পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ , ১১ – ২ ও ; ২১ । ] বিষয়ে যে কোন বিচার আপিন আপন নগরে বাসকারী তোমাদের ভ্রাতাদের দ্বারা তোমাদের নিকটে উপস্থিত হয়, তদ্বিষয়ে তাহাদিগকে উপদেশ দিবে, পাছে তাহার। সদাপ্রভুর বিরুদ্ধে দোষী হয়, আর তোমাদের উপরে ও তোমাদের ভ্রাতাদের উপরে ক্রোধ বৰ্ত্তে ; ইহা করিও, তাহ হইলে তোমরা দোষী হইবে না । ১১ আর দেখ, সদাপ্রভূর সমস্ত বিচারে প্রধান যাজক অমরিয়, এবং রাজার সমস্ত বিচারে যিহুদী-কুলের অধ্যক্ষ ইশ্মায়েলের পুত্র সবদিয় তোমাদের উপরে নিযুক্ত আছেন ; কৰ্ম্মচারী লেবীয়েরাও তোমাদের সম্মুখে আছে । তোমরা সাহসপূৰ্ব্বক কাৰ্য্য কর, আর সদাপ্রভু স্বজনের সহবৰ্ত্তী হউন। শক্ৰদের হস্ত হইতে ইস্রায়েলীয় দের রক্ষা । " ২০ পরে মেীয়াব-সন্তানগণ ও অৰ্ম্মোন-সন্তানগণ এবং তাহীদের সহিত কতকগুলি মায়োনীয় লোক ২ যিহোশাফটের বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিল । তখন কোন কোন লোক আসিয়৷ যিহেশাফটকে এই সংবাদ দিল, সাগরের ওপারস্থ অরাম হইতে বৃহৎ লোকসমারোহ আপনকার বিরুদ্ধে আসিতেছে ; দেখুন, তাহার হৎসসোন-তামরে, অর্থাৎ ঐন-গদীতে আছে । ৩ তাহাতে যিহেশাফট ভীত হইয় সদাপ্রভুর অন্বেষণ করিতে প্রবৃত্ত হইলেন, এবং যিহদার সববত্র উপবাস ৪ ঘোষণা করাইয়া দিলেন । আর যিহদার লোকেরা সদাপ্রভুর কাছে সাহায্য যাদ্ধা করিবার জন্য একত্র হইল : যিহুদার সমস্ত নগর হইতে লোকের সদাপ্রভুর অন্বেষণ করিতে আসিল । ৫ পরে যিহেশাফট সদাপ্রভুর গৃহে নূতন প্রাঙ্গণের সম্মুখে যিহুদার ও যিরশালেমের সমাজের মধ্যে দাড়া৬ ইলেন, আর কহিলেন, হে আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, তুমি কি স্বৰ্গস্থ ঈশ্বর নহ ? তুমি কি জাতিগণের সমস্ত রাজ্যের কৰ্ত্ত নই ? অার শক্তি ও পরাক্রম তোমারই হস্তে, তোমার বিপক্ষে দাড়াইতে ৭ কাহারও সাধ্য নাই। হে আমাদের ঈশ্বর, তুমিই কি আপন প্রজ ইস্রায়েলের সম্মুখ হইতে এই দেশের নিবাসীদিগকে অধিকারচু্যত কর নাই ? এবং তোমার মিত্র অব্রাহামের বংশকে চিরকালের জন্ত কি এই ৮ দেশ দেও নাই ? আর তাহার এই দেশে বসতি করিয়াছে, এবং এই দেশে তোমার নামের জন্ত এক ৯ ধৰ্ম্মধাম নিৰ্ম্মাণ করিয়৷ বলিয়াছে, খড়গ, কি বিচারসিদ্ধ দণ্ড, কি মহামারী, কি দুর্ভিক্ষশ্বরূপ তামঙ্গল যখন আমাদের প্রতি ঘটিবে, তখন আমরা এই গৃহের সম্মুখে, তোমারই সম্মুখে, দণ্ডায়মান হইব— কেনন। এই গৃহে তোমার নাম আছে,–এবং আমাদের সঙ্কটে আমরা তোমার কাছে ক্ৰন্দন করিব, তাহতে ১• তুমি তাহ শুনিয়া নিস্তার করবে। আর এখন দেখ, о. т. 25 ] ২ বংশাবলি । ○ケ〜@。 