اولا و مواد - ۹ و به د: তিনি যিহূদীর মধ্য হইতে উচ্চস্থলী ও আশেরী-মুৰ্ত্তি সকল দূর করিলেন। ৭ পরে তিনি আপন রাজত্বের তৃতীয় বৎসরে যিহুদার সকল নগরে উপদেশ দিবীর জন্য আপনার কয়েক জন প্রধান লোক অর্থাৎ বিন্-হয়িল, ওবদিয়, সখরিয়, ৮ নথনেল ও মীথীয়কে প্রেরণ করিলেন । আর তাহীদের সহিত কয়েক জন লেবীয়কে অর্থাৎ শময়িয়, নথনিয়, সবদিয়, অসাহেল, শমীরামোৎ, যিহোনাখন, অদেীনিয়, টোবিয় ও টো-অদোনীয়, এই সকল লেবীয়কে এবং তাহীদের সহিত ইলীশমা ও যিহো৯ রাম, এই দুই জন যাজককে পাঠাইলেন। তাহারা সদাপ্রভুর ব্যবস্থা-পুস্তক সঙ্গে লইয়। যিহুদী দেশে উপদেশ দিতে লাগিলেন ; উtহার যিহুদার সমস্ত নগরে গিয়৷ লোকদিগকে উপদেশ দিলেন । আর যিহুদার চতুর্দিকৃস্থ দেশের সকল রাজ্যে সদাপ্রভু হইতে এমন ভয় উপস্থিত হইল যে, তাহার ১১ যিহোশাফটের সহিত যুদ্ধ করিল না। আর পলেষ্টীয়দেরও কেহ কেহ যিহেশাফটের নিকটে করশ্বরূপে উপঢৌকন ও রৌপ্য আনিল, এবং আরবীয়ের তাহার নিকটে পশুপাল, সাত সহস্ৰ সাত শত মেষ ও সাত ১২ সহস্ৰ সাত শত ছাগ, আনিল । এইরূপে যিহেীশাফট অতিশয় মহান হইয় উঠলেন, এবং যিহ্ৰদ দেশে ১৩ অনেক দুর্গ ও ভাণ্ডার-নগর গাঁথিলেন। আর যিহুদার নগর সকলের মধ্যে র্তাহার অনেক কাৰ্য্য ছিল, এবং যিরশালেমে তাহার বলবান বীর যোদ্ধারা থাকিত । ১৪ তাহীদের পিতৃকুলানুসারে তাহদের সংখ্যা এই ; যিহূদার সহস্রপতিগণের মধ্যে অদন সেনাপতি ছিলেন, ১৫ তাহার সহিত তিন লক্ষ বলবান বীর ছিল । তাহার পরে যিহেtহালন সেনাপতি, তাহার সহিত দুই লক্ষ ১৬ আশী সহস্ৰ লোক ছিল। তাহার পরে সিখির পুত্র অমসিয় ; সেই ব্যক্তি আপনাকে সদাপ্রভুর উদ্দেশে স্ব ইচ্ছায় উৎসর্গ করিয়ছিলেন : তাহার সহিত দুই ১৭ লক্ষ বলবান বীর ছিল । আর বিদ্যমীনের মধ্যে বলবান বীর ইলিয়াদ, তাহার সহিত দুই লক্ষ ধনুৰ্দ্ধর ও ১৮ ঢালী ছিল । তাহার পরে যিহৌষবিদ ; তাহার সহিত যুদ্ধার্থে সসজ্জ এক লক্ষ আশী সহস্ৰ লোক ছিল । ১৯ ইহঁর রাজার পরিচর্য্য করতেন । ইহঁদের ছড়ি রাজ। যিহদার সর্বত্র প্রাচীরবেষ্টিত নগরে [ কৰ্ম্মচারী লোক] রাখিতেন । Sbo যিহেশাফট অতিশয় ঐশ্বৰ্য্যবাল্ব ও প্রতাপান্বিত হইলেন, আর তিনি তাহাবের সহিত কুটুম্বত৷ ২ করিলেন। কয়েক বৎসর পরে তিনি শমরিয়াতে আহাবের নিকটে গেলেন ; আর আহব তাহার নিমিত্তে ও র্তাহার সঙ্গী লোকদের নিমিত্তে অনেক মেষ ও বলদ মারিলেন, এবং রামোৎ গিলিয়দে যাইতে ৩ তাহকে প্ররোচনা করিলেন। তার ইস্রায়েল-রাজ আহব যিহদ।