9 о লেন, তবে আমার সঙ্গী কতক লোক তোমার নিকটে রাখিয়া যাই । তিনি কহিলেন, তাহতেই বা প্রয়োজন ಕ್ প্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পাইলেই | ১৬ আর এষে সেই দিন সেয়ীরের পথে ফিরিয়া ১৭ গেলেন। কিন্তু যাকোব সুক্কোতে গমন করিয়া আপনার জন্ত গৃহ ও পশুদের জন্ত কয়েকট কুটার নির্মাণ করিলেন, এই জন্য সেই স্থান সুকোৎ [কুটীর সকল] নামে আখ্যাত আছে । যাকোবের শিখিমে বাস । পরে যাকোব পদ-অরাম হইতে আসিয়া, কুশলে কনান দেশস্থ শিখিমের নগরে উপস্থিত হইয়া, নগরের ১৯ বাহিরে তাম্বু স্থাপন করিলেন। পরে শিখিমের পিতা যে হমোর, তাহার সন্তানদিগকে রৌপ্যের এক শত কসীতা মুদ্রা] দিয়া তিনি আপন তাম্বু স্থাপনের ২০ ভূমিখণ্ড ক্রয় করিলেন ; এবং তথায় এক যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিয়া তাহার নাম এল্-ইলোহে-ইস্রায়েল [ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর] রাখিলেন। 38 আর লেয়ার কন্ত। দীণা, যাহাকে তিনি যাকোবের জন্ত প্রসব করিয়াছিলেন, সেই দেশের ২ কন্যাদের সঙ্গে দেখা করিতে বাহিরে গেল। আর হিব্বীয় হমোর নামক দেশাধিপতির পুত্র শিথিম তাহাকে দেখিতে পাইল, এবং তাহাকে হরণ করিয়া ৩ তাহার সহিত শয়ন করিল, তাহাকে ভ্ৰষ্ট করিল। আর যাকোবের কন্যা দীণার প্রতি তাহার প্রাণ অনুরক্ত হওয়াতে সে সেই যুবতীকে প্রেম করিল ও তাহাকে ৪ মিষ্ট কথা বলিল। পরে শিথিম আপন পিতা হমোরকে কহিল, তুমি আমার সহিত বিবাহ ৫ দিবার জন্ত এই কস্তাকে গ্রহণ কর। আর যাকোব শুনিলেন, সে তাহার কন্যা দীণাকে ভ্ৰষ্ট করিয়াছে ; ঐ সময়ে তাহার পুত্ৰগণ মাঠে পশুপালের সঙ্গে ছিল ; আর যাকোব তাহদের আগমন পৰ্য্যন্ত মৌনী ৬ থাকিলেন। পরে শিখিমের পিতা হমোর যাকোবের ৭ সহিত কথোপকথন করিতে গেল। যাকোবের পুত্রগণও ঐ সংবাদ পাইয়া মাঠ হইতে আসিয়াছিল ; তাহার ক্ষুব্ধ ও অতি ক্রোধান্বিত হইয়াছিল, কেননা যাকোবের কন্যার সহিত শয়ন করাতে শিথিম ইস্রায়েলের মধ্যে মূঢ়তার ক্রিয়া ও অকৰ্ত্তব্য কৰ্ম্ম ৮ করিয়াছিল। তখন হমোর তাহদের সহিত কথোপকথন করিয়া কহিল, তোমাদের সেই কন্যার প্রতি আমার পুত্র শিখিমের প্রাণ আসক্ত হইয়াছে ; নিবেদন করি, আমার পুত্রের সহিত তাহার বিবাহ দেও। ৯ এবং আমাদের সহিত কুটুম্বত কর ; তোমাদের কন্যাগণ আমাদিগকে দান কর, এবং আমাদের কন্যা১• দিগকে তোমরা গ্রহণ কর। আর আমাদের সহিত বাস কর ; এই দেশ তোমাদের সম্মুখে রহিল, তোমরা এখানে বসতি ও বাণিজ্য কর, এখানে অধিকার গ্রহণ
