* > お >>ー**、おンペ ] যিহুদার অধীনতা অস্বীকার করিয়া রহিয়াঁছে ; আর ঐ সময় লিবনাও তাহার অধীনতা অস্বীকার করিল, কেনন। তিনি আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ১১ ত্যাগ করিয়াছিলেন। আরও তিনি যিহূদীর অনেক পৰ্ব্বতে উচ্চস্থলী প্রস্তুত করিলেন, এবং ধিরশালেমনিবাসী দিগকে ব্যভিচার করাইলেন, ও যিছুদাকে বিপথগামী করিলেন। পরে তাহার কাছে এলিয় ভাববাদীর নিকট হইতে এই কথা সম্বলিত একখানি লিপি আসিল ; তোমার পিতা দ্বায়ুদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন পিতা যিহেশাফটের পথে ও যিছুদ।-রাজ ১৩ আসার পথে গমন কর নাই ; কিন্তু ইস্রায়েলের রাজাদের পথে গমন করিয়াছ, এবং অtহাব-কুলের ক্রিয়ানুসারে যিহুদীকে ও যিরশালেম-নিবাসী দিগকে ব্যভিচার করাইয়াছ ; আরও তেম৷ হইতে উত্তম যে তোমার পিতৃকুলজাত ভ্রাতৃগণ, তাহাদিগকে বধ ১৪ করিয়াছ ; এই কারণ দেখ, সদাপ্রভু তোমার প্রজাদিগকে, তোমার সন্তানদিগকে, তোমার ভাৰ্য্যাদিগকে ও তোমার সমস্ত সম্পত্তি মহা অঘাতে আহত ১৫ করিবেন। আর তুমি অন্ত্রের পীড়ায় অতিশয় পীড়িত হুইবে, শেষে সেই পীড়ায় তোমার অন্ত্র দিন দিন বাহির হইয়া পড়িবে। ১৬ পরে দাপ্রভু যিহোরামের বিরুদ্ধে পলেষ্টয়দের মন ও কুশীয়দের নিকটস্থ আরবীয়দের মন উত্তেজিত ১৭ করিলেন ; এবং তাহারা যিহূদার বিরুদ্ধে আসিয়া প্রাচীর ভাঙ্গিয় রাজার বাটীতে প্রাপ্ত সকল সম্পত্তি, এবং তাহার পুত্রদিগকে ও তাহার ভাৰ্য্যাদিগকে লইয়। গেল : কনিষ্ঠ পুত্ৰ যিহেীয়াহস ব্যতীত তাহার একটা ১৮ পুত্রও অবশিষ্ট থাকিল না। এই সকল ঘটনার পরে সদাপ্ৰভু তাহাকে অন্ত্রের অপ্রতিকাৰ্য্য পীড়া দ্বার ১৯ আঘাত করিলেন । তাহীতে কালক্রমে, দুই বৎসরের শেষে, তাহার অন্ত্র সেই রোগে বাহির হইয়া পড়িল, পরে তিনি উৎকট পীড়ায় মারা পড়িলেন। তার তাহার প্রজার। তাহার জন্ত তাহার পিতৃলোকদের রীতি ২০ অনুযায়ী দাহ করিল না। তিনি বত্রিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে আট বৎসরকাল রাজত্ব করেন ; তিনি চলিয় গেলেন, কেহ শোক করিল না। আর লোকের দাযুদ-নগরে তাহাকে কবর দিল, কিন্তু রাজাদের কবরস্থানে দিল না । ১২ অহসিয় ও অথলিয়ার বিবরণ। R R পরে যিরশালেম-নিবাসীরা তাহার কনিষ্ঠ পুত্র অহসিয়কে তাহার পদে রাজা করিল, কারণ আরবীয়দের সহিত শিবিরে যে দল আসিয়াছিল, তাহার। তাহার জ্যেষ্ঠ পুত্র সকলকে বধ করিয়াছিল। অতএব যিছুদী-রাজ যিহোরামের পুত্র অহসিয় রাজত্ব ২ বংশাবলি । HIණු ২ করিতে লাগিলেন। তাহসিয় বেয়াল্লিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন ; এবং যিরশালেমে এক বৎসরকাল রাজত্ব করেন : র্তাহীর মাতার নাম অথ৩ লিয়া, ইনি অস্ত্রির পৌত্রী। তাহসিয়ের মাতা তাহাকে অসদাচরণ করিতে মন্ত্রণা দিতেন, তাই তিনিও ৪ অtহাব-কুলের পথে চলিতেন। আহাব-কুল যেমন করিত, তেমনি সদাপ্রভুর সাক্ষাতে যাহা মন্দ, তিনি তাহাই করিতেন ; কেনন। পিতার মৃত্যুর পরে তাহtরাই তাহার বিনাশজনক মন্ত্রী হইল। তার তাহদেরই মন্ত্রণ। তানুসারে তিনি চলিতেন, আর তিনি ইস্রায়েল রাজ অহাবের পুত্ৰ যিহেরামের সহায় হইয়। রামোৎ-- গিলিয়দে আরাম-রাজ হসীয়েলের সহিত যুদ্ধ করিতে গেলেন : তাঁহাতে আরামীয়ের যৌরমকে ক্ষতবিক্ষত ৬ করিল। অতএব তারাম রাজ ইসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করিবার সময়ে যিহোরাম রামাতে যে সকল আঘাত প্রাপ্ত হন, তাহ হইতে আরোগ্য পাইবার জন্ত যিন্ত্রিয়েলে ফিরিয়া গেলেন ; এবং আহাবের পুত্ৰ যিহোরামের পীড়া প্রযুক্ত যিহূদী রাজ যিহোরামের পুত্ৰ অহসিয় তাহাকে দেখিতে যিন্ত্রিয়েলে নামিয় গেলেন। ৭ কিন্তু যোরামের নিকটে আসতে ঈশ্বর হইতে অহসিয়ের নিপাত ঘটিল ; কেনন। তিনি যখন আসিলেন, তখন যিহোরামের সহিত নিম্শির পুত্র সেই যেভুর বিরুদ্ধে বাহির হইলেন, বাহকে ঈশ্বর আহাব-কুলের ৮ উচ্ছেদ করিবাব জন্ত অভিষিক্ত করিয়ছিলেন। পরে যেহু যে সময়ে অহাব-কুলকে দণ্ড দিতেছিলেন, সেই সময়ে তিনি যিহদার অধ্যক্ষগণকে ও তহসিয়ের পরিচর্য্যকারী তাহার ভ্রাতৃপুত্রগণকে পাইয়া বধ ৯ করিলেন। আর তিনি অহসিয়ের অন্বেষণ করিলেন ; তৎকালে অহসিয় শমরিয়ায় লুকাইয়া ছিলেন ; লোকের তাহাকে ধরিয়া যেহর নিকটে আনিয়া বধ করিল, তথাপি তাহার কবর দিল, কেননা তাহার কহিল, যে যিহেtশাফট সমস্ত অন্তঃকরণের সহিত সদাপ্রভুর অন্বেষণ করিতেন, এ তাহারই সন্তান। আর অহসিয়ের কুলের মধ্যে রাজত্ব গ্রহণ করিবার ক্ষমতা কাহারও ছিল না । ১০ ইতিমধ্যে তহসিয়ের মত অথলিয়া যখন দেখিল যে, তাহার পুত্র মরিয়াছে, তখন সে উঠিয় যিহুদী: ১ কুলের সমস্ত রাজবংশ বিনষ্ট করিল। কিন্তু রাজকন্ত। যিহেশাবৎ তহসিয়ের পুত্ৰ যোয়াশকে লইয়া, নিহত রাজপুত্রদের মধ্য হইতে চুরি করিয়া, তাহার ধাত্রীর সহিত শয্যাগারে রাখিলেন ; এইরূপে যিহোয়াদ। যাজকের স্ত্রী, যিহোরাম রাজার কম্ভ এবং আইসিয়ের ভগিনী ঐ যিহেশাবৎ অথলিয়া হইতে র্তাহাকে লুকাইলেন, এই জন্য তিনি তাহাকে ১২ বধ করিতে পারিলেন না। আর যোয়াশ তাঁহাদের সহিত ঈশ্বরের গৃহে ছয় বৎসর যাবৎ লুক্কায়িত রহিলেন ; তখন অথলিয়া দেশের উপরে রাজত্ব করিতেছিল। 387
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।