-রাজ যিহেশাফটকে কহিলেন, আপনি কি রামোৎ-গিলিয়দে আমার সঙ্গে যাইবেন ? তিনি S e ২ বংশাবলি । ○bペー) উত্তর করিলেন, আমি ও আপনি এবং আমার লোক ও আপনার লোক, সকলেই এক, আমরা যুদ্ধে আপ৪ নীর সঙ্গী হইব । পরে যিহেtশফট ইস্রায়েলের রাজাকে কহিলেন, বিনয় করি, অদ্য সদাপ্রভুর ৫ বাক্যের অন্বেষণ করুন । তাঁহাতে ইস্রায়েলের রাজ। ভাববাদিগণকে, চারি শত জনকে, একত্র করিয়া জিজ্ঞাসা করিলেন, আমরা রামোৎ-গিলিয়দে যুদ্ধযাত্রী করিব, ন৷ আমি ক্ষান্ত হইব ? তখন তাহার কহিল, যাত্রা করুন, ঈশ্বর তাহা মহারাজের হস্তে সমর্পণ ৬ করিবেন । কিন্তু যিহেশাফট কহিলেন, ইহীদের ছাড়া সদাপ্রভুর এমন কোন ভাববাদী কি এ স্থানে নাই যে, আমরা তাহারই কাছে তাম্বেষণ করিতে পারি ? ৭ ইস্রায়েলের রাজা যিহেশাফটকে কহিলেন, আমরা যাহা দ্বার সদাপ্রভুর কাছে অন্বেষণ করিতে পারি, এমন আর এক জন আছে, কিন্তু আমি তাহাকে ঘুণ। করি, কেননা আমার উদ্দেশে সে কখনই মঙ্গলের নয়, সৰ্ব্বদাই কেবল অমঙ্গলের ভাবেীক্তি প্রচার করে ; সে ব্যক্তি যিয়ের পুত্র মাথায়। যিহেশাফট কহিলেন, ৮ মহারাজ, এমন কথা কহিবেন না। তথন ইস্রারেলের রাজা এক জন কৰ্ম্মচারীকে ডাকিয়া আজ্ঞা দিলেন, ৯ যিক্সের পুত্র মাথায়কে শীঘ্ৰ লইয়া আইস । সেই সময়ে ইস্রায়েলের রাজ ও বিহুদী-রাজ যিহেশাফট আপন আপন রাজবন্ত্র পরিধান করিয়া আপন আপন সিংহাসনে বসিয়াছিলেন, তাহার শমরিয়ার দ্বার-প্রবেশস্থানের খোলা জায়গায় বসিয়াছিলেন, এবং তাহদের সম্মুখে ভাববাদীরা সকলে ভাবোক্তি প্রচার ১০ করিতেছিল। আর কনানার পুত্র সিদিকিয় লৌহময় শৃঙ্গযুগল নিৰ্ম্মাণ করিয়া কহিল, সদাপ্রভু এই কথা কহেন, ইহা দ্বারা আপনি আরামের বিনাশ সাধন ১১ পর্য্যন্ত গুতাইবেন । আর ভাববাদীরা সকলেই তদ্রুপ ভাবোক্তি প্রচার করিল, কহিল, আপনি রামোৎগিলিয়দে যাত্র করুন, কৃতকাৰ্য্য হউন, কেননা সদা১২ প্রভু তাহ মহারাজের হন্তে সমর্পণ করিবেন। আর যে দূত মাখায়কে ডাকিতে গিয়াছিল, সে তাহাকে কহিল, দেখুন, ভাববাদিগণের বাক্য সকল এক মুখে রাজার পক্ষে মঙ্গলসূচনা করে ; অতএব বিনয় করি, আপনার বাক্য উহাদের কোন এক জনের বাক্যের সমা১৩ নর্থক হউক, আপনি মঙ্গলসূচক কথা বলুন। মাখায় কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমার ঈশ্বর যাহ। ১৪ বলেন, আমি তাহাই বলিব । পরে তিনি রাজার নিকটে অসিলে রাজা তাহীকে জিজ্ঞাসিলেন, মাখায়, আমরা রামেৎ-গিলিয়দে যুদ্ধ করিতে যাইব, ন৷ আমি ক্ষান্ত হইব ? তিনি কহিলেন, আপনার যাত্রা করুন, কৃতকাৰ্য্য হউন ; তথাকার লোকের। আপনাদের হস্তে ১৫ সমৰ্পিত হইবে। রাজা তাহাকে কহিলেন, তুমি সদাপ্রভুর নামে আমাকে সত্য ব্যতিরেকে তার কিছুই বলিবে না, আমি কত বার তোমাকে এই শপথ করা১৬ ইব ? তখন তিনি কহিলেন ,আমি সমস্ত ইস্রায়েলকে 383
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।