আদিপুস্তক । [ ৩৩ ; ১৬–৩৪ ; ২৭ ৷ ১১ কর। আর শিখিম দীণার পিতাকে ও ভ্রাতৃগণকে কহিল, আমার প্রতি তোমাদের অনু হউক ; ১২ তাহা হইলে যাহা বলিবে, তাহাই দিব। যৌতুক ও দান যত অধিক চাহিবে, তোমাদের কথানুসারে তাহাই দিব ; কোন মতে আমার সহিত ঐ কন্যার ১৩ বিবাহ দেও। কিন্তু সে তাহদের ভগিনী দীণাকে ভ্ৰষ্ট করিয়াছিল বলিয়া যাকোবের পুত্রগণ ছলপূৰ্ব্বক আলাপ করিয়া শিথিমকে ও তাহার পিতা হমোরকে ১৪ উত্তর দিল ; তাহারা তাহাদিগকে কহিল, অচ্ছিন্নত্বক লোককে যে আমাদের ভগিনী দিই, এমন কৰ্ম্ম আমরা করিতে পারি না ; করিলে আমাদের দুর্নাম ১৫ হইবে । কেবল এই কৰ্ম্মট করিলে আমরা তোমাদের কথায় সম্মত হইব ; আমাদের দ্যায় তোমরা প্রত্যেক ১৬ পুরুষ যদি ছিন্নত্বক হও, তবে আমরা তোমাদিগকে আপনাদের কস্তাগণ দিব, এবং তোমাদের কন্থাগণকে গ্রহণ করিব, ও তোমাদের সহিত বাস করিয়া এক ১৭ জাতি হইব। কিন্তু যদি ত্বক্ছেদের বিষয়ে আমাদের কথা না শুন, তবে আমরা আপনাদের ঐ কন্যাকে লইয়। ১৮ চলিয়া যাইব । তখন তাহদের এই কথায় হমোর ও ১৯ তাহার পুত্র শিথিম সন্তুষ্ট হইল। আর সেই যুব অবিলম্বে সেই কৰ্ম্ম করিল, কেননা সে যাকোবের কন্যাতে প্রীত হইয়াছিল ; আর সে আপন পিতৃকুলে সৰ্ব্বাপেক্ষ সন্ত্রান্ত ছিল। পরে হমোর ও তাহার পুত্র শিখিম আপন নগরের দ্বারে আসিয়া নগরনিবাসীদের সহিত কথোপকথন ২১ করিয়া কহিল, সেই লোকেরা আমাদের সহিত নিবিবরোধে রহিয়াছে ; অতএব তাহার এই দেশে বাস ও বাণিজ্য করুক ; কেননা দেখ, তাহদের সম্মুখে দেশটা স্থপ্রশস্ত ; আইস, আমরা তাহদের কন্যাগণকে গ্রহণ করি, ও আমাদের কন্যাগণ তাহাদিগকে দিই। ২২ কিন্তু তাহদের এই এক পণ আছে, আমাদের মধ্যে প্রত্যেক পুরুষ যদি তাহদের মত ছিন্নত্বক হয়, তবে তাহারা আমাদের সহিত বাস করিয়৷ এক জাতি ২৩ হইতে সম্মত আছে। আর তাহদের ধন, সম্পত্তি ও পশু সকল কি আমাদের হইবে না ? আমরা তাহাদের কথায় সম্মত হইলেই তাহার। আমাদের ২৪ সহিত বাস করিবে। তখন হমোরের ও তাহার পুত্র শিখিমের কথায় তাহার নগরের দ্বার দিয়া যে সকল লোক বাহিরে যাইত, তাহারা সম্মত হইল, আর তাহার নগরদ্বার দিয়া যে সকল পুরুষ বাহিরে যাইত, তাহদের ২৫ ত্বক্ছেদ করা হইল। পরে তৃতীয় দিবসে তাহার পীড়িত হইলে দীণার সহোদর শিমিয়োন ও লেবি, যাকোবের এই দুই পুত্র আপন আপন খড়গ গ্রহণ করিয়া নিৰ্ভয়ে নগর আক্রমণ করতঃ সকল পুরুষকে ২৬ বধ করিল। এবং হমোর ও তাহার পুত্র শিখিমকে খড়গাঘাতে বধ করিয়া শিখিমের বাটী হইতে দীণাকে ২৭ লইয়া চলিয়া আসিল । উহারা তাহদের ভগিনীকে ভ্ৰষ্ট করিয়াছিল, এই জন্ত যাকোবের পুত্ৰগণ হত লোকদের ૨૦ 30