুনিও, এবং তাহীদের বিচার নিষ্পত্তি করিও ; আর তোমার যে প্রজার তোমার বিরুদ্ধে পাপ করিয়াছে, তাহাদিগকে ক্ষম। ৪০ করিও । এখন, হে আমার ঈশ্বর, বিনয় করি, এই স্থানে যে প্রার্থন হইবে, তৎপ্রতি যেন তোমার চক্ষু ৪১ উন্মীলিত ও কর্ণ অবহিত থাকে। হে সদাপ্রভু ঈশ্বর, এখন তুমি উঠিয় তোমার বিশ্রাম-স্থানে গমন কর; তুমি ও তোমার শক্তির সিন্দুক । হে সদাপ্রভু ঈশ্বর, তোমার যাজকগণ পরিত্রাণ-বস্ত্র পরিধান করুক ও ৪২ তোমার সাধুগণ মঙ্গলে আনন্দ করুক। হে সদাপ্রভু ঈশ্বর, তুমি আপন অভিষিক্তের মুখ ফিরাইয়। দিও ন, আপন দাস দায়ুদের [প্রতি কৃত] বিবিধ দয়া স্মরণ কর । ‘. শালমন প্রার্থনা সাঙ্গ করিলে পর আকাশ হইতে অগ্নি নামিয়। হোম ও বলি সকল গ্রাস করিল, এবং সদাপ্রভুর প্রতাপে গৃহ পরিপূর্ণ হইল। ২ আর যাজকগণ সদাপ্রভুর গৃহে প্রবেশ করিতে পারিল ন, কারণ সদাপ্রভুর প্রতাপে সদাপ্রভুর গৃহ পরিপূর্ণ ৩ হইয়াছিল। যখন অগ্নি নামিল, এবং সদাপ্রভুর প্রতাপ গৃহের উপরে [বিরাজমান] হইল, তখন ইস্রায়েল-সন্তানগণ সকলে তাহ দেখিতে পাইল, আর তাহার। নত হইয়। প্রস্তর-বাধা ভূমিতে উবুড় হইয়। vo S ২ বংশাবলি । So e G প্ৰণিপাত করিল, এবং সদাপ্রভুর স্তব করিয়া কহিল, তিনি মঙ্গলময়, ই, তাহার দয়। অনন্তকালস্থায়ী । ৪ পরে রাজা ও সমস্ত লোক সদাপ্রভুর সম্মুখে যজ্ঞ ৫ করিলেন । শলোমন রাজা বাইশ সহস্ৰ গোরু ও এক লক্ষ বিশ সহস্ৰ মেষ বলিদান করিলেন। এইরূপে রাজা ও সমস্ত লোক ঈশ্বরের গৃহ প্রতিষ্ঠা করিলেন। ৬ আর যাজকগণ আপন আপন পদানুসারে দণ্ডায়মান ছিল,এবং লেবীয়েরাও সদাপ্রভুর সঙ্গীত জষ্ঠ বাদ্যযন্ত্রসহ দাড়াইয়াছিল ; যখন দায়ুদ তাহাদিগের দ্বার প্রশংসা করেন, তখন সদাপ্রভুর দয়। অনন্তকালস্থায়ী বলিয়া যেন তাহার স্তব করা হয়, এই জন্ত দায়ুদ রাজ সেই সকল যন্ত্ৰ নিৰ্ম্মাণ করিয়াছিলেন ; আর তাইদের সম্মুখে যাজকগণ তুরী বাজাইতেছিল, এবং সমস্ত ৭ ইস্রায়েল দণ্ডায়মান ছিল। আর শলোমন সদাপ্রভুর গৃহের সন্মুখস্থ প্রাঙ্গণের মধ্যদেশ পবিত্র করিলেন, কেনন। তিনি সে স্থানে হেমবলি সকল, এবং মঙ্গলাখক বলির মেদ উৎসর্গ করিলেন, কারণ হোমবলি, ভক্ষ্য-নৈবেদ্য এবং সেই মেদ গ্রহণ পক্ষে শলোমনের নিৰ্ম্মিত পিত্তলময় যজ্ঞবেদি ক্ষুদ্র ছিল । ৮ এইরূপে সেই সময়ে শলোমন ও তাহীর সঙ্গে সমস্ত ইস্রায়েল, হুমাতের প্রবেশ-স্থান অবধি মিসরের স্রোত পর্য্যন্ত [দেশবাসী] অতি মহাসমাজ, সাত দিন উৎসব ৯ করিলেন। পরে তাহার। অষ্টম দিনে উৎসব-সভা করিলেন, ফলতঃ তাহার। সাত দিন যজ্ঞবেদির ১• প্রতিষ্ঠা ও সাত দিন উৎসব পালন করিলেন। শলোমন সপ্তম মাসের ত্রয়োবিংশ দিনে লোকদিগকে স্ব স্ব তাম্বুতে বিদায় করিলেন। সদাপ্রভু দাযুদের, শলোমনের ও আপন প্রজ। ইস্রায়েলের যে সকল মঙ্গল করিয়াছিলেন, তৎপ্রযুক্ত তাহার। আনন্দিত ও হৃষ্টচিত্ত ১১ হইয়াছিল। এইরূপে শলোমন সদাপ্রভুর গৃহ ও রাজবাটীর নিৰ্ম্মাণ সমাপ্ত করিলেন ; সদাপ্রভুর গৃহে ও আপনার বাটীতে যাহ। যাহা করিতে শলেমনের মনোবাঞ্ছা হইয়াছিল, সে সমস্ত তিনি কুশলে সাধন করিলেন । শলোমনের প্রার্থনা ও ঈশ্বরের উত্তর । পরে সদাপ্রভু রাত্রিতে শলেমনকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার প্রার্থন শুনিয়াছি ও যজ্ঞ-গৃহ বলিয়৷ এই স্থান আমার জন্য মনোনীত করিয়াছি । ১৩ আমি যদি আকাশ রুদ্ধ করি, আর বৃষ্টি না হয়, কিম্বা দেশ বিনষ্ট করিতে পঙ্গপালদিগকে আজ্ঞা করি, অথবা আপন প্রজাদের মধ্যে মহামারী প্রেরণ করি, ১৪ আমার প্রজার, যাহাঁদের উপরে আমার নাম কীৰ্ত্তিত হইয়াছে, তাহার। যদি নম্র হইয়। প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে, এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহ শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাঁহাদের দেশ আরোগ্য ১৫ করিব। এই স্থানে যে প্রার্থন৷ হইবে, তাহার প্রতি )* 375