অন্মোনের ও মোয়াবের সন্তানগণ এবং সেয়ীর পর্বতনিবাসর, যাহদের দেশে তুমি ইস্রায়েলকে মিসর দেশ হইতে আসিবার সময়ে প্রবেশ করিতে দেও নাই, কিন্তু ইহীরা উহাদের নিকট হইতে অদ্য পথে ১১ গিয়াছিল, উহাদিগকে বিনষ্ট করে নাই ; দেখ, উহার আমাদের কিরূপ অপকার করিতেছে ; তুমি যাহ। আমাদিগকে ভোগ করিতে দিয়াছ, তোমার সেই তাধিকার হইতে আমাদিগকে তাড়ষ্টয়া দিতে আসি১২ তেছে। হে আমাদের ঈশ্বর, তুমি কি উহাদের বিচার করিবে না ? আমাদের বিরুদ্ধে ঐ যে বৃহৎ দল আসিতেছে, উহাদের বিরুদ্ধে আমাদের ত নিজের কোন সামর্থ্য নাই ; কি করিতে হইবে, তাহীও আমরা জানি না ; আমরা কেবল তোমার দিকে চাহিয়া আছি । এইরূপে শিশু, স্ত্রীলোক ও সন্তানগণের সহিত সমস্ত ১৪ যিহ্রদ সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডায়মান হইল। আর সমাজের মধ্যে যহসীয়েল নামে এক জন লেবীয়ের উপরে সদাপ্রভুর আত্মা আসিলেন । তিনি আসফবংশজাত মত্তনিয়ের সন্তান যিয়েলের সন্তান বনায়ের ১৫ সন্তান সথরিয়ের পুত্র । তখন তিনি কহিলেন, হে সমগ্ৰ যিহুদ, হে যিরশালেম-নিবাসী লোক সকল, আর হে মহারাজ যিহোশাফট, শ্রবণ কর । সদাপ্রভু তোমাদিগকে এই কথা কহেন, তোমরা ঐ বৃহৎ লোকসমারোহ হইতে ভীত কি নিরাশ হইও না, কেনন। ১৬ এই যুদ্ধ তোমাদের নয়, কিন্তু ঈশ্বরের । তোমরা কলা উহাদের বিরুদ্ধে নামিয়া যাও ; দেখ, তাহারা সীস নামক আরোহণ-স্থান দিয়া আসিতেছে ; তোমরা বিরূয়েল প্রান্তরের সম্মুখে উপত্যকার অন্তভাগে তাহা১৭ দিগকে পাইবে । এবার তোমাদিগকে যুদ্ধ করিতে হইবে না ; হে যিহ্ৰদ ও বিরূশালেম, তোমর শ্রেণীবদ্ধ হও, দাড়াইয়া থাক, আর তোমাদের সহবর্তী সদাপ্রভু যে নিস্তার করবেন, তাহ দেখ ; ভীত কি নিরাশ হইও না : কল্য তাহদের বিরুদ্ধে যাত্রী কর; ১৮ কেননা সদাপ্রভু তোমাদের সহবত্তী। তখন যিহোশাফট ভূমিতে অধোমুখ হইয় প্রণাম করিলেন, এবং সমস্ত যিহুদা ও বিরূশালেম-নিবাসিগণ সদাপ্রভুর কাছে প্ৰণিপাত করিতে সদাপ্রভুর সম্মুখে ভূমিগু হইল। ১৯ পরে কহাৎ-বংশজাত ও কোরহ-বংশজাত লেবীয়ের - অতি উচ্চৈঃস্বরে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করিতে উঠিয় দাড়াইল । পরে তাহার প্রত্যুষে উঠিয়া তকোয় প্রান্তরে যাত্রা করিল ; তাহদের যাত্রাকালে যিহেশাফট দাড়াইয়া কহিলেন, হে যিহুদ, হে যিরশালেম-নিবাসিগণ, আমার কথা শুন ; তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস কর, তাহাতে স্বস্থির হইবে ; তাহার ভাব২১ বাদিগণে বিশ্বাস কর, তাহাতে কুতকার্য্য হইবে। আর তিনি লোকদের সহিত পরামর্শ করিয়া লোক নিযুক্ত করলেন, [যেন তাহারা সৈন্তশ্রেণীর অগ্রে তাগ্রে \రి マ● 385